Infosys to mark its maiden entry in Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on August 29 said IT major Infosys will invest Rs 100 crore in the state and set up a 50-acre campus in Rajarhat, near Kolkata.

The Chief Minister clarified that Infosys will not get the SEZ status, as per the state’s policy; but will be eligible for other benefits. She said that this will create thousands of jobs in the state.

The IT sector in Bengal has witnessed a steady progress in the last six years. The State Government has operationalised 12 new IT parks out of the 18 planned; six of them are already fully occupied. Two greenfield electronics manufacturing clusters (EMC) are coming up in Naihati and Falta. The expenditure for IT parks grew by 1501% till 2016-17.

 

 

ইনফোসিস রাজ্যে লগ্নি করতে আসছে: মমতা বন্দ্যোপাধ্যায়

ইনফোসিস রাজ্যে লগ্নি করতে আসছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (সেজ) তকমা ছাড়াই তথ্যপ্রযুক্তি সংস্থাটি রাজারহাটে ক্যাম্পাস তৈরি করতে রাজি হয়েছে। এ ব্যাপারে রাজ্যকে চিঠি পাঠিয়েছেন সংস্থার অন্যতম কর্তা রামনাথ কামাথ।

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “সেজ দেওয়া হবে না। অন্য সব সুবিধা দেবে রাজ্য। ইনফোসিস জানিয়েছে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম সেরা শিল্পবান্ধব রাজ্য।“

প্রাথমিক ভাবে ৫০ একর জমিতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে সংস্থাটি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ইনসেনটিভ প্রকল্পে যে সব সুবিধা রয়েছে, তা ইনফোসিস।

গত ৬ বছরে আইটি সেক্টরের অভূতপূর্ব উন্নতি হয়েছে। রাজ্য সরকার ১৮টির মধ্যে ১২টি নতুন আইটি পার্ক চালু করেছে। নৈহাটি ও ফলতাতে আরও ২টি নতুন গ্রিনফিল্ড ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরি হচ্ছে। ২০১৬-১৭ অর্থবর্ষে আইটি পার্কের অধীনে ব্যয় বেড়েছে ১৫০১ শতাংশ।