Self-employment: Towards rural empowerment of Bengal

0The West Bengal State Rural Livelihoods Mission (WBSRLM), administered by the Panchayat and Rural Development (P&RD) Department, organises the rural poor for gainful self-employment and envisages enabling communities to come out of poverty through the formation and strengthening of women’s self-help groups (SHG). It started its journey through the launching of the Anandadhara scheme by Chief Minister Mamata Banerjee on May 17, 2012. There is another programme in the State called ‘Promotion of SHG Movement’.

Purpose

The major strategic interventions in the programme are universal social mobilisation, formation and strengthening of SHGs, capacity building, financial inclusion and access to credit, skills development and taking up different livelihood options with provisions for technological as well as marketing support.

To reach every poor family of Bengal through social mobilisation, WBSRLM ensures that at least one eligible female member from each eligible household is made part of an SHG.

During the first financial year (FY) of the Trinamool Congress Government, that is 2012-13, intensive implementation of the SHG programme was taken up in 32 blocks in nine districts. The programme was expanded to cover 158 blocks spread across all the 23 districts during FY 2017-18. In 2018-19, it has been planned to add more areas in the fold of SHG.

Administration

SHGs are administered through a four-level structure – Self-Help Groups (at the village level), Upasangha (SHG federations at the ward level), Sangha (SHG federations at the gram panchayat level) and Mahasangha (SHG federations at the block level). Currently, there are 5,29,309 SHGs, 35,960 Upasanghas, 3,219 Sanghas and 12 Mahasanghas.

The sanghas are being registered under the West Bengal Cooperative Act as Primary Multipurpose Cooperative Societies. So far, 2,200 such societies have been registered. The rest are going to be registered in due course.

Implementation

Financial inclusion of the vast rural population is one of the primary purposes of WBSRLM. SHGs are capitalised by the Government through a revolving fund at the rate of Rs 15,000 per group. But after that, the programme ensures that the SHGs regularly receive credit from banks. This has led to the groups receiving an aggregate of Rs 3,416.48 crore as loans during FY 2016-17 and, up to January 2018 (FY 2017-18), Rs 2,137.32 crore.

Land issues are critical to the poor, and their ignorance can make them extremely vulnerable. To address this gap, a special project called Legal Land Literacy for poor SHG members is being implemented by the P&RD Department in collaboration with the Land and Land Reforms Department and Landesa Rural Development Institute, an international non-profit organisation. The project began with eight intensive blocks (in which all components are implemented), and has been extended to 24 more intensive blocks.

A special inclusion project was taken up, in collaboration with the NGO HelpAge, in three gram panchayats of Dinhata I block of Cooch Behar district to enable them to access age-appropriate livelihood and entitlement services. Its success has led it to be implemented in another six gram panchayats during FY 2017-18.

Another inclusion-related project has been implemented by the State Government – all SHG households are being covered under the Swasthya Sathi group medical insurance scheme. Till January 2018, 34 lakh SHG families were covered.

SHGs as vehicles for implementation of other Government programmes

SHGs supply school uniforms to children. During FY 2017-18, they have conducted business to the tune Rs 166 crore. Sangha cooperatives successfully manage dietary supplies to Government hospitals. These cooperatives are also engaged in the paddy procurement process, through which it ensures that poor SHG members do not have to engage in distress sale of paddy. Plans exist to increase the geographical coverage and target for paddy procurement in the future.

 

স্ব-নির্ভরতাঃ গ্রামীণ কর্মসংস্থানে বাংলা

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার গ্রামীণ অঞ্চলে দারিদ্র দূরীকরণে উদ্যোগী হয়েছে।

এর মূল উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠী গঠনের মাধ্যমে সবাইকে স্বনির্ভর করে তোলা। স্বনির্ভর গোষ্ঠীর সশক্তিকরণ, ক্ষমতা বৃদ্ধি, আর্থিক উন্নতি, সহজে ঋণ লাভ, দক্ষতা বিকাশ ও প্রযুক্তি এবং বিপণনের সহযোগীতার মাধ্যমে রোজগারের বিভিন্ন উপায় বেছে নেওয়া।

এই উদ্দেশ্যে ২০১২ সালের ১৭ই মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেন ‘আনন্দধারা’ প্রকল্পের – কেন্দ্র ও রাজ্য ৬০:৪০ অনুপাতে বহন করে। এছাড়াও সম্পূর্ণ রাজ্যের নিজস্ব খরচে চলে আরেকটি প্রকল্প ‘প্রোমশান অফ এসএইচজি মুভমেন্ট’।

