The Confederation of Indian Industry on Wednesday lauded West Bengal Chief Minister Mamata Banerjee for her “industry-driven development model”, which led to “Rs 1,500 crore investment proposals” at the two-day Darjeeling Business Summit here.
The Confederation of Indian Industry on Wednesday lauded West Bengal Chief Minister Mamata Banerjee for her “industry-driven development model”, which led to “Rs 1,500 crore investment proposals” at the two-day Darjeeling Business Summit.
For the people living in the hills, the summit presages the beginning of an era of development, peace and prosperity, said Chairman, CII Eastern Region, in a statement.
“We congratulate Chief Minister Mamata Banerjee for her industry-driven development model. The CII is extremely happy with the investment proposals worth Rs 1,500 crore, announced at the Darjeeling Business Summit,” he said.
He also said that CII would work closely with the state government to make sure the proposals get implemented at the earliest. The CII, which partnered the state government and the GTA to organise the business summit, has already prepared an action plan for development in the hills, the CM said earlier in the day, adding the final plan will be submitted later.
শিল্প-কেন্দ্রিক উন্নয়ন মডেলের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা সিআইআইয়ের
মুখ্যমন্ত্রীর শিল্প-কেন্দ্রিক উন্নয়ন মডেলের জন্য তাকে সাধুবাদ দিল বণিকমহল। এই প্রথমপাহাড়ে অনুষ্ঠিত হল হিল বিজনেস সামিট। আর তাতেই প্রাপ্তি ২০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। এই সাফল্যের কৃতিত্বও মুখ্যমন্ত্রী দিল সিআইআই।
পাহাড়বাসীর জন্য উন্নয়নের নতুন দিশা খুলে দিল এই বাণিজ্য সম্মেলন। শান্তি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, মত তাদের।
সিআইআই ইস্টার্ন জোনের চেয়ারম্যান বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই তাঁর শিল্প-কেন্দ্রিক উন্নয়ন মডেলের জন্য। এই সম্মেলনে২০০০ কোটি টাকা বিনিয়োগ বার্তা এসেছে। সিআইআই খুব খুশী।”
তিনি আরও বলেন, সিআইআই রাজ্য সরকারের সহযোগিতায় কাজ করবে যাতে এই বিনিয়োগ প্রস্তাবগুলি খুব শীঘ্রই বাস্তবায়ন হয়।
এই সম্মেলনের আয়োজন করার জন্য রাজ্য সরকার ও জিটিএকে সাহায্য করার পাশাপাশি পাহাড়ের উন্নয়নের জন্য একটি অ্যাকশন প্ল্যানও তৈরী করেছে সিআইআই।