Bengal Govt to upgrade sub-health centres, recruit more than 5,000 nurses

The Bengal Government has decided to substantially upgrade the 10,357 sub-health centres in the state. Each sub-health centre will be turned into a ‘Health and Wellness Centre’, where staff nurses will be on duty along with doctors. Hence, 5,250 staff nurses will be recruited for the project.

As many as 12 health facilities, including ENT, dental, eye, ante- and post-natal treatments, and treatment of communicable diseases will become possible once the sub-health centres get upgraded.

It may be mentioned that under Chief Minister Mamata Banerjee, who is also the Health Minister, the State-run hospitals have improved immensely; the infrastructure has been developed manifold to ensure better service to the people.

Source: Millennium Post

Bengal Govt to appoint 10,000 nurses as CHOs in district health centres

Bengal Government has decided to recruit 10,000 nurses who would be imparted special training on how to treat patients during an emergency.

According to sources in the state Health department, as many as 10,000 nurses will soon be recruited as “Community Health Officer” (CHO) in the district and sub-divisional hospitals and also health centres in districts. The recruitment would be done through various phases on a priority basis.

These CHOs would mostly be sent to villages to develop a better health infrastructure in the rural hospitals. West Bengal Health Recruitment Board will recruit these nurses after getting a final clearance from the Chief Minister.

The nurses who are willing and are already in government services can apply for the post and will have to appear in the examination.

Those clearing it will get the opportunity to undergo training. The duration of the training would be of six months the syllabus for which would be prepared by IGNOU. On the completion of the course, a certificate would be given to the candidates.

In the first phase, more than 200 CHOs would be recruited in the village health centres on a priority basis.

 

এবার জেলায় ১০,০০০ নার্স নিয়োগ করবে রাজ্য

জেলায় জেলায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আরও জোর দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে জেলা ও মহকুমার সরকার চালিত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের জন্য তারা ১০,০০০ নার্সকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করবে।

স্বাস্থ্য দপ্তর আগামী চার-পাঁচ বছরে বিভিন্ন পর্যায়ে মোট ১০,০০০ নার্সকে নিয়োগ করবে কমিউনিটি হেলথ অফিসার হিসেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলেই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। গ্রামীণ হাসপাতালগুলির স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য বেশীর ভাগ কমিউনিটি হেলথ অফিসারদের গ্রামাঞ্চলে পাঠানো হবে।

যে সকল নার্সরা ইতিমধ্যেই সরকারি হাসপাতালে কিংবা স্বাস্থ্য কেন্দ্রে কাজ করেন, এবং কমিউনিটি হেলথ অফিসার হতে ইচ্ছুক, তারা আবেদন করতে পারেন; তাদের একটি পরীক্ষাও দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা বিশেষ প্রশিক্ষণ নিতে পারবেন। এই প্রশিক্ষণের মেয়াদ ছয় মাস; পাঠ্যক্রম তৈরী করবে ইগনোউ। প্রশিক্ষণ সম্পন্ন হলে সার্টিফিকেট দেওয়া হবে কৃতীদের।

প্রথম দফায় জরুরী ভিত্তিতে ২০০ জন কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে।

Bengal Health Dept to come up with SOP for performing autopsy

In a bizarre practice, the procedures of performing autopsy were starkly different, till date, among different hospitals in Kolkata and that of districts. This system is set for a change as the State Health Department has come up with a set of ‘Standard Operating Procedures’ (SOP) for autopsies. A draft set of guidelines was prepared in 2015.
As per the new guidelines, the process of autopsy that has to be followed will be clearly mentioned. All hospitals – whether in the State capital or in districts – have to follow that. Additionally, the 5-page SOP lists the basic requirements for the morgues – their dimensions, internal environment etc.
Incidentally, for the last three months, autopsy reports in Kolkata are made available online by the Kolkata Police. An OTP is sent to the mobile number of a relative of the deceased, using which they can download it from the police’s website. Measures are being taken to launch this service across the State.

