Sabuj Sathi – Symbol of empowerment of students in Bengal

During one of her district tours in 2015, a young boy had asked West Bengal Chief Mamata Banerjee: “I study in school; you have started the Kanyashree scholarship for girls, why is there no scheme for boys?”

This had planted a seed in her head. The thought has at last led to a happy conclusion: ‘Sabuj Sathi’ – a project wherein students of classes IX to XII are given bicycles by the State Government.

This beautiful name for the project came to the Chief Minister’s mind while on her way from Darjeeling to Bagdogra Airport. The rain-drenched sylvan mountains piqued her creativity; she began penning poems for children. Thus was born the name ‘Sabuj Sathi’ – ‘Sabuj’, the word for ‘green’ or environment-friendly and ‘Sathi’ means ‘companion’, hence ‘Sabuj Sathi’ or ‘environemnt-friendly companion.’

The Chief Minister has created the logo for the project as well. It consists of a young boy running, with two spinning bicycle wheels alongside his legs. 70 lakh cycles have been distributed so far. The scheme also bagged an award for e-governance from the Centre.

For more details, visit the website for the scheme.

Bengal Government to procure 10 lakh bicycles for Sabuj Sathi

The Backward Classes Welfare (BCW) department will float the tender for 10 lakh bicycles which will be distributed among the students of Class IX of state-run, aided and sponsored schools under the Sabuj Sathi project.
The state government has so far distributed 60 lakh bicycles, the highest by any state government in the country.
The decision to distribute bicycles among students of Classes IX, X, XI and XII were announced by the state Finance minister Amit Mitra in his Budget speech in 2015. The Chief Minister distributed the first batch of bicycles among the students at a function at Gopiballavpur Block II in West Midnapore on October 29, 2015.
The BCW department has given training to over 3,000 unemployed SC and ST youths to repair bicycles in a bid to make them self-reliant. The cycles that are being given will be maintained by the state government for one whole year free of cost.

 

সবুজসাথীর জন্য আরও ১০ লক্ষ সাইকেল কিনবে রাজ্য সরকার

অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সবুজসাথী প্রকল্পের জন্য আরও ১০ লক্ষ সাইকেলের টেন্ডার প্রক্রিয়া শুরু করতে চলেছে। এই সাইকেল রাজ্য সরকার পরিচালিত, অনুদানপ্রাপ্ত ও স্পন্সর্ড স্কুলগুলির নবম শ্রেণীর পড়ুয়াদের বিলি করা হবে।
এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে ৬০ লক্ষ সাইকেল বিলি করা হয়েছে, যা দেশে সর্বাধিক। যে সাইকেল পড়ুয়াদের দেওয়া হয়, সেগুলির প্রথম এক বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের।
২০১৫ সালের বাজেট বক্তৃতায় রাজ্যের অর্থমন্ত্রী সবুজসাথী প্রকল্পের কথা ঘোষণা করেন। ২০১৫ সালের ২৯শে অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই প্রকল্পের শুভ সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর ২ ব্লকে।
উল্লেখ্য, তফসিলি জাতি ও উপজাতির ৩০০০ বেকার মানুষকে সাইকেল সারানোর প্রশিক্ষণ দিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, তাদের স্বনির্ভর করার লক্ষ্যে।

Bengal bags e-governance award for Sabuj Sathi, excise

Another feather has been added to Mamata Banerjee’s hat. Bengal’s Sabuj Sathi scheme and e-excise project have received the national award in e-governance. These projects were adjudged the best among 950 projects from 28 States. Union Department of Personnel Training wrote to the Bengal Government about these awards.
In 2013-14, Bengal had won the national award in e-governance for e-taxation. The State had also been honoured for the Kanyashree scheme. Now, the scheme of free cycle distribution has received national acknowledgement. 70 lakh cycles have been distributed so far, all through e-governance. The whole process, starting from procurement to the distribution of cycles, is done online. Sabuj Sathi scheme has brought about a social revolution in the State.
On the other hand, the state government started the e-excise project for regulating the sale of alcohol. Procurement and sale of alcohol is completely online. Bar coding system has been introduced. How much alcohol has been sold, what is the stock left with the retailer, all details are stored online. Revenue collection from excise has also increased as a result (from Rs 3,000 crore in 2013-14 to Rs 5,226 crore in 2016-17. The figure will reach Rs 8,700 crore in 2017-18).
Representatives from States like Haryana, Uttar Pradesh, Tripura and Assam have come to Bengal to study the e-excise project, so that it can be implemented in their States also.
After assuming power, Mamata Banerjee had laid a lot of stress on e-governance. E-tendering system was launched in 2012; the finance ministry follows the Integrated Financial Management System. Recently, files have been done away with and e-office system was launched by the government.

