Bangla Government honouring the legacy of Mahatma Gandhi

January 30 is the death anniversary of the ‘Father of the Nation’, Mahatma Gandhi. His connection with Bangla had always been spiritual. The Bangla Government observes Mahatma Gandhi’s birth anniversary on October 2 and his death anniversary on January 30, with due honour every year.

When India gained independence in 1947, Mahatma Gandhi had been residing in Gandhi Bhavan in Beliaghata, Kolkata. At present, Gandhi Bhavan also comprises a museum which showcases the charkha (spinning wheel) which he used when he resided here. Rare pictures of the Mahatma can also be found hung across the museum walls.

On the occasion of his death anniversary, here are some highlights of the Bangla Government’s tributary efforts towards Mahatma Gandhi:

  • This year’s Republic Day tableau depicted the time Gandhi ii spent in Bangla along with the great poet Rabindranath Tagore. The tableau depicted a picture of ‘Shyamoli’, the house where he lived in Santiniketan, and other imagery related to this phase of his life. The whole concept was conceived by Mamata Banerjee.
  • Mahatma Gandhi spent a considerable amount of time in this house in Beliaghata. The chief minister had launched the restoration work of the Gandhi Bhavan and the museum, worth Rs 3.5 crore, on the occasion of his birth anniversary on October 2, 2018.
  • The Bangla Government has set up a committee to celebrate the 150th birth anniversary of Mahatma Gandhi. The chief minister is the chairperson of this 46-member committee, the first meeting of which was held on April 23, 2018.
  • Mamata Banerjee has also laid the foundation stone of a university named after Mahatma Gandhi in Tamluk in Purba Medinipur district.
  • Mahatma Gandhi’s death anniversary is observed as Sampriti Dibas across Bengal.
  • The State Government has introduced a scholarship scheme called ‘Medhabi Bhata’ and also designated a chair under his name in Calcutta University.
  • Apart from these, mention must also be made of a book due to be published by the Bangla Government containing all of Gandhi ji’s speeches, which will be released under the name, Father of the Nation.

File Photo

Bengal Govt to launch new helicopter and plane services soon

The Bengal Government is soon going to launch helicopter and plane services across the state.

The new helicopter services will cover routes from Kolkata to Malda, Balurghat, Digha and Sagar Island for tourists every Sunday,Wednesday and Saturday. The services will however be suspended if government functions are scheduled on those days.

The tickets for Digha and Sagar Island have been priced at Rs 2,000 per person, for Malda at Rs 2,500 per person and for Balurghat at Rs 3,000 per person.

These announcements were made by the Transport Minister while replying to debates during the presentation of the budget for his Department. He also said that helicopter services would start from Kolkata to Santiniketan and Purulia.

Plane services would be introduced from Cooch Behar Airport. A double-engined nine-seater aircraft would be engaged for the purpose. The airports in Malda, Balurghat and Purulia would also be rebuilt/renovated.

 

কপ্টার , বিমান ভাড়া করছে রাজ্য সরকার

রাজ্য সরকার আরও একটি হেলিকপ্টার ভাড়া নিচ্ছে৷ কলকাতা-কোচবিহার রুটের জন্য ভাড়া নেওয়া হচ্ছে একটি বিমানও৷

পরিবহণমন্ত্রী পরিবহণ দপ্তরের ব্যায়বরাদ্দ নিয়ে বিতর্কের জবাবি ভাষণে বলেন, শীঘ্রই এই দুই পরিষেবা চালু হবে৷

বুধ, শনি ও রবিবার এই কপ্টার কলকাতা থেকে মালদহ, বালুরঘাট, দিঘা ও সাগরে পর্যটকদের নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে৷ তবে কোনও সরকারি কর্মসূচী থাকলে সেই পরিষেবা বন্ধ থাকবে৷

দিঘা ও সাগরে যাওয়া বা আসার জন্য মাথাপিছু ২ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে, মালদহ আড়াই হাজার টাকা, বালুরঘাটের ভাড়া তিন হাজার টাকা৷

পরিবহণমন্ত্রী বলেন, ‘কলকাতা থেকে পুরুলিয়া, শান্তিনিকেতনের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে৷ এ ছাড়া কোচবিহার বিমানবন্দর চালু রাখতে ৯ আসন বিশিষ্ট ডবল ইঞ্জিনের বিমান চালানো হবে৷ টেন্ডার প্রক্রিয়া শেষ৷ মালদহ, বালুরঘাট এবং পুরুলিয়ার বিমানবন্দরগুলির পুনরুজ্জীবনের কাজ চলছে৷’

Tourist hotspots in Bengal beckon revellers during Dol break

With massive infrastructure development undertaken in the past six years by the Mamata Banerjee government in tourism sector, tourist spots in Bengal have turned out to be ideal destinations for the four-day-long holiday in the coming week.

The holiday will start with Dol and Holi on March 1 and 2 respectively, followed by Saturday and Sunday. Visiting Santiniketan during Dol always bears a special significance. This year, there is also demand at places like Bankura, Purulia, West Midnapore and Cooch Behar. Hotel owners in tourist spots including Mukutmanipur, Ayodhya Hills and Jhargram have been getting several calls for booking.

A large number of people have also chosen Digha and Mandarmoni as their all time favourite to visit during Dol. Many are also going to visit Darjeeling and other tourist spots in north Bengal.

Soon after coming to power, Chief Minister Mamata Banerjee directed the state tourism department to take necessary steps to ensure that Bengal comes up as the number one tourism destination across the globe.

Development of necessary infrastructure including roads, basic amenities, better lodging facilities have been carried out, besides promoting the local art forms.

 

দোলের ছুটিতে জমজমাট পশ্চিমবঙ্গ পর্যটন

এবছর দোল উপলক্ষে টানা ৪ দিন ছুটি। আর তাই ভ্রমণপ্রিয় বাঙালী পেয়ে গেছে ঘুরতে যাওয়ার আরেকটা সুযোগ। অন্যান্য রাজ্য বা বিদেশ নয় – পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রের চাহিদাই তুঙ্গে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য নিয়েছে একগুচ্ছ পদক্ষেপ। তার ফলস্বরূপ, গত ছয় বছরে পর্যটনে উন্নতিও হয়েছে চোখে পড়ার মতো।

দোলের সময় শান্তিনিকেতন যাওয়ার ঝোঁক থাকে সকলেরই। কিন্তু এবছর অন্যান্য জেলাতেও – যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার – প্রচুর মানুষ বেড়াতে যাবেন এই ছুটিতে।

মুকুটমণিপুর, অযোধ্যা পাহাড়, ঝাড়গ্রামের মত পর্যটন কেন্দ্রের হোটেল মালিকরা অসংখ্য ফোন পাচ্ছেন ওই চার দিন তাদের হোটেলে ঘর বুকিং-এর জন্য।

অনেকে আবার দীঘা-মন্দারমনিকেও বেছে নিয়েছেন এই চারদিনের ছুটির জন্য। অনেকে আবার পা বাড়িয়েছেন দার্জিলিং ও উত্তরবঙ্গের দিকে।সব মিলিয়ে দোলের ছুটি জমজমাট।