Construction of rural toilets – Bengal a model for India

Bengal’s success in the construction of rural toilets – through Mission Nirmal Bangla, a brainchild of Chief Minister Mamata Banerjee – is now being considered as a model by the Central Government.

The work of constructing toilets in the areas under the various panchayats of the state has been 95 per cent completes in the state over the past two years, in comparison to 68 t0 70 per cent for the other states.

The panchayats have not just stopped at just constructing toilets. They have undertaken extensive public awareness campaigns to ensure that people get fully rid of their habit of defecating in the open.

Even a few days back, officials of the Union Rural Development Ministry visited the state and closely observed the work being done in this regard by some of the panchayats. They were very impressed and gave glowing tributes to the state in their report to the Central Government.

The State Panchayats and Rural Development Minister, Subrata Mukherjee has said 100 per cent of the work of constructing toilets in rural households would be completed by the end of financial year (FY) 2018-19. Eight districts have been made fully open defecation free (ODF) while six more would become so soon.

And now like with other projects of the State Government, it has been decided to use the services of artistes enlisted with the Lok Prasar Prakalpa for spreading word on the benefits of using permanent toilets at homes.

Through various types of folk songs and folk dances, performed according to the region, trained artistes would help in convincing people towards proper toilet habits. Recently, for example, 120 folk artistes in Howrah district were recently trained on the messages to be conveyed. Along with them, posters, festoons and banners would also be used for the purpose.

 

পঞ্চায়েত এলাকায় শৌচালয়, কেন্দ্রের মডেল এখন বাংলা

পঞ্চায়েত এলাকায় শৌচালয় তৈরী ও ব্যবহারে দেশের সব রাজ্যকে পিছনে ফেলে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের ‘মিশন নির্মল বাংলা’। এক্ষেত্রে বাংলাকে ‘মডেল’ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েতের উদ্যোগে একশো শতাংশ সাফল্যের লক্ষ্যে এবার লোকশিল্পকে পাশে নিয়ে গ্রামের মানুষকে পাকা শৌচালয়ের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করছে।

ছৌ, ভাওয়াইয়া, কীর্তনের মতো লোকগানের মাধ্যমে প্রচার চালাবে পঞ্চায়েত দপ্তর। হাওড়ার অক্ষয়নগরে রাজ্যের সব জেলা থেকে বাছাই করা ১২০জন লোকশিল্পীকে নিয়ে পাঁচদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষিত শিল্পীরা গ্রামে গ্রামে শৌচালয়ের ব্যবহারের উপকারিতা প্রচারের পাশাপাশি স্থানীয় লোকশিল্পীদের প্রশিক্ষণ দেবেন। এছাড়া নির্মল বাংলা মিশনের সার্বিক সাফল্যের জন্য পাশাপাশি চলছে পঞ্চায়েত দপ্তরের ধারাবাহিক নজরদারি। চলবে পোস্টার, ফেস্টুন, ব্যানারের মাধ্যমে নির্মল বাংলার প্রচার।

গত দুবছরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এলাকায় ৯৫ শতাংশ বাড়িতে শৌচালয়ের তৈরীর কাজ শেষ হয়েছে। অন্যান্য রাজ্যে এই কাজ হয়েছে গড়ে ৬৮-৭০ শতাংশ। পঞ্চায়েতের উদ্যোগে শুধু শৌচালয় তৈরীই নয়, বনে বাদাড়ে শৌচকর্ম করার মতো পুরনো অভ্যাস ত্যাগ করেছে বহু গ্রামবাসী। কয়েকদিন আগে গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকরা রাজ্যে এসে পঞ্চায়েত দপ্তরের এই সাফল্যকে মান্যতা দিয়ে গেছেন। পঞ্চায়েত মন্ত্রী বলেছেন, আগামী অর্থবর্ষের মধ্যেই নির্মল বাংলা প্রকল্পের আওতায় সব গ্রামবাসী শৌচালয়ের সুযোগ পাবেন।

Source: Sangbad Pratidin

 

95% of Mission Nirmal Bangla accomplished, rest on the fast track to completion

The Panchayats and Rural Development Department has created a silent revolution in Bengal with the Nirmal Bangla Mission by constructing 61,21,088 toilets in rural households. Thus, 95 per cent of the target for making the state open-defecation free (ODF) has been reached. The target of 64,15,430 rural toilets is going to be reached soon.

Nadia was India’s first district that was declared ODF. In Bengal, so far eight districts have been declared ODF – Nadia, South 24 Parganas, North 24 Parganas, Purba Bardhaman, Paschim Bardhaman, Cooch Behar, Hooghly and Purba Medinipur.

Howrah and Malda will be declared ODF by March 2018. The other districts that will be soon declared as ODF are Murshidabad, Dakshin Dinajpur and Birbhum. The Panchayats Department is on a fast track to complete the project for the rest of the districts.

 

নির্মল বাংলা মিশনের ৯৫ শতাংশ কাজ শেষ

নির্মল বাংলা মিশনের মাধ্যমে গ্রাম বাংলায় এক বৈপ্লবিক পরিবর্তন আনছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ৬১২১০৮৮ টি শৌচালয় নির্মাণ করে ফেলেছে এই দপ্তর, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ শতাংশ। বাকি ৫ শতাংশ শৌচালয় নির্মাণের কাজও খুব শীঘ্রই সম্পন্ন হবে।

দেশের প্রথম নির্মল জেলা ঘোষিত হয় নদীয়া। এখন অবধি রাজ্যের আটটি জেলা নির্মল জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে। সেগুলি হল, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কোচবিহার, হুগলী এবং পূর্ব মেদিনীপুর।

মার্চের মধ্যে হাওড়া ও মালদা জেলাও নির্মল জেলায় রূপান্তরিত হবে। বাকি যে জেলাগুলি ঘুব শীঘ্রই নির্মল জেলা হিসাবে স্বীকৃতি পাবে সেগুলি হল, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম।

Source: Millennium Post