Centre not sending 100 Days’ Work funds on time: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee said in the Assembly recently that the Centre is not giving the money to the State Government for paying the workers under the 100 Days’ Work Scheme on time.

She said that Bangla is the best in 100 Days’ Work, rural road construction and housing for the poor. She said that the Irrigation, Forest, Environment and Fisheries Departments are providing a lot of work in this regard. Three lakh ponds have been dug.

Suggestions of Mamata Banerjee to the Centre:

· If workers under 100 Days’ Work are employed for planting trees, it would increase their incomes
· Those working in the Mid-Day Meal Scheme should also be brought under 100 Days’ Work

Bengal takes the lead in employment generation

Over the last few years, Bangla has witnessed phenomenal growth under the leadership of Mamata Banerjee.

Here are the areas where Bangla has achieved immense success in terms of employment generation

1. Unemployment has reduced by 40%

2. Bengal ranks first in 100 Days’ Work with respect to man-day generation, where over 191 crore man-days have been generated

3. Significant increase in employment opportunities in all sectors where almost 1 crore people have become employed in 7.5 years

4. Under Utkarsha Bangla Scheme, almost 6 lakh youths receive skill training every year. The majority have also secured a job in their own profession

5. Yuvashree Scheme: Almost 1.70 lakh youths have received assistance under the Yuvashree Scheme
Under the Yuvashree 2 Arpan Scheme, 50,000 youths will be given financial assistance of Rs 1 lakh every year to start their own businesses

6. 528 Karmatirthas set up to create more employment opportunities

File Image

 

11,000 Dhara Sevaks to be inducted for irrigation in Paschimanchal districts

The Bengal Government has taken yet another step for irrigation in places which are naturally dry. Around 11,000 people will be inducted as Dhara Sevaks under the Ushar Mukti Scheme in six districts, mainly in convergence with the 100 Days’ Work Scheme.

These 11,000 people will be taking up irrigational work in the districts of Paschim Medinipur, Jhargram, Purulia, Bankura, Paschim Bardhaman and Birbhum. These districts get little rainfall; hence unavailability of proper water resources hampers agricultural work.

It has been planned to make watersheds using the rivers Ajay, Damodar, Mayurakshi, Kansabati and Subarnarekha. Rainwater will also be harvested in these watersheds.

The State Government has planned to build around 105 micro-watersheds which will help in irrigating around 84,000 hectares.

 

Source: Bartaman

Six districts from Bengal shine in 100 Days’ Work

Bengal’s Cooch Behar district has been adjudged as one of the best districts in terms of performance under MGNREGA, better known as the 100 Days’ Work Scheme.

It was among the six districts from the State selected by the Centre for a presentation by their district magistrates, among the top-performing districts under MGNREGA in the country. Cooch Behar is also doing well in livelihood programmes.

The other five are Jhargram, Bankura, Purba Medinipur, Paschim Medinipur and Jalpaiguri.

It may be mentioned that Bengal generated a total of 2821.72 man-days, which is 13.94 per cent of the total number of man-days covering all the states. With respect to the expenditure incurred (as a result of the payments for the work done, mostly by people in the rural regions of the state), the amount is Rs 7,35,231.98 lakh, which is 13.06 per cent of the total expenditure of all the states.

Source: Millennium Post

Bengal Panchayat Dept sets target of creating 25 Cr man-days in 2018-19

The State Panchayats and Rural Development Department has set a target of creating 25 crore man-days for financial year (FY) 2018-19. The decision was taken at a recent high-level meeting attended by all senior officials of the department.

It was also decided that the state’s panchayats will have to ensure livelihood for 10 lakh families, mainly for the women associated with the self-help groups under the National Rural Employment Guarantee Act (NREGA) Scheme. Thus, every gram panchayat will have to make provision for livelihood of 300 families on an average.

Every panchayat will also have to take steps for the revival of rivers and underground reservoirs that have dried up. Stress will have to be laid on afforestation and maintenance of trees.

Since coming to power in 2011, Chief Minister Mamata Banerjee has given emphasis on rural development and in the past seven years, Bengal has made remarkable progress in the construction of rural roads and in 100 days’ work under NREGA.