এই প্রকল্পের উদ্দেশ্য অন্তত প্রতি পরিবারের একজন মহিলা যেন স্বনির্ভর গোষ্ঠীতে থাকে। এই প্রকল্প প্রথমে রাজ্যের ৯ জেলার ৩২টি ব্লকে শুরু করা হয় ২০১২-১৩ সালে। ২০১৭-১৮ তে ২৩ জেলার ১৫৮টি ব্লকে শুরু করা হয়। ২০১৮-১৯ সালে আরও ২২টি ব্লকে এই প্রকল্প শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ৫২৯৩০৯টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী আছে, যারা ৩৫৯৬০টি উপসংঘের ও ৩২১৯ সংঘের সদস্য।ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ অ্যাক্ট-এর অধীনে সংঘ গুলি নথিভুক্ত হয়েছে প্রাইমারি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি হিসেবে। এখনও পর্যন্ত ২২০০ এরম সমবায় নথিভুক্ত হয়েছে।

প্রতি স্বনির্ভর গোষ্ঠীকে ১৫০০০ টাকা করে রিভল্ভিং ফান্ড দেওয়া হয়।কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড সংঘকে অনুদান দেয়। গত বছর তম্লুক ব্লক মহিলা বিকাশ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি ও এ বছর ঝাড়গ্রাম ব্লক অরণ্য সুন্দরী মহাসংঘ সেরা স্বনির্ভর গোষ্ঠীর সম্মান পায়।

ব্যাঙ্কের থেকে স্বনির্ভর গোষ্ঠীরা গত বছর ঋণ পেয়েছিল ৩৪১৬.৪৮ কোটি টাকা ও এই অর্থবর্ষে জাউয়ারি মাস পর্যন্ত পেয়েছে ২১৩৭.৩২ কোটি টাকা।

ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সহযোগিতায় গরীব স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য লিগাল ল্যান্ড লিটারেসি চালু করেছে মালদা ও বীরভূমের আটটি ব্লকে।

বয়স্কদের জীবনযাত্রার মান উন্নত করতে ২০১৭-১৮ সালে ৬টি গ্রাম পঞ্চায়েতে একটি প্রকল্প শুরু হয়েছে। সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের স্বাস্থ্য সাথী বীমার আওতায় আনা হয়েছে। জানুয়ারি ২০১৮ পর্যন্ত ৩৪ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের পরিবার এই আওতায় এসেছে।

এই মুহূর্তে সংঘরা সরকারি হাসপাতাল গুলিতে খাদ্য এবং স্বনির্ভর গোষ্ঠীরা সরকারি স্কুলে পড়ুয়াদের জামার যোগান দিয়ে থাকে। এ বছর তারা এই বাবদ আয় করেছে ১৬৬ কোটি টাকা। যেসকল স্বনির্ভর গোষ্ঠী চাষের সঙ্গে যুক্ত, তারা যাতে তাদের উৎপাদনের সঠিক মূল্য পান, তাও নিশ্চিত করেছে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর।

 

Bengal Govt to distribute e-rickshaws to unemployed rural youths

Bengal Government has taken up a project to distribute e-rickshaws to unemployed youths in rural areas. The State Self Help Groups and Self Employment department has taken up this initiative and will provide assistance through the SVSKP (Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa) scheme. The scheme is already used to provide help to unemployed youths. In the first phase, 500 such eco-friendly e-rickshaws will be distributed.
The Government is already in talks with companies that manufacture e-rickshaws. They run on batteries and are eco-friendly. The SHG department is coordinating with the Panchayat department regarding the implementation of this project.
The Minister of the SHG Department said that distribution of e-rickshaws will help boost transport infrastructure in rural areas.

