Cooperatives to offer interest subsidy for long-term loans to farmers

The Bengal Government has decided to give interest subsidy for long-term loans to farmers from cooperatives.

This was a recent suggestion of the State Level Monitoring Committee for Cooperative Sector, a high-powered committee set up last January to look into the matter of extending banking facilities to more rural areas and into other areas to improve the cooperative sector.

Interest subsidy for short-term loans is already being extended to farmers. Now the same would be given for long-term loans. It will ensure further development of the State in the agriculture sector.

The Trinamool Congress Government has given a new lease of life to the State’s agriculture sector. Decisions like waiving tax on agricultural land and helping farmers with modern tools, and many others, have ensured an increase in the yield of numerous crops, helping the State bag the Central Government’s Krishi Karman Award for five consecutive years.

For the welfare of farmers, old-age pension – to those above 60 years – is being given. The number of recipients was recently decided to be increased, as well as the amount – from 69,000 to 1 lakh, and from Rs 650 to Rs 750 per month to Rs 1,000, respectively.

Source: Millennium Post

Three-stage oversight structure for cooperative societies

The Bengal Government has decided to set up a three-stage structure for oversight of the cooperative societies.

There would be a state-level committee, under which would be district-level committees and under each of these would be block-level committees.

The primary work of these committees would be to monitor the cooperative societies, to ensure that the committees work at a fast pace and to ensure proper coordination between these committees and various departments of the government at all levels.

The state-level committee will work under the chairmanship of the State Government’s chief secretary, and would consist of five other senior administrative officials – additional chief secretaries of the Agriculture, Panchayats and Rural Development, and SHG Departments, principal secretary of the Finance Department and the chief executive officer of the West Bengal State Rural Livelihood Mission.

The district-level committees would be headed by the district magistrates (SP) and the block-level committees would be headed by block development officers (BDO).

The block-level committees would hold monthly meetings, the district-level committees would hold bi-monthly meetings and the state-level committee would hold tri-monthly meetings.

 

সমবায়গুলিতে ত্রিস্তরীয় কমিটি গড়ছে রাজ্য

সমবায়ে কাজকর্মের ওপর নজরদারির জন্য ত্রিস্তরীয় কমিটি গড়ছে রাজ্য সরকার। রাজ্য, জেলা এবং ব্লক স্তরে এই কমিটি সমবায়ের কাজকর্মের ওপর নজরদারি চালাবে। কোনও নির্বাচিত সমবায়ী নয়, পাঁচ থেকে ছ’জন প্রশাসনিক কর্তা থাকবেন ওই কমিটিতে। গত ২৩ ডিসেম্বর রাজ্য সরকার এই মর্মে একটি নির্দেশিকা জারি করে। জেলায় জেলায় তা পৌঁছে গিয়েছে।

গ্রামীণ এলাকার মানুষের সুবিধার কথা ভেবে সমবায়কে আরও শক্তিশালী করাটা লক্ষ্য এই উদ্যোগের। রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, রাজ্য, জেলা এমনকী ব্লক স্তরেও একটি করে কমিটি করা হচ্ছে। জেলায় জেলায় কো অপারেটিভের কাজকে মনিটর করবে এই কমিটিগুলি। কাজে গতি আনার চেষ্টা করবে।

মন্ত্রী বলেন, বাম সরকারের আমলে কো অপারেটিভে লুঠের রাজত্ব ছিল। এ বিষয়ে আগেই নজর দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে কো অপারেটিভগুলি ব্যাঙ্কের কাজ করে। স্বচ্ছতা আরও বাড়িয়ে মানুষের কাজে যাতে লাগানো যায় সে জন্যই এই সিদ্ধান্ত।

জানা গিয়েছে, বিভিন্ন দপ্তরের সঙ্গে সমবায়ের সমন্বয় রক্ষা করতেও কাজে আসবে এই কমিটি। সরকারি নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, কো অপারেটিভ সেক্টরে মনিটরিং করার জন্য রাজ্য, জেলা এবং ব্লক স্তরে কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং পরিষেবা আরও ভালো করার জন্যই এই সিদ্ধান্ত। মূলত গ্রামীণ এলাকার কৃষক এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও এই কমিটির বড় ভূমিকা থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

রাজ্যস্তরের মনিটরিং কমিটির মাথায় থাকছেন স্বয়ং মুখ্যসচিব। তিনিই এই কমিটির চেয়ারপার্সন। এছাড়াও সদস্যদের মধ্যে থাকছেন কৃষি দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন, এসএইচজি দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, অর্থদপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, ওয়েস্টবেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের চিফ এক্সিকিউটিভ অফিসার। সমবায়ের প্রিন্সিপাল সেক্রেটারিকে কনভেনার বা মেম্বার সেক্রেটারি করার কথাও বলা হয়েছে।

এমনভাবেই জেলাস্তরে জেলাশাসককে চেয়ারপার্সন করা হচ্ছে। সঙ্গে সদস্য হিসাবে থাকছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন), কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ডিআরডিসি), ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার। এআরসিএস বা ডেপুটি রেজিস্ট্রারকে কনভেনার বা মেম্বার সেক্রেটারি করার কথা বলা হয়েছে।

ব্লকস্তরে বিডিওকে কমিটির মাথায় রাখা হচ্ছে। এছাড়াও থাকছেন এডিও, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার, ফিশারিজ এক্সটেনশন অফিসার, ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, কো অপারেটিভ ইন্সপেক্টর। কো অপারেটিভ ইন্সপেক্টরকে কনভেনার করা হচ্ছে ব্লকস্তরের কমিটিতে। নির্দেশিকায় বলা রয়েছে, প্রয়োজনে আরও অফিসারকে এই কমিটিতে ঢোকানো যাবে।

প্রাথমিক নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক মাসে ব্লক লেভেল কমিটি বৈঠকে বসবে। দু মাস অন্তর জেলাস্তরের কমিটি বৈঠকে বসবে। আর রাজ্যস্তরের কমিটি তিন মাস অন্তর বৈঠকে বসবে।

Source: Bartaman