Bengal Govt takes up plans for infrastructural development of the Sundarbans

The Sunderbans Affairs department has taken up a number of projects with the help of Rs 300 crore funds sanctioned by the government to spruce up the infrastructure of Sunderban. The plans include setting up more brick paved roads, culverts and bridges, further developing mangrove plantation and improving agriculture and fisheries activities.

The objective is to spruce up the infrastructure as well as improving the livelihood of the local people by imparting skill development programme.

Apart from improving road connectivity including setting up cement concrete roads and bituminous roads, the authorities are also working on skill development for the local dwellers to improve their livelihood.

 

সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ রাজ্য সরকারের

সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের জন্য সুন্দরবন উন্নয়ন বিভাগ ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেছে। পাকা ইটের রাস্তা, কালভার্ট এবং সেতু স্থাপনের সঙ্গে সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য, কৃষি ও মাছ চাষের অগ্রগতির পরিকল্পনাও রয়েছে।

উদ্দেশ্য হল পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন।

সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতকরার জন্য সিমেন্টের কংক্রিটের রাস্তা, পিচের রাস্তা তৈরী করা হয়েছে। এছাড়া স্থানীয় লকেদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

 

Chief Minister Mamata Banerjee to honour successful Kanyashrees

In August, when the Kanyashree Dibas (Kanyashree Day) celebrations for this year would be taking place (Kanyashree Dibas falls on August 14), Bengal Chief Minister is going to hand over awards to successful Kanyashrees, that is, Kanyashree beneficiaries – to those who have achieved success in their studies as well as below-18 beneficiaries who have stood on their feet by learning some skill.

The Kanyashree Scheme of the Bengal Government has been an unqualified success. Begun in October 2014 on the personal initiative of Chief Minister Mamata Banerjee, it has achieved to a large extent its main aims – encourage and enable education of girl children, prevent child marriage and trafficking of women through the awareness generated by education, and through the financial support for their education, enable girl children, especially those from poor families, to achieve self-sufficiency, self-awareness and self-confidence.

Kanyashree has encouraged girl children to stand up against their being married off against their will, to the extent of even having their parents arrested in some extreme cases. These social and educational successes have brought Kanyashree Scheme international fame too: the United Nations has earmarked the scheme as an international role model.

As per the scheme, girl children from the ages of 13 to 18 get Rs 750 per month to enable them to continue with their studies. Moreover, after crossing 18 and before reaching 19, Rs 25,000 is deposited into the accounts of girl children, to be used for further studies or as expenses towards their marriage. However, there is a rider: if the girl is married off before 18 years of age, the Rs 25,000 is not given. Thus this encourages the beneficiaries to continue their studies and marry at the right time.

The scheme is on course to achieve a new high-water mark soon – 40 lakh beneficiaries. With 39,22,650 enrolments, that’s now a given. This target, to be achieved within three years, was set at the outset of the scheme by Chief Minister Mamata Banerjee. Along with almost 40 lakh beneficiaries, there are 90 lakh applicants too.

 

 

সফল ‘কনাশ্রী’ দের পুরস্কৃত করবে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী’র সেরা কন্যাদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামী ১১ আগস্ট শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভালো কাজের ভিত্তিতে ওই সংবর্ধনা দেওয়া হবে।ভালো কাজের জন্য সেরা কন্যাদের সম্মানিত করে উৎসাহিত করতে চান মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত ৩৯ লক্ষ ২২ হাজার ৬৫০ জনের নাম কন্যাশ্রী প্রকল্পে নথিভুক্ত হয়েছে।

২০১৩-১৪ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল, বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের পড়াশুনো চালিয়ে যাওয়ায় উৎসাহ দেওয়া – তাই মেয়েদের জন্য স্কলারশিপ চালু করেন। কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর বাল্যবিবাহ রোধে রাজ্যে অনেকটাই সাফল্য মিলেছে। তবে পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিশোরী বা যুবতীদের শুধুমাত্র আর্থিক স্কলারশিপই নয়, প্রশিক্ষণও দেওয়া হবে। এ ব্যাপারে কারিগরি দপ্তরের সঙ্গেও কথাবার্তা চলছে।

কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই শুধু কেন্দ্রীয় সরকারের তরফেই নয়, বিদেশ থেকেও সমাদৃত হয়েছে। ইউনেস্কো’র তরফে পুরস্কৃত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারও পশ্চিমবঙ্গের এই প্রকল্পকে অনুসরণ করে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছে।

কন্যাশ্রী প্রকল্পের অম্তর্গত পড়ুয়াদের মধ্যে যারা অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন তাদের বার্ষিক ৭৫০ টাকা করে দেওয়া হয় আর বয়স ১৮ বছর বয়সের পর এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

Bengal Govt takes initiative to make urban population aware of organic farming 

A unique initiative has been taken to set up a model rooftop organic farming facility at Bidhan Sishu Udyan in Ultadanga, where the state Agriculture department recently organised a three-day Jaibo Krishi Mela.

If everything goes as planned, then students from different schools and colleges will be brought to have a look at rooftop farming at Bidhan Sishu Udayan where organic farming will be carried out with technical support of the state Agriculture department.

It is learnt that organic farming will be carried out on a terrace of around 4,000 square feet of one of the buildings of the organisation at Ultadanga. The preliminary work to initiate the project has started and the final round of the task would be started soon. Around 10 to 12 farmers, who have sound knowledge about organic farming, will cultivate organic vegetables on the rooftop. Since the place is located in the middle of the city, it will be easier to attract people to have a look and learn the “easy techniques” of organic farming.

At present, some farmers cultivate organic vegetables on around three bighas of land at the same place and on every Sunday they sell their produce. Besides selling the vegetables cultivated there, some more farmers from villages in the adjoining districts, too, visit the Sunday marker and sell their organic vegetables.

The state Fisheries department has also taken steps to initiate pisciculture using organic methods in a 22-bigha pond at the same location. Thus, people visiting the place can not only learn the ways of organic farming but also get to know how pisciculture can be done in an organic method.

This comes at the time when the state government has decided to set up a bio-laboratory at Abash in West Midnapore to promote organic farming. All sorts of tests that are necessary for organic farming can be undertaken in the proposed bio-laboratory. The step has been taken considering that the western region of the state has immense potential in growing organic crops. Moreover, the state government is taking steps to introduce policies for organic farming too.

 

নাগরিকদের শেখানো হবে জৈব চাষ

শহরবাসীকে শেখানো হবে জৈব চাষের বিভিন্ন পদ্ধতি এ ব্যাপারে উদ্যোগ নিল রাজ্য সরকার। কিছুদিন আগে কৃষি দপ্তর উল্টোডাঙ্গার বিধান শিশু উদ্যানে তিন দিন ব্যাপী জৈব কৃষি মেলার আয়োজন করেন। এখানে একটি কৃত্রিম ছাদ তৈরি করে চাষের বিভিন্ন পদ্ধতি দেখানো হবে।

স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের এখানে আনা হবে জৈব চাষের পদ্ধতি শেখাতে। আর এসব কর্মসূচিতে সহায়তা করবে কৃষি দপ্তর।

জানা গেছে উল্টোডাঙ্গার একটি বাড়িতে ৪০০০ বর্গফুটের একটি ছাদে এই জৈব চাষ করা হবে। এই প্রকল্পের প্রয়োজনীয় প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। ১০/১২ জন অভিজ্ঞ জৈব চাষি এই ছাদে চাষ করবেন। যেহেতু এই জায়গাটি শহরের মাঝখানে, এখানে প্রচুর মানুষ আসতে পারবেন ও জৈব চাষের সহজ পদ্ধতি শিখতে পারবেন।

এই মুহূর্তে ওর কাছাকাছি একটি জায়গায় কিছু চাষি তিন বিঘা জমিতে জৈব চাষ করেন ও তাদের ফসল রবিবার বিক্রয় করেন। পাশাপাশি কিছু গ্রামীণ চাষিরাও জৈব পদ্ধতিতে চাষ করেন ও রবিবার শহরে আসেন তাঁদের আনাজ বিক্রয় করতে।ওখানে ২২ বিঘা একটি পুকুরে রাজ্য মৎস্য দপ্তর জৈব পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছে। জৈব পদ্ধতিতে শুধু আনাজ চাষ নয়, মৎস্য চাষও শিখতে পারবেন।

পাশাপাশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম মেদিনীপুরের আবাস-এ একটি জৈব ল্যাবোরাটরি তৈরি করার। জৈব চাষে প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করা যাবে ওখানে। রাজ্যের পশ্চিমাঞ্চলে জৈব চাষের বিশাল সম্ভাবনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, রাজ্য সরকার জৈব চাষের জন্য নতুন নীতি বানানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

 

 

Bengal Govt to induct Mid-Day Meal volunteers to ensure proper food supply in schools

Bengal government has taken an initiative to induct midday meal volunteers, who would ensure that food items sent by the state government to schools for midday meals, reaches the intended beneficiaries.

Partha Chatterjee, the state Education minister, said: “Following the direction of Chief Minister Mamata Banerjee, a new initiative has been launched to engage midday meal volunteers.” The main task of the volunteers would be to keep a watch and ensure that the food items allocated by the state government reaches the beneficiaries.

Each of the volunteers would be responsible for keeping track of the situation in a certain number of schools in an area. They will also be filing reports to the concerned authority. With volunteers keeping tabs on schools on a daily basis, the children will get the proper food that the government had allocated for them and stringent steps will be taken if the volunteers find that the task has not been properly executed.

The Minister said he has received complaints that rice and eggs sent for midday meals are not reaching the students. The volunteers will be visiting the schools and will make sure that midday meals are served to the students in proper quantity and quality. There have been allegations that the rice sent to schools by the government for midday meals is not being given to the students. Some food items allocated to schools under the scheme also get sold in the market or are replaced with inferior quality products.

The state government had also asked the District Magistrates to visit schools to check whether midday meals are served to students in proper quantity and quality.

 

মিড ডে মিল: কাজকর্ম দেখভালে স্বেচ্ছাসেবক নিয়োগ করবে রাজ্য

গ্রিন পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের মতো মিড ডে মিলের কাজকর্ম পরিদর্শন করার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করবে রাজ্য। মঙ্গলবার সংবাদমাধ্যমে একথাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, মিড ডে মিল নিয়ে বহু অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে। বরাদ্দ চাল বা ডিম না দিয়ে অন্য কাজে ব্যবহার করা সহ অভিযোগের ধরন বিভিন্ন রকম বলে পার্থবাবু জানান। ডিআই, এসআইদের মিড ডে মিলের পরিস্থিতি পরিদর্শনের দায়িত্ব দেওয়া রয়েছে।

পাশাপাশি, এই স্বেচ্ছাসেবকরাও এবার থেকে পরিদর্শনের কাজে সাহায্য করবেন। তবে, কীভাবে এঁদের নিয়োগ করা হবে, এ বিষয়ে এখনই কিছু বলেননি শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, মিড ডে মিলের কাজকর্ম পরিদর্শন করার জন্য টাস্ক ফোর্স ইতিমধ্যেই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্যজুড়ে মিড ডে মিল নিয়ে অভিযোগের শেষ নেই।

কিছুদিন আগে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল, দিনের দিন মিড ডে মিলের যাবতীয় হিসাব এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে। প্রধান শিক্ষকরাই শিক্ষাদপ্তরের একটি নির্দিষ্ট নম্বরে তা পাঠাবেন। কিন্তু তা সত্ত্বেও কারচুপি বন্ধ হয়নি। বেশি ছাত্রছাত্রী দেখিয়ে মিড ডে মিলের বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠছে বহু জায়গা থেকেই।

 

Bengal Govt’s Pulse Seeds Hub comes up at Bidhan Chandra Krishi Viswavidyalaya

A Pulse Seeds Hub has been set up at Bidhan Chandra Krishi Viswavidyalaya in Nadia district by the Bengal Government, aimed at ensuring steady supply of higher grade pulse varieties for the farmers of the State.

