Bengal driving large percentage of India’s exports, says Centre

In terms of exports, Bengal is ahead of the rest of the states, as per the Union Commerce and Industry Minister. This is another confirmation of the fact that the policies on industry and investment being followed by the Chief Minister Mamata Banerjee-led Bengal Government are on the right track.

Following the initiatives of the Chief Minister, the variety and amount of exports that take place from Bengal have showed a direction to many states. Bengal has been able to leverage its traditional strengths, be it natural resources, industrial resources, food resources or anything else, for the export market and has been reaping the benefits. As a result, the income of Kolkata Port (including its subsidiary, Haldia Port) has also increased handsomely.

It must be mentioned that 14 per cent of Indian tea is exported through Kolkata. Haldia Petrochemicals exports 4 per cent of the country’s petro-products. Bengal exports a huge 61 per cent of the total leather goods from India. In food, 11 per cent of prawns and lobsters exported from India are from Bengal.

With so much activity happening, Bengal is now the sixth largest economic market in India.

 

 

বিশ্ববাজারে রপ্তানিতে দেশের সেরা বাংলা

ভারতবর্ষের মধ্যে রপ্তানি বানিজ্যে সবচেয়ে বেশী এগিয়ে এসেছে বাংলা। এমন দাবি করলেন, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক অভিনব উদ্যোগের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরেছেন এবং প্রায় সারা পৃথিবীর শিল্পপতিদের আহ্বান করে বাংলাতে বিনিয়োগের জোয়ার এনেছেন, তার জেরে একদিকে যেমন বেড়েছে কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিবহনের সংস্থা, তেমনই দ্বিগুনেরও বেশী পণ্য পরিবহন করে কএকগুন বেশী আয় বাড়াতে সক্ষম হয়েছে কলকাতা ও হলদিয়া বন্দরও।

এছাড়াও বাংলা থেকে সারা দেশের ১৪ শতাংশ চা রপ্তানি হয়। হলদিয়া পেট্রোকেমিক্যাল দেশের মত পেট্রোলিয়ামজাত উৎপাদনের ৪ শতাংশ উৎপাদন করে। চামড়াজাত পণ্য যা রপ্তানি হয়, তার ৬১ শতাংশ বাংলাই করে। চিংড়ি রপ্তানি করে ১১ শতাংশ।

এই মুহূর্তে যে গতিতে বাংলার অর্থনীতি ও শিল্প বৃদ্ধি পাচ্ছে, তাতে ভারতের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির বাজার হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গ।

Entrepreneurs, industry leaders shower praises on Bengal

Ever since attending the first Bengal Global Business Summits a few years back, entrepreneurs and leaders of industry have showered praises on Bengal and its and its industrial climate. They have reacted with a lot of positivity to the Bengal Government’s attitude and have highly appreciated Chief Minister Mamata Banerjee’s honest efforts to bring industry back to the state. They have enthusiastically participated in the Bengal Global Business Summits.

Here are a few samples of comments after the successful 2017 summit (held in January):

It (Bengal) is an incredible success story. (Lord Davies of Abersoch, Chair, UK India Business Council)

This Summit is an excellent platform to not just showcase Bengal’s potential but to understand the vast opportunities that lie in the region as well. I’ve been struck by the many similarities between Bengal’s vision for its eco-system and Bhutan’s vision of development that is guided by its philosophy of Gross National Happiness. (His Excellency Tshering Tobgay, the Honourable Prime Minister of Bhutan)

It (Bengal Global Business Summit) is a platform to bring together all of us who have a stake in the development of the state. The platform is to build a true partnership to serve all the people of Bengal. Bengal has achieved significant all-round economic and social progress and has focussed on improving the quality of life of over 90 million citizens. (Mukesh Ambani, CMD, Reliance Industries Ltd.)

Bengal is a very attractive market with skilled manpower – the reform process is led with a great degree of vision. (YC Deveshwar, Chairman, ITC Ltd.)

