Bengal Govt to convert 2,600 cooperatives to banks

The Bengal Government has decided to give cooperative societies in villages where there are no banks all the facilities of banks. Through this move, 2,600 societies would be turned into banks.

Chief Minister Mamata Banerjee gave instructions in this regard on March 30. The State Cooperation Department has allotted Rs 396 crore for this purpose.

The cooperative society-turned-banks would have all the facilities of regular banks, including those related to loans and money transfer. For example, money can be transferred through NEFT and RTGS. The banks would have their own ATMs too. These banks would start operating from the next financial year.

According to the Cooperation Minister, who gave these details while announcing the formation of the banks, the 2,600 cooperative societies have been selected on the basis of better track records from among the approximately 6,000 cooperative societies in Bengal.

 

২৬০০ ঋণদানকারী সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে রাজ্য সরকার

রাজ্যের যে সমস্ত গ্রামে কোনও ব্যাঙ্কের শাখা নেই, সেখানে ঋণদানকারী সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে রাজ্য সমবায় দপ্তর। মোট ২৬০০টি সমিতি ব্যাঙ্কের মর্যাদা পাবে। ওই সমিতিগুলি থেকে ঋণের পাশাপাশি ব্যাঙ্কের যাবতীয় সুযোগ-সুবিধা মিলবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৩০শে মার্চেই এই নির্দেশিকা জারি হয়েছে। এজন্য রাজ্য সমবায় দপ্তর ৩৯৬ কোটি টাকা বরাদ্দ করেছে। সমবায় দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের মতো এখানেও এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে আরটিজিএস বা এনইএফটি করা যাবে। সমিতিগুলির নিজস্ব এটিএমও চালু হবে। আগামী আর্থিক বছরের প্রথম থেকেই এই ব্যবস্থা চালু হবে।

রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, রাজ্যের ২৫০টি গ্রাম পঞ্চায়েতে কোনও ব্যাঙ্কেরই শাখা নেই। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা। রাজ্যে প্রায় ৬০০০ সমবায় সমিতি আছে। তার মধ্যে থেকে আমরা ট্র্যাক রেকর্ড ভালো থাকা ২৬০০টি সমবায় সমিতি বাছাই করেছি। আমরা ২৫০টি জেলা সমবায় ব্যাঙ্কের শাখা করব বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তার কাজও চলছে।

দ্রুত বাছাই করা সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের পরিকাঠামো তৈরী করতে নির্দেশ দেওয়া হয়েছে। সমবায় দপ্তর সূত্রের খবর, প্রতিটি গ্রামে এটিএম কাউন্টার তৈরির পাশাপাশি এনইএফটি বা আরটিজিএস করার জন্য অনলাইন লিঙ্ক চালু করা থেকে শুরু করে প্রযুক্তিগত সমস্ত ব্যবস্থা দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও শহরের সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দেওয়া হচ্ছে না।

Bengal Govt to provide farming implements for free to marginal farmers

The State Government has decided to provide marginal farmers whatever agricultural implements they need for free. They would be distributed through cooperative societies.

Rs 60 crore has been allocated for the programme, which has been decided to be completed within the next three months. The money would reach the cooperative societies in the first week of February.

Rs 10 lakh would be given, in the first phase, to each of the almost 600 cooperative societies in Bengal. This amount is to be used to buy power tillers, crop cutters, hand tractors, mechanical winnowers and the other machinery to be distributed.

Another decision that has been taken to help farmers is to provide seeds for vegetables at highly subsidised rates through cooperative societies, for which Rs 116 crore has been allocated. Instructions have been sent to ensure the seeds are provided as soon as possible for the summer crops.

Since these seeds are certified by the government, they are of very good qualities. These seeds would also be produced by the cooperative societies.

প্রান্তিক চাষিদের বিনামূল্যে চাষের সরঞ্জাম দেবে রাজ্য

গ্রামের প্রান্তিক চাষিদের বিনামূল্যে চাষের যাবতীয় যন্ত্রপাতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সমবায় সমিতির মাধ্যমে এই যন্ত্রপাতিগুলি দেওয়া হবে।

আগামী তিন মাসের মধ্যেই যাতে চাষিদের হাতে এই যন্ত্রপাতি পৌঁছে যায়, তার জন্য ইতিমধ্যেই ৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই টাকা সময়বায় সমিতিগুলির হাতে পৌঁছে যাবে।

রাজ্যে প্রায় ৬০০ সমবায় সমিতি আছে।প্রতিটি সময়বায় সমিতিকে প্রাথমিকভাবে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। সেই টাকা দিয়ে পাওয়ার টিলার, ধান কাটার মেশিন, হ্যান্ড ট্রাক্টর, ধান ঝাড়ার মেশিন ইত্যাদি সমবায় সমিতিকে কিনতে হবে। তারপর তা প্রান্তিক চাষিদের মধ্যে বিলি করে দেওয়া হবে।

এছাড়াও চাষিদের সমবায় সমিতির মাধ্যমে ভর্তুকিতে বিভিন্ন সব্জির বীজও দেওয়া হবে। এর জন্য ১১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রীষ্মকালীন সব্জির জন্য দ্রুত এই বীজ যাতে চাষিরা পান, তার জন্য সমবায় সমিতিগুলিতে গত সপ্তাহেই নির্দেশিকা পাঠানো হয়েছে। চাষিদের নামমাত্র দামে সমবায় সমিতিগুলির মাধ্যমে সব্জির বীজ দেওয়া হবে। সমবায় সমিতিগুলি এই বীজ তৈরি করে। এগুলি সবই সার্টিফায়েড বীজ। ফলে এই বীজে ফসল ভালো হয়।