Bengal Govt plans to implement ‘Nijo Griho Nijo Bhumi’ in the Hills in a big way

Now that Chief Minister Mamata Banerjee has brought back peace to the Hills, the developmental projects of the State Government are also gradually reaching all the people.

The latest plan by the Government will see the Gorkha Territorial Administration (GTA) administering the Nijo Griho Nijo Bhumi Prakalpa extensively in the districts of Darjeeling and Kalimpong.

It was being administered there but the earlier GTA board had stopped that activity. Now things are getting back to normal.

Under the scheme, launched by Mamata Banerjee on October 18, 2011, 5 decimal of land is provided to the homeless and landless.

Another important aspect of this decision to implement the scheme is that tea garden workers can also apply as the plantations are located on land leased from the State Government.

To make things easier, applications can be submitted in block offices, block Land and Land Reforms Department offices and gram panchayat offices. Committees have been constituted in each of the eight blocks comprising the two districts which include the block development officer, block land and land reforms officer and a member of the Board of Administrators of the GTA.

Applications for the blocks of Kalimpong-1, Kurseong, Mirik, Sukhiapokhari, Rungli Rungliot and Darjeeling-Poolbazar will be received from June 4 to 9. For Kalimpong-2, it will be from June 11 to 16 while for Gorubathan it will be from June 18 to 23.

Source: Millennium Post

 

State Govt to build stronger roads using Dutch technology

A new horizon is opening up in the road construction space in Bengal. The State Government has decided to use Dutch technology to make stronger roads, entailing longer lifespan, much higher load-bearing capacity and less maintenance. The cost would be reduced by 20 per cent too.

GeoCrete is a fine white powder consisting of mostly alkaline natural earth elements. This proprietary chemical would be mixed with a mixture of soil, stone chips and cement to create a concrete layer, on which would be laid a layer of bitumen. The technology is called ‘GeoCrete soil stabilisation technology’.

Another advantage would be that despite repairs, the height of the roads would not increase as repairs would involve using the same material, just mixed with GeoCrete to strengthen them. Typically, constant relaying of roads increases their heights, as a result of which a sharp drop opens up from the edges of the roads to the surrounding ground, which causes trouble to motorists.

Another significant fact to mention is that this venture is a direct result of this year’s Bengal Global Business Summit, where a delegation from the Netherlands had offered help in implementing this technology. The GeoCrete-mixed road-laying process is being used with success in the European Union.

 

Source: Khabar 365 Din

Bengal Tourism’s big social media push

To increase its reach, especially among the younger generation, the State Tourism Department has decided to go all out to promote itself on social media. It has a fairly good presence on Facebook, Twitter and Instagram, and now it is aiming to strengthen its position with regard to content.

For this, it has divided the state into six regions, and has appointed professional photographers, videographers and agencies to visit each of these and create a database of images and videos for putting up on the social media vehicles.

The six regions are Hills, Dooars, Central Bengal, Rarh Bengal, Gangetic Bengal and Western Bengal. Five to ten-second video clips are also being planned for showing on television.

 

Source: Bartaman

World Bank’s recognition for Bengal’s exemplary work in panchayats

A new feather has recently been added to Bengal’s cap. For the brilliant work that the Panchayat Department has done, the World Bank is giving an additional grant of Rs 426 crore to the State Government. Under the leadership and inspiration of Chief Minister Mamata Banerjee, the tide of development in rural Bengal is admirable.

The World Bank had undertaken a survey, based on 10 issues, across more than 2,000 panchayats of the State. It was as a result of that survey that the World Bank has recommended the reward. Every panchayat will get a reward of Rs 50 lakh or more.

Previously too, the Bengal Government has won rewards for its performance in various areas of governance. For the Kanyashree Scheme, Bengal Government received the first prize in public service from the United Nations.

 

পঞ্চায়েতে ভাল কাজের জন্য পুরস্কার পাচ্ছে রাজ্য

আবারও পঞ্চায়েতে ভাল কাজের জন্য পুরস্কার পেল রাজ্য। বিশ্বব্যাংকের প্রায় ৪২৬ কোটি টাকার অনুদান পাচ্ছে রাজ্য।রাজ্য সরকারের মুকুটে এ যোগ হল আরো একটি নতুন পালক।

পঞ্চায়েতে কোন রাজ্য কেমন কাজ করছে তা নিয়ে একটি সমীক্ষার আয়োজন করে বিশ্বব্যাংক। প্রায় দশটি বিষয়ের উপর চোখ রেখে এই সমীক্ষা করা হয়। সেখানেই ভাল ফল রাজ্যের।

