Financial assistance to be given by State Govt for mountaineering & adventure sports

The Bengal Government, in order to enthuse more people, especially the youth, to participate in mountaineering and adventure sports, has announced an increase in financial assistance to those who will participate in expeditions to peaks more than 8,000 metre high.

This was announced by the Youth Services and Sports Minister at a function recently, where leading mountaineers of the state were awarded the Radhanath Sikdar-Tenzing Norgay Adventure Award and the Chhanda Gayen Bravery Award.

The financial assistance will be increased to Rs 7.5 lakh, from Rs 5 lakh. It may be mentioned that Rs 25,000 is given annually to more than 50 mountaineering and adventure sports club in the state.

The minister further said that awareness about mountaineering and adventure sports need to be created among schoolchildren, and the mountaineering and adventure sports clubs also have to play a major role in this connection.

Source: Millennium Post

পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার

বাংলা থেকে আরও বেশী সংখ্যক মানুষকে, বিশেষ করে যুবদের, পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যাপারে আগ্রহী করে তুলতে আর্থিক সহায়তার মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সহায়তা তারাই পাবেন যারা ৮০০০ মিটার উচ্চতার ওপরে অভিযানে অংশ নেবে।

রাধানাথ শিকদার, তেঞ্জিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড এবং ছন্দা গায়েন ব্রেভারি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যুব কল্যাণ তথা ক্রীড়া মন্ত্রী একথা জানান।

এই আর্থিক সহায়তার পরিমাণ ৫ লক্ষ থেকে এক ধাক্কায় বাড়িয়ে ৭.৫ লক্ষ করা হবে। প্রসঙ্গত, রাজ্যের ৫০টিরও বেশী পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবকে বার্ষিক ২৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়।

মন্ত্রী বলেন, স্কুল পড়ুয়াদের মধ্যেও পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যাপারে সচেতনতা বাড়ানো হবে ও তাদের উৎসাহিত করা হবে। পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবগুলোকেও এবিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

State Govt to start operating 300 new buses

The Bengal Government has decided to put into service 300 new buses, including electric buses, from December 1.

The service will start in phases. Both AC and non-AC buses are among the 300. The buses will be operated by all the three government-run transport companies – West Bengal Transport Corporation, North Bengal State Transport Corporation and South Bengal State Transport Corporation.

In the first phase, electric buses in Rajarhat and New Town and 156 other buses – on 156 routes, in both rural and urban areas – will start operating.

Among the 156 routes are eight new routes formulated by the Transport Department between Darjeeling and Mirik. This would give a major push to the transport infrastructure in the Hills region. These routes have been created considering the demand and needs of people residing there, according to the State Transport Minister.

Another initiative is to run mini buses on the Bardhaman- Durgapur-Asansol route. Other routes have been conceived taking into consideration connecting tourist spots of the state, among them being Motijheel, Hazarduari and Darjeeling.

 

৩০০টি নতুন বাস চালাবে রাজ্য সরকার

আগামী পয়লা ডিসেম্বর থেকে নতুন ৩০০টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে থাকবে এসি, নন এসি, ইলেকট্রিক বাসও।এই পরিষেবা পর্যায়ক্রমে চালু হবে।

রাজ্য সরকারের তিনটি পরিবহণ সংস্থা – পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা – এই বাসগুলি চালাবে।

প্রথম পর্যায়ে রাজারহাট ও নিউটাউনে ইলেকট্রিক বাস পরিষেবা চালু হবে। সাথে শহরাঞ্চল ও গ্রামবাংলার ১৫৬ টি রুটে আরও ১৫৬ টি বাস চলবে।

এই ১৫৬ টি নতুন রুটে রয়েছে দার্জিলিং ও মিরিক-এর ৮ টি রুট যার ফলে পাহাড়ে পরিবহণ ব্যবস্থা উন্নত হবে। এই রুটগুলি ওখানকার স্থানীয় মানুষদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্ধমান-দুর্গাপুর-আসানসোল রুটে মিনি বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।অন্য রুটগুলি তৈরি করা হয়েছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির কথা মাথায় রেখে।

Source: The Statesman

 

Correctional home inmates to organise Deepavali Mela on the occasion of Diwali

The Bengal Correctional Administration Department would be organising a unique festival today called Deepavali Mela, named so because it is being held on the occasion of Diwali.

