Bengal Govt to open Sabala Malls in Kolkata and district headquarters

The State Government is going to open another avenue for handicraft artisans in Bengal – Sabala Mall. This was recently announced by the Self Help Group and Self Employment Minister at the Sabala Mela being held at Central Park in Salt Lake.

The malls will be set up in the district capitals of Bengal as well as in Kolkata. The construction of the five-storey mall in Kolkata has already started.

The congregation of handicraft-makers from across Bengal at one place will make these traditional crafts of Bengal easily available to a large population covering Kolkata and its surroundings. A big attraction for the makers of handicrafts will be the fact that they will be given space here free of cost.

The minister also said during his speech that the government will make arrangements for free training of handicraft artisans and will provide more help in setting up and selling their products.

 

কলকাতা ও জেলা সদরে খুলবে সবলা মল

রাজ্য সরকার নিয়ে এল হস্তশিল্পীদের জন্য সুখবর। এবার কলকাতা ও জেলা সদরে খুলবে সবলা মল। সেন্ট্রাল পার্কে সবলা মেলায় একথা ঘোষণা করেন উপভোক্তা বিষয়ক মন্ত্রী।

এই মলগুলি গড়া হবে রাজ্যের প্রতিটি জেলা সদরে। কলকাতাতেও তৈরী হবে এই মল। কলকাতায় এই পাঁচতলা মলের নির্মাণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

রাজ্যের হস্তশিল্পীদের এক ছাতার নিচে নিয়ে এসে বাংলার হস্তশিল্পের বিপুল ভাণ্ডার মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলবে এই মলগুলি। এই মলে জায়গা হস্তশিল্পীদের জায়গা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে, যা নিঃসন্দেহে একটি বিরাট পদক্ষেপ।

মন্ত্রী আরও বলেন, সরকার এই শিল্পীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেবে, বিশেষ করে যাতে শিল্পীরা তাদের তৈরী জিনিসপত্র আরও সহজে বিক্রি করতে পারেন।

Source: Anandabazar Patrika

Handicraft artisans witness marked growth under the Trinamool Congress Govt

Chief Minister Mamata Banerjee’s zeal for taking Bengal back to its glory days is bearing fruit. Minister of State for Micro, Small and Medium Enterprises (MSME) Department recently said that the Trinamool Congress Government has brought about a marked growth in the socio-economic condition of handicrafts artisans in the rural reaches of the state by giving them platforms to sell their items. He was speaking at the prize-distribution ceremony of the State Handicrafts Expo in New Town.

As many as 40 handicrafts and handloom fairs are organised by the Trinamool Congress Government at various locations every year. During the previous Left Front Government, only 12 such fairs used to be held.

The minister followed it up with another comparison – from the various fairs, handicraft items worth nearly Rs 40 crore are sold every year, compared to Rs 18 crore during the previous government’s rule. Not just that, many of the handicraft items have found a market abroad, courtesy again, the current State Government.

The government is also bearing the travel expense of the artisans who bring their products from far-off districts and showcase them at the fairs. To ensure that the artisans do not face any difficulties, the MSME Department is also waiving the entry fees for the participants.

 

তৃণমূলের আমলে হস্তশিল্পের প্রসার ঘটেছে

রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হস্তশিল্পীদের তৈরী সামগ্রী নিয়ে বিগত বাম শাসনে সারা রাজ্যে মেলা হত মাত্র ১২টি। আর ২০১১ সালে রাজ্যে শাসনভার বদলানোর পর তা বেড়ে হয়েছে ৪০টি। সেই আমলে সব মেলা মিলিয়ে সর্বোচ্চ বিক্রি হয়েছিল ১৮ কোটি ৭৪ লক্ষ টাকার। সেখানে গত বছরই ৪০টি মেলায় ৪৫ কোটি টাকার বেশী বিক্রি হয়েছে।

এবার হস্তশিল্প মেলা হচ্ছে নিউটাউনের ইকো পার্কে। সেখানে ১০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। ইতিমধ্যেই ১১ কোটি ৫৪ লক্ষ টাকার জিনিস বিক্রি হয়েছে। এভাবেই রাজ্যের বর্তমান সরকার হস্তশিল্পীদের তৈরী করা নানা সামগ্রী বিপণনের সুযোগ ও সম্ভাবনা বাড়িয়েছে।

এই পরিসংখ্যান দিয়ে রাজ্য সরকারের সাফল্য ব্যাখ্যা করেন ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী। ইকো পার্কে এদিন রাজ্য পর্যায়ে হস্তশিল্প প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৭৫ জনকে আর্থিক পুরস্কার ও মানপত্র তুলে দেন তিনি।

Source: Millennium Post