The last six years have seen a sea-change, the leadership has been dynamic and decisive and the government machinery has been completely professional; they are quick to respond. (Sanjiv Goenka, Chairman, RP-Sanjiv Goenka Group)

Bengal is our ‘karmabhoomi’. It is the love and affection of the people of Bengal, and the encouragement of the government which have helped us to grow and prosper in the state. In Bengal we have found a very sensitive and supportive government. (Kishore Biyani, MD, Future Group)

I feel optimistic that Bengal will play a part in the resurgence of the Indian economy. (Harshvardhan Neotia
Chairman, Ambuja Neotia Group)

The Bengal Global Business Summit has evolved as an annual flagship event for the State Government for showcasing Bengal’s potential and inviting investment proposals. Apart from highlighting all the achievements, the State Government should also utilise this platform to initiate a regular dialogue with the business community in order to improve the ‘ease of doing business’ in the state so that a cadre of empowered entrepreneurs can be groomed for the future, which can guarantee job creation. (Sunil Kanoria, Vice-Chairman, Srei Infrastructure Finance Ltd.)

We have a large presence in Bengal and the total investment in the state is about Rs 20,000 crore. We have been in this state for a number of years and we continue to invest in this state. (Bikram Dasgupta
Founder and Executive Chairman, Globsyn Group)

Bengal Global Business Summit 2015 was a milestone event which gathered a very positive response from the investors and we are looking forward to the next Summit to carry this momentum forward. (Gaurav Swarup, Chairman, FICCI West Bengal State Council and MD, Paharpur Cooling Towers)

Bengal’s economy has impressively withstood the continuing slowdown in economic growth in previous years and currently is on a high-growth trajectory. We want to grow in Bengal to create a market-enduring goodwill by benefitting both our buyers and investors. The current boost in industrialisation in the state has prompted us to replicate our success of Rajgangpur and Cuttack, in Salboni. We plan to scale up our presence in the Bengal market by completing the first phase of investment in the plant. Our high-capacity plant located strategically will ensure timely and faster delivery of cement across the state, a significant emerging market for infrastructure development and thereby, the cement industry. (Puneet Dalmia, MD, Dalmia Bharat and Group Director, OCL India Ltd.)

Bengal really offers tremendous opportunities in manufacturing – we have an abundance of natural resources, skilled manpower and advantages of location. (Sumit Mazumder, CMD, TIL Ltd.)

We are in this state for the last 12 years and have invested around Rs 1,600 crore. Looking at the ease of doing business here, both the political and administrative systems are extremely quick to resolve issues. (YK Modi, Executive Chairman, Great Eastern Energy Corporation Ltd.)

I am confident that the Bengal Global Business Summit will presage a new era of entrepreneurship and development in West Bengal. The overall spirit is positive and I am optimistic. (Viresh Oberoi, Former CEO and MD, Mjunction Services Ltd.)

The dynamic Chief Minister supported by her extremely able team has brought a transformational change in the state which is attracting investors like never before. (Dr Jyotsna Suri, CMD, Bharat Hotels Ltd.)

In the context to competitive agility, I want to talk about why Bengal matters today. Three major reasons why Bengal matters the most in location decisions – speed (that means distance and logistics), competitive access to talent and support of government machineries. (Dr Purnendu Chatterjee, Founder and Chairman, The Chatterjee Group)

It was a landmark event. We have signed some major investment proposals, including the MRTS hub. It will add to the rejuvenation of manufacturing in Bengal.This will also bring additional foreign direct investment in the state that we already got through the airport. (Partho Ghosh, MD, Bengal Aerotropolis Projects Ltd.)

It was a splendid effort by the state and my compliments to the Chief Minister and her team. This has sent a very positive message to the world and has also shown that the Indian leaders are giving priority to economic development over political ideologies. (Umesh Chowdhary, Vice-Chairman and MD, Titagarh Wagons Ltd.)