Incidentally, Mamata Banerjee announced at an administrative review meeting on March 26 that South 24 Parganas has become the number one district in the country with regard to the implementation of 100 days’ work.

 

২০১৮-১৯ কর্মবর্ষে ২৫ কোটি কর্মদিবস তৈরী করবে পঞ্চায়েত দপ্তর

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮-১৯ সালের জন্য ২৫ কোটি কর্ম দিবস তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। জিটিএ, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং সমস্ত জেলাপরিষদকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে দপ্তর। এই উদ্যোগের মাধ্যমে ১০ লক্ষ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করবে পঞ্চায়েত। মূলত উপকৃত হবেন ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

প্রতিটি গ্রাম পঞ্চায়েতেকে অন্তত ৩০০ পরিবারের জন্য জীবিকা নির্ধারণ করতে হবে। এলাকায় যদি কোনও মৃত নদী থাকে, সেটার পুনরুজ্জীবন করতে হবে। বৃক্ষরোপণ ও গাছের রক্ষণাবেক্ষণে নজর দিতে হবে।

উল্লেখ্য, গত সাত বছরে ১০০ দিনের কাজে এবং গ্রামীণ সড়ক নির্মাণে বাংলা নজিরবিহীন কাজ করেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা ১০০ দিনের কাজে দেশের সেরা হয়েছে।

Source: Millennium Post

 

Our actions speak louder than words: Mamata Banerjee at Debra

Bengal Chief Minister Mamata Banerjee today addressed a public meeting at Debra in Paschim Medinipur district. She inaugurated and laid the foundations stones for a series of schemes and projects.

The projects that were inaugurated include, primary health centres, Anganwadi centres, irrigation projects, new roads, bridges etc. She also laid the foundations stones for hostels, water supply projects, upgradation of central nursery among others.

She also distributed benefits of various schemes like Kanyashree, Sabuj Shree, Siksha Shree, Anandadhara, Sabuj Sathi etc.

Highlights of her speech:

We must protect our farmers. We must love them. Earlier they were neglected, even after devastating floods. We have compensated nearly 30 lakh farmer families. Compensation worth Rs 1200 crore have been paid.

Centre does not give us funds. They take away the revenue collected by us. They are supposed to pay us 60% but we get only 40%. That too, is often not paid. We don’t want their alms. We want the money they owe us. Why should Bengal be neglected?

We are paying off the installments for the debt incurred by the previous government. We have paid Rs 48,000 crore as installments this year. No other State runs so many welfare schemes, despite such financial constraints.

Bengal is the only State which waived off tax on agricultural land and mutation fee on agricultural land. Farmers’ income has doubled in Bengal. We have received Krishi Karman award five years in a row.

We are No. 1 in 100 Days’ work, rural employment, Bangla Abas Yojana, Skill Development, MSME.

Jadavpur University is No. 1 among 21 State universities. This is a new feather in Bengal’s cap.

We have set up 43 multi super speciality hospitals in six years. Centre is planning to launch health insurance scheme now. We already have free healthcare at government hospitals. We are running the ‘Swasthya Sathi’ scheme successfully. ICDS, Asha, civic volunteers, home guards, contractual workers, green police, panchayat and municipal workers have been brought under this scheme.

We provide rice at Rs 2/kg to 8.5 crore people. Adivasis in Jangalmahal receive 35 kg rice, tea garden workers get rice at 47 paise per kg.

We have set up critical care units, trauma care units, mother and child hubs. 80 SNCUs and 300 SNSUs have been set up. We have launched Matri Jaan and Nischay Jaan for pregnant women, new mothers and neonates. 1000 Matri Jaans have been launched across Bengal.

We have launched the social security scheme for construction workers, housemaids, auto drivers, workers in the unorganised sector. They will have to pay Rs 25 and the government will pay Rs 30. At the age of 60 they will receive Rs 2 lakh, along with pension.

Girls recieve Rs 25,000 at the age of 18 to pursue higher education. From April we are launching the ‘Ruposhree’ scheme. Government will give Rs 25,000 to families with annual income less than Rs 1.5 lakh to assist in their daughter’s wedding. Girls are our pride.

