Trinamool will win in all the 16 seats in Pujali: Abhishek Banerjee

Trinamool Youth Congress President Abhishek Banerjee today took part in a padayatra in Pujali, South 24 Parganas, while campaigning for the municipal polls of the Pujali Municipality. The four km padayatra which started from Pujali Oriental More and continued till Chhoto Battala on the Sunday morning saw thousands of people walking along with the fiery youth icon.

Abhishek Banerjee said that Trinamool will win in all the 16 wards of the Pujali Municipality. He said that the opposition will be washed out. Trinamool has no fear, the more Trinamool will be threatened, it will be more strong, he said.

Abhishek Banerjee said that Pujali did not see and development during the Left rule. 80% of the water supply project has been completed in the area, he said. He stressed on the development of the area and said that the Hindutwa factor will not work here. He asked all party workers to work united against the combined opposition force.

বিরোধীরা দাঁত ফোটাতে পারবে না: অভিষেক ব্যানার্জি

বিরোধীরা দাঁত ফোটাতে পারবেন না পূজালি পুরসভায়। এবারও তৃণমূলই জিতবে। ২০ মে পূজালিতে তৃণমূলের বিজয় মিছিল বেরোবে। রবিবার পূজালির ওরিয়েন্টাল মোড় থেকে প্রায় ৪ কিমি পায়ে হেঁটে ছোট বটতলা পর্যন্ত মহামিছিল করেন সাংসদ অভিষেক ব্যানার্জি। তার পর ছোট বটতলাতেই তিনি সভা করেন। সেই সভাতেই তিনি এই ঘোষণা করেন।

এদিন সভায় তিনি বিরোধীদের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগেন। বলেন, ‘‌পূজালির ১৬টি আসনেই জিতবে তৃণমূল। বিরোধীদের কোনও অস্তিত্বই থাকবে না। তারা দাঁত ফোটাতে পারবে না।’‌ তৃণমূল সাংসদ সাফ জানিয়ে দিলেন, এবারও বিরোধীশূন্য করেই পূজালিতে ঘাসফুল ফুটবে। তিনি সিবিআই দিয়ে তৃণমূলকে ভয় দেখানোর জবাবে বলেন, ‘‌যতই ভয় দেখান না কেন, তৃণমূল ভয় পায় না। এখানে ভয় দেখিয়ে তৃণমূলকে হারানো যাবে না। তূণমূলকে ধমকালে–‌চমকালে তৃণমূলের শক্তি আরও বাড়বে।’‌

তাঁর অভিযোগ, ‘‌বাম আমলে পূজালির কোনও উন্নয়নই হয়নি। তৃণমূল এসে এখানে জলপ্রকল্পের কাজ ৮০ শতাংশ শেষ করেছে। পূজালির মানুষ উন্নয়ন চান। আর এখানে সেই উন্নয়নই হয়েছে। প্রচুর টাকার উন্নয়নের কাজ হয়েছে এই পুরসভায়। তাই কোনও হিন্দুত্ব তত্ত্ব এখানে চলবে না। মানুষ তৃণমূলকেই ভোট দিয়ে জেতাবেন।’ তিনি এদিনও ঐক্যবদ্ধ লড়াইয়ের ওপর জোর দেন। বলেন, ‘ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই পুরসভার প্রতিটি আসনেই জিততে হবে।’ এদিন তিনি অভিযোগ করে বলেন, ‘এখানে বিরোধীদের গোপন আঁতাত তৈরি হয়েছে। সামনে যা–ই দেখাক না কেন, ভেতরে ভেতরে সিপিএম, কংগ্রেস ও বিজেপি আঁতাত করে লড়াইয়ে নেমেছে।’

এদিন তাঁর সঙ্গে ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, শওকত মোল্লা, গৌতম দাশগুপ্ত প্রমুখ।

Will quit politics if CPI(M) can list 10% of developmental work done in 34 years: Abhishek Banerjee

Trinamool Youth Congress President Abhishek Banerjee on Sunday slammed the Congress-CPI(M) alliance in a election campaign rally held at Karunamoyiee in Bidhannagar.

In Karunamoyee, Abhishek Banerjee threw an open challenge to the CPI(M) saying that if the CPI(M) can even list 10% of the development they have done in the last 34 years, he’ll quit politics.

He added that the people of Bengal have witnessed the development brought by Mamata Banerjee. ‘Congress have been tortured by the CPI(M). In many places around the State, CPI(M) workers had cut off hands of Congress workers. They have destroyed their homes, attacked families of Congress workers. Even after all this, the Congress is together with the CPI(M) now,’ he said.

The young firebrand MP further added, ‘Bengal wants development. And the people of Bengal have witnessed the development brought about by Mamata Banerjee in the last 5 years and that is the reason why the people will vote for Trinamool and bring us back to power.’

