Bengal Govt sets record in 100 Days’ Work

The Bengal Government has set a record in the 100 Days’ Work Scheme by creating 33 per cent more man-days during financial year 2016-17, the highest increase in the country. Almost 24 crore more man-days were created during the year.

Another record was the number of women employed in the scheme, set up under MGNREGA. In the last financial year, 46.46 per cent of the workforce in Bengal comprised of women.

Enthused by this record-breaking performance, the Panchayats and Rural Development Department has set a target of 23 lakh man-days for financial year 2017-18.

Most of the workers were engaged in irrigation-related work. More people are planned to be engaged in this type of work in the next financial year.

Over the last few years, the Mamata Banerjee-led Trinamool Congress Government has consistently performed well in the 100 Days’ Work Scheme and this is just the latest feather in the cap.

 

শ্রমদিবস বাড়িয়ে ১০০ দিনের কাজে ‘রেকর্ড’ গড়ল বাংলা

২০১৬-১৭ অর্থবর্ষে ৩৩ শতাংশ বেশি শ্রমদিবস তৈরী করে সারা দেশে ১০০ দিনের কাজে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখযোগ্যভাবে এই অর্থবর্ষে প্রায় ২৪ কোটি শ্রমদিবস তৈরী হয়েছে৷

নারীশক্তিরও ক্ষমতায়ন হয়েছে৷ তথ্য অনুযায়ী, গ্রামের কাজে পুরনো রেকর্ড ভেঙে এবারই বিগত বছরগুলির তুলনায় সর্বাধিক মহিলা MGNREGA প্রকল্পে কাজ পেয়েছেন৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের বছরে নারী ক্ষমতায়নের নতুন নজির এটি৷ এবার নিযুক্ত মোট কর্মীর মধ্যে ৪৬.৪৬ শতাংশই মহিলা।

রাজ্যের সাফল্যের কারণে চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে ২৩ কোটি শ্রমদিবস তৈরি করার ‘টার্গেট’ রয়েছে।

মূলত সেচের কাজে এই কর্মীদের যুক্ত করা হয়েছে৷ এবার আরও মানুষকে এই কাজে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।

গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস ১০০ দিনের প্রকল্পের কাজের ক্ষেত্রে ভালো পারফর্ম করছে এবং এরসঙ্গে এক নতুন পালক যোগ হল তার মুকুটে।