We have increased Kanyashree stipend to Rs 1000. We have launched K-3 for university students. They will receive Rs 2000 for studying humanities, and Rs 2500 for studying science.

We have given scholarships to 1.7 lakh minority students, 57 lakh SC/ST students and 45 lakh girls. We have started a pension scheme for the physically handicapped.

Farmers’ pension has been increased from Rs 750 to Rs 1000. 1.94 lakh folk artistes have been registered under Lok Prasar scheme and they receive monthly stipend of Rs 1000. They also perform at government functions.

The government has stopped 90% funds for the ICDS scheme, yet we are running this project with our own funds.

The term of contractual and casual workers has been increased till 60 years of age.

70 lakh students of Classes IX-XII have been given free cycles. We also provide free uniform, free test papers to students. My best wishes to all those who are appearing for board exams.

I urge everyone to celebrate Ram Nabami peacefully. Celebrate Annapura Pujo, Basanti Pujo. Good Friday is around the corner, so is Mahavir Jayanti. We must ensure that the politics of religion should not hurt people of other faiths.

We were, we are and we will always be with the people. Maa-Mati-Manush are our biggest strength.

Medinipur is the district that produced Bir Singha, Matangini Hazra, Satish Samanta. You lead the way for other districts of Bengal.

Our actions speak louder than words. Others only beat their own drums and try to incite tension between different religions.

 

আমরা কথা কম বলি, কাজ বেশী করি: মুখ্যমন্ত্রী  

আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ক্ষুদ্র সেচ প্রকল্প, নতুন রাস্তা, খালের ওপর সেতু ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, ছাত্রাবাস, জল সরবরাহ প্রকল্প, সেন্ট্রাল নার্সারির সম্প্রসারন  ইত্যাদি। এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, আনন্দধারা ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

কৃষকদের রক্ষা করতে হবে, তাদের ভালবাসতে হবে। আগে বন্যায় জমির ক্ষতি হলে সরকার তাকিয়েও দেখত না। আমরা ৩০ লক্ষ কৃষক পরিবারকে প্রায় ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছি

কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য টাকা টুকুও দেয় না। রাজ্য থেকে যে কর কেন্দ্র আদায় করে নিয়ে যায় সেই টাকা থেকে থেকে ৬০% রাজ্যকে দেওয়ার কথা কিন্তু ওরা ৪০% দেয়। তাও ঠিক করে দেয় না। কোনরকম দয়া নয়, আমাদের টাকাই আমাদের দেওয়ার কথা। তাও বাংলা কেন বঞ্চিত হবে?

আগের সরকারের দেনা শোধ করতে হচ্ছে। এ বছরও ৪৮ হাজার কোটি টাকা দেনা শোধ করেছি। এত দেনা শোধ করে কেউ যদি এত সরকারী প্রকল্প করতে পারে তাহলে আমি মাথা নত করে নেব। বাংলায় যত প্রকল্প আছে সারা ভারতের কোথাও নেই।

একমাত্র বাংলায় কৃষকদের কৃষিজমির খাজনা মুকুব করে দেওয়া হয়েছে।কৃষিজমির মিউটেশন ফি দিতে হয় না। বাংলায় কৃষকদের রোজগার দ্বিগুন হয়েছে। বাংলা পরপর ৫ বছর ‘কৃষি কর্মন’ পুরস্কার পেয়েছে।

১০০ দিনের কাজে সারা ভারতের মধ্যে এক নম্বরে বাংলা। ও এমএসএমই তেও বাংলা এক নম্বরে।

২১ টি স্টেট ইউনিভার্সিটির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ১ নম্বরে। বাংলার মুকুটে আরও একটা পালক যোগ হল।