 

স্বনিযুক্তি প্রকল্পে গ্রামের বেকার যুবকদের ই-রিকশ দেবে রাজ্য

গ্রামের বেকার যুবকদের এবার ই-রিকশ দেবে রাজ্য সরকার। স্বনিযুক্তি প্রকল্প দপ্তরের পক্ষ থেকে কর্মসংস্থানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের অধীনেই এই সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে বেকার যুবকদের নানাভাবে সহায়তা দেওয়া হয়। এবার পরিবেশবান্ধব ই-রিকশ দিয়ে তাদের কাজের সুযোগ বাড়াতে চায় রাজ্য সরকার। প্রাথমিকভাবে শুরুতে ৫০০ জনকে ই-রিকশ দেওয়া হবে।
গ্রামীণ এলাকার পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে নানা ধরনের কর্মসূচি বা প্রকল্প নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্কুল পড়ুয়াদের সাইকেল প্রদান পুরোমাত্রায় সফল। এর আগে স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত মহিলাদের ধান সংগ্রহের কাজে নামানো হয়েছে। তাদের জন্য উল্টোডাঙায় শপিং মলও করে দেওয়া হচ্ছে। যার জন্য কেআইটি’র থেকে ১০ কাঠা জায়গা পাওয়া গিয়েছে। সেই জমি কিনে নিয়েছে স্বনিযুক্তি প্রকল্প দপ্তর। এবার ই-রিকশ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তার জন্য যেসব কোম্পানি ই-রিকশ বানায়, তাদের সঙ্গে কথা চলছে। টেন্ডার করেই সেই অর্ডার দেওয়া হবে। তবে ই-রিকশ’র পুরো টাকা রাজ্য সরকার দেবে না। মোট দামের ৩০ শতাংশ দেবে স্বনিযুক্তি প্রকল্প দপ্তর।
ওই দপ্তরের মন্ত্রী বলেন, আমরা স্বনির্ভর গোষ্ঠীকে নানাভাবে সাহায্য করছি। কারিগরি শিক্ষা দপ্তরের সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর আড়াই লক্ষ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পর তাঁদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে। কেউ যদি প্রশিক্ষণ শেষে ব্যবসা করেন, তাহলে তাঁকে আর্থিক সাহায্য দেওয়া হবে। ছাগল, গোরু, মুরগি পালন করলেও আর্থিকভাবে সাহায্য করা হয়। এবার গ্রামের বেকার যুবকদের ই-রিকশ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের দপ্তর ভর্তুকি দেবে। গ্রামীণ এলাকায় রাস্তার হাল এখন অনেক ভালো। ফলে ই-রিকশ যাত্রী পরিবহণে কার্যকর হবে। চালকও লাভবান হবেন।
ই-রিকশ অনেকটা ব্যাটারি চালিত অটো বা টোটোর মতো হবে। পঞ্চায়েত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই ই-রিকশ দেওয়া হবে। স্বনিযুক্তি প্রকল্প দপ্তরের প্রধান সচিব একইসঙ্গে পঞ্চায়েত দপ্তরেরও প্রধান সচিবের দায়িত্বে রয়েছেন। ফলে পঞ্চায়েতের নানা কাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবং গ্রামের যুবদের যুক্ত করা হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এবার ই-রিকশ প্রদান করা হচ্ছে। তার পরিকল্পনাও তৈরি হয়ে গিয়েছে।

Bengal Govt to involve SHGs to manufacture low-cost sanitary napkins

Women in Purulia district have managed to destroy taboos related to the monthly cycle, through a project that aims at providing better sanitation and hygiene. It also allows some women to earn money. An SHG in Jaipur Purulia, has taken up the work of manufacturing sanitary napkins.
Last year in June, the District Rural Development Cell (DRDC) and UNICEF jointly mooted a proposal for a sanitary napkin production centre at Purulia to provide cheap sterilised napkins and advocacy on personal hygiene. The DRDC fulfilled the infrastructure requirements while UNICEF offered technical support. A pilot project was started in Jaipur in Purulia. ASHA workers have been roped in to distribute the end products.
Each month, the 30 women work on the two sterilisation machines to produce about 900 sanitary napkin packets. Besides retailing, the centre supplies napkins for hospitals, schools and SHGs.
A plan has been made to include the Kanyashree girls in the distribution list.

 

 

সস্তায় ন্যাপকিন তৈরী করবে স্বনির্ভর গোষ্ঠী

 

