Bengal Govt building night shelters at 15 hospitals

In a major project taken up by the State Housing Department, people accompanying patients admitted to State Government-run hospitals will now get a place to spend the night. Night shelters are coming up at 15 hospitals across the State.

Among them are RG Kar Medical College and Hospital in Kolkata, TL Jaiswal Hospital in Howrah, Uluberia Sub-divisional Hospital, Suri District Hospital, Midnapore Medical College and Hospital, College of Medicine and Jawaharlal Nehru Memorial Hospital in Kalyani, Asansol District Hospital, Jhargram District Hospital, Barasat District Hospital, Tamluk District Hospital, North Bengal Medical College and Hospital, Malda Medical College and Hospital, and Jalpaiguri District Hospital.

The Housing Department has completed construction of night shelters at NRS Medical College and Hospital, Diamond Harbour Hospital and Baruipur sub-divisional Hospital.

The shelters will be four-storeyed structures, with two separate blocks for men and women. There will be accommodation facilities for around 100 people in the night shelters at the district hospitals, and for 50 persons at the sub-divisional hospitals.

The work for construction of the night shelters will start in the next two to three months, according to a senior official of the Department, and the average cost of constructing and providing necessary furniture in each would be Rs 3.5 crore.

 

রাজ্যের ১৫টি হাসপাতালে তৈরী হবে নৈশ আবাস

উত্তর ও দক্ষিণ ২৪পরগনা জেলার ১৫টি হাসপাতালে রোগীদের আত্মীয়দের রাত্রিবাসের জন্য রাজ্য আবাসন দপ্তর তৈরী করছে নৈশ আবাস।

আবাসন দপ্তর ইতিমধ্যেই এনআরএস মেডিক্যাল কলেজ, ডায়মন্ড হারবার হাসপাতাল, বারুইপুর মহকুমা হাসপাতালে নৈশ আবাস তৈরী করেছে।

যে সকল হাসপাতালে এবার নৈশ আবাস তৈরী হবে, সেগুলি হল, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, হাওড়ার টি এল জয়সওাল হাসপাতাল, উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল, সিউড়ি জেলা হাসপাতাল, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কল্যাণীতে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল, ঝাড়গ্রাম জেলা হাসপাতাল, বারাসাত জেলা হাসপাতাল, তমলুক জেলা হাসপাতাল।

উত্তরবঙ্গে যেসব হাসপাতালে এই নৈশ আবাস তৈরী হবে, সেগুলি হল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জলপাইগুড়ি জেলা হাসপাতাল।

প্রতিটি হাসপাতালে চার তলা ভবন তৈরী করবে আবাসন দপ্তর। পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক ব্লক থাকবে।

জেলা হাসপাতালগুলির নৈশ আবাসে ১০০ জনের মত মানুষের থাকার ব্যবস্থা থাকবে; মহকুমা হাসপাতালগুলিতে থাকার ব্যবস্থা থাকবে ৫০ জনের।

Source: Millennium Post

 

Bengal Govt to set up AYUSH hospital in Paschim Medinipur

A 50-bedded integrated hospital dedicated to AYUSH (ayurveda, yoga, unani, siddha and homeopathy) medications is going to be set up by the Bengal Government in Paschim Medinipur district.

Ever since coming to power, Chief Minister Mamata Banerjee has been laying emphasis on the building of infrastructure in AYUSH treatment methods. A separate department has been formed, headed by a minister, to accelerate various AYUSH projects.

The Chief Minister had inaugurated a similar facility in Alipurduar a few months ago.

The State Government’s stress on AYUSH stems from two facts: They comprise some of the oldest and traditional forms of treatment across Bengal and AYUSH treatments are cost-effective, hence advantageous to the economically challenged. As a result, the AYUSH system of medication has a significant role in delivering healthcare to the masses.

The government plans to make the hospital, to come up on a few acres, one of the finest AYUSH hospitals in the country. Doctors from both the state and outside the state will be invited to serve patients.

In another major development, the State Government has decided to open separate units of AYUSH in the subsidiary healthcare units in all the districts of the state. AYUSH units have already been set up in the districts of Darjeeling, Jalpaiguri, Birbhum, Paschim Medinipur, Nadia, North 24 Parganas and South 24 Parganas.