 

বিনিয়োগকারী ও শিল্পপতিদের দ্বারা প্রশংসিত বাংলা

প্রথম বারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহনের সময় থেকেই শিল্পপতিরা বাংলার তথা বাংলার শিল্পমুখী বাতাবরণের প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনিয়োগ আনার প্রয়াসের প্রশংসা করেছেন। তাঁরা খুব আগ্রহের সঙ্গে সম্মেলনে অংশগ্রহণও করেছেন।

২০১৭ সালের সম্মেলনের পর কিছু শিল্পপতির মন্তব্য তুলে ধরা হলঃ-

এ এক অনবদ্য সাফল্যের কাহিনী (লর্ড ডেভিস অফ এবারসোচ, চেয়ার, ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল)

এই মঞ্চে শুধু বাংলার সম্ভাবনা নয়, পাশাপাশি এ রাজ্যে আর কি কি বিশাল সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে তাও দেখানো হয় । ভুটানের উন্নয়ন গ্রস ন্যাশনাল হ্যাপিনেস দর্শনের দ্বারা পরিচালিত হয়। আমি বাংলা এবং ভুটানের উন্নয়নের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছি (হিজ এক্সেলেন্সি শেরিং তোবগে, ভুটানের প্রধান মন্ত্রী)

এই সম্মেলন একটি মঞ্চ যেখানে এই রাজ্যের উন্নতির জন্য বিভিন্ন কাণ্ডারিদের ডাকা হয়। এই সম্মেলনে একটি সফল অংশীদারিত্বের মাধ্যমে বাংলার উন্নয়নের প্রচেষ্টা করা হয়। বাংলা উল্লেখযোগ্য ভাবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করেছে ও সর্বতোভাবে প্রচেষ্টা করছে ৯ কোটি মানুষের জীবনধারার উন্নয়নের জন্য (মুকেশ আম্বানি, সিএমডি, রিলায়েন্স ইন্ডাস্ত্রিজ)

দক্ষ শ্রমিক সমৃদ্ধ বাংলা একটি আকর্ষণীয় স্থান, এখানে সংস্কার প্রক্রিয়া একটি মহান দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালিত হয় (ওয়াই সি দেভেশ্বর,আইটিসি লিমিটেড)

গত ছয় বছরে আমূল পরিবর্তন হয়েছে,প্রগতিশীল নেতৃত্বের জন্য সরকারি সংস্থাগুলি আরো পেশাদারিত্বের ও দ্রুততার সঙ্গে কাজ করতে সক্ষম হয়েছে (সঞ্জীব গোয়েঙ্কা, চেয়ারম্যান, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ)

বাংলা আমাদের কর্মভূমি। বাংলার মানুষের ভালোবাসা ও সরকারের উৎসাহ, এ রাজ্যে আমাদের সমৃদ্ধিতে সাহায্য করেছে। বাংলায় আমরা খুব সংবেদনশীল এবং সহায়ক সরকার পেয়েছি (কিশোর বিয়ানি, এমডি, ফিউচার গ্রুপ)

আমি আশাবাদী যে বাংলা ভারতীয় অর্থনীতির পুনরূত্থানে কান্ডারি হবে (হর্ষবর্ধন নেওটিয়া, চেয়ারম্যান,অম্বুজা নেওটিয়া গ্রুপ)

বার্ষিক বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সরকার বাংলার সম্ভাবনার কথা তুলে ধরে বিনিয়োগ আনতে চায়। সাফল্য তুলে ধরার পাশাপাশি রাজ্যের উচিত এই মঞ্চের মাধ্যমে বাণিজ্য গোষ্ঠীর সঙ্গে নিয়মিত বার্তালাপ করা যার ফলে “শিল্প গড়ার সুবিধা” আরও সহজ হয়, যাতে একজন বিনিয়োগকারী এমনভাবে নিজেকে তৈরী করতে পারে যাতে কর্মসংস্থান হবে (সুনিল কানোরিয়া, ভাইস চেয়ারম্যান, শ্রেয়ি ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স লিমিটেড)

আমাদের এ রাজ্যে মোট বিনিয়োগ ২০০০০ কোটি টাকার মত। আমরা অনেক বছর এ রাজ্যে আছি ও বিনিয়োগ করে চলেছি (বিক্রম দাসগুপ্ত, ফাউন্ডার ও এক্সিকিউটিভ চেয়ারম্যান, গ্লোবসিন গ্রুপ)

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৫ ছিল একটি মাইলস্টোন অনুষ্ঠান যেখানে বিনিয়োগকারীদের থেকে খুব আশাপ্রদ প্রতিক্রিয়া পাওয়া গেছে, আমরা আগামী সম্মেলনে যোগদান করার জন্য আগ্রহী (গৌরব স্বরুপ, চেয়ারম্যান, ফিকি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অ্যান্ড এমডি, পাহাড়পুর কুলিং টাওয়ার্স)