 

 

ময়নাতদন্তের অভিন্ন নিয়ম চালু হতে চলেছে রাজ্যে

 
একই রাজ্য৷ অথচ এতকাল অস্বাভাবিক প্রতিটি মৃত্যুর ঘটনায় বাধ্যতামূলক যে ময়নাতদন্ত , তা চলে আসছিল ভিন্ন ভিন্ন নিয়মে৷ শহরের মেডিক্যাল কলেজে এক রকম, জেলায় অন্য রকম৷ এহেন ব্যবস্থাটা বদলাতে চলেছে৷ গোটা রাজ্যে চালু হতে চলেছে ময়নাতদন্তের অভিন্ন নিয়ম, পদ্ধতি৷ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ২০১৫ সালে তৈরি হয় প্রথম খসড়া নিয়মাবলি৷
কী থাকবে নয়া নিয়মাবলিতে? প্রথমত, কোন পদ্ধতিতে ময়নাতদন্ত সম্পন্ন করবেন এক জন বিশেষজ্ঞ, সেটা চিহ্নিত করা রয়েছে৷ পাশাপাশি , মর্গের পরিবেশ কেমন হবে , আকার -আয়তন কেমন হবে , তা -ও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে ৫ পাতার ‘এসওপি ’তে৷ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও দিশা দেখাতে চলেছে নয়া নিয়মাবলি৷
মাস তিনেক হল , কলকাতার মর্গে হওয়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সরাসরি ডাউনলোডের পদ্ধতি চালু হয়েছে৷ মৃতের ঘনিষ্ঠ আত্মীয়ের মোবাইল নম্বরে পাঠানো হয় একটি ওটিপি৷ সেই ওটিপি -র সাহায্যে ময়নাতদন্তের রিপোর্ট এখন সরাসরি কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন নিকটজনেরা৷ এই পদ্ধতি যাতে গোটা রাজ্যেই চালু হয় , সেই ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর৷

Modern sports medicine department to be set up at SSKM

The Health Ministry of Bengal Government is going to set up a state-of-the-art sports medicine department. It will be the first such centre in the state, either in the public or the private sector.

This will be crucial for the treatment and rehabilitation of sportspersons in the state. At a time when the city is attracting a lot of attention as a host for important national and international sporting events, after the successful hosting of the FIFA Under-17 World Cup last October, this is of crucial importance.

This type of specialty centre will have experts in physical medicine, orthopaedics, neurology, etc. to assess the physiological system of an athlete.

 

এসএসকেএমে শুরু হবে মডার্ন স্পোর্টস মেডিসিন বিভাগ

রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি অত্যাধুনিক স্পোর্টস মেডিসিন বিভাগ চালু করতে চলেছে। রাজ্যে এই প্রথম এরকম একটি বিভাগ তৈরী হবে।

এই কেন্দ্রগুলি খেলোয়াড়দের চিকিৎসা ও পুনর্বাসনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অক্টোবর মাসে ফিফার অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ রাজ্যে অনুষ্ঠিত হওয়ার পর, রাজ্যে এই কেন্দ্র খোলা খুবই উল্লেখযোগ্য।

এই ধরনের কেন্দ্রগুলিতে ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক ও নিউরোলজির বিশেষজ্ঞেরা থাকবেন। এর ফলে খেলোয়াড়দের শারীরিক অবস্থার খুঁটিনাটি সহজেই নির্ণয় করা যাবে।

Source: The Statesman

Bengal Govt taking steps to make organ transplantations smoother

To make the process of transplanting organs smoother in government hospitals, the State Health Department is preparing a comprehensive set of data on the patients who are in urgent need of organ transplantation. The data will be available online for officials for quick access.

Initially, information would be accessed from the patients in all the medical colleges and hospitals in Kolkata.

As a part of this effort, an organ transplantation department is being set up at the premier State Government-run super-speciality hospital, SSKM Hospital, on a pilot basis. The model will be later applied on the medical colleges in the districts.

Once the state health department has comprehensive data on patients, it will make the entire procedure of organ transplantation more effective and the success rate of cadaver transplantation is expected to go up, believe Health Department officials.

 

রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অঙ্গ প্রতিস্থাপন হবে আরও সহজ

রাজ্যে সরকার পরিচালিত হাসপাতালগুলিতে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া আরও সহজ করতে রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি ডাটাব্যাঙ্ক তৈরী করবে। যে সব রোগীদের তালিকা যাদের অঙ্গ প্রতিস্থাপন খুব শীঘ্রই প্রয়োজন তাদের তথ্য থাকবে এই ডাটাব্যাঙ্কে। এই তথ্য অনলাইনেও আপডেট করা থাকবে।

প্রথম পর্যায়ে কলকাতার সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির রোগীদের থেকে তথ্য সংগ্রহ করা হবে। পাইলট প্রকল্প হিসেবে রাজ্য সরকার চালিত এসএসকেএম হাসপাতালে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর পর জেলায় জেলায় সব মেডিক্যাল কলেজে এই মডেলে কাজ শুরু শুরু করা হবে।

এই তথ্য সংকলনের কাজ শেষ হলে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করে তুলতে পারবে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আশা করা হচ্ছে এর ফলে ক্যাডাভার প্রতিস্থাপনে সফলতার হার আরও বাড়বে।

 

Source: Millennium Post

Image is representative