রাজ্য সরকার পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার গ্রামের মহিলাদের জন্য সস্তায় স্যানিটারি ন্যাপকিন তৈরীর প্রকল্প চালু করল। এবং এগুলি তৈরী করবে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মহিলারাই। এতে কর্মসংস্থান যেমন হবে, পাশাপাশি গ্রামের মহিলারা অত্যন্ত কম দামে নিরাপদ স্যানিটারি ন্যাপকিনও পাবে।
স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে এখনও উন্নত দেশগুলির মহিলাদের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আমাদের দেশের মহিলারা। তাই, ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে মহিলাদের সচেতন করতে এগিয়ে এল জয়পুর সমবায় ও কৃষি উন্নয়ন সমিতি। এই ধরনের স্যানিটারি ন্যাপকিন বানানোর জন্য জয়পুর এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে নিজে হাতে নিরাপদ উপায়ে কীভাবে স্যানিটারি ন্যাপকিন তৈরী করবে, তা হাতে কলমে দেখানো হয়।
জয়পুর সমবায় দপ্তরের প্রশিক্ষণ ভবনে প্রাথমিকভাবে এই প্রকল্পের ‘পাইলট প্রোজেক্ট’ শুরু হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রতিটি এলাকায় আশা কর্মীদের মাধ্যমে মেয়েদের সস্তায় ভর্তুকিযুক্ত স্যানিটারি ন্যাপকিন বিলি করার প্রকল্প শুরু হয়েছে।
এই প্রকল্পে ভবিষ্যতে রাজ্য সরকারে ‘কন্যাশ্রী’ প্রকল্পে নাম লেখানো ছাত্রীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে।

Organic ‘aabir’ to make this Dol even more colourful

Organic colours (aabir) made from natural materials, like flowers, have been known to be health-friendly compared to artificial colours, which can cause a lot of issues like rashes, itches and other harmful diseases of the skin and eyes.
In view of this, the Bengal Government’s Food Processing Industries and Horticulture Department has tied up with a self-help group (SHG) to sell this type of aabir from its Mayukh Bhawan headquarters. Outlets would soon be opened at the City Centre 1 and 2 malls, and mobile outlets (that is, vans) would travel the streets of Rajarhat, New Town and Salt Lake.
The 15 women of the SHG have been trained by Jadavpur University, which has done pioneering work in this field. The aabir has been branded ‘Krishnendu Bheshaj Aabir’ (‘Krishnendu Organic Colours’).
The colours are being made by processing the petals of primarily rose, flame of the forest (palash), butterfly pea (aparajita) and marigold (genda). Rose water is being used to provide the fragrance.
Since the SHG is buying the flowers directly from flower cultivators, both the cultivators as well as the women of the SHG are earning through the selling of the colours.

 

ভেষজ আবির বিক্রীতে সরকারি উদ্যোগ

 

বাজারে চলতি রাসায়নিক মিশ্রিত আবিরে চোখ ও চামড়ার নানা সমস্যা দেখা দেয়, তাই ভেষজ আবিরের চাহিদা গত কয়েক বছর ধরেই বেড়েছে। এবার একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে যৌথ প্রচেষ্টায় আসন্ন দোলে সেই আবির ক্রেতাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এবং উদ্যানপালন উন্নয়ন নিগম।
ময়ুখ ভবনে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর থেকে এই আবির বিক্রি করা হবে। ওই স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ১৫ জন মহিলা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে বৈদ্যবাটিতে তাদের কারখানায় তৈরী করছেন এই আবির। নাম দেওয়া হয়েছে, ‘কৃষ্ণেন্দু ভেষজ আবির’।
মূলত গোলাপ, পলাশ, অপরাজিতা ও গাঁদা এই চারটি ফুলের পাপড়ি থেকে তৈরী হচ্ছে এই আবির। রাসায়নিক নয়, আবিরে গন্ধ আনার জন্য ব্যবহার করা হচ্ছে আসল গোলাপ জল। কয়েক দিনের মধ্যেই দপ্তরের অফিস সহ সিটি সেন্টার ১ ও ২, রাজারহাট, নিউ টাউন ও সল্টলেকে মোবাইল ভ্যানে ভেষজ আবির বিক্রির পরিকল্পনা করা হয়েছে।
দপ্তরের তরফ থেকে দামের দিকটাও নজর রাখা হবে। চাষির ঘর থেকে সরাসরি ফুল কিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই আবির তৈরী করছেন, লাভবান হচ্ছে দু পক্ষই।

Source: Anandabazar Patrika

Purulia, Jhargram districts, along with Bankura, to become major alphonso hubs

Purulia and Jhargram districts will become major hubs for alphonso mangoes in the near future. Already in Bankura district 2,500 alphonso saplings have been planted. The fruits from some of these trees were brought to the mango festival held at Kolkata’s City Centre I recently, where they turned out to be a huge hit.