পঞ্চায়েত ব্যবস্থা আধুনিকীকরণ ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত দারুণ কাজ করেছে। দু-হাজারেরও বেশি পঞ্চায়েতের উপর এই সমীক্ষা চালানো হয়।প্রতিটি পঞ্চায়েতকে পঞ্চাশ লক্ষ টাকা বা তার বেশি অর্থমূল্যের অনুদান দেওয়া হবে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই পঞ্চায়েত পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এর আগে কৃষি ও অনলাইন ট্যাক্সিংয়ের ক্ষেত্রে রাজ্যের কাজ গোটা দেশের প্রশংসা আদায় করেছিল।

 

Dairy farmers to get additional subsidy of Rs 2 per litre from State Govt

Good news for dairy farmers in Bengal. The State Government has decided to give an additional subsidy of Rs 2 per litre (over and above the procurement price) to dairy farmers who sell milk to the government through cooperatives.

At present the procurement price of milk is Rs 25 per litre. While this remains same, the additional subsidy amount will be directly transferred to the bank accounts of the dairy farmers.

At present there are 1.2 lakh dairy farmers under the West Bengal Co-operative Milk Producer Association. Additionally, 10 lakh people indirectly going to benefit, if family members are taken into account.

This move will result in an additional expenditure of about Rs 6.5 crore for the government, an amount which has already been released by the Finance Department.

This additional income will bring a lot of relief to the farmer families who sell to the State Government. They are distributed across 14 milk federations. The Animal Resources Development Department oversees this activity.

 

সরকারকে দুধ সরবরাহকারী চাষিদের লিটারে ২ টাকা বাড়তি ভর্তুকি দেবে রাজ্য

রাজ্যের কয়েক লক্ষ দুধ সরবরাহকারী চাষিদের জন্য সুখবর। সমবায়ের মাধ্যমে সরকারকে দুধের জোগান দেওয়া চাষিদের প্রতি লিটারে ২ টাকা অতিরিক্ত ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে প্রতি লিটারে দুধের সংগ্রহ মূল্য ২৫ টাকা। রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তে সংগ্রহ মূল্য অপরিবর্তিত থাকলেও ভর্তুকি যোগ করে এখন থেকে দুধ চাষিরা লিটারে ২৭ টাকা হাতে পাবেন।

এই মুহূর্তে গোটা রাজ্যে ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার ফেডারেশনের অধীন প্রায় ১ লক্ষ ২০ হাজার দুধ চাষি রয়েছে। তাঁদের পরিবারের সদস্য এবং পরোক্ষভাবে যুক্ত মানুষের সংখ্যা মিলে প্রায় ১০ লক্ষ হবে। যাঁরা মূলত রাজ্যের গ্রামীণ এলাকার বাসিন্দা। গোটা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই ভর্তুকির টাকা সংশ্লিষ্ট দুধ চাষিদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এর জন্য জেলাওয়াড়ি চাষিদের তথ্য সংগ্রহের কাজ চলছে পুরোদমে।

পরিবর্তনের সরকার দুধ চাষিদের বাড়তি এই আর্থিক সুবিধা পাইয়ে দিতে সংশ্লিষ্ট খাতে চলতি আর্থিক বছরে প্রায় সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ করেছে। সম্প্রতি সেই টাকাও রিলিজ করা হয়েছে।

Source: Bartaman

Image is representative 

 

Rural electrification to be completed in Bengal soon

A massive rural electrification scheme has been taken up by the Bengal Government. The Rs 192 crore scheme will connect 2.53 lakh homes to the grid.

The work for supplying electricity would begin in a few days; the work order has been issued. The government is expecting the work to be completed by December 31.

Most of the homes to be connected belong to people living below the poverty line in rural areas.

According to State Government data, the work for electrification in 19 districts is over. Some areas in Cooch Behar, some islands in the Sundarbans in South 24 Parganas, and a few remote areas in Darjeeling and Kalimpong districts are left to be electrified.

In remote areas in the Sundarbans, solar energy facilities are also being set up to overcome the difficulty of connecting them through electrical cables.