৬ বছরে ৪৩ টি মাল্টি সুপার স্পেশ্যালিটি হসপিটাল নির্মাণ করা হয়েছে।কেন্দ্রীয় সরকার এখন স্বাস্থ্যবীমা করছে। আর বাংলায় ইতিমধ্যেই বিনামূল্যে সরকারী চিকিৎসা পাওয়া যায়। আমরা ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প চালু করেছি। আইসিডিএস ও আশার কর্মী, সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ড, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী, গ্রিন পুলিশ, পঞ্চায়েত ও মিউনিসিপালিটি কর্মী দের ও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে।

সাড়ে ৮ কোটি লোককে আমরা ২ টাকা কিলো চাল দিই। জঙ্গলমহলে আদিবাসীরা ৩৫ কেজি চাল পায়, চা বাগানের শ্রমিকরা ৪৭ পয়সায় এক কেজি চাল পায়।

ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ট্রমা কেয়ার ইউনিট, মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরী করা হয়েছে। ৮০ টি SNCU ও ৩০০ টি SNSU তৈরি করা হয়েছে। গর্ভবতী মহিলা ও সদ্যজাত শিশুদের জন্য ‘নিশ্চয় যান’ ও ‘মাতৃযান’ এর ব্যবস্থা করা হয়েছে। সমগ্র বাংলায় ১০০০ মাতৃযান দেওয়া হয়েছে।

যারা কন্সট্রাকশানের কাজ করেন,  গৃহস্থালিরর কাজ করেন,  অটো চালক সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক দের জন্য ‘সামাজিক সুরক্ষা’ প্রকল্প চালু করা হয়েছে (১৮ বছর বয়সে একটি কার্ড করতে হয়। শ্রমিকরা দেয় ২৫ টাকা আর সরকার দেয় ৩০ টাকা) ৬০ বছর বয়সের পর সরকার তাদের ২ লক্ষ টাকা দেবে এবং সাথে তারা পেনশনও পাবেন।

‘কন্যাশ্রী’ প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশোনার জন্য ২৫০০০ টাকা দেওয়া হয়। আগামী এপ্রিল থেকে একটি নতুন প্রকল্প চালু হবে যার নাম

‘রূপশ্রী’। যে সব পরিবারের বার্ষিক ইনকাম দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের বিবাহের জন্য (১৮ বছর বয়সের পর) সরকার ২৫০০০ টাকা আর্থিক সহায়তা দেবে। মা বোনেরা সমাজের সম্পদ। তারা আমাদের গর্ব।

‘কন্যাশ্রী’ প্রকল্পের ভাতা ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। কন্যাশ্রী-১ ও কন্যাশ্রী-২ এর পর কন্যাশ্রী-৩ চালু করা হয়েছে এর মাধ্যমে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের আওতায় উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ দিচ্ছে সরকার।

১.৭১ কোটি সংখ্যালঘু ছেলেমেয়ে, ৫৭ লক্ষ তপসিলি জাতি ও উপজাতি ছেলেমেয়ে ও ৪৫ লক্ষ মেয়েকে স্কলারশিপ দেওয়া হয়েছে। আমরা প্রতিবন্ধীদের জন্যও প্রকল্প চালু করেছি।

কৃষক ভাতা ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। ১ লক্ষ ৯৪ হাজার শিল্পীকে ‘লোকপ্রসার’ প্রকল্পের আওতায় মাসে ১০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়, পাশাপাশি সরকারী বিজ্ঞাপন ও অনুষ্ঠানেও কাজ করার সুযোগ দেওয়া হয় তাদের।

আইসিডিএস-এর ৯০% টাকা দিল্লী সরকার বন্ধ করে দিয়েছে। আমরা কষ্ট করে এই স্কিম চালিয়ে যাচ্ছি।

ক্যাসুয়াল ও কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের চাকরির মেয়াদ ৬০ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে।

ছাত্রছাত্রীরা ক্লাস ৯-এ উঠলেই সবুজ সাথীর সাইকেল পাচ্ছে, এর আগে ক্লাস ১০, ১১, ১২-এ দিয়েছি। এছাড়া বিনা পয়সায় পড়াশোনা, স্কুল ড্রেস, মাধ্যমিকের ছাত্রছাত্রীদের বিনা পয়সায় টেস্ট পেপারও দেওয়া হয়। পরীক্ষার্থীদের জন্য আমার অনেক অভিনন্দন রইল।