The uniqueness arises from the fact that all the participants of the fair are inmates of correctional homes of Bengal, and the location is a correctional home too – Alipore Central Correctional Home (ACCH). It is to be held from 11 am to 7 pm and is open to everyone.

There are two aspects to the festival – a food festival and another selling various products. The chefs for the food festival are the inmates of Alipore Central Correctional Home (AACH). The other products to be sold have been made by the inmates of Alipore, Presidency and Dum Dum Correctional Homes and Alipore Women Correctional Home.

This is another of the numerous efforts that the department has been making to bring about a better atmosphere inside the correctional homes of the state.

In this connection, it needs to be mentioned that the government had, last June, organised a Kara Utsav at Rabindra Sadan in Kolkata.

 

দীপাবলিতে বন্দীদের আয়োজনে উৎসব

আজ সংশোধন প্রশাসন দপ্তরের উদ্যোগে আয়োজিত হবে অভিনব ‘দীপাবলি মেলা’।

এই মেলার স্টলগুলিতে থাকবেন রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের বন্দীরা। এই উৎসবটি অনুষ্ঠিতও হবে আলিপুর সংশোধনাগারে। অনুষ্ঠানটি চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এই অনুষ্ঠানে একদিকে যেমন অনুষ্ঠিত হবে খাদ্য উৎসব, অন্যদিকে তেমনই থাকবে বন্দীদের তৈরি নানারকম জিনিস কেনার সুযোগ।

প্রসঙ্গত, এই বছর জুন মাসে রাজ্য সরকার রবীন্দ্র সদনে কারা উৎসবের আয়োজন করে।

Source: Millennium Post

State Govt to inaugurate Khelashree Scheme through distribution of footballs

The Youth Affairs and Sports Department of the Bengal Government has instituted the Khelashree Scheme to encourage sporting activities. This is yet another developmental initiative by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.

As per the scheme, schools, colleges and clubs of the state would be given five footballs each. Madhyamik and Higher Secondary schools, High Madrasahs, colleges, universities, all clubs from the first to the fifth divisions of the Kolkata League as well as all clubs and sports institutions which have been getting annual financial aids from the State Government would get these footballs.

The footballs would be distributed during a programme to be organised on October 9 and 10. To drive awareness about this scheme and the programme, On October 7, colourful processions would be taken out in all the districts.

খেলাশ্রী প্রকল্পে ফুটবল বিতরণ করবে রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে চালু হয়েছে ‘খেলাশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে আরও এক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্যের সব স্কুল ও ক্লাবগুলিকে ৫ টি করে ফুটবল প্রদান করা হবে। যেমন – মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, হাই মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলকাতা লিগের ১ম ডিভিশন থেকে ৫ম ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাব এবং ২০১১ সাল থেকে অনুদানপ্রাপ্ত সব ক্লাব ও সংগঠন।

আগামী ৯ ও ১০ অক্টোবর একটি অনুষ্ঠানে এই ফুটবল বিতরণ করা হবে। এই উপলক্ষে ৭ অক্টোবর প্রতিটি জেলায় কেন্দ্রীয় ভাবে বর্ণাঢ্য পদযাত্রা আয়োজিত হবে। ২০১১ সাল থেকে খেলাধুলার উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণের লক্ষ্যে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ক্লাব ও সংগঠনগুলিকে অনুদান দেয়।

Source: Sangbad Pratidin

 

Bengal Govt opens fair price fish shops

After the huge success of the fair price medicine stores, the Bengal Government has now opened fair price fish shops. With the eternal demand for fish among Bengalis and the fluctuating prices of the non-vegetarian staple, these outlets are expected to be another major success.Favourites like

Favourites like hilsa, bhetki, pabda, prawns, among other varieties, are available at the shops. The fish here are both fresh and reasonably priced. On an average, they are Rs 30 to 40 less per kg than the market prices.