 

গ্রামীণ বিদ্যুতে ১৯২ কোটি বরাদ্দের পরিকল্পনা রাজ্যের

গরীব মানুষদের বাড়িতে নিখরচায় বিদ্যুৎ পৌঁছে দিতে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার৷ এই কাজে ১৯২ কোটি টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ এতে মোট ২ লক্ষ ৫৩ হাজার বাড়িতে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে৷ সেই লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে পড়েছে বিদ্যুৎ দপ্তর৷ ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে চাইছে রাজ্য বিদ্যুৎ দপ্তর৷

মূলত গ্রামাঞ্চলে দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতেই এই এই প্রকল্প চালু হয়েছে৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যের মোট ১৯ জেলায় গ্রামে বিদ্যুৎ পৌঁছনোর কাজ সম্পূর্ণ৷ এর মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা৷

বিদ্যুৎমন্ত্রীর দাবি, চলতি বছরের মধ্যেই কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কিছু দ্বীপ এবং দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাবে৷ সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সৌর বিদ্যুতের মতো বিকল্প শক্তির সন্ধান করা হচ্ছে ৷

Bengal Govt to cultivate hilsa in ponds and rivers

In a significant stride towards becoming self-reliant in the production of hilsa (ilish), the State Fisheries Department will now take up the cultivation of the fish in ponds and rivers.

The department has signed an agreement with a Norwegian company. The company has been successful in cultivating salmon in pond and river water, and is helping the State Government in replicating that success for hilsa, according to the Fisheries Minister.

The department gradually wants to stop importing the fish from Myanmar, which is much more than gastronomy for a Bengali. Ilish, as hilsa is called in Bengali, is about identity, history and nostalgia.

Hilsa is a significant component of open-water capture fishery in Bengal, contributing about 19 per cent of the total fish landing in the Hooghly-Matla estuarine system.

Over the years, due to wanton exploitation, pollution and habitat destruction, there has been a decline in the availability of hilsa.
One of the measures to combat this was the setting up, inspired by the vision of Chief Minister Mamata Banerjee with regard to self-reliance in hilsa, of the country’s first ever dedicated Hilsa Conservation and Research Centre (HCRC) at Sultanpur in Diamond Harbour in December 2013 by the Fisheries Department.

The department is in the process of setting up two similar HCRCs in Tribeni in Hooghly district, located on the bank of the Hooghly, and Farakka in Murshidabad district, on the bank of the Ganga.

The catching, marketing and transportation of fishes less than 23 cm in length is banned in the state. The Fisheries Department has put in place vigilante teams in all the concerned districts for keeping regular vigil on markets and landing centres. Special raids are conducted during the designated ban period between September 15 and October 24 each year. The department also maintains coordination and synergy with laboratories and institutes working on hilsa fishery.

The department also takes awareness campaigns for hilsa conservation, by distributing leaflets, putting up banners and posters, and conducting boat and road rallies in areas where the fish is netted by fishermen.

The fish is anadromous, that is, migrates up rivers from the sea to spawn, during the periods from June to September and from January to April.

 

 

এবার পুকুর ও নদীতে ইলিশ মাছ চাষ করবে রাজ্য

ইলিশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে এবার পুকুর ও নদীতে ইলিশ মাছ চাষ শুরু করবে রাজ্য সরকার। এই বিষয়ে নরওয়ের একটি সংস্থার সাথে চুক্তি করবে রাজ্য মৎস্য দপ্তর। এই সংস্থাটি তাদের দেশে পুকুর ও নদীতে স্যামন মাছ চাষে বিপুল সফলতা পেয়েছে।

ধীরে ধীরে মৎস্য দপ্তর মায়ানমার থেকে ইলিশ আমদানি বন্ধ করতে চায়। ইলিশ মাছ শুধুই বাঙালির রসনাতৃপ্তি করেনা, বাংলার সংস্কৃতি সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। তাই এই মাছ চাষে স্বনির্ভর হতে চায় রাজ্য।

সাধারনত ইলিশ মাছ চাষ হয় নোনা জলে, মোহনায়। এতদিন হুগলী-মাতলা নদীর মোহনায় যে মাছ চাষ হয়, তার ১৯ শতাংশই ইলিশ। কিন্তু, দূষণ ও অন্যান্য নানা কারণে দিনে দিনে এই পরিমাণ কমছে।

ইলিশ উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে, মুখ্যমন্ত্রীরঐকান্তিক প্রচেষ্টায় ২০১৩ সালের ডিসেম্বর মাসে ডায়মন্ড হারবারের সুলতানপুড়ে দেশের প্রথম হিলসা কঞ্জারভেসন অ্যান্ড রিসার্চ সেন্টার তৈরী করা হয়। এই ধরণের কেন্দ্র আরও দুটি জায়গাতে তৈরী হয়েছে: হুগলী জেলার ত্রিবেণীর ধারে এবং মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় গঙ্গার ধারে।

