With 1.3 lakh applications, Rupashree scheme witnesses exceptional response in Bangla

Bangla Government has allotted a fund of Rs 1,500 crore for the current financial year, to ensure smooth running of the Rupashree project, a brainchild of Chief Minister Mamata Banerjee.

Under the project, girls above the age of 18 can avail a financial benefit of Rs 25,000 during their marriage, provided the family income of the beneficiaries does not exceed Rs 1.5 lakh per year.

Minister of মেয়ে, said in the Assembly on Monday that her department has received nearly 1.3 lakh applications since April this year, out of which around 5,500 applications have been rejected due to some errors in them. She also said that a total amount of around Rs 2,030 crore has already been spent by the government for this purpose.

Beneficiaries above the age of 18 can apply for the amount during their first marriage. The person, to whom a beneficiary gets married, must cross the age of 21. The amount would directly be credited to the bank account of the beneficiary, at least 5 days prior to the day of marriage.

“Beneficiaries do not need to submit any caste certificate or APL and BPL cards to avail the benefits. The process of getting the amount has been simplified. There are designated officers in the districts, sub-divisions or block level, who help the girls fill up the applications. They will carry out necessary enquiry before finally disbursing the amount. In case of urban areas, the municipal commissioners will take care of the technical issues,” the minister said.

She also said: “The beneficiaries or their parents must be permanent residents of the state. Girls currently staying outside the state but having domicile in the state, can also enjoy the facility. Earlier, poor people had to borrow money for marriage from various financial institutions, at high interest rates. The previous government did not initiate any such social scheme for the benefit of people.”

The minister also urged the people to submit the applications 30-60 days ahead of the marriage date, so that the money can be credited to their account on time.

 

Five schemes by Trinamool Government that have changed the lives of women in Bengal

After coming to power in 2011, the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has brought about several measures for the safety and security of women.

Five key schemes are given below:

Kanyashree Scheme

It was started on October 1, 2013 with the inspiration of the Chief Minister to put an end to child marriages in the state.

More than 45 lakh girls from about 15,500 institutions – schools, madrasahs, colleges, universities including open universities, vocational training schools, and even sports training centres – have benefitted till now.

More than 5,000 girls have been provided training in self-defence.

In North 24 Parganas district, a special educational and self-awareness programme called Kanyashree Dishari (meaning ‘Kanyashree path-finders’) has been started, involving Kanyashree Scheme beneficiaries.

Many Kanyashree beneficiaries are being given training for getting scholarships and for skill development.

Swabalamban and Swabalamban Special

This scheme is being implemented through NGOs and private companies. It is meant to empower women on the fringes of society, including prostitutes, by training and placing them in quality jobs as well as training them to make things like food items so that they may set up independent business ventures.

The age group is from 18 to 35 years. The upper limit can be relaxed to 45 years.

Trained women have been successfully placed in Wow! Momo, Pantaloons, Kothari Hospital and other reputed organisations.

30 Kanyashree beneficiaries have been trained by Brainware as security personnel, of which 16 have been successfully placed.

As part of Swabalamban Scheme is Swabalamban Special, through which selected former sex workers are given stipend-inclusive training in making food items and other things so that they may set up businesses.

Also, as part of Swabalamban Special, 25 women have been successfully placed as junior artistes with television production houses.

Muktir Aalo

Muktir Aalo was inaugurated by Chief Minister Mamata Banerjee on September 4, 2015 to rehabilitate sex workers and trafficked women.

With the help of Women’s Interlink Foundation, 50 such women have been trained in training and making spices.

Commercial sex workers from the Munshiganj area of Khidderpore have been trained by the NGO, Divine Script Society – 12 in a recycled tyre products manufacturing unit and 12 placed in placed at self-manned kiosks.

Sabla (for adolescent girls, that is, those between 11 and 18 years)

Through the Sabla Scheme, adolescent girls are being equipped with life skills training in the districts of Cooch Behar, Jalpaiguri, Alipurduar, Malda, Nadia, Kolkata and Purulia on a pilot basis since July 2011 – 29,444 anganwadi centres (AWC) have been set up in 141 ICDS projects.

12.72 lakh adolescent girls have received the benefits of the Sabla Scheme SABLA and have been equipped with life skills and knowledge on family welfare, health and hygiene, information and guidance on existing public services

About 1.6 lakh out-of-school adolescent girls received supplementary nutrition

School dropout among adolescent girls declined from 2.8 lakhs during 2010-11 to 92,000 during 2016-17.

About 41,000 girls aged 16-18 years were trained through NGOs/VTPs in different trades like beautician,handicrafts, knitting, printing and dying, and food processing during the last six years in all the districts.

In convergence with Kanyashree Scheme during financial year 2015-16, Sabla has been able to provide supplementary nutrition plans (SNP) to about 98,820 Kanyashree beneficiaries during the last two years.

About 1,600 out-of-school girls were re-admitted to the formal and informal education system and 50 per cent of them were linked with the Kanyashree Scheme.

Ruposhree Scheme

Continuing on the path of empowerment for women, during the presentation of the Budget in 2018, a new scheme was launched – Ruposhree.

