After Malda, now Birbhum to be declared as Open Defecation Free district

After Malda, which had been declared an Open Defecation Free (ODF) district in November, Birbhum is soon going to become a ‘Nirmal Jela’. It will be the 10th district to be notified as such.

Among other districts that have already been declared as ODF are Nadia (India’s first ODF district), North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman and Cooch Behar.

In Howrah, work to make the district Open Defecation Free is on in full swing. By March 2018, two more districts — Paschim Medinipur and Murshidabad – will be declared ODF. The remaining districts have been given a goal of attaining the ODF status by December 2018.

Mission Nirmal Bangla has been highly successful in making the districts of Bengal largely free from open defecation activities. Programmes of the scheme like awareness rallies, Nirmal Utsav, felicitation of community facilitators, Nirmal Adda, etc. ensure that ODF becomes a sustained habit, and there is no slipping back to open defecation. Third-party verification activity has been introduced in the rural areas of districts to ensure that there is impartial verification of the building and usage of toilets.

April 30 is celebrated every year as Nirmal Bangla Diwas, being designated so by Chief Minister Mamata Banerjee. Under Mamata Banerjee’s leadership, Bengal had already started its journey towards achieving ODF status for the rural areas of the state since the World Toilet Day celebration on November 19, 2013. The United Nations Children’s Fund (UNICEF) is a partner of the State Government in this journey.

 

মালদার পর এবার বীরভূম হবে নির্মল জেলা

নির্মল বাংলার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। নভেম্বর মাসেই মালদাকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। এরপরই, ডিসেম্বরে বীরভূম জেলা হতে চলেছে রাজ্যের দশম নির্মল জেলা।

যে জেলাগুলিকে ইতিমধ্যেই নির্মল ঘোষণা করা হয়েছে সেগুলি হল, নদীয়া (দেশের প্রথম নির্মল জেলা), মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

হাওড়া জেলাকে নির্মল জেলা ঘোষণা করার কাজ জোরকদমে এগোচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে ১৪টি জেলাকে নির্মল ঘোষণা করার জন্য কোমর বেঁধে আসরে নেমেছে রাজ্য সরকার।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব জেলাকে নির্মল ঘোষণা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। শৌচাগার তৈরী করার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গ্রামে গ্রামে পুরোমাত্রায় প্রচার চালাচ্ছে যাতে গ্রামবাসীরা সেই শৌচাগারগুলি ব্যবহার করেন। পদযাত্রা, নির্মল উৎসব, নির্মল আড্ডা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত ৩০শে এপ্রিল প্রতি বছর রাজ্যে নির্মল বাংলা দিবস পালন করা হয়।

Source: Millennium Post

Bengal Govt to return land to 52 owners in Kawakhali

After the Mamata Banerjee government’s immense success in returning land to farmers in Singur, it has decided to return the same to 52 families in Kawakhali who had their lands seized by the then-Left Front government to set up a residential township at Kawakhali in Siliguri.

It may be recalled that the Left Front government had acquired plots in the Kawakhali, Purajhar and Tikulikatha areas for the township. Despite opposition, the acquisition process continued till 2007. Most people who lost their land, were owners of small plots and they had raised slogans against the then-Chief Minister and the then-Urban Development minister.

Recollecting the days when land was “forcibly” acquired by the erstwhile Left Front government, State Parliamentary Affairs Minister, Partha Chatterjee said: “There was protest against land acquisition in Kawakhali. We had raised our voices against it and faced several hurdles when we went to Siliguri at that time. Now, we are returning the land. They will be getting the land in the area under the jurisdiction of Siliguri Jalpaiguri Development Authority (SJDA).”

It may be recalled that Chief Minister Mamata Banerjee had kept her word of returning land to the farmers in Singur as it was forcefully acquired by the Left Front government “going against the will of land owners”. It was in September 2016 that the Supreme Court had directed the state government to return the land to the farmers after returning to its earlier condition. The apex court had observed the land acquisition as a “farce”.

Within the time set by the Supreme Court, the Mamata Banerjee government had once again turned the land to its previous condition and distributed it to its actual owners. The Chief Minister had said that Singur would be a model in the agriculture sector of the world. The people of Kawakhali have appreciated the move of the state government to return the land to those who had lost them to “forceful” acquisition.

