Bengal Police overhauling its cyber-policing administration

The State Police wants to introduce more modern policing methods. Towards that end, it has planned to completely re-do its website as well as remodel its social media approach.

The website is being completely overhauled. The various district police administrations as well as the State’s railway police administrations will be linked to the website. All information will be updated, including important cases solved and the list of most wanted criminals.

As for social media (Facebook and Twitter especially), the plan is to regularly post updates regarding various activities and fight fake news actively. The latter is becoming increasingly important in the field of cyber-policing.

The idea is also to examine the ways Kolkata Police has successfully built up a large following on its social media accounts and implement certain relevant ideas.

Source: Ei Samay

Kolkata Police Cyber Wing bags NASSCOM-DSCI Excellence Award

The cyber wing of Kolkata Police (KP) has received the NASSCOM-Data Security Council of India (DSCI) Excellence Award this year for ‘Capacity Building of Law Enforcement’. The award was handed over during an all-India seminar on cyber security in which police personnel from different districts were present.

As part of the application for the award, KP had put forward the cases it has handled covering different forms of cyber crime, and the equipment and technology used.

Kolkata Police also creates awareness among school students about the effect of different social networking sites and online activities on them.

 

কলকাতা পুলিশের সাইবার শাখা পেল উৎকর্ষের সম্মান

বিরল সম্মান পেল কলকাতা পুলিশের সাইবার সেল। গুড়গাঁওয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে ন্যাসকম-এর ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া এক্সিলেন্স পুরস্কার তুলে দেওয়া হল কলকাতা সাইবার সেলের হাতে।

সর্বভারতীয় ক্ষেত্রে সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিদের নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয় গুড়গাঁওয়ে। ক্যাপাসিটি বিল্ডিং অফ ল এনফোর্সমেন্ট বিভাগে সেরা হয় কলকাতা পুলিশের সাইবার সেল।

খবরটি কলকাতা পুলিশ নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে জানায়। সেখানে পুলিশের পক্ষ থেকে লেখা হয়: ‘সাইবার সেল আমাদের গর্বিত করেছে। কলকাতা পুলিশের সাইবার পুলিশ সেল এ বছরের ন্যাসকম-ডিএসসিআই এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ক্যাপাসিটি অফ ল এনফোর্সমেন্ট বিভাগে। গুড়গাঁওয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে এই পুরস্কার আমাদের হাতে তুলে দেওয়া হয়। সেখানে দেশের সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই জাতীয় স্বীকৃতি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রেরণা জোগাবে।’

Source: Millennium Post

Image is representative