Ever since Trinamool Congress came to power in Bengal, the state has seen its health infrastructure improve in leaps and bounds. Chief Minister Mamata Banerjee is also the Health Minister, and she has ensured that health services reach one and all.
Achievements
Budget: Budget for drugs and medical equipments increased from Rs 179 crore during 2010-11 to Rs 857.83 crore during financial year (FY) 2017-18.
Free treatment: All patients at all institutions – primary, secondary, tertiary – being given free treatment.
Medical colleges (built): Four medical colleges have been built by the Trinamool Government since 2011, and private medical colleges have increased from one to four.
Medical colleges (upcoming): Seven medical colleges have been planned to be built by the government, to lead to an additional 700 MBBS seats. Construction of five (Cooch Behar, Raiganj, Rampurhat, Purulia and Diamond Harbour) have been completed by a large amount while two (Jalpaiguri and Arambagh) are in the process of being set up.
Multi/Super-speciality hospitals: There is a target of building 42 multi/super-speciality hospitals – 300 to 500 beds each – across the state at a cost of Rs 2,800 crore. Of these, OPD and IPD services are running in 36 hospitals and only OPD in three hospitals.
AIIMS, Kalyani: A super-speciality hospital with 100 undergraduate (MBBS) seats and 970 beds is coming up at a cost of Rs 1,767 crore in Kalyani.
Upcoming tertiary care centres: Three tertiary care centres are being set up with an investment of Rs 54 crore, at Murshidabad Medical College and Hospital, Burdwan Medical College and Hospital, and College of Medicine & Sagore Dutta Hospital.
Critical care facilities: Sixty critical care units (CCU) are functioning at secondary-care hospitals and medical college hospitals. Fourteen more CCUs will be set up in the multi/super-speciality hospitals and at the Frazerganj primary health centre (PHC), to serve tourists to Bakkhali. From 2015 to 2017, more than 1.05 lakh patients have been treated at these facilities.
Medical and para-medical personnel appointments (medical): Since the Trinamool Congress Government came to power in 2011, 19,607 medical and para-medical personnel have been recruited by the government.
Nursing colleges: During 2017-18, eight institutions for general nursing and midwifery (GNM), each with an intake capacity of 60, have been started, taking the total number of GNM seats to 2,175.
Nursing colleges (upcoming): Construction of four nursing colleges at SSKM Hospital, Infectious Diseases Hospital in Beleghata, Kolkata, North Bengal Medical College and Hospital, and Burdwan Medical College and Hospital, and three nursing training schools at Suri Sadar Hospital, Alipurduar District Hospital and North Bengal Medical College and Hospital, are going on.
Nursing appointments: During FY 2017-18, 6,562 grade-II staff nurses and 172 female health assistants were appointed.
Metro Blood Bank: Centre of Excellence in Transfusion Medicine, also known as Metro Blood Bank, coming up at Rajarhat near Kolkata at a cost of Rs 403.94 crore.
Fire-fighting equipment: During the last two years, Rs 66.67 crore sanctioned for the medical colleges and Rs 68.07 crore for the secondary and primary hospitals.
Cancer treatment: State-of-the-art linear accelerator (LINAC) machines have been planned at five medical colleges – RG Kar, NRS, Calcutta Medical College, Burdwan Medical College, Murshidabad Medical College. National Programme for Prevention and Control of Cancer, Diabetes, Cardiovascular Diseases and Stroke (NPCDCS) is being implemented in 19 health districts; in the other seven health districts, it will be functional by April 2018.
Dental care: At Dr R Ahmed Dental College and Hospital, Kolkata, cone beam computed tomography (CBCT) has been introduced (for the first time in the country), as well as five digital classrooms, an e-library and full Wi-Fi facility. More than 200 fully automatic and equipped electronic dental chairs have been installed at three dental colleges, dental departments of medical colleges, district hospitals, subdivisional hospitals and state general hospitals.
Dental appointments: As part of West Bengal Dental Service (WBDS), 217 dental surgeons have been recruited.
Alternative medicine: SMS-based Online reporting System for homeopathic, ayurvedic and unani dispensaries across the state have been introduced. Fifty-seater girls’ hostels have been operationalised at Calcutta Homeopathy Medical College and Hospital and Midnapore Homeopathy Medical College and Hospital.