The fair price stalls have been opened at Bidhannagar, Karunamayee, Captain Bheri, Chinar Park, AJ Block (Salt Lake), Entally and Jadavpur. Additionally, there are 21 mobile stalls. After Kolkata, such stalls have been opened in Shantiniketan, Siliguri, Digha, Memari and Frasergunj.

 

ন্যায্য মূল্যের মাছের দোকান – রাজ্য সরকারের নতুন উদ্যোগ

বাঙালির রসনাকে তৃপ্ত করতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘ন্যায্য মূল্যের মাছের দোকান’। ইতিমধ্যেই জীবনদায়ী ওষুধ সঠিক দামে কেনার জন্য রাজ্য সরকারের উদ্যোগে সরকারি হাসপাতালগুলিতে তৈরি করা হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখান থেকে বাজারের চেয়ে কম দামে ওষুধ কিনে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। এই সকল উদ্যোগগুলির বিপুল সাফল্য দেখে এবং সাধারণ মানুষকে নানা রকম মাছের আস্বাদ ফিরিয়ে দেওয়ার জন্যই এবার রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ।

শহরের জায়গায় থাকবে স্টল। সদ্য ধরা ইলিশ, পাব্দা, ভেটকি, চিংড়ি ইত্যাদি ঘুরবে ভ্রাম্যমাণ গাড়িতে। চলতি বাজার দরের চেয়ে কম দাম ও টাটকা।

রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে বাজারের চেয়ে কেজিতে অন্তত ৩০-৪০ টাকা কম দরে মাহ পাওয়া যাচ্ছে। বিধাননগর, করুণাময়ী, ক্যাপ্টেন ভেড়ি, চিনার পার্ক, এজে ব্লক, এনটালি বাজার, যাদবপুরেও এই মাছের স্টল খোলা হয়েছে। তাছাড়াও ২১ টি ভ্রাম্যমাণ স্টলেও থাকবে টাটকা মাছ। কলকাতা ছাড়াও শান্তিনিকেতন, দিঘা, শিলিগুড়ি, মেমারি ও ফ্রেজারগঞ্জেও শুরু হয়েছে এই রকম স্টল।

Source: Dainik Jugashankha

 

Ham Radio

Govt initiatives to increase production of koi, tangra, bata and other tasty fish

Fish like singhi, magur, tangra, bata and koi lay eggs in freshwater lakes and rivers during the rainy season, and these tasty species also happen to be some of the favourites among Bengalis.

However, many fishermen illegally use mosquito nets to catch fish, and in the process also snare the eggs in the nets. Unable to hatch, fish production gets hampered.

Secondly, during the rainy season, pesticides used in paddy fields flow with the water to these freshwater areas. This also kills many hatchlings and destroys eggs.

The insecticides also kill certain microorganisms which form a primary food source for the fish. Lack of this food causes the fish to develop diseases. Fish production gets affected for this reason too.

To normalise as well as increase the production of fish, the Bengal Fisheries Department is releasing hatchlings in the water bodies across the State during this rainy season. Alongside this, awareness programmes are being conducted to tell people about the ill-effects of using mosquito nets to catch fish, and also about the negative effects of pesticides overuse.

The increased, healthy production of these natural inhabitants of freshwater bodies will also help in preserving the ecological balance of the State.

Source: Bartaman

দেশি কই, শিঙি-মাগুর, ট্যাংরা, বাটা মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার

যে জলাশয়ে কল জল থাকে, সেখানে দেশি কই, শিঙি-মাগুর, ট্যাংরা, বাটা মাছ বর্ষায় ডিম পাড়ে। কিন্তু সচেতনতার অভাবে অবাধে মশারি জাতীয় নেট ব্যাবহার করে মাছ ধরা হয়। এর ফলে সমস্ত ডিম নষ্ট হয়ে যাচ্ছে।

