Bio-lab to come up at Abash to promote organic farming

Bengal Government has decided to set up a bio-laboratory at Abash in West Midnapore at a cost of more than Rs 1 crore to promote organic farming.  The decision to set up the laboratory has been taken considering that the western region of the state has immense potential in growing organic crops.

All sorts of tests that are necessary for organic farming can be undertaken in the proposed bio-laboratory. Preliminary tasks needed to set up the lab have already been undertaken and the work to set it up will start begin.  This comes at the time when the state agriculture department has taken several measures to ensure increase in organic farming.

The state government has also allotted around 25 acres of land to the Centre to set up a dedicated groundnut research station at Abash; one such research station in Jaunpur and the second of its kind is coming up in Bengal. Eastern and north eastern states would get additional benefit with the setting up of the research station in Bengal.

 

পশ্চিম মেদিনীপুরের আবাসে জৈব চাষের বিকাশের জন্য গড়া হবে বায়ো ল্যাব

আলু -পটল , শাক -সবজি থেকে শুরু করে মাছ -মাংসে ‘অরগানিক ‘-এর এখন বিপুল চাহিদা। বহু ব্যবসায়ী বিক্রিত পণ্য ‘জৈব ‘বলে দাবি করেন। কেমিক্যাল ব্যবহার হয়নি ভেবে ক্রেতাও তা হুড়মুড়িয়ে কেনেন। জিনিসগুলি জৈব কি না তা বোঝার জন্য পরীক্ষাগার থাকলেও সেখানে নিখুঁতভাবে জানা সম্ভব ছিল না।

রাজ্যের কৃষি দফতর এবার এক কোটি টাকার ও বেশি ব্যয় ‘বায়ো ল্যাব ‘ তৈরি করছে। রাজ্য সরকারের উদ্যোগে এবার পশ্চিম মেদিনীপুরের আবাসে একটি পরীক্ষাগার তৈরি হচ্ছে। কৃষিজাত পণ্য ও মাছ জৈব কি না তা নিখুঁতভাবে জানতে আর কোনও সমস্যা হবে না।

ওই এলাকায় চিনাবাদাম গবেষণার জন্য ২৫ একর জমি বরাদ্দ করেছে। ওই জমিতে গোটা দেশের চিনাবাদাম পরীক্ষা হবে। পূর্ব ভারতে এমন পরীক্ষাগার নেই।