The State Paschimanchal Unnayan Affairs Department will spend Rs 32 lakh to grow this variety of mango. This will also help the local people to become self reliant, as the work will be done by members of Self-Help Groups (SHGs) under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) scheme. The department, along with the district administration, will train the SHG members for three years about the maintenance of the gardens.

The District Magistrates of Purulia and Jhargram will be given 5,000 saplings, which will be grown in four gardens in Purulia and seven gardens in Jhargram.

According to the Paschimanchal Unnayan Affairs minister, agricultural scientists from Maharashtra, which is the original alphonso-growing region, have given strong recommendations in favour of growing alphonso in the districts of Bankura, Purulia and Jhargram.It may be mentioned that the lepers of Bankura who are fully cured have been growing vegetables and fruits under MGNREGA to earn their livelihood.

It may be mentioned that the lepers of Bankura who are fully cured have been growing vegetables and fruits under MGNREGA to earn their livelihood.

 

পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আম কুড়োচ্ছে প্রশংসা

আলফান্সো আম প্রধানত মহারাষ্ট্রে পাওয়া যায়; এর খ্যাতি জগৎজোড়া। কিন্তু এবার পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আমও কুড়োচ্ছে প্রশংসা। বাঁকুড়ায় ইতিমধ্যেই ২৫০০ আলফান্সো আমের চারা বসানো হয়েছে। কয়েক সপ্তাহ আগে এক আম উৎসবে পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আম নজর কাড়ে।

পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর এই আমের ফলনের জন্য ৩২ লক্ষ টাকা ব্যয় করবে। ওই দুই জেলায় ১১টি বাগান করা হয়েছে। ড্রিপ পদ্ধতিতে জল সেচ করার সমস্ত আয়োজন সেখানে করা হয়েছে। দপ্তরের উচ্চাধিকারিকরা চারা আনতে ওই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। এই উদ্যোগের ফলে ওই অঞ্চলের লোকজন স্বনির্ভরও হতে পারবে।

পুরুলিয়া ও ঝাড়গ্রামের জেলাশাসকদের ৫,০০০ করে চারা গাছ তুলে দেওয়া হবে। এই চারাগুলি পুরুলিয়ার ৪টি বাগান ও ঝাড়গ্রামের ৭টি বাগানে রোপণ করা হবে। ১০০ দিনের কাজের মধ্যে এই চারগুলির দেখাশোনা করবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী। জেলা প্রসাশনের সহযোগিতায় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর তিন বছর ব্যাপী স্বনির্ভর গোষ্ঠীদের প্রশিক্ষণ দেবে এই বাগান গুলির পরিচর্যার ক্ষেত্রে।

এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা আত্মনির্ভর হয়ে উঠেছে। ওই দপ্তরের উচ্চাধিকারিকরা বলেন, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় আলফান্সো আমের ফলনের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত বাঁকুড়া জেলার কুষ্ঠরোগীরা যারা সম্পূর্ণ ভাবে সেরে উঠেছেন, তারা ১০০ দিনের কাজের অন্তর্গত সবজি ও ফলের চাষ করছেন জীবিকা নির্বাহের জন্য।

Source: Millennium Post

Work on Swasthya Sathi likely to be completed soon

Bengal Chief Minister Mamata Banerjee’s dream project of introducing Group Health Insurance Scheme to cover around 3 crore population and issuing Swasthya Sathi cards to the beneficiaries for availing the services is expected to be completed within this month.

Around 93 percent of the work has already been completed as 40 lakh families across the state have already been given the Swasthya Sathi Card as a result of which, more than 2 crore people are already getting the benefits of the health insurance scheme.

The Health department officials believe that the remaining 5 lakh families will soon be covered under the scheme. A total of 3 crore population or 45 lakh families would be included in the scheme as the Chief Minister had announced in February 2016. She announced that people working in self help groups, ICDS workers, ASHA workers, civic volunteers, civil defence volunteers and various other workers would be covered under the health insurance scheme.

Under the Swasthya Sathi scheme, the state government provides basic health coverage for secondary and tertiary care up to Rs 1.5 lakh per annum to each worker. In case of critical illnesses and surgeries like cancer, neurosurgeries, cardiothoracic surgeries, liver diseases and blood disorders, the patients are entitled to get up to Rs 5 lakh for each patient or their family members. All pre-existing diseases are covered under this scheme. The state government will bear the entire premium and the beneficiaries need not contribute to avail the benefit.