দ্বিতীয়ত, ধান চাষ এবং অন্যান্য সবজি চাষের জমিতে রাসায়নিকের ব্যাবহার বেড়েছে। বর্ষার সময় জমির জল গিয়ে পড়ছে ওইসব জলাশয়ে। এতে এই সকল প্রাকৃতিক মাছের ‘ব্রিডিং গ্রাউন্ডের’ ক্ষতি হচ্ছে। তাছাড়া, এই রাসায়নিকের প্রভাবে ডিম এবং ডিমপোনার মৃত্যু হচ্ছে। আগে ধানচাষের জমিতেও এই ধরনের মাছের জন্ম হত।

তৃতীয়ত, জলাশয়ে এক ধরনের জলজ জীব এবং উদ্ভিদ তৈরি হয়। এই মাছেদের ওটাই প্রধান খাবার। কিন্তু, রাসায়নিকের জেরে সেই সকলও তৈরি হচ্ছে না। এতে, খাদ্য সঙ্কট দিচ্ছে।

পাশাপাশি মাছের গায়ে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। তার জেরেই মৃত্যু হচ্ছে ডিমপোনার। চতুর্থত, এখন মাছ ধরার কৌশল আধুনিক হয়েছে। কোনও মাছই নেট ভেদ করে বের হতে পারে না। ফলে, এই মাছের ডিমপোনাও নষ্ট হয়ে যাচ্ছে।

এইসকল সচেতনতার অভাবেই হারিয়ে যেতে বসেছে বাংলার দেশি কই, শিঙি-মাগুর, ট্যাংরা, বাটা মাছ। এই ধরনের মাছ বাঁচিয়ে রাখতে রাজ্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে চলতি বর্ষায় প্রতিটি জেলায় এই দেশীয় প্রাকৃতিক জলের মাছের ডিমপোনা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মকাণ্ডে সাধারন মানুষকেও উৎসাহিত করার পাশাপাশি রাজ্যজুড়ে প্রচার অভিযানও শুরু হয়েছে। চলছে সচেতনতা অভিযানও।

মৎস্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, আগে এই দেশীয় প্রাকৃতিক মাছের কদর ছিল না, ফলে দামও কম ছিল। কিন্তু, এখন উৎপাদনের পরিমাণ কমে যাওয়ায় চাহিদা ও দাম দুই বেড়েছে। রুই, কাতলা, মৃগেল ছাড়াও কই, মাগুর, ট্যাংরা, শিঙি, বাটা প্রভৃতি দেশীয় প্রাকৃতিক মাছের ডিমপোনাও ছাড়া হয়েছে এবার। এই ধরনের মাছ জলাশয়ের বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

Bengal Govt introduces ‘Matir Katha’ app for farmers

The Bengal Government has introduced the ‘Matir Katha – Krishoker Katha’ app for the benefit of the State’s farmers. Through this app, all important farming-related information would be available at the tips of farmers’ fingers, literally. The app is available through Google Play Store.

Information relating to crop problems, natural calamities, government schemes, farmers’ registration with the Department of Agriculture and contact details of block Agriculture Department offices are available in the app.

The app also contains the toll-free number where farmers can call and talk to experts, and register their complaints as well. The number is 18001031100.

The app contains the link to the website of Matir Katha.

 

CLICK HERE TO DOWNLOAD THE APP

 

 

এবার কৃষকদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন “মাটির কথা” আনল রাজ্য সরকার

কৃষকদের সহায়তায় “মাটির কথা” অ্যাপ্লিকেশন তৈরি করল রাজ্য সরকার। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কৃষকরা সরাসরি যাবতীয় কৃষি সংক্রান্ত দরকারি জিজ্ঞাস্যের উত্তর পাবেন। গুগল প্লেস্টোরে Matir Katha লিখে খুঁজলেই পাওয়া যাবে কৃষকদের সহায়তাকারী এই মোবাইল অ্যাপ্লিকেশন।

দেখে নেওয়া যাক কি কি ধরনের সহায়তা পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশনটি থেকে। এখানে পাওয়া যাবে চাষবাস সংক্রান্ত প্রশ্নের উত্তর, প্রাকৃতিক যেকোনো দুর্যোগের রিপোর্ট, সহায়তা মিলবে কৃষকের তথ্য নিবন্ধীকরণে। কৃষি দপ্তরে যোগাযোগও করা যাবে এই অ্যাপলিকেশন থেকে, সরকারি নানান প্রকল্পের বিবরণ মিলবে এখানে, আর সব কিছুতেই পাওয়া যাবে বিশেষজ্ঞদের মতামত।