According to a senior official of the AYUSH Department, adequate number of medical officers will be recruited in all the subsidiary health centres and adequate medicines will be made available in all the units so that poor patients can avail them free of cost.

Mamata Banerjee has brought a sea change in the overall health infrastructure of Bengal through various new initiatives and revamping some of the old ones.

Source: Millennium Post

পশ্চিম মেদিনীপুরে আয়ুষ হাসপাতাল তৈরী করবে রাজ্য সরকার

রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরে একটি ৫০ শয্যা বিশিষ্ট আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, উনানি, হোমিওপাথি ও সিদ্ধা) চিকিৎসার হাসপাতাল তৈরী করবে। কয়েকমাস আগেই আলিপুরদুয়ারে একটি আয়ুষ হাসপাতালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে মুখ্যমন্ত্রী আয়ুষ চিকিৎসার পরিকাঠামো তৈরীতে জোর দিয়েছেন। এর জন্য একটি পৃথক দপ্তর তৈরী করা হয়েছে।

আয়ুষ চিকিৎসা খুবই প্রাচীন এক পদ্ধতি এবং এই চিকিৎসা খুব কম খরচে হয়। তাই, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই চিকিৎসা খুব উপযোগী। সেই কারণেই এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

এছাড়াও, সরকারি অনুদানপ্রাপ্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আয়ুষ কেন্দ্র তৈরী হয়েছে। এই কেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে এবং যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত রাখা হবে। গরীব মানুষদের বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছবছরে এনেছেন যুগান্তকারী পরিবর্তন। নতুন পরিকাঠামো তৈরী করার পাশাপাশি বর্তমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির আমূল সংস্কারও করেছেন তিনি।

Bengal’s first full-fledged Trauma Care Centre inaugurated at RG Kar Hospital

The Bengal Government’s first full-fledged Trauma Care Centre, located at the RG Kar Medical College and Hospital in Kolkata, was inaugurated recently by Chief Minister Mamata Banerjee.

A trauma centre is a medical facility equipped and staffed to treat patients who suffer major injuries during an accident.

The hi-tech seven-storey facility has facilities for treatment of all sorts of head injuries, including very severe ones. The departments include departments which include medicine, neuro-medicine, neuro-surgery, orthopedic and anesthesiology.

There are 120 beds in totality – 70 dedicated for trauma patients and another 50 for neurosurgery and neuro-medicine. On the fifth floor is a high-dependency unit (HDU) with 25 beds.

Six modern operation theatres (OT) are located on the first and second floors, with three on each floor. Imaging facilities, comprising of a CT scan machine and a magnetic resonance imaging (MRI) machine, are located on the ground floor. Among other facilities are a fully-equipped resuscitation centre, a mobile OT, ventilators and emergency X-Ray facilities.

The idea is to ensure that a trauma patient does not have to be moved out of the building during the entire hospital stay.

RG Kar gets a lot of road accident victims and other trauma patients from Kolkata as well as North 24 Parganas, Nadia, Hooghly and Howrah districts.

Sources: The Statesman

চালু হল রাজ্যের প্রথম ট্রমা সেন্টার

রাজ্যের প্রথম ট্রমা সেন্টার চালু হল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ থেকে বোতাম টিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ছাতার তলায় থাকা এই অত্যাধুনিক ট্রমা কেয়ার পরিষেবা ইউনিটের উদ্বোধন করেন কিছুদিন আগে।

প্রায় দেড়শোটি শয্যা থাকছে এই সাত তলা ট্রমা সেন্টারে। আশঙ্কাজনক রোগীদের প্রাণ বাঁচাতে দুই এবং তিনতলাতে হবে শুধু অপারেশন। নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, অর্থোপেডিক, অ্যানাসথেসিওলজি প্রভৃতি ট্রমা বা পথদুর্ঘটনা বা মারাত্মক চোট-আঘাতের চিকিৎসার ওয়ান স্টপ ব্যবস্থা থাকছে এখানে।