 

৩৪ বছরে কি উন্নয়ন হয়েছে তার ১০ শতাংশের হিসেব দিতে পারলে রাজনীতির আঙিনায় আসব না – অভিষেক বন্দ্যোপাধ্যায় 

গতকাল বিধাননগরের করুণাময়ীতেও একটি নির্বাচনী প্রচার করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। করুনাময়ীর জনসভা থেকে বাম-কংগ্রেসের জোটকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

এদিন তিনি বলেন, “সিপিএম ৩৪ বছরে কি উন্নয়ন করেছে, তার ১০ শতাংশের হিসেব দিতে পারলে রাজনীতির আঙিনায় আসব না”।

অভিষেক বলেন, “সিপিএমের হাতে অত্যাচারিত হয়েছে কংগ্রেস। হাজার হাজার কংগ্রেস কর্মীকে হত্যা করেছে সিপিএম। তারপর সেই সিপিএমের সঙ্গেই হাত মিলিয়েছে কংগ্রেস”।

তিনি আরও বলেন “বাংলার মানুষ উন্নয়ন চান। গত ৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকারের আমলে রাজ্যের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং সেজন্যই মানুষ আবার তৃণমূলকে ভোট দেবে”।

People’s alliance will defeat the Congress-CPI(M) alliance: Abhishek Banerjee

At a workers’ rally at Jhalda in Purulia district on Saturday, in support of the Trinamool candidate for Baghmundi Assembly constituency for the 2016 Assembly election, Trinamool Youth Congress President Abhishek Banerjee asked the people to give a fitting reply to the CPI(M) by defeating them at the election.

He made similar appeals during the two other rallies he addressed in the district – at Para and at Balarampur.

He criticised the Congress for going into an alliance with the CPI(M). At all the rallies, he appealed to the people to bring the Trinamool to power so that more developments could reach the people. He also warned the Opposition to not take the Trinamool’s tolerant attitude to be its weakness.

Highlighting the progress that Jangalmahal has made under the Trinamool Congress, Abhishek Banerjee said that the Ayodhya Hills, which was once an important base of the Maoists, is now a tourist hotspot.

 

সিপিএম-কংগ্রেসের জোটকে পরাজিত করবে মানুষের মহাজোট: অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুক্রবার বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে পুরুলিয়ার ঝালদায় একটি জনসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় তিনি বলেন সিপিএমকে পরাজিত করে মানুষ এবার যোগ্য জবাব দেবে।

এদিন এই জেলায় আরও দুটি জনসভা করেন তিনি। একটি পাড়া বিধানসভা কেন্দ্রে এবং অপরটি বলরামপুরে।

তিনি বলেন, “ঘাস যতই কাটা হোক, যেমনভাবেই, তা আবার মাটি ফুঁড়ে বেরবে। তৃণমূলও তেমনই। যতই তার নামে কুৎসা,অপপ্রচার করা হোক তৃণমূল আরও বেশি ভোটে জিতবে”।

সব সমাবেশেই তিনি মানুষের কাছে আবেদন করে বলেন উন্নয়নকে মানুষের কাছে পৌঁছানোর জন্য তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় আনতে হবে। এদিন সিপিএম-কংগ্রেসের জোট নিয়েও সমালোচনা করেছেন অভিষেক। তিনি বিরোধীদের সতর্ক করে বলেন, “তৃণমূলের সহনশীলতাকে তৃণমূলের দুর্বলতা মনে করবেন না”।

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জঙ্গলমহলের উন্নয়ন ও প্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন আগে অযোধ্যা পাহাড় যেখানে মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল বর্তমানে তা একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।

Bengal can’t be made taint-free unless the CPI(M) is defeated: Abhishek Banerjee

Trinamool Youth Congress President Abhishek Banerjee addressed two rallies in Purulia on 25 March. The first rally was held in Jaipur, in support of the Trinamool candidate for the 2016 Assembly election, Shaktipada Mahato, followed by another in Bandwan, in support of Rajib Soren.

He said, “Bengal can’t be made taint-free unless the CPI(M) is defeated.”

He criticised the CPI(M)-Congress alliance, dismissing it as one without any real purpose, just like an air-filled balloon, as against the alliance of substance – that of the Trinamool’s with the people.

Abhishek Banerjee said that the Opposition is only intent on maligning and spreading misinformation. He said, “The CPI(M) is like coal, that can’t be made white no matter how many times you wash it. ‘Harmad’ are still hiding amongst them.”

 

 

সিপিএমকে হারাতে না পারলে বাংলাকে কলঙ্কমুক্ত করা যাবে নাঃ পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 

শুক্রবার পুরুলিয়ায় ২টি জনসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমটি জয়পুরে তৃণমূল প্রার্থী শক্তিপদ মাহাতোর সমর্থনে এবং দ্বিতীয়টি বান্দোয়ানে তৃণমূল প্রার্থী রাজীব সোরেনের মাধ্যমে।

তিনি বলেন, “সিপিএমকে হারাতে না পারলে বাংলাকে কলঙ্কমুক্ত করা যাবে না, সিপিএম যতদিন বাংলায় থাকবে ততদিন বাংলায় কলঙ্ক থাকবে”।

সিপিএম-কংগ্রেস জোটকে এদিন কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মানুষের জোটের বিরুদ্ধে ফানুসের জোট হয়েছে। মা-মাটি-মানুষ বনাম সন্ত্রাসবাদীদের জোট হয়েছে”।

এদিন তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন যে বিরোধীদের কাজ শুধুই কুৎসা ও অপপ্রচার করা। তিনি বলেন, “সিপিএম দল কয়লার মত, যাকে হাজারবার ধুলেও পালটাবে না, তাদের মধ্যে হার্মাদরা এখনও লুকিয়ে রয়েছে”।