Through this scheme, the State Government would stand beside families which are too poor to arrange for the weddings of their daughters. For all families in Bengal whose annual income is less than Rs 1.5 lakh, the government would provide a one-time grant of Rs 25,000 in lieu of the marriage expenses, provided the girl gets married after crossing the age of 18.

Rs 1,500 crore has been allotted for this scheme, through which 6 lakh families are expected to be benefitted.
The forms for enrolling in this scheme would be available from the BDO offices from March 30.

 

নারী ক্ষমতায়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী পাঁচটি প্রকল্প

২০১১ সালে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। তারপর থেকে প্রতি ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে উল্লেখযোগ্য ভাবে। নারীদের ওপর অপরাধ দেশের অন্যান্য অঞ্চলে যেখানে বেড়েই চলেছে, সেখানে এ রাজ্যে সরকার নারীদের উন্নয়নে নিয়েছে অসাধারন প্রকল্প সমুহ। এবং এই সকল প্রকল্পগুলির অসাধারন সাফল্যও মাত্র এই ছ’বছরেই দেখা গেছে।

নারী কল্যাণ দপ্তরের গত ছয় বছরের সাফল্য:

১. কন্যাশ্রী প্রকল্প

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা

রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান – প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪৫লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কন্যাশ্রী দিশারি’ নামে উত্তর ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েদের একটি বিশেষ শিক্ষামূলক এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালু করা হয়েছে।

বহু সংখ্যক কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েকে বৃত্তিমূলক এবং অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

২. স্বাবলম্বন ও স্বাবলম্বন স্পেশ্যাল প্রকল্প

স্বাবলম্বন প্রকল্পটি বেসরকারি সংস্থা (এনজিও) অথবা কোম্পানির মাধ্যমে রূপায়িত হচ্ছে। স্বাবলম্বন সমাজের প্রান্তিক, অসহায় মহিলা, নারীপ্রচার চক্র থেকে উদ্ধার হওয়া মহিলা, যৌনকর্মী, রূপান্তরকামী সম্প্রদায় এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও নৈতিক বিপদের সম্মুখীন মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে। প্রয়োজনে অবশ্য বয়স ৪৫বছর পর্যন্ত শিথিলযোগ্য

প্রশিক্ষণ প্রাপকেরা ওয়াও মোমো, প্যান্টালুন্স, কোঠারি, অউ বোঁ পে প্রভৃতি বিভিন্ন প্রখ্যাত বিপণিতে সফলভাবে কাজ করছেন।

৩০ জন কন্যাশ্রী মেয়েকে ব্রেইনওয়্যার-এর ব্যবস্থাপনায় এই স্বাবলম্বন প্রকল্পের অধীন আনআর্মড সিকিউরিটি গার্ড-এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৬জন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

বর্তমানে চালু থাকা স্বাবলম্বন প্রকল্পের অধীন আর একটি প্রকল্প হল স্বাবলম্বন স্পেশ্যাল, যার উদ্দেশ্যে কলকাতা অঞ্চলের যৌনকর্মী এবং তাদের ঝুঁকি-নির্ভর সন্তানদের বিকল্প জীবিকার মাধ্যমে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

স্বাবলম্বন স্পেশ্যাল প্রকল্পের ২৫ জন সুবিধাপ্রাপক ইতিমধ্যে ‘জুনিয়র আর্টিস্ট’ হিসেবে অভিনয়ে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন প্রোডাকশন হাউসের টেলিসিরিয়াল প্রোডাকশনের নানা কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়েছে (গোল ইন্ডিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তিন মাসের এক প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে)। তারা সকলেই বিভিন্ন টেলি-হাউসের কাজে যোগদান করেছেন।

৩. মুক্তির আলো

২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কর্তৃক যৌনকর্মী ও পাচার থেকে উদ্ধার হওয়া মেয়েদের পুনর্বাসনের এই প্রকল্প চালু হয়।

উইমেন্স ইন্টারলিংক ফাউন্ডেশন-এর সহায়তায় ৫০ জনকে ব্লক প্রিন্টিং এবং মশ্লা গুঁড়ো করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কলকাতার মুনশিগঞ্জ নিষিদ্ধ এলাকার ২৬জন পেশাদার যৌনকর্মীকে ডিভাইন স্ক্রিপ্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ‘টায়ারজাত দ্রব্যাদির পুনর্ব্যবহার’ এবং ‘ক্যাফেটেরিয়া পরিচালনা’-র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন স্ব-পরিচালিত কিয়স্ক-এ কাজ করছেন।

৪. কিশোরী মেয়েদের প্রকল্প (সবলা)

২০১১ সালের জুলাই মাস থেকে রাজ্যের সাতটি জেলা- কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, নদীয়া, কলকাতা এবং পুরুলিয়ায় পাইলট ভিত্তিতে ১৪১টি আইসিডিএস প্রজেক্ট থেকে ২৯৪৪৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবলা প্রকল্পটি চলছে কিশোরী মেয়েদের জন্য (যার উদ্দেশ্যে ১১-১৮বছর বয়সী মেয়েদের পুষ্টিগত ও স্বাস্থ্যগত অবস্থার উন্নতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা)।

