Bengal Govt introduces e-pension system for teachers, non-teaching staff

The Bengal Government has introduced an online system of pension, or e-pension, for the teaching and non-teaching staff of grant-in-aid colleges falling under the administrative control of the Higher Education, Science and Technology and Biotechnology Department.

The Higher Education minister Partha Chatterjee inaugurated the e-pension website at Bikash Bhawan on March 27. The portal will serve around 17,000 regular employees of the colleges.

The objectives of launching the portal are to provide an early alert to start the pension process by preparing employees’ profiles from the beginning of their services, receive an alert for profile-related changes, track pension status and maintain the pension processing time. The portal will also help the teachers and non-teaching staff to prepare e-service books in the future and enhance employee-level transparency.

 

শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য চালু হল ই-পেনশন

গত ২৭শে মার্চ রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী বিকাশ ভবনে উদ্বোধন করেন ই-পেনশন ওয়েবসাইটের। এই ওয়েবসাইটের মাধ্যমে সরকারি ও অনুদানপ্রাপ্ত সমস্ত কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পেনশন পাবেন। এই কলেজগুলি উচ্চ শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তরের অধীনস্থ।

এই পোর্টালটি তৈরী ও রক্ষণাবেক্ষণ দায়িত্বে ন্যাশানাল ইনফরমেটিক্স সেন্টার। এই পোর্টালের মাধ্যমে ১৭০০০ রেগুলার কলেজ কর্মচারী উপকৃত হবেন।

এই পোর্টালের উদ্দেশ্য অবসরের আগে থেকেই কর্মচারীদের পেনশন প্রক্রিয়া শুরু করার ব্যাপারে সচেতন করা। এর ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ভবিষ্যতের জন্য ই-সার্ভিস বুক তৈরী করতে পারবেন। আর বাড়বে স্বচ্ছতাও।

 

Bengal Education Dept to help teachers teach English better through mobile app

To help primary school teaches in government schools teach English better, the School Education Department is going to introduce a mobile phone app.

The app would contain lessons and other help topics for teaching English in Bengali. This way, even those who are more comfortable in their mother tongue would be able to get immediate help while teaching by just consulting their mobile phones.

The app would contain extensive explanations of all topics in the subject of English language from classes I to V. Each lesson would be explained through a four-to-five-minute audio presentation.

Stress would also be given on spoken English.

 

প্রাথমিক স্তর থেকে ইংরেজির ভিত শক্ত করতে রাজ্য সরকার প্রযুক্তির ব্যবহার করবে

রাজ্যের ছেলেমেয়েদের ইংরেজির ভিত শক্ত করতে উদ্যোগ নিল শিক্ষা দপ্তর । প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের ইংরেজি শিক্ষায় নজর দেওয়া হবে।

শিক্ষকদের মোবাইলেই দেওয়া হবে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে ইংরেজির বিভিন্ন বিষয় বাংলায় অনুবাদ করে দেওয়া থাকবে। পড়ানোর সময় অসুবিধা হলে এই চিপ থেকেই বিষয়গুলি যাচাই করতে পারবেন শিক্ষকরা।

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে তৈরি হয়েছে প্রস্তাব। মার্চ মাস থেকেই শুরু হবে প্রক্রিয়া। শিক্ষকদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।

এই নতুন পদ্ধতির মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্র-ছাত্রীদের কাছে ইংরেজিকে আরও সহজ করে তোলা যাবে বলে মত আধিকারিকদের। আর তাই শিক্ষকদের প্রশিক্ষণের সময়ই এই পদ্ধতি কীভাবে অবলম্বন করা হবে তা শেখানো হবে।

Source: bengali.news18.com

Image is representative