Elephant safaris to start in south Bengal

Elephant safaris are common in north Bengal. Now they are going to start in south Bengal too.

The safaris on elephant-back are going to be organised for tourists visiting Joypur in Bankura district for the five-day ‘Elephant Corridor’ Joypur Mela, from December 15. The name refers to the fact that the forest there is a major corridor, or path of migration, for wild elephants. Besides wild elephants, the pristine forest around Joypur is home to deer, peacocks and bears, to see all of which is the safari programme being held.

The fair is just two years old, but is steadily becoming a major tourist attraction. The idea behind the fair is to make people aware of the history, tradition, and art and culture of the region, lying bang in the middle of a major elephant corridor.

The Forest Department is organising these safaris, for which 10 elephants are being trained under the guidance of experienced mahouts.

 

দক্ষিণবঙ্গে প্রথম হাতি সাফারি

আগামী ১৫ই ডিসেম্বর থেকে ৫দিন ব্যাপী জয়পুর মেলা উপলক্ষে আগত অতিথিদের হাতির পিঠে চাপিয়ে জঙ্গল ঘোরানো হবে। উত্তরবঙ্গে এ’রকম ব্যবস্থা থাকলেও দক্ষিণবঙ্গে হাতির পিঠে জঙ্গল সাফারি এই প্রথম।

জয়পুর জঙ্গলের মধ্যে অভিজ্ঞ মাহুতদের সঙ্গে ঘুরে বেড়িয়ে সাফারির মহড়াও শুরু করেছে ১০টি কুনকি হাতির দল। আগত অতিথিরা যাতে জঙ্গলে হরিণ, ময়ূর, ভাল্লুক ও জংলি হাতি দেখার সুযোগ পায়, তার তোড়জোড়ও শুরু হয়েছে। ‘এলিফ্যান্ট করিডোর’ জয়পুর মেলার বয়স মাত্র ২বছর।

এলিফ্যান্ট করিডোরের ওপর এই জনপদ ও জঙ্গলের ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে এই মেলাকে রাজ্যের পর্যটন মাঞ্চিত্রে তুলে ধরার লক্ষ্যে এগিয়ে চলেছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী। প্রথম বছর থেকেই এই মেলা সফলতা লাভ করেছে।

Source: Ma Mati Manush magazine