Bangla Govt celebrates anniversary of Swami Vivekananda’s historic Chicago speech

Today, September 11, marks the 126th anniversary of the famous address by Swami Vivekananda at the World Parliament of Religions, held at the Art Institute of Chicago in 1893. This address set the tone for the worldwide fame of Swami Vivekananda and the spreading of Vedanta philosophy across the world.

The Bangla Government is organising programmes to mark this historic day, in association with the Ramakrishna Mission. Chief Minister Mamata Banerjee would be leading the celebrations.

Various programmes including seminars in public halls and schools would be held to uphold the ideals of Swami Vivekananda, which are relevant for all times.

CLICK HERE TO READ THE HISTORIC SPEECH DELIVERED ON SEPTEMBER 11, 1893, AS WELL AS THE FIVE OTHER SPEECHES DELIVERED AT THE PARLIAMENT OVER THE COURSE OF 16 DAYS

Swami Vivekananda Mamata Banerjee

Bengal Govt to celebrate 125th anniversary of Swami Ji’s Chicago Speech as ‘Sampriti Dibas’

The state government will celebrate September 11, the day when Swami Vivekananda had addressed the World’s Parliament of Religions in Chicago in 1893, as Sampriti Divas. It will celebrate the 125th anniversary of Swamiji’s Chicago address in a befitting manner.

Sampriti Week will be observed from September 12 to 19. The decision was taken at the first meeting of the committee set up for the celebration, which was held on Thursday, said state Education minister Partha Chatterjee.

Chief Minister Mamata Banerjee will attend the function which will be organised at Belur Math on September 11. The concluding programme will be held at Netaji Indoor Stadium on September 19.

The state government will provide another Rs 10 crore for the proposed Centre of Excellence, which is coming up near Eco Park in New Town. The state government had earlier provided Rs 10 crore as well.

Swamiji had spoken about harmony and peace at the World’s Parliament of Religions which was a part of Columbian Exposition, a programme organised to celebrate 400 years of Columbus’ discovery of America in 1893. He had spoken about “Universal Religion” and was confident that such a religion will be the religion of the future, when all people irrespective of class, creed, sex and religion will be respected.

 

এবার থেকে স্কুলে পড়ানো হবে স্বামীজির শিকাগো বক্তৃতা

স্কুলে পড়ানো হবে স্বামীজির শিকাগো বক্তৃতা। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রস্তাব মেনে পাঠ্যসূচিতে বদল আনতে চলেছে রাজ্য সরকার। স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপন করা হবে। বেলুড়, নেতাজি ইনডোরের পাশাপাশি শিকাগোতেও অনুষ্ঠান হবে। উপস্থিত থাকতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে।

১৮৮৩ সালে বিশ্ব ধর্ম সম্মেলনে এই ভাবেই বক্তৃতা শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। দু’মিনিট ধরে হাততালি চলে। একদিন রামকৃষ্ণ মিশনের স্কুলগুলিতেই পড়ানো হত স্বামীজির শিকাগো বক্তৃতা। এবার থেকে স্কুলের পাঠ্যসূচিতেও স্বামীজির শিকাগো বক্তৃতা পড়ানো হবে। শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপনে কমিটি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন শিক্ষামন্ত্রী ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। সিদ্ধান্ত হয়েছে,

– স্বামীজির শিকাগো বক্তৃতা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি করা হবে

– রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রস্তাব মেনে সিদ্ধান্ত রাজ্যের

– আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যসূচিতে স্বামীজির শিকাগো বক্তৃতা

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত। স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপনে ১১ থেকে ১৯শে সেপ্টেম্বর দেশজুড়ে সম্প্রীতি সপ্তাহ পালিত হবে। বেলুড় ও নেতাজি ইনডোরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপন কমিটি শিকাগোতেও অনুষ্ঠান করবে। সেখানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে।

 

Bengal Govt institutes bravery award for girls in the memory of Sister Nivedita

The Bengal Government has instituted a bravery award for girls in the memory of the philanthropist and social reformer, and one of Swami Vivekananda’s foremost disciples, Sister Nivedita. The decision was taken recently by the committee formed by the government to commemorate the 150th birth anniversary of Nivedita.

The awards have been decided to be handed over on October 5 at Netaji Indoor Stadium, during the course of a programme on the social reformer.

Sister Nivedita, for her whole life, worked tirelessly for the education and all-round empowerment of women, hence the State Government decided to constitute the award in her memory.

The other decisions taken by the committee on that day include the distribution of a collected works of Sister Nivedita, to be compiled by Ramakrishna Math and Mission, among students from standards IX to XII in State Government-run schools and the renovation of the mausoleum of the Sister in Darjeeling.

Earlier decisions taken with regard to the sesquicentennial celebrations include converting the house of Sister Nivedita in Darjeeling into an educational centre of excellence and the granting of 5 acres in Rajarhat to Ramakrishna Mission for the setting up of a humanitarian centre of excellence.

Under the express instructions of Chief Minister Mamata Banerjee, the State Government has been extensively celebrating the 150th birth anniversary of Sister Nivedita, to inculcate in today’s youth the humane values she stood for, just as it had done for the 150th birth anniversary of her guru, Swami Vivekananda.