 

সিঙ্গুরের পথেই কাওয়াখালিতে জমি ফেরত মানবিক রাজ্য সরকারের

সিঙ্গুরের পর উত্তরবঙ্গের কাওয়াখালি। জোর করে কৃষকদের কাছ থেকে অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রীসভা।

২০০৪ সালে বাম আমলে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি দার্জিলিং-এর মাটিগাড়া ও জলপাইগুড়ির রাজগঞ্জে ৩০২একর জমি অধিগ্রহণ করে। এর মধ্যে ওখানকার ৫২টি পরিবার ক্ষতিপূরণের টাকা গ্রহণ করেনি। জমি ফেরতের জন্য মামলাও করেছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সেই মামলা প্রত্যাহার করে নেন পরিবারগুলি। টাউনশিপ তৈরির নামে জমি নেওয়া হয়েছিল, কিন্তু, এই জমির বেশীর ভাগ ব্যাক্তিগত মালিকানায় চলে যায়।

ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সিঙ্গুরের জমি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, তেমনই কাওয়াখালির জমি ফেরতের ব্যবস্থা করলেন। কাওয়াখালির জমিতে বেশ কিছু আইনি জটিলতা ছিল, তাই, সময় লাগে। কিন্তু, নিজের নীতিতে অনড় থাকেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী কখনোই শিল্পের বিরুদ্ধে ছিলেন না, তিনি বহু ফসলি জমি জোর করে ছিনিয়ে শিল্প করার বিরুদ্ধে। সব জায়গায় তৃণমূল এই জোর করে জমি অধিগ্রহণের বিরোধিতা করেছে।

ক্ষমতায় আসার পর রাজ্যের শিল্পায়নকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিশ্চিন্ত করেছেন কোনও বলপূর্বক জমি অধিগ্রহণ হবে না। সিঙ্গুরে অধিগৃহীত জমি ইতিমধ্যে ফেরত পেয়েছেন কৃষকরা। সেখানে এখন চাষ আবাদ হচ্ছে। এদিন কাওয়াখালিতে জমি ফেরতের প্রস্তাবে সম্মতি দিয়ে মুখ্যমন্ত্রীর নীতিতেই সিলমোহর দিল মন্ত্রীসভা।

Image Source: betterphotography.in

Bengal Govt felicitates President Kovind

Honourable President of India, Shri Ramnath Kovind was felicitated by the State Government today at a cultural programme at Netaji Indoor Stadium.

Hon. Governor Shri Kesari Nath Tripathi, Speaker of Bengal Assembly, and Chief Minister Mamata Banerjee, along with luminaries from various fields, felicitated the President.

Speaking on the occasion, the CM said: “We are privileged by the august presence of Shri Kovind. We are honoured that he accepted our invitation, and has visited Bengal within weeks of assuming office.”

She reminisced the days when they were parliamentary colleagues. Mamata Banerjee said, “When I was a member of the Lok Sabha, you were a member of the Rajya Sabha. You always maintained a low profile and were always immersed in your work.”

The Constitutional post of the President is above religion and deserves respect, maintained the CM. She wished the President a long and healthy life.

 

মাননীয় রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিল রাজ্য সরকার

আজ মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোভিন্দকে সংবর্ধনা দিল রাজ্য সরকার। নেতাজি ইনডোর স্টেডিয়ামে পালিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। এদিন রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।

মুখ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি আমাদের আমন্ত্রন গ্রহণ করে বাংলায় এসেছেন সেজন্য আমরা আপ্লুত। দায়িত্বভার গ্রহণ করার কিছু সপ্তাহের মধ্যেই উনি আমাদের আমন্ত্রন গ্রহণ করে এখানে এসেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আজ বাংলা রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে অভিভূত। বাংলায় এসে বাংলাকে যে সম্মান দিয়েছেন সেজন্য আমরা সম্মানিত।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির পদ খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি সাংবিধানিক পদ যা রাজনীতির উর্ধ্বে। উনি শুধু আমাদের রাষ্ট্রপতি নন, আমাদের friend, philosopher and guide ও বটে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যখন আমি লোকসভার সাংসদ ছিলাম তখন উনি রাজ্যসভার সাংসদ ছিলেন; এর আগে উনি বিহারের রাজ্যপাল হয়েছিলেন। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি।”

 

Funding for tourism sector goes up to Rs 400 crore in 6 years

As an indication of the importance that Chief Minister Mamata Banerjee and her Trinamool Congress Government places on the tourism sector, public funding in the sector, according to a senior official of Tourism Department, has gone up from Rs 35 crore to Rs 400 crore in the past six years.