সবাই সুন্দর করে রামনবমী পালন করুন। অন্নপূর্ণা উৎসব পালন করুন। বাসন্তী পুজো পালন করুন। গুড ফ্রাইডে, মহাবীর জয়ন্তীও ভালো করে পালন করুন। রাজনীতির নাম করে ধর্মীয় উন্মাদনা নিয়ে কোনও মানুষ যেন কাউকে আঘাত না করতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আমরা মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। মা মাটি মানুষ আমাদের বড় শক্তি।

মেদিনীপুর জেলা স্বাধীনতা সংগ্রামের জেলা, বীর সিংহের জেলা, মাতঙ্গিনী হাজরার জেলা, সতীশ সামন্তর জেলা। আপনারা বাংলাকে পথ দেখান।

আমরা কথা কম বলি, কাজ বেশী করি। অনেকে কাজ করে না, মন্দির মসজিদ নিয়ে গণ্ডগোল লাগায়, হিন্দু-মুসলিম, শিখ-খৃষ্টানের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়।

 

100 Days’ Work: Bengal much ahead of the rest

Bengal is the best when it comes to the MGNREGA scheme, commonly known as the 100 Days’ Work Scheme, according to the latest official data of the Union Government.

In reply to a question asked in the Rajya Sabha, dated March 3, 2018, as on February 24, Bengal is the leading state in terms of the number of man-days generated and consequently, in terms of the total expenditure for the scheme.

Bengal generated a total of 2821.72 man-days, which is 13.94 per cent of the total number of man-days covering all the states. With respect to the expenditure incurred (as a result of the payments for the work done, mostly by people in the rural regions of the state), the amount is Rs 7,35,231.98 lakh, which is 13.06 per cent of the total expenditure of all the states.

 

১০০ দিনের কাজে দেশের সেরা বাংলাই

কেন্দ্রীয় রিপোর্টে ১০০ দিনের কাজে সেরার স্বীকৃতি মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। প্রশংসিত হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আজ রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত ভাবে জানিয়েছে, একশো দিনের কাজের প্রকল্পে গত আর্থিক বছরে বরাদ্দ টাকা সমস্ত রাজ্যের মধ্যে সবচেয়ে বেশী খরচ করতে পেরেছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের অধীনে সবচেয়ে বেশী শ্রমদিবস তৈরি করার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে রাজ্য।

একশো দিনের কাজের পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প, গ্রামীণ সড়ক, আবাসন, মহিলা স্বনির্ভর যোজনার মতো বিষয়গুলিতেও রাজ্য প্রশাসনের সাফল্যকে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, “শুধুমাত্র কেন্দ্র নয়, ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংগঠনগুলি থেকেও পশ্চিমবঙ্গের কাজ প্রশংসিত হচ্ছে। সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন, গ্রামীণ যোজনাগুলির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে। ধারে-কাছে কেউ নেই। সেটা শৌচাগার নির্মাণই হোক অথবা মহিলাদের স্বনির্ভর করা।”প্রসঙ্গত, ইউপিএ জমানাতেও তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী একাধিক চিঠিতে এই দপ্তরের কাজের প্রশংসা করেছিলেন।

তৃণমূল সাংসদ একটি লিখিত প্রশ্নে গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে জানতে চান, ‘মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প’(মনরেগা)-এ বরাদ্দ অর্থ কোন রাজ্য কতটা খরচ করতে পেরেছে? পশ্চিমবঙ্গের অবস্থান এ ক্ষেত্রে কোথায়? জবাবে মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রত্যেকটি রাজ্যের খরচের বিস্তারিত হিসাব দেন। ২০১৭ থেকে ২০১৮ (২৪ ফেব্রুয়ারি পর্যন্ত) সময়সীমায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ খরচ করেছে ৭ হাজার ৩৫২ কোটি ৩১ লক্ষ টাকা, যা দেশের সর্বোচ্চ।

Bengal crosses 100 Days’ Work target for first four months

Bengal has crossed the target by almost three times for the number of man-days to be created during the first four months of financial year 2017-18 under the National Rural Employment Guarantee Scheme (NREGS), popularly known as the 100 Days’ Work Scheme. Against a target of 4 crore 97 lakh, the state has achieved 12 crore 5 lakh.