১১-১৮ বছর বয়সী ১২.৭২ লক্ষ কিশোরী মেয়ে সবলা প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং পরিবার কল্যাণ, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন, বর্তমান পরিষেবাগুলি সম্পর্কে তথ্য ও নির্দেশ পাচ্ছে।

প্রায় ১.৬ লক্ষ বিদ্যালয়-বহির্ভূত কিশোরী মেয়ে পরিপূরক পুষ্টি পাচ্ছে।

কিশোরী মেয়েদের মধ্যে বিদ্যালয় ছুটের সংখ্যা ২০১০-১১ সালে ২.৮লক্ষ থেকে কমে ২০১৬-১৭ সালে হয়েছে ৯২০০০।

গত ছয় বছরে বিভিন্ন জেলায় প্রায় ৪১ হাজার বিদ্যালয় বহির্ভূত কিশোরী মেয়ে যাদের বয়স ১৬ থেকে ১৮, বিভিন্ন বেসরকারি সংস্থা/স্বেচ্ছাসেবী প্রশিক্ষিত ব্যক্তিদের (ভিটিপিএস) মাধ্যমে বিউটিশিয়ান, হস্তশিল্প, সেলাই, ছাপাখানা এবং ডাইং, খাদ্য প্রক্রিয়াকরণ-এর মতো বিভিন্ন পেশার বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২০১৫-১৬ অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সবলা ৯৮,৮২০ জন কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত মেয়েকে সবলা দ্বারা পরিপূরক পুষ্টি কর্মসূচী (এসএনপি) প্রদান করা হয়েছে।

প্রায় ১৬০০ বিদ্যালয় বহির্ভূত মেয়ে প্রথাগত/প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থায় পুনরায় যুক্ত (ভর্তি) হয়েছে এবং এদের মধ্যে ৫০শতাংশই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আছে।

৫. রূপশ্রী প্রকল্প

২০১৮-১৯ সালের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় এক নতুন প্রকল্পের। মাননীয়া মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের নাম ‘রূপশ্রী’।

অনেক গরীব পরিবার মেয়ের বিবাহের খরচ জোগাড় করতে অসুবিধায় পড়েন। রাজ্য সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ।

যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে।

এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এর মাধ্যমে ৬ লক্ষ পরিবার উপকৃত হবে।

এই জন্য স্থানীয় বিডিও অফিস থেকে ৩০শে মার্চ থেকে ফর্ম পাওয়া যাবে।

 

Ruposhree Scheme: Humane face of Bengal Govt

The Trinamool Congress Government, under the leadership of Chief Minister Mamata Banerjee, over the last seven years, has been striving to bring about development on every front.

Among the schemes there are many for the welfare of women – the most famous and revolutionary of which is Kanyahsree, a scheme for the education and development of girl children. Then there is Sabujshree for newborn girls, and numerous others.

Continuing on this path, during the presentation of the Budget in 2018, a new scheme was launched – Ruposhree. Through this scheme, the State Government would stand beside families which are too poor to arrange for the weddings of their daughters. For all families in Bengal whose annual income is less than Rs 1.5 lakh, the government would provide a one-time grant of Rs 25,000 in lieu of the marriage expenses, provided the girl gets married after crossing the age of 18.

Rs 1,500 crore has been allotted for this scheme, through which 6 lakh families are expected to be benefitted. The forms for enrolling in this scheme would be available from the BDO offices from March 30.

 

রূপশ্রী প্রকল্প – বাংলার সরকারের মানবিক মুখ

২০১১ সালে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার। রাজ্যের অচলাবস্থাকে দূরে সরিয়ে প্রতি ক্ষেত্রে উন্নয়নের জন্য অঙ্গীকারবদ্ধ হয় রাজ্য সরকার।

এর পর গত ছয় বছরে সমাজের প্রতি স্তরের মানুষের জন্য রাজ্য সরকার করেছে একগুচ্ছ প্রকল্প। এর মধ্যে কয়েকটি প্রকল্প জিতেছে আন্তর্জাতিক স্বীকৃতি, আন্তর্জাতিক সম্মান।

নারীদের জন্যও করা হয়েছে প্রচুর প্রকল্প। মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য রাজ্য সরকার ২০১৩ সালের ১লা অক্টোবর ঘোষণা করেছিল কন্যাশ্রী প্রকল্পের। এই প্রকল্পের বিপুল সফলতার পর মেয়েদের জন্য আরেকটি অসাধারন প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার। ২০১৮-১৯ সালের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় এই নতুন প্রকল্পের – নাম ‘রূপশ্রী’।

অনেক গরীব পরিবার মেয়ের বিবাহের খরচ জোগাড় করতে অসুবিধায় পড়েন। রাজ্য সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ। যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে। এর মাধ্যমে ৬ লক্ষ পরিবার উপকৃত হবে। এই জন্য স্থানীয় বিডিও অফিস থেকে ৩০শে মার্চ থেকে ফর্ম পাওয়া যাবে।