তৃণমূলের আমলে বাংলার স্বাস্থ্য পরিকাঠামোয় ব্যাপক উন্নতি
২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসনভার পাওয়ার পর থেকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় নজিরবিহীন উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীও, স্বাস্থ্য পরিষেবা যাতে রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছয়, সেটি নিশ্চিত করেছেন ।
সাফল্যঃ
বাজেট-ওষুধ এবং চিকিৎসার সরঞ্জামের বাজেট ২০১০-১১ সালে ছিল ১৭৯ কোটি টাকা, যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ৮৫৭.৮৩ কোটি টাকা।
বিনামূল্যে চিকিৎসা –সরকারি সকল চিকিৎসা কেন্দ্র এবং হাসপাতালে সমস্ত চিকিৎসা বিনামূল্যে করা হয়।
মেডিক্যাল কলেজ (তৈরী) –২০১১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকারের চারটি এবং বেসরকারি তিনটি মেডিক্যাল কলেজ নির্মাণ করা হয়েছে।
মেডিক্যাল কলেজ (চালু হবে) –রাজ্যে আরও সাতটি মেডিক্যাল কলেজ তৈরীর পরিকল্পনা ছিল যার ফলে রাজ্যে আরও ৭০০টি এমবিবিএস-এর আসন বাড়বে। এর মধ্যে পাঁচটির – কোচবিহার, রায়গঞ্জ, রামপুরহাট, পুরুলিয়া, ডায়মন্ড হারবার – নির্মাণ সম্পূর্ণ, জলপাইগুড়ি ও আরামবাগের দুটির কাজ শেষ পর্যায়ে।
মাল্টি/সুপার স্পেশ্যালিটি হাসপাতাল –২৮০০ কোটি টাকার ব্যয়ে সারা রাজ্যে ৪২টি মাল্টি/সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে, যার প্রতিটিতে আসন সংখ্যা হবে ৩০০ থেকে ৫০০। এর মধ্যে ওপিডি এবং আইপিডি চালু হয়েছে ৩৬টি হাসপাতালে এবং শুধু ওপিডি চালু হয়েছে তিনটি হাসপাতালে।
এআইআইএমএস, কল্যাণী –১৭৬৭ কোটি টাকার ব্যয়ে কল্যাণীতে একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরী হচ্ছে যেখানে ১০০টি এমবিবিএস-এর আসন এবং ৯৭০টি শয্যা থাকবে।
টার্সিয়ারি স্বাস্থ্য কেন্দ্র (চালু হবে) –মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে ৫৪ কোটি টাকার ব্যয়ে তিনটি টার্সিয়ারি স্বাস্থ্য কেন্দ্র চালু হবে।
ক্রিটিকাল কেয়ার সুবিধা –সেকেন্ডারি কেয়ার হাসপাতাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০টি ক্রিটিকাল কেয়ার ইউনিট কাজ করছে। আরও ১৪টি ক্রিটিকাল কেয়ার ইউনিট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তৈরী হবে। এর মধ্যে বকখালিতে ফ্রেজারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ক্রিটিকাল কেয়ার ইউনিট তৈরী হবে পর্যটকদের জন্য।
নার্সিং কলেজ –২০১৭-১৮ সালে আটটি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্রতিষ্ঠান তৈরী হয়েছে, প্রতিটিতে আসন সংখ্যা ৬০। এর ফলে রাজ্যে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি আসনসংখ্যা বেড়ে ২১৭৫ হল।
মেডিক্যাল অ্যান্ড প্যারা-মেডিক্যাল পার্সোনেল অ্যাপয়েন্টমেন্টস (মেডিক্যাল) –২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসা থেকে ১৯৬০৭ জন মেডিক্যাল ও নন মেডিক্যাল আধিকারিক নিয়োগ করা হয়েছে।
নার্সিং কলেজ (নির্মীয়মাণ) –এসএসকেএম হাসপাতাল, বেলেঘাটার ইনফেক্সাস ডিসিসেস হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং বর্ধমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং তিনটি নার্সিং প্রশিক্ষণ স্কুল – সূরী সদর হাসপাতাল, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নির্মাণ চলছে।
নার্সিং নিয়োগ –২০১৭-১৮ অর্থবর্ষে ৬৫৬২ গ্রেড -২ নার্স নিয়োগ করা হয়েছে।
মেট্রো ব্লাড ব্যাঙ্ক –৪০৩.৯৪ কোটি টাকা ব্যয়ে কলকাতার কাছে রাজারহাটে তৈরী হতে চলেছে মেট্রো ব্লাড ব্যাঙ্ক।
অগ্নি নির্বাপন যন্ত্রপাতি –গত দুই বছরে ৬৬.৬৭ কোটি টাকা অনুমোদিত হয়েছে মেডিক্যাল কলেজ এবং প্রাথমিক ও সেকেন্ডারি চিকিৎসা কেন্দ্রের জন্য ৬৮.০৭ কোটি টাকা।
ক্যান্সার চিকিৎসা –আরজিকর, এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অত্যাধুনিক লিনিয়ার আক্সেলারেটর যন্ত্র বসানো হয়েছে। ১৯টি স্বাস্থ্য জেলায় ক্যান্সার, ডায়াবিটিস, হৃদরোগ এবং স্ট্রোক প্রতিরোধ করতে জাতীয় কর্মসূচী চলছে। ৭টি স্বাস্থ্য জেলায় খুব শীঘ্রই এই কর্মসূচী শুরু হবে।
দন্ত চিকিৎসা –ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালে দেশের প্রথম কোন বিম কম্পিউটেড টোমোগ্রাফি শুরু করা হয়েছে। এছাড়া আছে পাঁচটি ডিজিটাল ক্লাসরুম, ই-লাইব্রেরী, পুরোপুরি ওয়াই ফাই ব্যবস্থা। ২০০র বেশী পুরোপুরি স্বয়ংক্রিয় ইলেক্ট্রনিক ডেন্টাল চেয়ার বসানো হয়েছেতিনটি ডেন্টাল কলেজে, ডেন্টাল দপ্তর ও মেডিক্যাল কলেজে, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল ও স্টেট জেনারেল হাসপাতালে।
ডেন্টাল নিয়োগ –ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল সার্ভিসের অংশ হিসেবে ২১৭ জন ডেন্টাল সার্জন নিয়োগ করা হয়েছে।
বিকল্প ঔষধি –হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, উনানি চিকিৎসা কেন্দ্রের এসএমএস নির্ভর রিপোর্ট ব্যবস্থা শুরু করা হয়েছে। কলকাতা হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫০শয্যা বিশিষ্ট মেয়েদের হোস্টেল চালু হয়েছে।