The hub has been set up at the farms of the university.

Six varieties of pulses – moong, kalai, masoor, chana, matar and arhar – for growing in the pre-kharif, kharif and rabi seasons would be available at the hub.

Sowing seeds of the superior varieties from the hub would lead to significant improvement in the amount and the varieties of pulses produced, and consequently, in income for farmers. Additionally, whenever required, the farmers would also get technical guidance from the scientists of the university.

 

 

রাজ্যে তৈরী হল ডালশস্য বীজ হাব

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে ডালশস্য বীজ হাব। বিশ্ববিদ্যালয়ের খামারগুলিতেই গড়ে তোলা হয়েছে এই হাব।

এর মূল উদ্দেশ্য হল  চাষিদের হাতে ন্যায্য মূল্যে উন্নতমানের ডালশস্য বীজ তুলে দেওয়া। রাজ্যে বিপুল পরিমাণ ডালের ঘাটতি পূরণ করার জন্যই এই সিদ্ধান্ত।

প্রাক খরিফ, খরিফ ও রবিতে এই বীজ উৎপাদনের কাজ চলছে। যেসব ডালের বীজগুলি এখান থেকে পাওয়া যাবে সেগুলি হল – মুগ, কলাই, মুসুরি, ছোলা, মটর ও অড়হর।

এই বীজ নিয়ে চাষ করলে চাষিরা যেমন আর্থিক দিক থেকে লাভবান হবে তেমনই অধিক ফলনশীল জাতের ডালচাষের ফলে উৎপাদনও বাড়বে। প্রয়োজনে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানীদের পরামর্শও পাবেন তারা।

 

Pathadisha app to have realtime location of state-run buses plying to tourist spots

Real-time location of the state-run buses plying from the city to tourist spots, including some religious places in adjoining districts, will be soon made available in Pathadisha App. If everything goes as planned, then in another four months the information will be available in the app.

The state Transport department has introduced the app in the mid of March to help commuters get information on the real time location of state-run buses. With inclusion of all the buses run by WBTC, the realtime location of those plying in adjacent districts including Howrah, Hooghly, Nadia, North and South 24 Parganas will be available in the app.

Buses connecting tourist spots in South Bengal districts including Digha in East Midnapore and Gadiara in Howrah will be included in the app. Moreover, real time location of the buses plying between the city and religious places including Mayapur, Aathpur, Jayrambati, Kamarpukur, Furfura Sharif and Belur Math will also be made available in the app. At present information about some of the buses connecting Dakshineswar Kali Temple with the city and other places have already been made available in the app.

All steps are being taken to complete the task within the next four months.

 

পথদিশা অ্যাপে এবার মিলবে পর্যটন কেন্দ্রের বাসের হদিস

 

রাজ্য সরকারের যে সব বাস শহর থেকে বিভিন্ন জেলার দর্শনীয় ও ধার্মিক স্থানে যাত্রীদের নিয়ে যায়, সেগুলির অবস্থান খুব শীঘ্রই জানা যাবে পথদিশা অ্যাপের মাধ্যমে।

এ বছরের মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর এই অ্যাপটি চালু করে। এর মাধ্যমে সরকারি বাসগুলির জিপিএস লোকেশন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

খুব শীঘ্রই যে সব বাস কলকাতা থেকে হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা যায় সেগুলোর সঠিক অবস্থানও জানা যাবে।পূর্ব মেদিনীপুরের দিঘা, হাওড়া জেলার গাদিয়াড়ায় যে সব সরকারি বাস যায় সেগুলোও অন্তরভুক্ত হবে এই অ্যাপে।

এ ছাড়া মায়াপুর, আঠপুর, জয়রামবাটি, কামারপুকুর, বেলুড় মঠ, ফুরফুরা শরীফ-এই সকল ধার্মিক স্থানে যে সকল বাস যায় তাদের অবস্থানও জানা যাবে। এই মুহূর্তে দক্ষিনেশ্বর কালিবাড়িতে কলকাতা ও অন্যান্য জেলা থেকে যে সকল বাস আসে তাদের অবস্থান এই অ্যাপে জানা যায়।

আগামী চার মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

Bengal Govt to set up NSOU unit in Jalpaiguri

The Bengal government has decided to set up a unit of Netaji Subhas Open University (NSOU) in Jalpaiguri to cater to large number of the students in various districts in north Bengal.

