Handicraft artisans witness marked growth under the Trinamool Congress Govt

Chief Minister Mamata Banerjee’s zeal for taking Bengal back to its glory days is bearing fruit. Minister of State for Micro, Small and Medium Enterprises (MSME) Department recently said that the Trinamool Congress Government has brought about a marked growth in the socio-economic condition of handicrafts artisans in the rural reaches of the state by giving them platforms to sell their items. He was speaking at the prize-distribution ceremony of the State Handicrafts Expo in New Town.

As many as 40 handicrafts and handloom fairs are organised by the Trinamool Congress Government at various locations every year. During the previous Left Front Government, only 12 such fairs used to be held.

The minister followed it up with another comparison – from the various fairs, handicraft items worth nearly Rs 40 crore are sold every year, compared to Rs 18 crore during the previous government’s rule. Not just that, many of the handicraft items have found a market abroad, courtesy again, the current State Government.

The government is also bearing the travel expense of the artisans who bring their products from far-off districts and showcase them at the fairs. To ensure that the artisans do not face any difficulties, the MSME Department is also waiving the entry fees for the participants.

 

তৃণমূলের আমলে হস্তশিল্পের প্রসার ঘটেছে

রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হস্তশিল্পীদের তৈরী সামগ্রী নিয়ে বিগত বাম শাসনে সারা রাজ্যে মেলা হত মাত্র ১২টি। আর ২০১১ সালে রাজ্যে শাসনভার বদলানোর পর তা বেড়ে হয়েছে ৪০টি। সেই আমলে সব মেলা মিলিয়ে সর্বোচ্চ বিক্রি হয়েছিল ১৮ কোটি ৭৪ লক্ষ টাকার। সেখানে গত বছরই ৪০টি মেলায় ৪৫ কোটি টাকার বেশী বিক্রি হয়েছে।

এবার হস্তশিল্প মেলা হচ্ছে নিউটাউনের ইকো পার্কে। সেখানে ১০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। ইতিমধ্যেই ১১ কোটি ৫৪ লক্ষ টাকার জিনিস বিক্রি হয়েছে। এভাবেই রাজ্যের বর্তমান সরকার হস্তশিল্পীদের তৈরী করা নানা সামগ্রী বিপণনের সুযোগ ও সম্ভাবনা বাড়িয়েছে।

এই পরিসংখ্যান দিয়ে রাজ্য সরকারের সাফল্য ব্যাখ্যা করেন ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী। ইকো পার্কে এদিন রাজ্য পর্যায়ে হস্তশিল্প প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৭৫ জনকে আর্থিক পুরস্কার ও মানপত্র তুলে দেন তিনি।

Source: Millennium Post

West Bengal State Handicrafts Fair 2017 begins

West Bengal State Handicrafts Fair 2017, popularly known as Hastashilpa Mela, was inaugurated on November 18. The fair is being held near gate number 1 of Eco Park in New Town.

The fair will continue till December 10, 2017 and will be open for public every day from 1 PM till 8.30 PM. The fair features the best of handicrafts from Bengal. The stalls are being run by the handicraft-makers themselves. Besides selling the craftwork, the fair will also act as a platform for the realization of business opportunities.

The fair is being organised by the Micro and Small Scale Enterprises and Textiles Department.

Bengal has a rich centuries-old culture, whose handicrafts are famed across the country and even internationally. A few years back, under the aegis of the Trinamool Congress-run government, United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO) collaborated with the State Government to set up Shilpagram, a rural crafts hub. These Shilpagrams have earned a lot of praise from international experts as centres for the marketing, selling and preservation of the rich culture of Bengal.

শুরু হল পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা

পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র শিল্প দপ্তরের আয়োজিত রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন হল ১৮ই নভেম্বর। চলবে ১০ই ডিসেম্বর পর্যন্ত। নিউটাউনে ইকো পার্কের ১ নম্বর গেটের কাছে আয়োজিত হচ্ছে এই মেলা। রোজ বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।

বাংলার হস্তশিল্প দেশে, বিদেশে বিখ্যাত। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরী করেছেন বিশ্ব বাংলা ব্র্যান্ড। ইউনেস্কোর সহযোগিতায় গঠিত হয়েছে শিল্পগ্রাম, যা আদতে গ্রামীণ হস্তশিল্পের হাব।

এই হস্তশিল্প মেলায় রাজ্যের সেরা হস্তশিল্পের সম্ভার নিয়ে সমস্ত জেলা থেকে এসেছেন শিল্পীরা।