বাংলার অর্থনীতি পূর্ববর্তী বছরের ক্রমবর্ধমান মন্দার সফল ভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ও আজ বাংলা উন্নতির মুখে। আমরা বাংলায় উন্নতি করতে চাই যার ফলে ক্রেতা ও বিনিয়োগকারী উভয়ই সমৃদ্ধ হবে। এই রাজ্যের শিল্পায়নের গতির সাফল্যকে আমরা কটক ও রাজগঙ্গাপুরে অনুকরন করেছি, প্রথম দফার কাজ শেষ করে শালবনিতে আমরা আমাদের উপস্থিতি আরও বাড়াতে চাই, আমাদের উন্নত মেশিনের মাধ্যমে সারা রাজ্যে সিমেন্ট পৌঁছে যাবে, পরিকাঠামো উন্নয়নে উন্নতি আসবে (পুনিত ডালমিয়া, এমডি, ডালমিয়া ভারত অ্যান্ড গ্রুপ ডিরেক্টর, ওসিএল ইন্ডিয়া লিমিটেড)

নির্মাণক্ষেত্রে বাংলায় প্রচুর সুযোগ আছে-আমাদের ভৌগলিক সুবিধা, দক্ষ শ্রমিক ও প্রাকৃতিক সম্পদের সুবিধা আছে (সুমিত মজুমদার, সিএমডি, টিআইএল লিমিটেড)

আমরা ১২ বছর এ রাজ্যে আছি ও ১৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছি। এখানে শিল্প গড়ার সুবিধা আছে, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় যেকোনো সমস্যার সহজে সমাধান হয় (ওয়াইকে মোদী,এক্সিকিউটিভ চেয়ারম্যান, গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড)

আমি নিশ্চিত রাজ্যের উন্নয়নের পাশাপাশি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বিনিয়োগের এক নতুন যুগের সুচনা করবে।এখানকার বাতাবরন আশাপ্রদ এবং আমি আশাবাদী (ভিরেশ ওবেরয়, ফর্মার সিইও অ্যান্ড এমডি, এমজাঙ্কশন সার্ভিসেস লিমিটেড)

উন্নয়নশীল মুখ্যমন্ত্রী ও তাঁর দল রাজ্যে একটি রূপান্তরমূলক পরিবর্তন এনেছেন যা আগে কখনো এমনভাবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেনি (ডঃ জ্যোৎস্না সুরি, সিএমডি, ভারত হোটেলস লিমিটেড)

এই প্রতিযোগিতার যুগে আমি প্রথমেই বলতে চাই কেন আজ বাংলা গুরুত্বপূর্ণ। এর তিনটি প্রধান কারণ- অবস্থানগত, গতি (দুরত্ব এবং সরবরাহ), প্রতিভার সহজলভ্যতা, সরকারের সহযোগিতা (ডঃ পূর্ণেন্দু চ্যাটার্জি, ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান দি চ্যাটার্জি গ্রুপ)

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন একটি বিশেষ অনুষ্ঠান। আমরা কয়েকটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছি, যেমন এম আর টি এস হাব। এতে বাংলার নির্মাণ শিল্প পুনরুজ্জীবিত হবে। এতে অতিরিক্ত বিদেশী বিনিয়োগ আসবে, যা আমরা ইতিমধ্যেই বিমানবন্দরের মাধ্যমে পেয়েছি (পার্থ ঘোষ, এমডি, বেঙ্গল এরোট্রোপলিস প্রোজেক্টস লিমিটেড)

এটি রাজ্যের এক অসাধারণ প্রয়াস, আমি মুখ্যমন্ত্রী ও তাঁর দলকে আমার শুভেচ্ছা জানাতে চাই। এর ফলে বিশ্বের কাছে খুব ভালো বার্তা গেছে এবং এও দেখা যাচ্ছে যে ভারতীয় নেতারা রাজনৈতিক আদর্শের থেকে অর্থনৈতিক উন্নয়নে বেশী গুরুত্ব দেন (উমেশ চৌধুরী ভাইস চেয়ারম্যান এন্ড এম ডি টিটাগড় ওয়াগনস লিমিটেড)

Investments in north Bengal worth Rs 2,345.82 Cr: Dr Amit Mitra

The 5th North Bengal Conclave has turned out to be a big boost to industry in the region. Dr Amit Mitra, Bengal’s Finance and Industry & Commerce Minister, said at the day-long summit on December 5, which he had inaugurated, that the region has received investments worth Rs 2,345.82 crore over the last two years.

