IT dept bats for digital marketing as career option in districts

The state Information Technology (IT) department is working on making digital marketing a career option in the districts of Bengal as they feel the area will have enormous job potential in days to come.

Business and commerce are heading towards digital marketing or publicity tools and techniques as they provide business owners the best chances for competition, survival and even business growth. So, this could be an area in which small groups particularly the youth could work on.

The State IT department is preparing a concept note on how the state may make digital marketing a career option in the districts of Bengal.

It may be mentioned that Webel, on behalf of the State, has been conducting introductory workshops on Start-Ups throughout their 100 plus district units. The IT department has already fixed the calendar in this regard for the next quarter. Three workshops that are already lined up are: a workshop on Cyber Security on March 16, a workshop on Blockchain on April 13 and another on Artificial Intelligence on May 18.

 

কর্মসংস্থানের জন্য ডিজিটাল মার্কেটিং কোর্সের ওপর জোর তথ্য প্রযুক্তি দপ্তরের

কর্মসংস্থানের কথা মাথায় রেখে রাজ্য তথ্য প্রযুক্তি দপ্তর আগামী দিনে ডিজিটাল মার্কেটিং কোর্সের ওপর জোর দিতে চাইছে। তথ্য প্রযুক্তি দপ্তর এর জন্য একটি কনসেপ্ট নোট তৈরী করছে।

আজকাল বেশিরভাগ ব্যাবসাই অনলাইন মাধ্যম ব্যবহার করে মার্কেটিং এর জন্য। তাই এই বিষয়ে কোর্স করলে বাংলার ছেলেমেয়েদের কাজের সুযোগ বাড়বে। এই ভাবনা থেকেই ডিজিটাল মার্কেটিং এর কোর্সের উদ্যোগ রাজ্যের।

প্রসঙ্গত, রাজ্যের তরফে ওয়েবেল রাজ্যজুড়ে তাদের ১০০ টি ইউনিটে স্টার্টআপ সংক্রান্ত ওয়ার্কশপের আয়োজন করেছে। আগামী ত্রৈমাসিকের জন্য একটি ক্যালেন্ডারও তৈরী করেছে তারা। ১৬ই মার্চ সাইবার সিকিউরিটির ওপর কর্মশালা হবে, ১৩ই এপ্রিল হবে ব্লকচেনের ওপর। মে মাসের ১৮ তারিখ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কর্মশালা হবে।

 

 

State Govt coming up with centre of excellence on cyber security

The Bengal Government will set up a centre of excellence on cyber security in order to successfully confront cyber crimes. The centre will be located either at Sector V in Salt Lake or in New Town.

The Information Technology Department will conduct a week-long workshop where talks will be held with Kolkata Police and some knowledge partners to imbibe the best practices of cyber security in the proposed centre of excellence. The nodal partner for the venture will be Indian Institute of Information Technology, Kalyani.

The cyber security centre will collect, analyse and disseminate information on cyber security incidents, execute emergency measures, co-ordinate response and issue guidelines, advisories and vulnerability notes.

It will act as a monitoring authority for the state, which would look at every single incident and incorporate the information for research and development.

Source: Millennium Post

সাইবার সিকিউরিটির উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার

আজকের যুগে এখন হাতের মুঠোয় পৃথিবী। মোবাইল ফোন ও সহজলভ্য ডেটা কানেকশনের ফলে ইন্টারনেট পরিষেবা এখন মানুষের নাগালের মধ্যে। এর সুফল যেমন আছে তেমনই বেড়ে চলেছে সাইবার ক্রাইম। এই অপরাধ দমনের জন্য নিউটাউনে কিংবা সল্টলেক সেক্টর ৫য়ে একটি উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার।

তথ্যপ্রযুক্তি দপ্তর একটি সপ্তাহ ব্যাপী কর্মশালা করযে যেখানে কলকাতা পুলিশ সহ সাইবার ক্রাইম দুনিয়ার বিশেষজ্ঞরা একত্রে এই উৎকর্ষ কেন্দ্রের ‘বেস্ট প্রাক্টিসেস’ সম্বন্ধে চিন্তাভাবনা করতে পারে। এই কেন্দ্রের নোডাল পার্টনার হিসেবে বাছা হয়েছে কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিকে।

এই কেন্দ্রে সাইবার ক্রাইম সম্বন্ধিত ঘটনার তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে। কোনো কোনো ক্ষেত্রে জরুরি ব্যবস্থা নিতে হলে সেটিও এখান থেকে করা হবে। সাইবার ক্রাইম সম্বন্ধে গাইডলাইনও তৈরী করবে এই কেন্দ্র। সাইবার ক্রাইম সম্বন্ধে গবেষণার কাজও হবে এখানে।