Mamata Banerjee slams Centre over Aadhaar

Chief Minister Mamata Banerjee today questioned the Centre for making Aadhaar compulsory for availing services and whether the decision has brought down the number of terrorists infiltrating in the country.

She said that the Centre has made Aadhaar compulsory for everything yet this decision has not been able to bring down the number of terrorists entering the country.

Mamata Banerjee has time and again criticised the decision of making Aadhaar mandatory and had said that linking of personal details with Aadhaar number was “dangerous” for individuals and society.

Source: Millennium Post

 

 

Making Aadhaar mandatory would make the poor, the marginalised the worst sufferers: Mamata Banerjee

Chief Minister Mamata has come down heavily on the Centre’s decision to make Aadhaar mandatory for opening bank accounts and carrying out financial transactions above Rs. 50,000.

In a message on Twitter, she said the gravest consequence of this decision would be the fact that the “poorest of the poor, the marginalised people will be the worst sufferers”.

She further said that since Aadhaar has serious issues about privacy, the Central Government must not make it mandatory for access to any service unless 100 per cent coverage has been achieved.

 

 

 

আধার বাধ্যতামূলক করা হলে গরিব ও প্রান্তিক মানুষরা ক্ষতিগ্রস্ত হবেন: মমতা বন্দ্যোপাধ্যায়

আধার কার্ড ব্যাঙ্কিং পরিষেবার জন্য বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ টুইটারে লেখেন, “আধার কার্ড বাধ্যতামূলক করার কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্তের ফলে সব থেকে বেশী ক্ষতিগ্রস্ত হবেন গরীব ও প্রান্তিক মানুষরা। ১০০% মানুষ আধার কার্ড না পাওয়া পর্যন্ত বাধ্যতামূলক করতে পারে না কেন্দ্র।”

তিনি আরও বলেন আধার এর সাথে ব্যক্তি-গোপনীয়তার অনেক সমস্যার এখনো সুরাহা হয়নি।

 

 

Bengal CM bats for formation of Scheduled Caste Advisory Council

For all-round development of the Scheduled Caste community, the state government is all set to form a Scheduled Caste Advisory Council on the lines of the existing Tribal Advisory Council (TAC).

During her north Bengal tour, Chief Minister Mamata Banerjee arrived at the Bagdogra Airport on Monday and headed for Jalpaiguri where she attended a meeting of the Tribal Advisory Council.

“There is a large Scheduled Caste population in our state which includes 30 lakh SC students. We have to give impetus to their development,” she said while addressing media after the meeting.

“The state is also preparing a dictionary in Ol Chiki script for the Santhal community. The dictionary will be completed within a month. We are giving a lot of stress in preserving and uplifting the unique culture, language and scripts of different tribal communities. We are trying to impart education to these communities in their own languages,” announced the CM.

“We want to increase the monthly stipend for SC students, which is Rs 400 at present. However, the Centre is not cooperating with us. Earlier, a Union minister had assured that they would ensure the opening of seven closed tea gardens in Dooars. Till date, they have not done anything in this regard. On the other hand, we are implementing different schemes for the benefit of the workers in these closed tea gardens,” Mamata Banerjee said.

The Chief Minister welcomed the Supreme Court verdict on Aadhaar Card.  “The Centre should first ensure that all citizens get their Aadhaar cards and then only issue such diktats. How can they say that citizens will not get pension or cannot withdraw their own money without Aadhaar cards,” she added.