এছাড়াও কৃষকদের সহায়তার জন্য খোলা হয়েছে টোল ফ্রি ফোন নম্বরও। মাটির কথা’তে সরাসরি যোগাযোগ করতে সোমবার থেকে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত যে কেউ ফোন করতে পারবেন ১৮০০ ১০৩ ১১০০ নম্বরে।

এছাড়াও আরও বিশদে জানতে কৃষকরা তাঁর নিজের নিজের ব্লকের সহ-কৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া www.matirkatha.gov.in, এই ওয়েবসাইটেও তাঁরা যেতে পারেন।

 

এই লিঙ্ক-এ গিয়ে এপ ডাউনলোড করুন

 

KMC to renovate Kalighat temple area

The precincts of Kalighat Temple, one of the major pilgrimage sites, are going to be renovated. Based on Chief Minister Mamata Banerjee’s instructions, the Kolkata Municipal Corporation (KMC) will be undertaking this work soon. KMC will keep in mind the basic structure of the heritage temple, which will remain unchanged while the renovation work is carried out.

This was decided during a meeting held recently at Nabanna. At a press conference following the meeting, the Chief Minister said, “KMC has been asked to present detailed project reports on various aspects of the renovation work to the State Government by August 31. After that, further meetings would be held to finalise the work”.

The proposed improvements include widening of the entry and exit roads to the temple and the building of multiple entry gates. The shops around the temple would also be given a new look. The KMC project reports for the renovation would take into account the work carried out at the Dakshineswar Temple by the State Government. 

A lot of tourists and pilgrims from the country and abroad visit the Kalighat Temple, especially on Puja days and festivals. Hence, the State Government’s decision for an elaborate revamp the temple premises.

 

কালীঘাট মন্দির চত্বরের সংস্কার করবে কলকাতা পুরসভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার কালীঘাট মন্দির চত্বরের সংস্কার করবে কলকাতা পুরসভা। এই নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ।

কালীঘাট মন্দিরের মূল কাঠামো বজায় রেখেই সংস্কার করবে কলকাতা পুরসভা। সেই কাজ ঠিক করতে কলকাতা পুরসভাকে একাধিক প্রকল্প রিপোর্ট তৈরী করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৩১ আগস্টের মধ্যে কলকাতা পুরসভাকে ওই রিপোর্ট সরকারকে জমা দিতে বলা হয়েছে। তার পরে ফের বৈঠক ডেকে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

মন্দির চত্বরে ঢোকা ও বেরোনোর রাস্তা প্রশস্ত করা হবে। দক্ষিণেশ্বরের কথা মাথায় রেখে কলকাতা পুরসভা উন্নয়নের রূপরেখা তৈরী করবে। একাধিক প্রবেশদ্বার তৈরী করা হবে। দোকানগুলিকেও সাজানো হবে। সবটাই নির্ভর করবে পুরসভার নকশার উপরে।

দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে আসেন। তাই এই চত্বর সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

 

State Govt setting up Yatri Niwas in govt hospitals

The State Government is setting up rest houses named Yatri Niwas for those accompanying patients admitted to State Government hospitals.

The plan is to provide every district, sub-divisional, medical college and super-specialty hospital of the State Government with a Yatri Niwas within the next three years.

Such rest houses have already been built at NRS Medical College Hospital, Medical College Hospital, Kolkata, Diamond Harbour District Hospital and Baruipur Sub-Divisional Hospital.

In the absence of proper places to stay overnight, close relatives and friends accompanying patients, who often come from remote areas, have to make do with whatever place they get – be it hospital corridors or verandahs — at Government hospitals or any place they can find near them.

Hence, these rest houses, to be built by the State Housing Department and named ‘Yatri Niwas’, would come as a welcome relief. Seventy per cent of the population of Bengal is dependent on Government hospitals.