২৩ সেন্টিমিটারের চেয়ে কম লম্বা ইলিশ মাছ ধরা, বিপণন এরাজ্যে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা যথাযথ কার্যকর করতে বেশ কিছু আধিকারিকের অনেকগুলি দল রাজ্যজুড়ে পরিদর্শন করে। ১৫ই সেপ্টেম্বর থেকে ২৪শে অক্টোবর প্রচুর রেড করা হয় প্রতি বছর।

ইলিশ মাছ সংরক্ষণের ব্যাপারে মৎস্য দপ্তর সচেতনতা কর্মসূচীরও উদ্যোগ নিয়ে থাকে। লিফলেট বিলি থেকে শুরু করে ব্যানার ও পোস্টার লাগানো, সচেতনতা মিছিল করা এবং মৎস্যজীবীদের সচেতন করা হয় দপ্তরের উদ্যোগে।

জানুয়ারি থেকে এপ্রিল মাস এবং জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে যায় ডিম পাড়তে। এই সময় মাছ ধরা বারন।

Source: Millennium Post

Bengal Govt to train SHGs for paddy procurement

The State Self-Help and Self-Employment Department has decided to involve rural women through self-help groups (SHG) in the procurement of paddy from farmers. To make it fast and error-free, the Government would provide them with tabs. The training would begin from June and July, in stages.

Already, almost 4,500 SHGs are involved in procuring paddy. For this work, the SHGs will be getting Rs 31 per quintal. Rice mill owners will be responsible for collecting the paddy and transporting them on lorries to their mills for the rice to be extracted, as they do now. The Food and Supplies Department is paying the cost of transportation.

Besides empowering, involving village women has another advantage. Since SHG members from a village would go to farmers from the same village to buy their paddy, prior acquaintance will help them to convince the farmers to sell to the State Government. Thus the Government’s stocks will be kept up to the mark.

 

ধান সংগ্রহে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেবে রাজ্য

চাষিদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য রাজ্য সরকার এখন অনেকটাই নির্ভর করছে স্বনির্ভর গোষ্ঠীগুলির উপর। এই কাজ করার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর। আগামী জুন-জুলাই মাস থেকে এই প্রশিক্ষণ পর্ব শুরু হবে। মহিলাদের যাতে বেশি দূর না যেতে হয়, তার জন্য স্থানীয় বিডিও অফিসে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে খাদ্যমন্ত্রী বলেন।

ধান সংগ্রহের কাজ করার জন্য গোষ্ঠগুলিকে ‘ট্যাব’ দিয়েছে দপ্তর। ট্যাব কীভাবে চালাতে হয় তা শেখানো ছাড়াও ধান সংগ্রহ করার ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে প্রায় সাড়ে চার হাজার স্বনির্ভর গোষ্ঠী ধান সংগ্রহ শুরু করেছে।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও বেশি করে ধান সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত করতে চাইছে দপ্তর। এতে প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো পরিমাণ সংগ্রহ হবে বলে আশা করছেন অধিকর্তারা। গ্রামের মধ্যে থেকে চাষির দোরগোড়ায় গিয়ে ধান কিনছে গোষ্ঠীগুলি। গ্রামের বাসিন্দা হওয়ায় স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলারা ভালো করে জানেন কোন চাষির ঘরে ধান আছে। ওই চাষিদের কাছে গিয়ে তাঁরা সরকারের কাছে ধান বিক্রি করার অনুরোধও করছেন।

ধান কেনার জন্য গোষ্ঠীগুলি কুইন্টাল পিছু প্রায় ৩১ টাকা কমিশন পাচ্ছে। তারা শুধু ধান কিনে ট্যাবের মাধ্যমে তার হিসেব পেশ করে একজায়গায় কেনা ধান জড়ো করে রাখছে। ওই ধান লরিতে বোঝাই করে নিয়ে চলে যাওয়া হচ্ছে রাইস মিলে ভাঙানোর জন্য। রাইস মিল কর্তৃপক্ষই এই কাজ করছে। ধান নিয়ে যাওয়ার পরিবহণ খরচ তাদের দিচ্ছে খাদ্য দপ্তর।

Bengal Govt to revive Darjeeling as an education hub

The Bengal Government has decided to revive the lost glory of Darjeeling as an education hub. Gorkhaland Territorial Administration (GTA) is working hand-in-hand with the government on this venture.

New schools and colleges are being built in the district. Fifty-six new school buildings – 20 primary schools and 36 upper primary – are being constructed in Darjeeling district at a cost of Rs 26.48 crore. Forty-three more school buildings will be built by the State Government.

