World Bicycle Day being observed in Kolkata

Housing Infrastructure Development Corporation (HIDCO) is observing the first-ever World Bicycle Day in Newtown today. The United Nations has declared June 3 as World Bicycle Day this year and it will be celebrated globally.

In Newtown, the celebration is more significant as it is the only place in India where the Cycle Sharing Scheme has been introduced and it has become extremely popular.

Housing and Urban Development Corporation (HUDCO) under the ministry of Housing and Urban Affairs had awarded the scheme introduced by New Town Kolkata Development Authority (NKDA) in the Urban Transport category at a function in New Delhi in April.

To mark today’s occasion, cycles have been kept in front of the golf course off Eco Park to be used by the enthusiasts. The ride is free and cycle lovers can take a ride to popularise cycling. Eco Park has a special zone where people come and do cycling and duo cycling as well and it is extremely popular among visitors.

New Town has graded cycle paths and the Cycle Sharing Scheme is becoming popular.

 

Image source: Twitter

State Govt’s ‘fintech hub’ coming up in New Town

A 10-acre plot in New Town has been earmarked by the Housing Infrastructure Development Corporation (HIDCO) as a hub for financial technology (fintech) companies. HIDCO plans to start inviting applications from interested companies for a space in the hub by end-2017.The need to provide space for such

The need to provide space for such fintech companies was felt after the financial technology industry turned out to be a game-changer in the financial and banking sectors.Fintech is an emerging industry that comprises companies which use digital technology to provide financial services. These companies are involved in

Fintech is an emerging industry that comprises companies which use digital technology to provide financial services. These companies are involved in digital payment, automatic digital banking, share market analytics, insurance predictions and asset management.According to HIDCO officials, the authorities are also working to set up an international financial services

According to HIDCO officials, the authorities are also working to set up an international financial services centre in the CBD of New Town, on the lines of the ones in Dubai and Singapore. It will be a dedicated zone for investors and foreign nationals, where they will be able to trade and exchange in foreign currency.

 

নিউটাউনে ‘ফিনটেক হাব’ গড়বে হিডকো

ফিনান্সিয়াল টেকনোলজি হাব তৈরির লক্ষ্যে হিডকো একটি ১০ একর জমি চিহ্নিত করেছে নিউটাউনে। এই হাবে জায়গা পেতে ২০১৭’র শেষের দিকে উৎসাহী কোম্পানিগুলি থেকে আবেদনপত্র আহ্বান করা হবে।

ফিনটেক হল একটি নতুন ইন্ডাস্ট্রি যার অন্তর্গত কোম্পানিগুলি ডিজিটাল পদ্ধতিতে অর্থনৈতিক পরিষেবা দিয়ে থাকে। এই কোম্পানিগুলি ডিজিটাল পেমেন্ট, অটোমেটিক ডিজিটাল ব্যাঙ্কিং, শেয়ার মার্কেট অ্যানালিটিক্স, ইন্সিউরেন্স প্রেডিকশন ও অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকে।

হিডকোর এক আধিকারিকের কথায়, দুবাই ও সিঙ্গাপুরের আদলে নিউ টাউনের প্রাণকেন্দ্রে একটি আন্তর্জাতিক ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার খুলতে চায় হিডকো কর্তৃপক্ষ। এই কেন্দ্রটি বিদেশী ও বিনিয়োগকারীদের জন্য খোলা হবে।

Source: The Times of India

 

HIDCO to welcome tourists during Pujas

West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO, in short, HIDCO), which is developing New Town into a smart city, has chalked out elaborate plans to welcome visitors to the city on the occasion of Durga Puja.

On the day of Panchami (Sept.25), a panchapradeep, a type of special lamp designed by famous architect Prabir Mitra, will be lit up at Akhanksha More in New Town, renamed Mangaldeep by Chief Minister Mamata Banerjee. Lighting a panchapradeep is an old custom, meant to welcome those returning home to join the festival. Dhakis will also be present to greet tourists.

The whole of New Town will be lit up. An increasing number of tourists, including foreigners, have been coming to New Town over the past few years, attracted by Eco Park (renamed Prakriti Tirtha by the Chief Minister), Mother’s Wax Museum and other attractions. Keeping this in mind, HIDCO has drawn up plans to make Durga Puja a memorable occasion for them.

At Eco Park, dhakis in coloured attire will also play dhols to give the entire area a festive mood.

Food is intimately connected with the Durga Puja festival. To make this year’s festival a special one, Café Ekante (also named by the Chief Minister), the speciality restaurant at Eco Park serving Bengali cuisine would be preparing mouth-watering menu for the days of the Puja. Bhoger khichdi, along with a vegetable dish, fried fish, chutney and papad for Rs 199 plus taxes per plate. The famous bhuna khichdi, traditionally of Dhaka, will be available for Rs 329 plus taxes per plate. Other khichdi-specific fries will also be available.

The menus have been prepared to cater to all sorts of clients. Café Ekante has become very popular and it is expected to be packed during the Puja days.