 

 

ভগিনী নিবেদিতার নামে সাহসিকতার পুরস্কার

 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষে মেয়েদের জন্য সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার। ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উদ্‌যাপন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।
এই বছরে ৫ অক্টোবর ভগিনী নিবেদিতাকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। এই অনুষ্ঠানে মেয়েদের বিভিন্ন সাহসিকতামূলক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হবে। নারী সমাজের উন্নয়ন, নারী শিক্ষা, নারীর অধিকার নিয়ে ‌ভগিনী নিবেদিতা সারা জীবন কাজ করেছেন। তাই তাঁর নামে এই সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার।
এছাড়াও ভগিনী নিবেদিতার বিভিন্ন লেখা নিয়ে একটি সঙ্কলন তৈরি করবে রামকৃষ্ণ মঠ ও মিশন। সেই সঙ্কলনটি রাজ্য সরকার স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবে। বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মধ্যে সঙ্কলনটি পড়ার জন্য দেওয়া হবে, যাতে ভগিনী নিবেদিতার চিন্তাধারায় তারাও উদ্বুদ্ধ হতে পারে।
মহারাজ এদিন বলেন, স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পালন করেছে, তা আর কোনও সরকার করেনি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকার ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষও উদযাপন করছে।
কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে দার্জিলিঙে ভগিনী নিবেদিতার সমাধিস্থল সংস্কার এবং সৌন্দর্যায়ন করা হবে। আগেই ঠিক হয়েছিল দার্জিলিঙে ভগিনী নিবেদিতার বাড়িতে শিক্ষার প্রসারে উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হবে।
এখানে রাজারহাটে পশ্চিমবঙ্গ সরকার ৫ একর জমি রামকৃষ্ণ মিশনকে দিয়েছে, ভগিনী নিবেদিতার নামে মানবিক উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য।‌‌

Source: Aajkaal

Mamata Banerjee inaugurates Vivek Chetana Utsab

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated Vivek Chetana Utsab at a function held at Ganga Sagar Mela Camp, Babughat.

Vivek Chetana Utsab is being observed across the State on the occasion of 155th birth anniversary of Swami Vivekananda.

The festival is being organised in all 341 blocks, 118 municipalities, 6 corporations, Kolkata Municipal corporation, GTA, and all district headquarters of the State.

As part of the festival, padyatras will be held across the State. There will be symposiums, exhibitions, quiz, debates on Swami Vivekananda’s life. Football matches will also be organised. There will sit-and-draw competitions, along with essay-writing competitions and cultural events.

 

 

বিবেক চেতনা উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

 

আজ বিবেক চেতনা উৎসবের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুঘাটে গঙ্গাসাগর মেলা ক্যাম্প থেকে আজ এই উৎসবের উদ্বোধন করেন তিনি।

স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যব্যাপী এই উৎসবের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর।

রাজ্যের ৩৪১টি ব্লক, ১১৮টি পুরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পৌর সংস্থার অধীন ১৪৪টি ওয়ার্ড এবং জিটিএ সহ রাজ্যের প্রতিটি জেলাসদরে এই উৎসব আয়োজিত হবে।

এই উৎসবে থাকবে পদযাত্রা, বিবেকানন্দের জীবন ও কর্ম বিষয়ক প্রদর্শনী, ছাত্র-যুবদের চরিত্র গঠন বিষয়ক আলোচনা, বিবেকানন্দ বিষয়ক ক্যুইজ, বিতর্ক, প্রদর্শনী ফুটবল ম্যাচ, বসে আঁকো, প্রবন্ধ রচনা সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান।

Vivek Utsav and Subhas Utsav to be celebrated in a big way

State Youth Affairs Department, in association with Kolkata Municipal Corporation (KMC), has decided to celebrate the birth anniversaries of Swami Vivekananda and Netaji Subhas Chandra Bose in a big way.
The anniversaries fall on January 12 and January 23, respectively. In the memory of Swami Vivekananda, January 12 is celebrated as Youth Day.

The celebrations would be named as Vivek Utsav and Subhas Utsav. KMC has decided to allot a total of Rs 50,000 for celebrating the two anniversaries through official functions – Rs 20,000 for Vivek Utsav and Rs 30,000 for Subhas Utsav.

The celebration would be taking place in all the 144 wards under the jurisdiction of the KMC.

রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ ও নেতাজী সুভাষ উৎসব পালন করবে প্রতি ওয়ার্ডে

জানুয়ারি মাসের ১২ তারিখ স্বামী বিবেকানন্দ ও ২৩ তারিখ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
রাজ্য সরকারের যুবকল্যাণ দপ্তরের খরচে কলকাতা পুরসভার সবকটি ওয়ার্ডেই ওই দুই মনিষীর জন্মদিন কেন্দ্রিক বিবেক উৎসব এবং সুভাষ উৎসব পালন করা হবে।
এর জন্য ১৪৪টি ওয়ার্ডের প্রতিটির জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর মোট ৫০হাজার টাকা করে দিচ্ছে। এর মধ্যে বিবেক উৎসবের জন্য ওয়ার্ড পিছু ২০ হাজার ও সুভাষ উৎসবে ওয়ার্ড পিছু ৩০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
Source: Bartaman