5 investigation centres for crimes against women

The State Cabinet, on December 19, took a slew of decisions to further strengthen policing in Bengal.

Five investigation centres, including one in Kolkata, will be set up for crimes against women. The decision has been taken for better policing that will ensure safety and security of women. As many as 94 posts will be created for the five investigation centres.

Three more police stations will be set up. In South 24 Parganas district, Narendrapur police station will be set up by bifurcating the jurisdiction of Sonarpur police station. In Nadia district, Palashipara police station will be set up by reducing the jurisdiction of Tehatta police station. In Purulia district, Tamna police station will be set up by bifurcating the jurisdictions of Purulia Mafatsal and Kenda police stations.

Consequently posts have been created for the new police stations – 52 for Narendrapur, 37 for Palashipara and 42 for Tamna.

 

নরেন্দ্রপুর সহ রাজ্যে নতুন ৩ থানা, ৫টি মহিলা তদন্তকেন্দ্র

রাজ্যের আইনশৃঙ্খলাকে আরও উন্নত মানে নিয়ে যাওয়ার জন্য মন্ত্রীসভার বৈঠকে ৩টি নতুন থানা তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় নরেন্দ্রপুর থানা, নদীয়ায় পলাশি পাড়া থানা, পুরুলিয়ায় তামনা থানা তৈরী করা হবে।

প্রসঙ্গত,  সোনারপুর থানার এলাকা ১১২.৫ বর্গ কিলোমিটার হওয়ায় গত বছর দক্ষিণ ২৪পরগনার প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সোনারপুর থানাটিকে ভেঙে দুটি থানা করা হবে। তাই, সোনারপুর থানা ভেঙে নরেন্দ্রপুর থানা তৈরী করা হচ্ছে।

অন্যদিকে নদীয়ার তেহট্ট থানাকে ভেঙে তৈরী করা হচ্ছে পলাশি পাড়া থানা ও পুরুলিয়ার কেন্দা থানা ভেঙে তৈরী হচ্ছে তামনা থানা।

পাশাপাশি মহিলাদের ওপর অপরাধ কমাতে ৫টি মহিলা তদন্ত কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নরেন্দ্রপুর থানার জন্য ৫২টি, পলাশি পাড়া থানার জন্য ৩৭টি, তামনা থানার জন্য ৪২টি ও নতুন পাঁচটি মহিলা তদন্তকেন্দ্রের জন্য ৯৪টি নতুন পদ খালি হল।

Source: Millennium Post