State Finance Minister Dr Amit Mitra announced that a branch of the NSOU will soon be opened in north Bengal which will help the students there.

The state government is taking proactive steps to ensure that the new branch of the NSOU is opened as early as possible. The step was taken by the government keeping in the mind that large number of students from various parts of north Bengal seek higher studies and apply in other branches of the university.

 

জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা গড়বে রাজ্য সরকার

উত্তর বঙ্গের বিভিন্ন জেলার ছাত্র ছাত্রীদের জন্য জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এ কথা ঘোষণা করেন।

এই শাখাটি যথা সম্ভব তাড়াতাড়ি খোলার চেষ্টা করছে রাজ্য সরকার। এই পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হল উত্তর বঙ্গের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক উৎসাহী ছাত্র ছাত্রী অন্যান্য জেলায় পড়ার জন্য আবেদন করছে।

 

Bengal Govt initiates steps to ensure water supply till ‘tail end’

The state Irrigation and Waterways department has initiated taking all necessary steps to ensure supply of water till the “tail end” of Purulia district for cultivation of crops. The state Irrigation department has decided to bring in 35,000 acre of agricultural land in Purulia, which is a drought-prone district, under the irrigation project.

In a bid to make this huge challenge of providing water to this drought-prone district a reality, the state Irrigation and Waterways department has decided to carry out different projects worth Rs 30 crore this year. It includes the crucial task of restoration of canals. At the same time, the embankments of different canals will also be repaired.

It may be mentioned that once Purulia used to suffer immensely as agriculture was almost impossible due to lack of water. The scenario has changed a lot with several steps being taken in the past five-and-a-half years after the change of guard took place in the state. Now, the present government is aiming supply of water to each and every part of the district.

The Irrigation and Waterways department has already created 89 check dams only in Bankura and the work to construct another eight is going on in full swing.  It may be mentioned that the state government has brought in more 3 lakh acre of agricultural land under the irrigation programme in the current fiscal and as a result there was no shortage of water either for Rabi or Boro crops. Moreover, one lakh out of the three lakh acre comes under Jangalmahal area.

 

রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও জল সরবরাহ করার উদ্যোগ নিল রাজ্য সরকার

পুরুলিয়া জেলার মত প্রত্যন্ত অঞ্চলেও যাতে পর্যাপ্ত জলের জোগান দিয়ে চাষবাস করা যায়, তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে রাজ্যের সেচ ও জলপথ দপ্তর। পুরুলিয়া জেলার ৩৫,০০০ একর চাষের জমিকে এই সেচ প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে ওই দপ্তর।

পুরুলিয়ার মত খরা প্রবণ অঞ্চলে জল পৌঁছে দেওয়া খুব কঠিন কাজ। তাই, সেচ ও জলপথ দপ্তর ৩০ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, খাল সংস্কার, খালগুলির বাঁধ মেরামত করা, ইত্যাদি।

উল্লেক্ষ্য, সাড়ে পাঁচ বছর আগে জলের অভাবের জন্য পুরুলিয়ায় চাষবাস ছিল প্রায় অসম্ভব। কিন্তু ২০১১ সালে পরিবর্তনের পর রাজ্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেচ ও জলপথ দপ্তর শুধু বাঁকুড়া জেলাতেই ৮৯ টি চেক ড্যাম তৈরি করেছে; আরও ৮ টি তৈরীর কাজ জোর কদমে চলছে।

রাজ্য সরকার চলতি আর্থিক বর্ষে ৩ লক্ষ একর জমিকে সেচ প্রকল্পের আওতায় নিয়ে এসেছে। এর ফলে রবি ও বোরো চাষের জন্য জলের অভাব হবে না। এই তিন লক্ষ একর জমির মধ্যে এক লক্ষ একর জমি জঙ্গলমহলে।