He explained the figure thus: Expressions of interest worth Rs 888 crore were signed at the conclave, and during the Agro Synergy in May 2017, it was approximately Rs 600 crore. Combining these with the work undertaken in 2015, and proposed investments and new projects, the figure comes to a staggering Rs 2,345.82 crore.

He also said that this is just an indicative figure, implying that more is to come adding that there is huge potential in north Bengal, and the State Government will do everything to attract investments in the region.

 

উত্তরবঙ্গে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ শিল্পপতিদের

শিল্প সম্মেলনের মধ্যে দিয়ে উত্তরবঙ্গে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করলেন শিল্পপতিরা।

শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় সিআইআই শিল্প সম্মেলনের আয়োজন করেছিল। বাংলাদেশ ও ভুটান থেকেও শিল্পপতিরাও এখানে আসেন। এ ছাড়া উত্তরবঙ্গের আট জেলার শিল্পপতিরাও অংশ নেন। বাংলাদেশের শিল্পপতিরা উত্তরবঙ্গের পর্যটন শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ আবেদন করে ভারতের শিল্পপতিদের বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ করতে।

উত্তরবঙ্গে বিনিয়োগে অনেক সুযোগ, পাহাড় থেকে সমতলে সব জায়গায় বিনিয়োগ করা যায়। শিলিগুড়ি সংলগ্ন গাজোলদবায় ভোরের আলোতে পর্যটন হাব তৈরী হচ্ছে। সেখানেও বিনিয়োগ করা যায়।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রতি জেলায় ল্যান্ড ব্যাঙ্ক তৈরী হয়েছে। শিল্পের সমস্ত প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করে। বাগডোগরা থেকে বাংলাদেশ পর্যন্ত বিমান চালানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে ১৭০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

Source: Millennium Post

Not just MSMEs, even exporters hit by GST in West Bengal: Amit Mitra

Reiterating his stand against the July 1 roll-out of the goods and services tax (GST), West Bengal finance minister, Amit Mitra, on Thursday said the GST hasn’t benefitted either the exporters or the micro, small and medium enterprises (MSME) in the country. Besides, the transition to GST hasn’t been smooth.

“I had repeatedly said to postpone the launch of July 1. What is the impact? It is everyday postponements. They are saying that the Goods and Service Tax Network (GSTN) could not take the load, this is what I had predicted but they did not pay heed to that,” he said during an interactive session with industry body Assocham.

Mitra alleged that the GSTN has to handle around 300-340 crores of up-linking and the government tested it with 200 companies per state, of which 30 per cent “didn’t work well”.

The Mamata Banerjee-led Trinamool Congress (TMC) government is one of the sharpest critics of the July 1 roll-out of the GST. The government’s stance is based on the projection that the MSME segment in particular, which is yet to understand GST, will be hit hard. Also, the state government had questioned the country’s preparedness to meet the July 1 deadline.

“MSMEs are in jeopardy and now I come to know that even exports have been hit. I have asked Union Finance Minister (Arun) Jaitley to produce a white paper and call an emergency meeting. The matter has to be taken up at the GST council. People are desperate,” he added.

The state finance minister also urged industry bodies like Assocham to speak out in case the industry faces difficulties and their associations are unable to voice their concerns on the problems faced in the wake of the GST roll-out. Mitra further, asked the industry body to provide him with inputs so that the ongoing issues can be taken up at the right forum.

