Trinamool MPs stage dharna on Aadhaar issue in Parliament premises

Trinamool MPs from both the Houses staged a dharna today in front of the Gandhi statue in Parliament premises, protesting against linking Aadhaar to social sector schemes, and the leak of sensitive Aadhaar data on government websites.

Trinamool Chairperson Mamata Banerjee had earlier said that she would rather have her phone disconnected than submit to the new rule requiring every citizen to link their Aadhaar card number to their mobile number. “I will not link Aadhaar with my phone, if they want to disconnect my phone, let them,” she had said.

 

আধার ইস্যুতে সংসদ চত্বরে ধর্ণায় তৃণমূল

সামাজিক প্রকল্পগুলির সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ ও কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট থেকে আধারের তথ্য ফাঁস হওয়ার বিরুদ্ধে আজ সংসদ চত্ত্বরে ধর্ণা দেন তৃণমূল সাংসদরা।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, তিনি নিজের মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড জুড়বেন না, দরকার হলে তাঁর মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করা হোক।

তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, মোবাইল নম্বরের জন্য আধার কার্ড দেব না। তাতে যদি আমার নম্বর কেটে দেয়, কেটে দেবে। ব্যক্তিগত গোপনীয়তা আমার অধিকার।”

তিনি টুইট করে বলেন, ‘‘আধার অত্যন্ত বিপজ্জনক। আমি নিজে ইউনিক কার্ডের পক্ষপাতি। একটাই কার্ড হোক। ১০টা কার্ড তো আর হয় না। কিন্তু, আধার কার্ডের নাম করে মানুষের তথ্য ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে সেটা বিপজ্জনক। এটা ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি। ডেনঞ্জারাস ফর দ্যা ইনডিভিজুয়াল। ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি।’’

 

Trinamool MPs protest against FRDI Bill in Parliament

Trinamool MPs from both Houses today protested near the Gandhi statue inside Parliament complex against the proposed Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill.

The MPs were carrying placards against the proposed Bill that would endanger the savings of common people in banks. They also chanted slogans and demanded immediate withdrawal of the draconian Bill.

Last week, Bengal Chief Minister Mamata Banerjee had written to the Union Finance Minister regarding the FRDI Bill. She wrote that the proposed bill would take away the savings of common people entrusted to banks. The common people are anguished at what the bill could do to ruin their lives through the activities of the proposed Financial Resolution Corporation, she added.

 

এফআরডিআই বিলের বিরোধিতায় সংসদে ধর্ণা তৃণমূলের

আর্থিক ক্ষেত্রের খসড়া বিলের বিরোধিতায় আজ সংসদে ধর্ণা দেন তৃণমূলের। লোকসভা ও রাজ্যসভা – দুই কক্ষের অধিকাংশ সাংসদরাই ছিলেন এই ধর্নায়।

ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইনশিওরেন্স (এফআরডিআই) বিল শেষ পর্যন্ত আইন হলে, তা হবে গরিব ও মধ্যবিত্ত মানুষের আর্থিক সুরক্ষায় বড় ধাক্কা। এই মর্মেই স্লোগান তুলে এই বিল প্রত্যাহারের দাবি জানান সাংসদরা।

গত সপ্তাহেই এই বিলের বিরোধিতা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যুক্তি, এই বিলের ফলে ব্যাঙ্কিং পরিষেবার উপর আমজনতার বিশ্বাস ভেঙে চুরমার হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু লোকের স্বার্থরক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চিত অর্থ কাড়ার বন্দোবস্ত রয়েছে এই বিলে।

খসড়া বিলে প্রস্তাব, কোনও ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণার মুখে থাকলে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা হিসেবে গ্রাহকের আমানতের টাকা তাঁদের অনুমতি না-নিয়েই বাড়তি সময় আটকে রাখতে পারবে তারা। প্রয়োজনে তা বদলে দিতে পারবে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদিতে। এই বিষয়গুলি নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।