The Bengal Government is organising Aam Mela in New Delhi. It started on June 16 and would continue till June 30.
Last year it was a big hit and so, the Government is aiming to double the sales this year – from 20,000 kg or 20 tonnes to 40,000 kg or 40 tonnes.
This year, most of the mangoes being sold at the fair have been sourced from Malda district, including some of the most well-known varieties like himsagar, langra and laxmanbhoig. New varieties of mango are also available at the fair – like the chatujje-mukhujje and sarikhas from Hooghly district.
দিল্লিতে শুরু হল রাজ্যের আম মেলা
গতবারের তুলনায় দ্বিগুণ বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে আজ থেকে দিল্লিতে শুরু হল পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ‘আম মেলা’। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
উল্লেখ্য, গতবারের মেলায় প্রায় ২০ টন (২০ হাজার কেজি) আম বিক্রি করেছিল রাজ্য। এবার ৪০ হাজার কেজি আম বিক্রির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবারের মেলায় মালদহ থেকেই সবথেকে বেশি আম এসেছে।
মেলায় উপস্থিত মালদহ জেলার ভারপ্রাপ্ত উপ-কৃষি অধিকর্তা (ফল) রাহুল চক্রবর্তী বলেন, আপাতত আমরা সাড়ে তিন টন আম এনেছি। সব মিলিয়ে মালদহ জেলা থেকে প্রায় ২০ টন আম আনার পরিকল্পনা রয়েছে। হুগলি জেলার চাটুজ্জে-মুখুজ্জে, সরিখাসের মতো বিভিন্ন নয়া প্রজাতির আম এই মেলা আলো করে থাকলেও প্রাধান্য রয়েছে হিমসাগর, ল্যাংড়া, লক্ষ্মণভোগ ইত্যাদি আমেরও।