Subhanna – the new administrative building in Salt Lake

Chief Minister Mamata Banerjee will inaugurate Bengal Government’s new secretariat at Salt Lake today. It has been named ‘Subhanna’ by the Chief Minister herself, in the style of Nabanna, the name of the existing secretariat on the banks of the Ganga.

This new secretariat building would house offices of various State Government departments which are at present spread out across Kolkata. Some of the departments include ‘Pay and Accounts’ department of the Finance Ministry, Panchayat, Consumer Affairs, Social Welfare and Child Development among others.

A few offices have already been shifted, including those of the Panchayat and Rural Development Department. More will shift in the coming weeks.

The 14-storey building is beautifully designed, in an eye-catching mélange of tradition and modernity. While the glass-and-steel façade gives it a modern corporate look, beautiful traditional flowery patterns in the form of panels stretch around the building. Blue and white glass panels have been used for the façade. Placed atop the entrance is the name of the building in Bengali, in the form of blocks, in dual shades of blue.

The first four floors are meant to be used as parking space. The top floor has two auditoriums, each with a seating capacity of 400. A cafeteria is also located there. The building has two gates, one for vehicles and the other for people. The entrance from the direction of Bikash Bhavan has a beautiful gate adorned with the logo of Biswa Bangla.

 

Source: Bartaman

 

 

সল্টলেকে নয়া সরকারি ভবন ‘শুভান্ন’

মহাকরণকে হেরিটেজ রূপ দিয়ে সংরক্ষিত করতে চায় রাজ্য সরকার। সেই কারণে তার সংস্কারের কাজ চলছে। সেখানের অফিসগুলিকে জায়গা করে দিতে সল্টলেকের অফিসপাড়ায় একেবারে কর্পোরেট ধাঁচে তৈরি হল রাজ্য সরকারি অফিস ভবন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের অনুকরণে এর নাম রাখলেন ‘শুভান্ন’।

অত্যন্ত দৃষ্টিনন্দন ওই ১৪ তলা বাড়ির বিশেষ বৈশিষ্ট্য হল, একতলা থেকে চারতলা পর্যন্ত গাড়ি রাখার ব্যবস্থা থাকছে। বাকি অংশে থাকছে সরকারের বিভিন্ন দপ্তরের অফিস। ইতিমধ্যে অর্থদপ্তরের পে এন্ড একাউন্টস বিভাগ, পঞ্চায়েত, কনসিউমার অ্যাফেয়ার্স, সোশ্যাল ওয়েলফেয়ার ও চাইল্ড ডেভেলপমেন্ট ইত্যাদি দপ্তর সেখানে আসবে বলে চূড়ান্ত হয়ে গিয়েছে।

অত্যাধুনিক ঝাঁ চকচকে নবনির্মিত বাড়ির নীচের চারতলায় যেমন কয়েকশো গাড়ি থাকতে পারবে, তেমনি সবচেয়ে উপরের তলায় ৪০০ জনের বসার ব্যবস্থাসহ দু’টি অডিটোরিয়াম থাকছে। অর্থাৎ ৮০০ জনের বসার ব্যবস্থা হবে। তাছাড়াও থাকছে ক্যাফেটেরিয়া।

ওই বহুতল ভবনে দুটি গেট থাকছে। একটি দিক দিয়ে গাড়ি ওঠানামা করবে। আর একটি দিক দিয়ে সরকারি কর্মচারী ও অফিসাররা যাতায়াত করবেন। বিকাশ ভবনের দিক দিয়ে বাড়িতে ঢোকার মুখে বিশ্ববাংলার লোগো লাগিয়ে সুন্দর গেট তৈরি করা হয়েছে। নীল সাদা রংয়ের সঙ্গে অন্য রংয়ের মিশ্রন ঘটিয়ে সুন্দর গ্লাস দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। পুজোর আগে মুখ্যমন্ত্রী ভবনটির উদ্বোধন করবেন।

 

Source: Bartaman and Sangbad Pratidin

Image source: kolkata24x7.com

SARAS Mela begins at Salt Lake

The national-level handicrafts fair, SARAS Mela, began on November 24 at Central Park in Salt Lake, to continue till December 4. The fair is organised by the Bengal Government’s Panchayats and Rural Development Department.

Handicrafts from across India are available here. People in Bengal being cultural-minded, handicrafts fairs in Kolkata are always popular. The fair has already drawn hundreds of people.

This fair will be held in Siliguri too in January.

সল্টলেকে শুরু হল সরস মেলা

প্রতি বছরের মতো এবছরেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে শুরু হল সরস মেলা। মেলা চলবে আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত।

এই মেলাটিতে থাকে হস্তশিল্পের বিপুল সম্ভার। এটি হস্তশিল্পের একমাত্র জাতীয় স্তরের মেলা যা কলকাতায় হয়।

সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। বাংলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের সম্ভার নিয়ে এসেছেন শিল্পীরা।

 

 

State Govt coming up with centre of excellence on cyber security

The Bengal Government will set up a centre of excellence on cyber security in order to successfully confront cyber crimes. The centre will be located either at Sector V in Salt Lake or in New Town.

The Information Technology Department will conduct a week-long workshop where talks will be held with Kolkata Police and some knowledge partners to imbibe the best practices of cyber security in the proposed centre of excellence. The nodal partner for the venture will be Indian Institute of Information Technology, Kalyani.

The cyber security centre will collect, analyse and disseminate information on cyber security incidents, execute emergency measures, co-ordinate response and issue guidelines, advisories and vulnerability notes.

It will act as a monitoring authority for the state, which would look at every single incident and incorporate the information for research and development.

Source: Millennium Post

সাইবার সিকিউরিটির উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার

আজকের যুগে এখন হাতের মুঠোয় পৃথিবী। মোবাইল ফোন ও সহজলভ্য ডেটা কানেকশনের ফলে ইন্টারনেট পরিষেবা এখন মানুষের নাগালের মধ্যে। এর সুফল যেমন আছে তেমনই বেড়ে চলেছে সাইবার ক্রাইম। এই অপরাধ দমনের জন্য নিউটাউনে কিংবা সল্টলেক সেক্টর ৫য়ে একটি উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার।

তথ্যপ্রযুক্তি দপ্তর একটি সপ্তাহ ব্যাপী কর্মশালা করযে যেখানে কলকাতা পুলিশ সহ সাইবার ক্রাইম দুনিয়ার বিশেষজ্ঞরা একত্রে এই উৎকর্ষ কেন্দ্রের ‘বেস্ট প্রাক্টিসেস’ সম্বন্ধে চিন্তাভাবনা করতে পারে। এই কেন্দ্রের নোডাল পার্টনার হিসেবে বাছা হয়েছে কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিকে।

এই কেন্দ্রে সাইবার ক্রাইম সম্বন্ধিত ঘটনার তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে। কোনো কোনো ক্ষেত্রে জরুরি ব্যবস্থা নিতে হলে সেটিও এখান থেকে করা হবে। সাইবার ক্রাইম সম্বন্ধে গাইডলাইনও তৈরী করবে এই কেন্দ্র। সাইবার ক্রাইম সম্বন্ধে গবেষণার কাজও হবে এখানে।