Bengal Govt planning online platform for folk artistes

After the hugely successful Lok Prasar Prakalpa, comes another initiative by the Bengal Government for folk artistes – an online platform, using which one can easily approach the government to engage artistes who are enrolled under the Lok Prasar Prakalpa.

Chief Minister Mamata Banerjee had introduced the scheme, Lok Prasar Prakalpa to extend support to folk artistes across the state and to revive many art forms on the verge of extinction. In the first year itself, as many as 84,720 folk artistes were brought under the scheme, and gradually around 2 lakh artistes have been brought under its purview.

The online platform would be made accessible via a link in the official portal of the Bengal Government, Egiye Bangla.

Clicking on the link will take the user to another webpage, on which the details regarding the programme for which artistes enrolled under the Lok Prasar Prakalpa have been sought, need to be typed in. After going through the details of the programme, concerned State Government officials will take the required steps.

At present, one needs to approach district authorities for engaging the artistes enrolled under the scheme. With the introduction of the online platform, engaging them would be possible from any part of the globe.

The plan is to introduce the online platform during the next financial year, that is, 2018-19.

 

লোকশিল্পীদের জন্য ওয়েবসাইট আনছে রাজ্য

লোক প্রসার প্রকল্পের বিপুল সাফল্যের পর রাজ্য সরকার লোকশিল্পীদের জন্য নিল আরও এক উদ্যোগ – একটি নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে লোক প্রসার প্রকল্পে শিল্পীদের অন্তর্ভুক্ত করতে যে কেউ আবেদন করতে পারবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক প্রসার প্রকল্পের সূচনা করেন রাজ্যের লোক শিল্পীদের সাহায্য করতে। পাশাপাশি, বিভিন্ন লোকশিল্প যা বর্তমানে বিলুপ্তির পথে, সেগুলিকে পুনরুজ্জীবিত করাও উদ্দ্যেশ্য এই প্রকল্পের। ২ লক্ষ লোকশিল্পীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

লোকশিল্পীদের ওয়েবসাইটটিতে রাজ্য সরকারের ওয়েব পোর্টাল ‘এগিয়ে বাংলার’ মাধ্যমে ঢোকা যাবে।

এগিয়ে বাংলার ওয়েবসাইটের ওই বিশেষ লিঙ্কটিতে ক্লিক করলে একটি ভিন্ন ওয়েবপেজ খুলবে যেখানে বিভিন্ন অনুষ্ঠানের তালিকা থাকবে। যে অনুষ্ঠানের জন্য শিল্পী নিজের নাম নথিভুক্ত করতে চান, তা টাইপ করতে হবে। এর পর ওই অনুষ্ঠানের ব্যাপারে বিশদে জানার পর, ওই সংক্রান্ত সরকারি আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এই মুহূর্তে এই নাম নথিভুক্ত করার জন্য জেলা কর্তৃপক্ষকে জানাতে হয়। ওয়েবসাইট উদ্বোধনের হলে এই কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করা সম্ভব হবে।

Source: Millennium Post

Chhau mask fair at Ayodhya Hills delights tourists

The Micro, Small and Medium Enterprises (MSME) Department of the Bengal Government and UNESCO recently joint organised a festival of chhau masks at Charida village of Baghmundi block, located on the Ayodhya Hills. The Tourism Department was also part of the effort.

With the effort of the State Government, the Ayodhya Hills is gradually turning into a tourist hotspot. Both for casual tourists and trekkers, the region is proving to be a big attraction.

Chhau is a traditional masked dance of Purulia district, and one of the big attractions of the art form is the big colourful masks that the dancers wear. This is also a collector’s item, and hence the fair.

A lot of tourists flocked the three-day fair at the hill-top village of Charida, which is famous for the masks, making it a huge success. It was an opportunity for income for the locals and for the tourists, a taste if the diverse culture of Bengal.

Through the interactions at the stalls and at the mask-making workshops, the bond between the local Adivasis, who perform the chhau, and people from other regions of the state was also strengthened.

The dance form has been recognised by UNESCO through its Cultural Hubs project, jointly undertaken with the State Government following encouragement from none other than Chief Minister Mamata Banerjee.

As a result of these efforts, a lot of researchers are studying the chhau dance and the related cultural traditions. Films and documentaries are being made on the dance and the dancers. Some are also getting opportunities for performing in front of foreign audiences.

 

অয্যোধ্যার চুড়ায় ছৌ মুখোশ মেলা, পর্যটকরা করল উপভোগ

রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর এবং ইউনেস্কোর সহযোগিতায় পুরুলিয়ার বাঘমুন্ডির চড়িদা গ্রামে শুরু হওয়া ছৌ মুখোশ উৎসব শেষ হল। এই নিয়ে এই মেলার চতুর্থ বর্ষ হল। গোটা গ্রাম জুড়ে এই মেলায় ছৌ মুখোশ এর শিল্পীরা অংশ নিয়েছিলেন।

চড়িদা গ্রামের সমস্ত শিল্পীরা এই উৎসবে স্টল দিয়েছিলেন। শিল্পীদের সাথে সাধারন মানুষের সরাসরি আলাপ-সহ মুখোশ কেনাবেচার আয়োজন, মুখোশ বিষয়ক কর্মশালা, শিল্পীরা কীভাবে মুখোশ তৈরী করেন, সে বিষয়ে সরাসরি কথা বলার সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন করা হয়।

অয্যোধ্যার চুড়ার এই গ্রাম রঙ-বেরঙের মুখোশে ছেয়ে গেছিল, যা বাড়িয়েছিল পাহাড়ের আকর্ষণ। আর দোকানের পসরা দেখে সমস্ত পর্যটকরা অভিভুত। তিন দিনের এই মেলায় নানা অনুষ্ঠানের পাশাপাশি ছৌ শিল্পীরা বেশ কিছু টাকার ছৌ মুখোশ বিক্রি করলেন। রাজ্যের লোকশিল্পকে নিয়ে অনেকেই এখন গবেষণা শুরু করেছেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের করা তথ্যচিত্রেও উঠে আসছে লোকশিল্প প্রসারের প্রসঙ্গ। ছৌ নাচ দেখতে ও ছৌ শিল্পীদের সঙ্গে সময় কাটাতে প্রতি বছর দলে দলে পর্যটক পুরুলিয়া পাড়ি দেয়। অনেকে এই ছৌ নাচের মরশুমকে মাছের চোখ করে পর্যটন নির্ঘণ্ট তৈরী করেন। তাই এই মেলা একটি জনপ্রিয় উদ্যোগ বলেই মনে করছেন পর্যটন দপ্তর।

Source: Aajkaal

SARAS Mela begins at Salt Lake

The national-level handicrafts fair, SARAS Mela, began on November 24 at Central Park in Salt Lake, to continue till December 4. The fair is organised by the Bengal Government’s Panchayats and Rural Development Department.

Handicrafts from across India are available here. People in Bengal being cultural-minded, handicrafts fairs in Kolkata are always popular. The fair has already drawn hundreds of people.

This fair will be held in Siliguri too in January.

সল্টলেকে শুরু হল সরস মেলা

প্রতি বছরের মতো এবছরেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে শুরু হল সরস মেলা। মেলা চলবে আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত।

এই মেলাটিতে থাকে হস্তশিল্পের বিপুল সম্ভার। এটি হস্তশিল্পের একমাত্র জাতীয় স্তরের মেলা যা কলকাতায় হয়।

সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। বাংলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের সম্ভার নিয়ে এসেছেন শিল্পীরা।