Thus the State Government is well on its way to easily overcome the target for the year and thus once again show to the rest of India how to empower the rural populace of India, who comprise about 70 per cent of the population. Against the 2017-18 target of creation of 23 crore man-days, as set by the Union Ministry of Rural Development, Bengal is on its way to achieve about 28 crore.

This feat, facilitated by the State Government, has once again brought to the fore the pro-people governance policies adopted by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, ever since it came to power in 2011.

During the last financial year too, that is, 2016-17, Bengal had crossed the target set by the Central Government – 23 crore against 18 crore. Consequently, the current financial year’s target has been set at 23 crore, but which too Bengal is set to cross. For 2016-17, the Centre had to give the state Rs 7,200 crore for paying the people who worked for projects under the 100 Days’ Work Scheme. Being on track to cross this year’s enhanced target too, naturally, Bengal would be spending much more than last year on the scheme.

According to information from the State Panchayat & Rural Development Department, 39 lakh 61 thousand families are linked to MNREGS in the state. Each person gets to work for 31 days on average and earns Rs 180 per day.

 

১০০ দিনের কাজে শ্রমদিবস তৈরিতে বড় সাফল্য রাজ্যের

১০০ দিনের কাজে শ্রমদিবস সৃষ্টিতে চলতি আর্থিক বছরের প্রথম চার মাসে লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেল রাজ্য। এই সময়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া লক্ষ্যমাত্রা ছিল ৪ কোটি ৯৭ লক্ষ। কিন্তু ৩১ জুলাই পার হওয়ার পর দেখা গেল, রাজ্যে তা হয়েছে ১২ কোটি ৫ লক্ষ। এইভাবে অগ্রগতি বজায় থাকলে চলতি আর্থিক বছরের মূল লক্ষ্যমাত্রা অনায়াসেই ছাপিয়ে যাবে বলে মনে করছেন পঞ্চায়েত দপ্তরের কর্তারা। তাঁদের বক্তব্য, এটা রাজ্য সরকারের কাজের একটি সাফল্য। গ্রামোন্নয়ন মন্ত্রক ২০১৭-১৮ আর্থিক বর্ষের জন্য শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা ধরেছে ২৩ কোটি। যেভাবে রাজ্যজুড়ে ১০০ দিনের কাজ চলছে, তাতে প্রকৃতপক্ষে শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা ছাপিয়ে দাঁড়াবে কমপক্ষে ২৮ কোটি।

গত আর্থিক বছরেও অর্থাৎ ২০১৬-১৭’য় শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছিল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক লক্ষ্যমাত্রা কমিয়ে করেছিল ১৮ কোটি। কিন্তু রাজ্যে তা বেড়ে দাঁড়ায় ২৩ কোটি। ফলে কেন্দ্রীয় সরকারকে কাজ অনুযায়ী ৭২০০ কোটি টাকা দিতে হয়। চলতি আর্থিক বছরেও কেন্দ্রের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা সেই ২৩ কোটি শ্রমদিবস।

পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ১০০ দিনের কাজে ৩৯ লক্ষ ৬১ হাজার পরিবার যুক্ত রয়েছে। মাথাপিছু মজুরি হল ১৮০ টাকা। কাজের গড় ৩১ দিন। এ পর্যন্ত খরচ হয়েছে এবং কেন্দ্রীয় সরকার দিয়েছে ৪০৫৮ কোটি টাকা। গত বছরের টাকা খরচের পরিমাণকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Source: Bartaman

 

Bengal again no. 1 in 100-Days’ Work

Another feather has been added to the cap of Bengal as the State has recently been declared the country’s number one in 100-Days’ Work, in the aspect of convergence and livelihood augmentation, for financial year 2015-16.

This was conveyed to the State Government by the Union Ministry of Rural Development on June 2. The fact was announced to by Chief Minister Mamata Banerjee in a Facebook post.

