Bengal’s Finance and Industry Minister Dr Amit Mitra, addressing the annual general meeting of Bengal Chamber of Commerce and Industry (BCCI) on September 12, said that the country is still searching for ‘Acche Din’ that was promised by the Prime Minister.
He buttressed his statement by presenting statistics about the fall in gross domestic product (GDP), gross value added (GVA), bank credit growth and other parameters at the national level during the financial year 2016-17.
Attributing demonetisation as one of the main causes for the decline in different growth parameters, Dr Mitra said that the GDP growth has declined from 8 per cent in the fourth quarter of 2015-16 to 7.1 per cent in 2016-17. The GVA has also fallen from 8.7 per cent in 2015-16 to 5.6 per cent in 2016-17.
The bank credit growth has been the lowest in the last 20 years, which is a clear indication that small traders have bore the brunt of demonetisation. From 10.3 per cent in the 2015-16 fiscal, the parameter has abruptly declined to 1.7 per cent in 2016-17.
The non-performing assets (NPAs) of public sector banks have also risen to a disturbing level during the 2016-17 fiscal. During 2015-16, NPA was 5.17 per cent, while during 2016-17 it rose to 11.97 per cent.
The figure for farmers’ suicide rose from 11,772 in 2013 to 12,602 in 2016.
The minister said that economists have predicted that the GDP in the next fiscal, that is, 2017-18, will fall further and will be in the range of 6.8 to 7.3 per cent.
দেশের মানুষ এখনও “আচ্ছে দিন”-এর খোঁজ করছে: অমিত মিত্র
মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র বলেন, দেশের মানুষ এখনও প্রধানমন্ত্রীর বর্ণনা করা “আচ্ছে দিন”-এর খোঁজ করছে। তিনি ২০১৬-১৭ সালের দেশের জিডিপি, জিভিএ, ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ও অন্যান্য তথ্য দিয়ে বলেন দেশের অর্থনীতি নিম্নমুখী।
অর্থনীতির এই হালের জন্য তিনি নোটবাতিলের সিদ্ধান্তকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ২০১৫-১৬ সালের চতুর্থ কোয়ার্টারের জিডিপি গ্রোথ ছিল ৮ শতাংশ যা ২০১৬-১৭তে কমে দাঁড়িয়েছে ৭.১ শতাংশে। ২০১৫-১৬ সালে জিভিএ গ্রোথ ছিল ৮.৭ শতাংশ যা ২০১৬-১৭ তে কমে দাঁড়িয়েছে ৫.৬ শতাংশে।
“ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ২০ বছরের সর্বনিম্ন স্থানে এসে পৌঁছেছে। ছোট ব্যবসায়ীরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ২০১৫-১৬ সালে ছিল ১০.৩ শতাংশ যা ২০১৬-১৭তে ১.৭ শতাংশে এসে দাঁড়িয়েছে” মন্ত্রী বলেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির এনপিএ বেড়েছে অত্যাধিক হারে, যা ২০১৫-১৬সালে ছিল ৫.১৭ শতাংশ তা ১৬-১৭ তে বেড়ে হয়েছে ১১.৯৭ শতাংশ।
কৃষক আত্মহত্যার সংখ্যা ২০১৩ তে ছিল ১১৭৭২ টি যা ২০১৬ সালে বেড়ে হয়েছে ১২৬০২টি।
অমিত মিত্র বলেন, ২০১৭-১৮ সালে জিডিপি গ্রোথ কমে ৬.৮ থেকে ৭.৩ এর মধ্যে থাকবে। তিনি রিজার্ভ ব্যাঙ্কের পূর্ব গভর্নরকে উদ্ধৃত করে বলেন, এই সাময়িক ক্ষতিগুলো এত বিশাল আকার ধারন করেছে যে ভবিষ্যতের লাভ গুলো ঢাকা পরে যেতে পারে।
Source: Millennium Post