Important schemes being implemented in the cooperative sector

0Cooperatives comprise a major success story in Bengal. From empowering cooperatives societies to providing loans, creating lakhs of self-help groups (SHG) and assisting farmers, the rural economy is largely dependent on them.

In the last six years, the Cooperation Department has undertaken many schemes for the development of this sector.

Here are some of them:

 

Special Bad Debt Reserve for CCBs and PACS (Risk Fund): Under this scheme, an outright grant to primary agricultural cooperative societies (PACS) and central cooperative banks (CCB), at 4 per cent and 2 per cent, respectively, of the additional amount of loans issued over and above last year’s amounts, would be given to encourage agricultural credit to the weaker sections of society.

Strengthening of central cooperative banks (CCB): Rs 500 lakh has been allocated for assisting the weak central cooperative banks for 2018-19, to strengthen the capital base and raise the net worth, as these banks play a pivotal role in spreading the Cooperative Movement at the district-level.

Strengthening of primary agricultural cooperative societies (PACS): Rs 1,000 lakh has been allocated for assisting the weak primary agricultural cooperative societies to hire godowns, purchase furniture, give incentives to staff, computerise offices and train SHGs, for a period of three years.

Investment in shares: Rs 500 lakh has been allocated for 2018-19 towards financial assistance in the form of state share to West Bengal State Cooperative Bank (WBSCB), Central Cooperative Banks (CCB), West Bengal State Cooperative Agricultural and Rural Development Bank (WBSCARD) and Primary Cooperative Agriculture and Rural Development Banks (PCARDB), to strengthen their capital base.

Assistance for universal membership: Rs 50 lakh has been allocated for 2018-19 for encouraging the weaker sections of society to be brought within the cooperative fold by allowing an assistance of Rs 250 per head to purchase shares of PACSs.

Training of self-help groups (SHG): Rs 965 crore has been allocated for 2018-19 for sensitisation and awareness training programmes for the members of more than 2 lakh SHGs, and for skill development training for the members of the SHGs.

Supply of long-term credit: Rs 500 crore has been allocated for 2018-19 for supplying long-term credit to the weaker sections of society by the agricultural and rural development banks.

Establishment of cold storages: Rs 200 lakh has been allocated for 2018-19 for the repairing, renovation and expansion of cold storages under the various cooperatives.

Establishment of storage godowns: Rs 50 lakh has been allocated for 2018-19, to be given to primary agricultural credit societies and primary agricultural marketing societies for the construction of godowns and the repairing and renovation of existing ones.

Assistance to agricultural marketing societies: Rs 1,000 lakh and Rs 50 lakh have been allocated to West Bengal State Cooperative Marketing Federation and the primary agricultural marketing societies, respectively, to supply agricultural inputs like fertilizers, seeds, etc. and market agricultural produce including procurement of paddy at the State Government-mandated minimum support price (MSP).

Rural Infrastructure Development Fund (RIDF): Rs 6,000 lakh has been allocated for 2018-19 under RIDF for the construction of large godowns, cold storages, rice mills, seed farms, etc.

 

সমবায় দপ্তরের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প 

গ্রামীণ বাংলার অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি হল সমবায়। ঋণ প্রদান, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহায়তা করা, কৃষকদের সাহায্য করার পাশাপাশি নানা কর্মসূচী নিয়ে থাকে সমবায় দপ্তর।

এই দপ্তরের কিছু উল্লেখযোগ্য প্রকল্প:

স্পেশ্যাল ব্যাড ডেট রিসার্ভ ফর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস ও প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস

সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের কল্যাণের জন্য গতবছর প্রদত্ত অনুদানের সাথে এই প্রকল্পের আওতায় ৪% ও ২% হারে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ও সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিকে অতিরিক্ত অনুদান দেওয়া হয়।

সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিকে শক্তিশালী করা

জেলা স্তরে সমবায় ব্যবস্থাকে সুদৃঢ় করতে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রকল্পের উদ্দেশ্য দুর্বল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলির মূলধন ও নেট ওয়ার্থ (মোট মূল্য) বাড়ানো।