This is not the first time though. Bengal has consistently performed very well in the 100-Days’ Work Scheme, formally known as Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme.

Another achievement, along with being overall number one, is that the districts of Nadia and Cooch Behar have won awards under different categories for performing especially well.

The way Mamata Banerjee and her Government has driven the scheme forward in the State and, as a result, brought a huge change to the rural landscape of Bengal has been acknowledged as exemplary across the country.

 
The full text of the Facebook post is given below:

Bengal does it again!

We are No.1 in the country in 100-days work on convergence and livelihood augmentation for financial year 2015-16, as per announcement of the Ministry of Rural Development, Government of India yesterday.

Also among the districts in the country for awards under various categories of 100-days work are our Nadia and Cooch Behar districts.

Congratulations and best wishes to all.

Click here to visit the page

 

১০০ দিনের কাজে ১ নম্বরে বাংলা

১০০ দিনের কাজে আর একবার সাফল্য অর্জন করল রাজ্য। ২০১৫-১৬ অর্থবর্ষে ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ অর্থসম্পদের যথোপযুক্ত ব্যবহার ও সম্পদ বৃদ্ধির হিসাবে দেশের সব রাজ্যকে পিছনে ফেলে এক নম্বরে পশ্চিমবঙ্গ। শুক্রবার এ বিষয়ে ঘোষণা করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বরাবরই ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ অর্থ যথোপযুক্ত ব্যবহার করায় শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ। আবারও এই ঐতিহ্য বজায় রাখা সম্ভব হয়েছে।

এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুকে মুখ্যমন্ত্রী লেখেন, “আর একবার আমরা এক নম্বরে”।

মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্ট পড়তে এখানে ক্লিক করুন

 

 

 

Bengal Govt sets record in 100 Days’ Work

The Bengal Government has set a record in the 100 Days’ Work Scheme by creating 33 per cent more man-days during financial year 2016-17, the highest increase in the country. Almost 24 crore more man-days were created during the year.

Another record was the number of women employed in the scheme, set up under MGNREGA. In the last financial year, 46.46 per cent of the workforce in Bengal comprised of women.

Enthused by this record-breaking performance, the Panchayats and Rural Development Department has set a target of 23 lakh man-days for financial year 2017-18.

Most of the workers were engaged in irrigation-related work. More people are planned to be engaged in this type of work in the next financial year.

Over the last few years, the Mamata Banerjee-led Trinamool Congress Government has consistently performed well in the 100 Days’ Work Scheme and this is just the latest feather in the cap.

 

শ্রমদিবস বাড়িয়ে ১০০ দিনের কাজে ‘রেকর্ড’ গড়ল বাংলা

২০১৬-১৭ অর্থবর্ষে ৩৩ শতাংশ বেশি শ্রমদিবস তৈরী করে সারা দেশে ১০০ দিনের কাজে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখযোগ্যভাবে এই অর্থবর্ষে প্রায় ২৪ কোটি শ্রমদিবস তৈরী হয়েছে৷

নারীশক্তিরও ক্ষমতায়ন হয়েছে৷ তথ্য অনুযায়ী, গ্রামের কাজে পুরনো রেকর্ড ভেঙে এবারই বিগত বছরগুলির তুলনায় সর্বাধিক মহিলা MGNREGA প্রকল্পে কাজ পেয়েছেন৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের বছরে নারী ক্ষমতায়নের নতুন নজির এটি৷ এবার নিযুক্ত মোট কর্মীর মধ্যে ৪৬.৪৬ শতাংশই মহিলা।

রাজ্যের সাফল্যের কারণে চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে ২৩ কোটি শ্রমদিবস তৈরি করার ‘টার্গেট’ রয়েছে।

মূলত সেচের কাজে এই কর্মীদের যুক্ত করা হয়েছে৷ এবার আরও মানুষকে এই কাজে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।

গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস ১০০ দিনের প্রকল্পের কাজের ক্ষেত্রে ভালো পারফর্ম করছে এবং এরসঙ্গে এক নতুন পালক যোগ হল তার মুকুটে।