The State Government is going to open another avenue for handicraft artisans in Bengal – Sabala Mall. This was recently announced by the Self Help Group and Self Employment Minister at the Sabala Mela being held at Central Park in Salt Lake.
The malls will be set up in the district capitals of Bengal as well as in Kolkata. The construction of the five-storey mall in Kolkata has already started.
The congregation of handicraft-makers from across Bengal at one place will make these traditional crafts of Bengal easily available to a large population covering Kolkata and its surroundings. A big attraction for the makers of handicrafts will be the fact that they will be given space here free of cost.
The minister also said during his speech that the government will make arrangements for free training of handicraft artisans and will provide more help in setting up and selling their products.
কলকাতা ও জেলা সদরে খুলবে সবলা মল
রাজ্য সরকার নিয়ে এল হস্তশিল্পীদের জন্য সুখবর। এবার কলকাতা ও জেলা সদরে খুলবে সবলা মল। সেন্ট্রাল পার্কে সবলা মেলায় একথা ঘোষণা করেন উপভোক্তা বিষয়ক মন্ত্রী।
এই মলগুলি গড়া হবে রাজ্যের প্রতিটি জেলা সদরে। কলকাতাতেও তৈরী হবে এই মল। কলকাতায় এই পাঁচতলা মলের নির্মাণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
রাজ্যের হস্তশিল্পীদের এক ছাতার নিচে নিয়ে এসে বাংলার হস্তশিল্পের বিপুল ভাণ্ডার মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলবে এই মলগুলি। এই মলে জায়গা হস্তশিল্পীদের জায়গা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে, যা নিঃসন্দেহে একটি বিরাট পদক্ষেপ।
মন্ত্রী আরও বলেন, সরকার এই শিল্পীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেবে, বিশেষ করে যাতে শিল্পীরা তাদের তৈরী জিনিসপত্র আরও সহজে বিক্রি করতে পারেন।
Source: Anandabazar Patrika