আটতলা এই ট্রমা সেন্টারের একতলায় থাকবে সিটি স্ক্যান, ৬৪ স্লাইস এমআরআই মেশিন ও মাইনর অপারেশন থিয়েটার। দোতলায় থাকবে তিনটি টেবিলের অপারেশন থিয়েটার। তিনতলায়ও তিনটি ওটি টেবিলের অপারেশন থিয়েটার থাকবে। চারতলায় আছে ৩৫টি ইন্ডোর ট্রমাকেয়ার বেড। পাঁচতলায় থাকছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউ। ছ’তলায় আছে ৩০টি নিউরোমেডিসিন এবং ৩০টি নিউরোসার্জারি বেড। সাততলায় রয়েছে আরও ৩৫টি ট্রমাকেয়ার বেড। আটতলায় ক্যান্টিন, অটোক্লেভ মেশিন ইত্যাদি।

Patients of state-run hospitals to get special food during Pujas

Food has always been an important ingredient of Durga Puja celebrations, but for patients in hospitals, that isn’t so. Now there is good news for them too.The Bengal Health Department has come up with the idea of providing special food to the patients at all the State Government-run hospitals and medical college hospitals across the state during the days of the Durga Puja, that is, from Saptami to Dashami.

The Bengal Health Department has come up with the idea of providing special food to the patients at all the State Government-run hospitals and medical college hospitals across the state during the days of the Durga Puja, that is, from Saptami to Dashami. The decision was taken by the Health Department so that the patients can have something different at least during the four Puja days. It will break their monotony of having same food every day.

The decision was taken by the Health Department so that the patients can have something different at least during the four Puja days. It will break their monotony of having same food every day.It has been decided that on the day of Asthami all patients will be served vegetarian – gram curry, rice, dal and a vegetable curry for lunch, and paneer curry,

It has been decided that on the day of Asthami all patients will be served vegetarian – gram curry, rice, dal and a vegetable curry for lunch, and paneer curry, rice and dal for dinner. There will be chutney, papad and payesh for both the meals.

On the other three days, patients will have a choice between fish or chicken, and rice, dal and a vegetable curry. The Bengalis’ favourite payesh will be in the menu too.

 

উৎসবের দিনে সরকারি হাসপাতালগুলির রোগিরা পাবেন স্পেশ্যাল খাবার

পুজোর সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে হরেক রকমের খাবার। ঠাকুর দেখতে বেরয়ে কিংবা বাড়িতে বন্ধুবান্ধব-আত্মীয়পরিজনের সাথে, পুজোর কটা দিন বাঙালির পেটপূজোও চলে।

য়ে কিংবা বাড়িতে বন্ধুবান্ধব-আত্মীয়পরিজনের সাথে, পুজোর কটা দিন বাঙালির পেটপূজোও চলে।

কিন্তু যারা অসুস্থতার কারণে অনুষ্ঠানের দিনগুলোতে হাসপাতালের চার দেওয়ালে বন্দী হয়ে থাকেন, তারা রকমারি স্বাদ থেকে বঞ্চিত থাকেন। এবছর রাজ্য সরকার পরিচালিত হাসপাতালগুলিতে পুজোর দিনে ভর্তি থাকা রোগীদের জন্য সুখবর আনল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

সূত্র্রের খবর, জেলা ও মহকুমা স্তরের হাসপাতালগুলিতে সপ্তমী থেকে বিজয়া পর্যন্ত স্পেশ্যাল খাবার দেওয়া হবে রোগীদের।

অষ্টমীতে দেওয়া হবে নিরামিষ খাবার, ছোলার তরকারি, ভাত, ডাল ও আনাজ। ডিনারে থাকবে ভাত ও ডালের সঙ্গে পনীরের তরকারি। চাটনি, পাঁপড় ও পায়েসও থাকবে দুবেলা।

অন্য তিন দিন ভাত, ডাল ও তরকারির সঙ্গে মাছ বা মুরগি এর মধ্যে একটা বেছে নিতে পারবেন রোগীরা।সঙ্গে থাকবে বাঙালীদের প্রিয় পায়েস।

এই অভিনব উদ্যোগের ফলে রোগীদের উৎসবের দিনে কিছুটা স্বাদবদল হবে।

 

Source: Millennium Post