 

সবুজ সাথী, ই-আবগারি পেল জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার

অন্য সব রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প এবং ই-আবগারি প্রজেক্ট জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ছিনিয়ে নিল। ২৮টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ৯৫০টি প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গের এই পুরস্কার প্রাপ্তির কথা চিঠি দিয়ে নবান্নকে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল ট্রেনিং (ডিওপিটি)। এই পুরস্কারই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে আরও একটি পালক, তা আর বলার অপেক্ষা রাখে না।
২০১৩-১৪ সালে রাজ্য সরকার ই-ট্যাক্সেশনের জন্য জাতীয় ই-গভর্ন্যান্স অ্যাওয়ার্ড পেয়েছিল। সেই বছর কন্যাশ্রী প্রকল্পের জন্য সামাজিক ক্ষেত্রে ওই পুরস্কার দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান অর্থাৎ সবুজ সাথী প্রকল্প সেই সম্মান পেল। এই প্রকল্পের ৭০ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। সবটাই হয়েছে ই-গভর্ন্যান্সের মাধ্যমে। সেখানে সাইকেল কেনা থেকে সাইকেল বিলি সবটাই হয় অনলাইনে। সমস্ত হিসেব রাখা হয় কম্পিউটারে। এই সাইকেল বিলি আর্থসামাজিক ক্ষেত্রে বিপুল পরিবর্তন এনে দিয়েছে। পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত।
অন্যদিকে দেশি ও বিদেশি মদ বিক্রির প্রক্রিয়া নিয়ন্ত্রণে আনার জন্য ই-আবগারি প্রজেক্ট নেয় অর্থদপ্তর। মদ উৎপাদন বা আমদানি থেকে দোকানের বিক্রি, সবটাই হয় অনলাইনে। চালু হয়েছে বার কোডিং সিস্টেম। এর ফলে ভেজাল মদ নিয়ন্ত্রণ করা গিয়েছে। কোথায় কত মদ বিক্রি হচ্ছে, পাইকারি বিক্রেতার কাছে কত স্টক আছে, তার হিসেব থাকছে কম্পিউটারে। ই-আবগারি প্রজেক্টের অধীনে এক্সাইজ থেকে রাজস্ব আদায়ও অনেটা বেড়ে গিয়েছে। ২০১৩-১৪ আর্থিক বছরে যেখানে এই আদায় ছিল তিন হাজার কোটি টাকা, সেখানে ২০১৬-১৭ আর্থিক বছরে তা বেড়ে হয়েছে ৫২২৬ কোটি টাকা। বর্তমান আর্থিক বছর ২০১৭-১৮ তে তা বেড়ে কমপক্ষে ৮৭০০ কোটি টাকা দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
হরিয়ানা, উত্তরপ্রদেশ, ত্রিপুরা ও অসম থেকে অফিসাররা ই-আবগারি সিস্টেম দেখতে এসেছিলেন। তাঁরা এখানকার সিস্টেম তাঁদের রাজ্যে লাগু হবে বলে রাজ্য সরকারের কর্তাব্যক্তিদের জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর ই-গভর্ন্যান্সের উপরে জোর দেওয়া হয়। ২০১২ সালে চালু হয় ই-টেন্ডার সিস্টেম। অর্থদপ্তরে চালু হয়েছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (আইএফএমএস)।বর্তমানে ফাইল প্রথা তুলে দিয়ে চালু হয়েছে ই-অফিস।