 

দুর্গা পুজোয় অতিথি আপ্যায়নে চমক দিতে চলেছে হিডকো

সকল পর্যটক ও প্রবাসীদের দুর্গা পুজোয় অনন্যভাবে আপ্যায়ন জানাতে উদ্যোগ নিল হিডকো কর্তৃপক্ষ। নিউটাউন সাজবে নতুন ভাবে পুজো উপলক্ষে। মহালয়ার দিন, চতুর্থী থেকে ষষ্ঠী রংবেরঙের পোশাক পরিহিত ঢাকিরা ধাক বাজিয়ে অতিথিদের আপ্যায়ন করবেন।

চারটি স্টেজ তৈরি করা হবে চারটি জায়গায়, আকাঙ্খা মোড়, ইকো পার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, অ্যাকশন এরিয়া ১-এর বাসস্ত্যান্ডে।নিউ টাউনকে আলো দিয়ে সাজাবে হিডকো। পাশাপাশি পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিরুপগুলিকেও আলো দিয়ে সাজানো হবে। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ক্যাফে একান্তে রেস্তোরাঁ যা ইতিমধ্যেই ভোজনরসিকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, পুজো উপলক্ষ্যে আনবে কিছু বুফে মেনু। সপ্তাহান্তে এবং উৎসবের সময় আগে বুকিং করতে হয়।

নিউ টাউনকে আলো দিয়ে সাজাবে হিডকো। পাশাপাশি পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিরুপগুলিকেও আলো দিয়ে সাজানো হবে। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ক্যাফে একান্তে রেস্তোরাঁ যা ইতিমধ্যেই ভোজনরসিকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, পুজো উপলক্ষ্যে আনবে কিছু বুফে মেনু। সপ্তাহান্তে এবং উৎসবের সময় আগে বুকিং করতে হয়।

হাউসবোট রেস্তরাঁও জনপ্রিয়। প্রসঙ্গত, এই ক্যাফে একান্তে তাঁদের একটি শাখা খুলেছে অ্যাকশন এরিয়া ১-এর বাস টার্মিনাসের কাছে যেখানে পাওয়া যায় শুধু দক্ষিণ ভারতীয় খাবার।

হিডকো, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি রাজ্য পরিবহণ দপ্তর এবং বিধান নগর কমিশনারেট একটি বৈঠক করেন নিউ টাউন ও বিধান নগরে যান চলাচল নিয়ন্ত্রণ করার পুজোর দিন ও তার পরে পরেই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের চলাকালীন।

Source: Millennium Post

 

 

Free passes for mothers at Mother’s Wax Museum

Mother’s Wax Museum in New Town has instituted a Mother’s Day gift this year – free passes to mothers and their kids.

On Mother’s Day, celebrated all over the world on May 14, many children take their mothers out for treats. So, those kids who would visit Café Ekante at Eco Park, opposite the wax museum, with their mothers, would be given two free tickets for Mother’s Wax Museum.

HIDCO, the Bengal Government agency which looks after the museum as well as Eco Park, has instituted this gift.

Picture: YouTube – WBHIDCO Ltd.

 

 

মাতৃদিবসে মায়েদের জন্য মাদার্স ওয়াক্স মিউজিয়ামে ফ্রি পাস

আজ মাদার্স ডে-র উপলক্ষে মাদার্স ওয়াক্স মিউজিয়ামে নতুন এক পদ্ধতিতে পালন করার জন্য ব্যাবস্থা করেছে হিডকো। জানা গিয়েছে, এই দিনে মা এবং তার সন্তানকে একসঙ্গে করে মাদার টেরেজার মোমের মূর্তিতে মাল্যদান করা হবে। তাও যারা করবেন তাঁদের জন্য বিনামূল্যে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে হিডকো।

এই গরমের দিনে খাটি বাঙালি খাবারের জন্য নিউটাউনে হিডকো বছর খানেক আগেই তৈরি করেছিল ক্যাফে একান্তে নামক একটি রেস্তোরাঁ। যেখানে বছরের নানা সময়ের সঙ্গে তাল মিলিয়ে খাবার পাওয়া যায়। তাই ওই দিন যারা ক্যাফে একান্তে রেস্তোরাতে খেতে যাবেন তাদেরকে দুটি করে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের জন্য বিনামূল্যে পাস দেওয়া হবে।

প্রসঙ্গত মাদার্স ডে-র দিনে অনেক সন্তানই তাঁর মাকে একটা ভাল ট্রিট দিতে চায়। তাই ওই দিন এমনিতেই যে ক্যাফে একান্তে রেস্তোরাঁতে ভিড় বাড়বে তা আগে থেকেই জানে কর্তৃপক্ষ। সেই কারণে মাদার্স ডে-তে যাতে ‘মা’কে তার সন্তান আরও ভাল কিছু উপহার দিতে পারে তার জন্যই হিডকোর পক্ষ থেকে ওই ব্যাবস্থাপনা করা হয়েছে।

নিউটাউনকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে তাতে যে কোনও আন্তর্জাতিক মানের ভ্রমণস্থলের সঙ্গে পাশাপাশি জায়গা পায় ওই নিউটাউন। সেখানে লন্ডনের মাদাম তুসোর আদলে তৈরি মাদার্স ওয়াক্স মিউজিয়াম বর্তমান দিনে যে কোনও মানুষের কাছেই একটা বড় পাওনা। তাই সেই জায়গাকে যারা এতদিন পর্যন্ত চোখের দেখা দেখে উঠতে পারেননি তাঁদের কাছে এবার একটা বড় সুযোগ গড়ে দিল হিডকো কর্তৃপক্ষ।