 

তফসিলি জাতির জন্য উপদেষ্টা পর্ষদ গঠনের ভাবনা মুখ্যমন্ত্রীর

আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে আদিবাসী উন্নয়ন বোর্ড গঠনের পরে এবার তফসিলি জাতির উন্নয়নের লক্ষ্যে নতুন বোর্ড গঠন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়িতে পূর্ত দপ্তরের বাংলোতে আদিবাসী উন্নয়ন পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। দীর্ঘ প্রায় দুঘণ্টার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনও করেন।

মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসী উন্নয়ন পরিষদ গঠনের পরে যে সমস্ত প্রস্তাব গ্রহণ করা হয়েছিল তা সবটাই করা হয়েছে। তিনি এও বলেন, গোটা রাজ্যে মত ৬৬টি তফসিলি জাতির জন্য সংরক্ষণের আসন রয়েছে। তাই স্বাভাবিক ভাবে তফসিলিদের উন্নয়নের গুরুত্ব বুঝে এবার নতুন করে তফসিলি জাতি অ্যাডভাইজারি কমিটি গঠন করা হবে। এই কমিটির সদস্যরা বিভিন্ন প্রস্তাব হাতে নিয়ে রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজ করবে। এ ছাড়াও গোটা রাজ্যে প্রায় ৩০ লক্ষ তফসিলি জাতির ছাত্র-ছাত্রী রয়েছে। যাদের শিক্ষার উন্নয়নের জন্য প্রতি মাসে ৭০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এ ছাড়াও প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার তাদের বিনামুল্যে প্রশিক্ষণের ব্যাবস্থাও করা হয়েছে।

এ ছাড়াও আদিবাসীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অনেক আদিবাসীই অলচিকি ভাষা ভালবাসেন। তাই তাদের কথা ভেবে অলচিকি ও কুরুক ভাষা সহ আরও কিছু ভাষা নিয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অলচিকি ভাষাকে পাবলিক সার্ভিস কমিশনে এ ও বি গ্রেডে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও এদিন তিনি জানান।

অন্যদিকে চা বাগানের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের এক মন্ত্রী মহাশয় ডুয়ার্সে গিয়ে সাতটি চা বাগান অধিগ্রহণ করার কথা বলেছিলেন। কিন্তু সে সব চা বাগান নিয়ে কেন্দ্র কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তবে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে আগামী ৪ তারিখে একটি চা বাগান খুলতে চলেছে। উল্লেখ্য কিছুদিন আগেই শ্রম দপ্তরের বৈঠকে কালচিনি চা বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Trinamool protests against linking mid-day meals to Aadhaar

Trinamool Congress on Monday hit the streets protesting against the central government’s decision to link Aadhaar card with the midday meals programme in schools.

Trinamool’s women activists led by Chandrima Bhattacharya took out a rally in central Kolkata, demanding the immediate rollback of the move dubbing it “anti-people.” Belting out slogans and displaying posters on themselves, they said students will starve due to the linking.

“To make Aadhar cards for children, one has to start when they are still in the womb? Do people now have to carry out ultra sonography to determine the sex of the infant so they can apply for an Aadhar card? Does it mean, the Centre is trying to legalise foetal sex determination,” Bhattacharya questioned.

Bengal Chief Minister Mamata Banerjee had on Saturday termed as shocking the central government’s decision. “Now even infants (0-5 years) will need Aadhar cards? Aadhaar card for mid-day meals and ICDS? Shocking! 100 Days’ Work also not spared,” she had tweeted.

Meanwhile, the Kolkata Municipal Corporation (KMC) will continue to give midday meal to students in its schools, Mayor Sovan Chatterjee said.

 

মিডডে মিলে আধার বাধ্যতামূলক করার প্রতিবাদে পথে নামলো তৃণমূল

মিড ডে মিলের জন্য আধার কার্ড বাধ্যতামূলক, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ পথে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কয়্যার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলটির নেতৃত্ব দেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, মিড ডে মিল পাওয়ার জন্য স্কুল পড়ুয়াদের আধার কার্ড থাকতে হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অবিশ্বাস্য। গরিব, খেটে খাওয়া মানুষ, আমাদের প্রিয় শিশুদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।”