প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিকে শক্তিশালী করা

গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। এই প্রকল্পের অধীনে দুর্বল প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিগুলিকে গুদাম ভাড়া করতে, আসবাব কিনতে, টানা তিন বছর স্বনির্ভর গোষ্ঠীদের প্রশিক্ষণ দিয়ে কার্যকরী করতে সহায়তা করা হয়।

শেয়ারে বিনিয়োগ

এই প্রকল্পে, পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্ক ও সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক, প্রাথমিক সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ককে স্টেট শেয়ারের মাধ্যমে আর্থিক সহায়তা করা হয়।

অ্যাসিস্টেন্স ফর ইউনিভার্সাল মেম্বারশিপ

ইউনিভার্সাল মেম্বারশিপ প্রকল্পে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে জন পিছু ২৫০ টাকা দেওয়া হয় প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির শেয়ার কিনতে সহায়তা করার জন্য।

স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ

২ লক্ষেরও বেশী সদস্য আছে এমন স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বছর থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাদের আয়ও বাড়বে।

দীর্ঘমেয়াদী ঋণের যোগান

এই প্রকল্পের উদ্দেশ্য ঋণ দেওয়ার নিয়ম শিথিল করে কৃষি ও গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের দীর্ঘমেয়াদী ঋণের যোগান দেওয়া। সরকারি সহায়তায় ৩% হারে বিশেষ কৃষি ঋণ পাবে দুর্বল শ্রেণীর মানুষরা।

হিমঘর তৈরী

এই প্রকল্পে সমবায়ের অধীনের হিমঘরগুলির মেরামত, সংস্কার, সম্প্রসারণে সহায়তা করা হয়। ২০১৮-১৯ সালের জন্য এ বাবদ ২ কোটি টাকা ধার্য করা হয়েছে।

গুদামঘর তৈরী

প্রাথমিক কৃষি ঋণ সমিতি ও প্রাথমিক কৃষি বিপণন সমিতিগুলিকে গুদামঘর তৈরী ও রক্ষনাবেক্ষন করতে আর্থিক অনুদান দেওয়া হয়।

কৃষি বিপণন সমিতিকে সহায়তা

সার,বীজ কেনা এবং সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহ করতে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় বিপণন সমিতি ও প্রাথমিক কৃষি ঋণ সমিতিগুলিকে আর্থিক অনুদান দেওয়া হয়।

গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল

এই প্রকল্পের উদ্দেশ্য গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন – যেমন, বড় গুদামঘর, হিমঘর তৈরী, চালকোল বীজের কারখানা তৈরী, ইত্যাদি।

 

 

Bengal Govt to convert 2,600 cooperatives to banks

The Bengal Government has decided to give cooperative societies in villages where there are no banks all the facilities of banks. Through this move, 2,600 societies would be turned into banks.

Chief Minister Mamata Banerjee gave instructions in this regard on March 30. The State Cooperation Department has allotted Rs 396 crore for this purpose.

The cooperative society-turned-banks would have all the facilities of regular banks, including those related to loans and money transfer. For example, money can be transferred through NEFT and RTGS. The banks would have their own ATMs too. These banks would start operating from the next financial year.

According to the Cooperation Minister, who gave these details while announcing the formation of the banks, the 2,600 cooperative societies have been selected on the basis of better track records from among the approximately 6,000 cooperative societies in Bengal.

 

২৬০০ ঋণদানকারী সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে রাজ্য সরকার

রাজ্যের যে সমস্ত গ্রামে কোনও ব্যাঙ্কের শাখা নেই, সেখানে ঋণদানকারী সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে রাজ্য সমবায় দপ্তর। মোট ২৬০০টি সমিতি ব্যাঙ্কের মর্যাদা পাবে। ওই সমিতিগুলি থেকে ঋণের পাশাপাশি ব্যাঙ্কের যাবতীয় সুযোগ-সুবিধা মিলবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৩০শে মার্চেই এই নির্দেশিকা জারি হয়েছে। এজন্য রাজ্য সমবায় দপ্তর ৩৯৬ কোটি টাকা বরাদ্দ করেছে। সমবায় দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের মতো এখানেও এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে আরটিজিএস বা এনইএফটি করা যাবে। সমিতিগুলির নিজস্ব এটিএমও চালু হবে। আগামী আর্থিক বছরের প্রথম থেকেই এই ব্যবস্থা চালু হবে।

রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, রাজ্যের ২৫০টি গ্রাম পঞ্চায়েতে কোনও ব্যাঙ্কেরই শাখা নেই। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা। রাজ্যে প্রায় ৬০০০ সমবায় সমিতি আছে। তার মধ্যে থেকে আমরা ট্র্যাক রেকর্ড ভালো থাকা ২৬০০টি সমবায় সমিতি বাছাই করেছি। আমরা ২৫০টি জেলা সমবায় ব্যাঙ্কের শাখা করব বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তার কাজও চলছে।

দ্রুত বাছাই করা সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের পরিকাঠামো তৈরী করতে নির্দেশ দেওয়া হয়েছে। সমবায় দপ্তর সূত্রের খবর, প্রতিটি গ্রামে এটিএম কাউন্টার তৈরির পাশাপাশি এনইএফটি বা আরটিজিএস করার জন্য অনলাইন লিঙ্ক চালু করা থেকে শুরু করে প্রযুক্তিগত সমস্ত ব্যবস্থা দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও শহরের সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দেওয়া হচ্ছে না।

Co-operation Dept to develop 23 modern storage facilities

In a bid to increase the storage capacity of food grains in Bengal, the state Co-operation department has decided to develop 23 modern storage facilities in the districts.

The step has been taken following directions and vision of Chief Minister Mamata Banerjee to strengthen the cooperative infrastructure that will ensure increase in storage capacity of food grains.

The 23 store houses will be developed at a cost of Rs 240 crore and each of the store houses will be of a capacity of 10,000 metric tonne. So with construction of the store houses by the cooperation department, there will be an increase in the storage capacity by 2.30 lakh metric tonne.

The store houses will be developed on the land owned by the department and there would be requirement of around three acres to set up each of the store houses. The land will also be identified soon.

The state co-operation department has also set a target of procuring 30 lakh metric tonne paddy through co-operative societies in the current procurement year and a seminar was recently held at Netaji Indoor Stadium in this regard in which the Chief Minister had directed to take measures to create the necessary infrastructure.

At the same time, as many as 17 more store houses will be set up by the state Food and Supplies department. NABARD is giving the amount to the state government as loan to set up the store houses under the Warehousing Infrastructure Fund of the Rural Infrastructure Development Fund (RIDF).

It may be mentioned that the storage capacity of food grains is 62,000 metric tonne in 2010-11. At present, it has increased to around 6.10 lakh metric tonne with several steps being taken by the state government in the past six years that will further increase with the setting up of the upcoming store houses.

 

রাজ্যে তৈরী হবে আরও ২৩টি গুদামঘর

জেলায় জেলায় ২৩টি অত্যাধুনিক গুদাম তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সমবায় দপ্তর। রাজ্যে খাদ্যশস্য ঘাটতি মেটানোর যে প্রচেষ্টা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিটি গুদামের ধারন ক্ষমতা হবে ১০০০০ মেট্রিক টন। সুতরাং ২৩টি গুদামঘর নির্মাণ সম্পন্ন হলে, রাজ্যে গুদামের ক্ষমতা আরও ২.৩ লক্ষ মেট্রিক টন বাড়বে।
রাজ্য সমবায় দপ্তরের লক্ষ্য চলতি বছরে সমবায়ের মাধ্যমে ৩০ লক্ষ মেট্রিক টন চাল উৎপাদনের। সম্প্রতি এই উদ্দেশ্যে নেতাজী ইনডোর স্টেডিয়ামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এর পাশাপাশি আরও ১৭টি গুদাম নির্মাণ করবে খাদ্য ও সরবরাহ দপ্তর।

প্রসঙ্গত, ২০১০-১১ সালে রাজ্যের গুদামে খাদ্যশস্য রাখার ক্ষমতা ছিল ৬২০০০ মেট্রিক টন। বর্তমানে সেই ক্ষমতা বেড়ে ৬.১০ লক্ষ মেট্রিক টনে পৌঁছেছে। ভবিষ্যতে এই ক্ষমতা আরও বাড়ানো হবে রাজ্য সরকারের সহায়তায়।