Two colleges are coming up in Siliguri sub-division within the new academic session – a Hindi-medium college at Hatighisha in Naxalbari block and another one in Ghoshpukur. Two industrial training centres (ITI) are also coming up in Siliguri sub-division, which will equip youths for the future with proper training.

The schools will come up in far-flung areas, from where students have to walk long distances to reach schools.

Incidentally, the State Government has plans to develop the town of Kurseong as an education hub. A campus of Presidency University will be opened there, along with a medical college. For proper development in all respects, Chief Minister Mamata Banerjee had last year made Kurseong a separate district.

 

দার্জিলিঙে শিক্ষার প্রসারে উদ্যোগী রাজ্য

দার্জিলিঙে শিক্ষার প্রসারে উদ্যোগী রাজ্য, পাশে জিটিএ। অনেক নতুন স্কুল ও কলেজ তৈরী করা হচ্ছে এই জেলায়।

সর্বশিক্ষা অভিযানের অধীনে জিটিএ অঞ্চলে ৫৬টি (২০টি প্রাথমিক ও ৩৬টি উচ্চ প্রাথমিক) স্কুল তৈরী করা হচ্ছে। আরও ৪৩টি স্কুল তৈরী হবে এখানে। স্কুলগুলি তৈরী হবে প্রত্যন্ত এলাকায় যাতে ছেলেমেয়েদের পড়াশোনার স্বার্থে খুব দূরে যেতে না হয়।

শিলিগুড়িতে দুটি নতুন কলেজ তৈরী করা হচ্ছে। তৈরী হচ্ছে দুটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার। নতুন শিক্ষাবর্ষে শিলিগুড়ির দুটি নতুন কলেজে পঠনপাঠন শুরু হবে। কার্শিয়াঙে ইতিমধ্যেই গড়ে উঠছে একটি শিক্ষা হাব। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটি সেন্টার ও একটি মেডিক্যাল কলেজ নির্মাণ হবে কার্শিয়াঙে।

নক্সালবাড়ি ব্লকের হাতিঘিশায় একটি হিন্দী মাধ্যম কলেজ তৈরী করা হবে। অন্য একটি কলেজ তৈরী হচ্ছে ঘোষপুকুরে। এই কলেজটির জন্য ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তর কলা ও বাণিজ্য বিভাগ চালু করার অনুমোদন দিয়েছে।

Source: Millennium Post

 

Initiatives to solve scarcity of water for agriculture in the Hills

The Bengal Government wants to solve the problem of scarcity of water for agriculture in the Hills region by implementing ‘hydro water project-zero energy’ across the region.

The GTA would also soon submit certain proposals to the State Government.

The government has already allotted Rs 10 crore to make ways for distributing water for agriculture in the region. Among the measures being undertaken is the digging of ponds, which is part of the ‘Jal Dharo Jal Bharo’ scheme.

The ‘Jal Dharo Jal Bharo’ scheme is also being utilised for micro-irrigation in the Hills.

 

পাহাড়ে সেচের জলের সমস্যা মেটাতে উদ্যোগ রাজ্যের

দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ‘হাইড্রোওয়াটার প্রোজেক্ট-জিরো এনার্জি’ গঠন করে পাহাড় জুড়ে সেচের জলের সমস্যা মেটাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। বিকল্প উপায়ে কীভাবে পাহাড়ে সেচের জল পৌঁছে দেওয়া যায় তার জন্য জিটিএ’র কাছে রাজ্যের তরফে প্রস্তাব চাওয়া হয়েছে। পাহাড়ে চাষের জল নিয়ে প্রয়োজনীয় প্রস্তাব তারা খুব শীঘ্রই রাজ্যের কাছে জমা দিতে চলেছে।

ইতিমধ্যেই চাষের জলের পর্যাপ্ত জোগানের জন্য রাজ্যের তরফে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে তরাই অঞ্চলে যেখানে সম্ভব সেখানে ছোট করে পুকুর কেটে তার মাধমেও এলাকায় জলের যোগান বাড়াতে উদ্যোগ নিচ্ছে জলসম্পদ উন্নয়ন দপ্তর।

সম্প্রতি হুগলী জেলার প্রশাসনিক বৈঠকে জল ধরো জল ভরো প্রকল্পের খোঁজ নেওয়ার প্রসঙ্গে পাহাড়ের জলের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে ক্ষুদ্র সেচে জলের পর্যাপ্ত জোগানের লক্ষ্যে জল ধরো জল ভরো প্রকল্পের প্রসার নিয়ে জিটিএর সদস্যদের সঙ্গে জল সম্পদ দপ্তরের আধিকারিকদের বৈঠক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।