সরকারী হাসপাতালে রোগীর পরিজনদের জন্য তৈরী হবে ‘যাত্রীনিবাস’

রাজ্যের সব সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজে রোগীর পরিজনদের জন্য প্রতীক্ষালয় তৈরী করবে রাজ্য সরকার। রোদ-ঝড়-বৃষ্টিতে অধিকাংশ সরকারী হাসপাতালে এখনও খোলা আকাশই ভরসা রোগী ও বাড়ির লোকজনের।

সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের প্রতিটি সরকারী মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা ও মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের জন্য যাত্রীনিবাস করা হবে। ২৯ জুন এক সরকারি নির্দেশনামায় বিষয়টি জানানো হয়েছে।

দূর-দূরান্ত থেকে এসে বহুকষ্টে রোগীকে ভরতি করিয়ে তাঁর হাসপাতালে থাকার দিনগুলি ওয়ার্ডের একপাশে বা আউটডোরের মেঝেতে, এমনকী হাসপাতালের রাস্তায় কাটিয়ে দেন হাজার হাজার মানুষ। রোগীর বাড়ির লোকজনের থাকার জায়গার অভাবের কারণেই বিভিন্ন মেডিকেল কলেজ ও বড় হাসপাতালের গা ঘেঁষে হকারদের কাছে মাটিতে বিছানোর প্ল্যাস্টিক কিনে দিন কাটান অনেকেই। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে সরকারী হাসপাতালের উপর নির্ভরশীল প্রায় ৭০ শতাংশের বেশি মানুষকে ভরসা জোগালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আবাসন দপ্তর এই যাত্রীনিবাসগুলি বানাবে। আগামী তিন বছরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজে এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

ইতিমধ্যেই এনআরএস, মেডিকেল কলেজ, ডায়মন্ডহারবার জেলা হাসপাতাল এবং বারুইপুর মহকুমা হাসপাতাল—এই চার জায়গায় যাত্রীনিবাস তৈরী করেছে আবাসন দপ্তর। সেখানে রোগীদের থাকার ব্যবস্থাও করা হয়েছে।

 

 

PhD and MPhil scholars to get monthly stipend from the State Govt

The Bengal Government has decided to start a monthly stipend for PhD and MPhil scholars for the full duration of the period of their research work in the various State Government institutions. The stipend is meant for those who have not qualified for the Central Government’s NET Research Fellowship.

This is yet another step by Chief Minister Mamata Banerjee to make Bengal a major centre of academic research. The grant would be given as a part of the Swami Vivekananda Merit-cum-Means Scholarship Scheme.

MPhil scholars would get Rs 5,000 per month for a period of two years while PhD scholars would get Rs 8,000 per month for a period of two years. The amount would be directly debited into the bank accounts of the scholars by the Higher Education Department.

Further information about the scheme would be available on the website of the Bengal Higher Education Department.

 

 

উচ্চশিক্ষায় গবেষকদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গকে উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নতুন পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে পূর্ণ সময়ের জন্য এমফিল এবং পইএইচডি স্কলারদের আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষায় গবেষণাকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস্‌ স্কলারশিপ স্কীমের অধীনে দেওয়া হবে এই আর্থিক সাহায্য।

পূর্ণ সময়ের গবেষকদের বিজ্ঞান, হিউম্যানিটিস ও সোশ্যাল সায়েন্সে আর্থিক সাহায্য প্রদাণ করবে রাজ্য সরকার। সরকারি-পোষিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা করলেই মিলবে এই স্কলারশিপ পাওয়ার সুযোগ।

নেট রিসার্চ ফেলোশিপ-এ অনুত্তীর্ণ এমফিল এবং পিএইচডি স্কলারদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমফিল স্কলারদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে পিএইচডি স্কলাররা পাবেন মাসিক আট হাজার টাকা ভাতা। দুই ক্ষেত্রেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পিইএইচডি স্কলারদের জন্য সেই সময়সীমা চার বছর এবং এমফিল স্কলারদের জন্য দুই বছর।