 

জিএসটি নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন অমিত মিত্র

রাজ্য সরকার নীতিগতভাবে জিএসটি’র পক্ষে। কিন্তু যেভাবে জিএসটি চলছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদৌ খুশি নন, তা নিয়ে বারবার তিনি সরব হয়েছেন। তাড়াহুড়ো করে এই কর ব্যবস্থা চালু করতে গিয়ে শিল্পমহল বেকায়দায় পড়ছে বলে অভিযোগ এনেছেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্রও। এবার তিনি শিল্পসভায় এসে এই নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন। বোঝালেন, জিএসটি’র নামে যা চলছে, তাতে আপনাদেরই ক্ষতি। তবে শিল্পমহলকে এই আরজি জানাতে গিয়ে প্রচ্ছন্নভাবে কেন্দ্রীয় সরকারকে খোঁচাও দিলেন অমিত মিত্র। শিল্পপতিদের বললেন, আগে যেভাবে আপনারা কোনও বিষয়ে প্রকাশ্যে বিরোধিতা করতে পারতেন বা সরব হতে পারতেন, সেভাবে এখন আর করা যায় না। এখন এই বিষয়ে সরকার অনেক সতর্ক নজরদার। সরকার বলতে তিনি যে নরেন্দ্র মোদির সরকারকেই বিঁধছেন, তা বুঝিয়ে তিনি বলেন, আমি বুঝি এখনকার পরিস্থিতিটা।

সর্বভারতীয় বণিকসভা অ্যাসোচেমের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার অমিত মিত্র বলেন, জিএসটি যে একটা বিরাট সমস্যা তৈরি করতে চলেছে, সেই বিষয়ে আমরা সবার আগে সরব হয়েছিলাম। এখন স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে ছোট সংস্থাগুলিকে বিপদে ফেলা হয়েছে। এখন তো দেখা যাচ্ছে যাঁরা রপ্তানি করেন, তাঁরাও বিরাট বিপদে পড়ে গিয়েছেন। এখনও জিএসটি পরিকাঠামো তৈরি হয়নি। শিল্পের সব কিছুই এখন থমকে আছে। এই নিয়ে জিএসটি কাউন্সিলকে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন অমিতবাবু। তাঁর কথায়, ১ জুলাই থেকে এই করবিধি চালু হয়েছে। কিন্তু তার বর্তমান পরিস্থিতি ঠিক কী, তা নিয়ে জিএসটির সর্বোচ্চ নীতিনির্ধারক হিসাবে কাউন্সিলের কাছে আমরা জানতে চেয়েছি।

জিএসটি’র কারণে ইনসপেক্টররাজ আরও বাড়বে বলে আগেও অভিযোগ করেছিল রাজ্য সরকার। এদিনের শিল্পসভায় সেই প্রসঙ্গ টেনে এনে অমিতবাবু বলেন, শুধু ইনসপেক্টররাজ নয়, এক্ষেত্রে শিল্পপতিদের জেলে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। মন্ত্রীর সাফাই, আমাদের হাতে ভ্যাট থাকার সময় আমরা ছ’বছরে মাত্র দু’টি ক্ষেত্রে কর ফাঁকির বিরুদ্ধে এফআইআর করেছি। কিন্তু একজনকেও জেলে পাঠানো হয়নি। কিন্তু এখানে বলা হয়েছে দু’কোটি টাকার মামলায় জামিনযোগ্য গ্রেপ্তারি এবং পাঁচ কোটি টাকার মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি জুটতে পারে কপালে।

জিএসটি নিয়ে যা চলছে, তার বিরুদ্ধে অ্যাসোচেমকে সরব হতে বলেন অমিতবাবু। অবশ্য এর পাশাপাশি তিনি বলেন, আপনারা এখন তো বেশি কিছু বলতেও পারবেন না। এরপরই অ্যাসোচেমের মহাসচিব ডিএস রাওয়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এর আগে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, তা তো আপনি জানেন। যাঁরাই সরব হবেন, তাঁদের অনুষ্ঠানে মন্ত্রীরা আসবেন না। আগেও সরকারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হত। সেক্ষেত্রেও হয়তো মন্ত্রীরা রেগে গেলেন। কিন্তু সেই রাগ ১০ দিনে নেমেও যেত। এখন গোটা বিষয়টিকেই দেখা হয় অনেক বেশি নিবিড়ভাবে। ফলে সমস্যা বেশি।