The Swasthya Sathi cards will have detail information about the beneficiaries and their names. Distribution of smart cards was started in December last year when the Chief Minister handed over Swasthy Sathi Crards to 20 beneficiaries. It was learnt, that there will be no cap on the family size and parents of both the spouses will be covered. All newborns will be covered whereas all pre-existing diseases will be covered from day one.

The state government has decided to give health insurances to people. The state government has already tied up with 700 hospitals both public and private which are brought under the coverage of health scheme. After seeing the success of the Bengal’s Group Health Insurance Scheme, the Centre is trying to introduce the National Health Protection Scheme (NHPS) to provide better healthcare facilities to people.

 

চলতি মাসেই শেষ হবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের কাজ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের স্বাস্থ্য বিমা প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’। প্রায় ৩ কোটি মানুষ এই প্রকল্পের অধীনে উপকৃত হবেন। এই প্রকল্পের আওতার সকল উপভোক্তাদের স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে তাঁরা সকল পরিষেবা গ্রহণ করতে পারবেন, সেই প্রক্রিয়াও এমাসের মধ্যে শেষ হয়ে যাবে।

ইতিমধ্যেই ৯৩% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, রাজ্যের প্রায় ৪০ লক্ষ পরিবারকে ইতিমধ্যেই স্বাস্থ সাথী কার্ড দেওয়া হয়েছে। ২ কোটিরও বেশি মানুষ এই স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন।

স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মনে করছেন বাকি ৫ লক্ষ মানুষকেও এই প্রকল্পের আওতায় খুব শীঘ্রই আনতে পারা যাবে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে ৪৫ লক্ষ পরিবার বা তিন কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন। তিনি ঘোষণা করেন স্বনির্ভর গোষ্ঠীর কর্মী, ICDS কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, ও অন্যান্য কর্মীরা সকলেই এই স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাবেন।

স্বাস্থ্যসাথী প্রকল্প

বছরে মোট সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা থাকছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। আর এই বিমার আওতায় আসছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও তার বড় বড় সরকারি ক্লিনিক। রাজ্য সরকারের যে সমস্ত চুক্তি ভিত্তিক কর্মীরা আছে তাদেরও এই স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছে। এর ফলে এই স্বাস্থ্য বিমার সুবিধা সুবিধা পাবেন স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী, অঙ্গনওয়ারি কর্মী, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, বিপর্যয় মোকাবিলা বিভাগ, হোমগার্ড, অর্থদপ্তরের চুক্তিবদ্ধ কর্মী, গ্রিন পুলিশ, সিভিল ডিফেন্স, NVF, ICDS,পৌরসভার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী, অসংগঠিত শ্রমিক সহ আরও অনেক বিভাগের কর্মীরা।প্রতি বছর দেড় লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা মিলবে। অন্যদিকে ক্যান্সার, নিউরো সার্জারি, হৃদরোগজনিত অস্ত্রোপচার, লিভার সংক্রান্ত অসুখ এবং রক্তের সমস্যার চিকিৎসার জন্য এই প্রকল্পে ৫ লাখ টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যাবে। রাজ্য সরকার সমস্ত প্রিমিয়াম দেবে।

স্বাস্থ্যসাথী কার্ড

স্বাস্থ্যসাথী বিমার অন্তর্গতদের দেওয়া হবে ‘স্বাস্থ্যসাথী কার্ড’। এই কার্ডে ব্যক্তির নাম সহ সমস্ত বিস্তারিত তথ্য থাকবে। গত বছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী ২০ জনের হাতে তুলে দিয়েছেন এই স্বাস্থ্য সাথী কার্ড, তারপর থেকেই এই কার্ড দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গেছে। এই কার্ডের মাধ্যমে ব্যক্তির পরিবারের সমস্ত সদস্যরাই এই পরিষেবা পাবেন।  সদ্যোজাত শিশুরাও এই বীমার সুবিধা পাবেন, আগের কোনও রোগ থাকলে সেটির চিকিৎসাও এই বীমার মাধ্যমে হবে।

রাজ্য সরকার সাধারন মানুষকেও স্বাস্থ্য বীমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই ৭০০ সরকারী ও বেসরকারী হাসপাতালকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। রাজ্যে জন স্বাস্থ্য বীমা প্রকল্পের অভূতপূর্ব সাফল্য দেখার পর কেন্দ্র সরকারও সিদ্ধান্ত নিয়েছে জনগণের জন্য জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্প শুরু করার।