মিছিল থেকে এবিষয়ে কথা বলতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য  বলেন, “কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছে। সেখানে বয়সসীমা দিয়েছে শূন্য থেকে শুরু। আমরা শূন্য বছরের মানে বুঝতে পারলাম না। তাহলে কি কেন্দ্রীয় সরকার চাইছে মায়ের গর্ভে থাকার সময়ই শিশুর আধার কার্ড করতে হবে? আধারকার্ড করতে গেলে ছেলে না মেয়ে জানতে হবে। তাহলে কি কেন্দ্রীয় সরকার চাইছে মায়ের গর্ভে থাকাকালীন শিশুর লিঙ্গ নির্ধারণ করা হোক? তার মানে BJP পরিচালিত সরকার বেআইনি কাজকে সমর্থন জানাচ্ছে।”

Aadhaar card impasse: TMC Parliamentary team will meet PM, says Mamata Banerjee

A Trinamool Congress Parliamentary team will meet the Prime Minister Narendra Modi and will urge him to resolve the impasse over issuing of Aadhaar cards, party Chairperson Mamata Banerjee said on Tuesday.

She said despite repeated requests, the Centre did not resolve the problem. Of 9 crore people in the state, more than 2.5 crore people have not received their Aadhaar cards. The problem started after the Centre decided to complete the procedure of issuing Aadhaar cards by August 31.

She said the state government would launch massive campaign involving all sections of people including students urging the people to maintain cool.

“The Centre has failed to resolve the issue and on the contrary has made Aadhaar cards mandatory for many of its projects,” the Chairperson said.

She had raised the issue during her meeting with the Prime Minister in Delhi recently. She maintained that non availability of Aadhaar cards was creating serious law and order problem.

 

Image Source: India Today

 

আধার সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে তৃণমূলের সংসদীয় দল

তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এবং আধার কার্ড সংক্রান্ত সবরকম সমস্যা সমাধান করার আর্জি জানাবে, মঙ্গলবার একথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আধার কার্ড নিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গুরুতর আইন-শৃঙ্খলার সমস্যা দেখা দিয়েছে”।

তিনি বলেন, বার বার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্রে আধার কার্ড  সমস্যা সমাধান করেনি। রাজ্যের ৯ কোটি মানুষের মধ্যে ২.৫ কোটির বেশি মানুষ তাদের আধার কার্ড পান নি। কেন্দ্র নিজের মত সময়সীমা ঠিক করেছে ৩১শে আগস্ট আর তারপর থেকেই সমস্যা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র আধার কার্ড সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে এবং এর পরিবর্তে এই   কার্ড বাধ্যতামূলক করেছে”।

সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি বলেন যে আধার কার্ডের অপর্যাপ্ততা গুরুতর আইন-শৃঙ্খলা সমস্যা তৈরি করছে।

 

 

Kalyan Banerjee speaks in LS on the issue of Aadhaar card being made mandatory

Madam, I am raising a very important issue. Aadhaar cards have been made mandatory for receiving financial benefits and subsidies from the Government, including LPG subsidy, Government scholarships, provident fund, pension, food security and other bank transfers.

Madam, in West Bengal alone nearly one crore people have not received any Aadhaar cards from UIDAI. As a result, many poor people have been deprived of such benefits. This mandatory necessity of Aadhaar cards should be removed in the country and it should be made optional.

Madam, the Hon’ble Supreme Court has said that Aadhaar cards should not be made mandatory for receiving benefits from the Central Government. Four states – Bihar, Odisha, Uttar Pradesh and West Bengal – are all raising this issue with the Central Government repeatedly. Our Hon’ble Chief Minister has spoken the Hon’ble Prime Minister and other Ministers also.

Now, Madam, the consequence is this: by reason of non-availability of Aadhaar cards, crores of poor and BPL people are not receiving any benefits. We need an assurance from the concerned Minister that Aadhaar card would not be made mandatory for people to receive benefits.

One of our MP’s mother is not receiving her pension because of Aadhaar card. One journalist yesterday told me in Delhi that his mother is not receiving pension because of the non-availability of Aadhaar card. Therefore, Madam, I request that, immediately this provision of mandatory Aadhaar cards for receiving benefits should be waived until and unless each and every person in this country out of 124 crore people, get Aadhaar cards. It should not be made compulsory, Madam. That is our request.