Bengal is gifted with all the necessary elements for making it a preferred destination for travellers from around the world.

As a consequence of this increase in funding, Bengal has witnessed a 20 per cent growth in its tourist population. The state has one of the best hotel occupancy rates in India. Kolkata has 3,000 high-end hotel rooms with a phenomenal occupancy rate of 70 per cent. During the Durga Puja this year, Bengal saw about 2,000 foreign visitors.

Currently some major tourism projects are coming up in Gajoldoba in north Bengal and Jharkhali in the Sundarbans. A convention centre is coming up in Digha.

To promote the state’s tourist spots, the State Government regularly takes part in national and international tourism fairs and conventions, like Travel East and others.

Source: Millennium Post

বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি

পর্যটন দপ্তরের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি। এর থেকেই বোঝা যায় পর্যটনের বিকাশের প্রতি কতটা দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।

পর্যটনের প্রসারের জন্য সবকটি উপাদানই রয়েছে বাংলায়। উত্তরে হিমালয় থেকে শুরু করে দক্ষিণে সাগর, রাঙামাটি থেকে ঐতিহাসিক স্থাপত্য – কি নেই বাংলায়? পাবলিক ফান্ডিং বৃদ্ধির ফলে বাংলায় পর্যটকদের সংখ্যা ২০% বেড়েছে। হোটেল পূর্ণ করণেও দেশে এগিয়ে বাংলা।
দুর্গাপুজো উপলক্ষে এবছর রাজ্যে এসেছিলেন ২০০০ এরও বেশি বিদেশী পর্যটক।

এই মুহূর্তে রাজ্যে দুটি বৃহৎ পর্যটন প্রকল্প চলছে – উত্তরে গাজলডোবা ও দক্ষিণে ঝড়খালিতে। দীঘাতে তৈরী হচ্ছে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার। পর্যটনের প্রসারের জন্য দেশি-বিদেশী অনেক পর্যটন মেলাতেও অংশগ্রহণ করছে রাজ্য সরকার।

Farmers’ income in Bengal has increased more than 2.5 times in 6 years

The condition of farmers in Bengal now is a far cry from the Left Front days. Over the last six years, the average annual income of farmers has increased by more than 2.5 times. From Rs 91,011 during financial year (FY) 2010-11, it has become Rs 2,39,123 during 2016-17 – an increase by 2.63 times.

This is the result of Chief Minister Mamata Banerjee’s thrust to the agriculture sector, a sector on which the majority of the people depend. For six years in a row, the latest being in 2017, the Bengal Government has received the Krishi Karman Award for highest production in different crops.

The biggest reason for the success in agriculture is the mapping of the soil introduced by the Trinamool Congress Government. As a result, farmers know exactly what to sow when. Then, the government is regular about buying at from farmers at minimum support price (MSP). It is building more warehouses, which is enabling much higher storage capacities of various crops, and hence higher buying capacities by the government.

Not just that, on Mamata Banerjee’s instructions, compensation is paid promptly to farmers whose crops are affected by natural disasters.

Source: Sangbad Pratidin

বাম আমলের তুলনায় রাজ্যে কৃষকের আয় বেড়েছে আড়াই গুণ

বিগত বাম আমলের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কৃষকের আয় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

আর্থিক সমীক্ষায় জানা গিয়েছে, ২০১০-’১১ আর্থিক বছরে একজন কৃষকের বার্ষিক গড় আয় ছিল ৯১ হাজার ১১ টাকা। ছ’বছর বাদে অর্থাৎ ২০১৬-’১৭ সালে সেই কৃষকেরই বার্ষিক গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ১২৩ টাকা।

কৃষকদের আয় বাড়ানোই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য। সেই কারণেই কৃষিজমিতে বহু ফসলি চাষের উপরে জোর দেওয়া হয়েছে। অনাবাদী জমিতেও চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিতে বিশেষ জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষকদের বিনা পয়সায় বীজ, সার এবং যন্ত্রপাতি দিচ্ছে রাজ্য সরকার। আবার বাংলার ফসল বিমা যোজনায় কৃষকদের প্রিমিয়াম দিচ্ছে রাজ্য সরকার। যা আর কোনও রাজ্য করেনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা শুরু হয়েছে। এ বছর বরাদ্দ হয়েছে ১,১৮১ কোটি টাকা। নানাভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছে এই সরকার। তার ফলে কৃষকদের আয় বেড়েছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী দাবি করেন। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৭১.২৩ লক্ষ কৃষক রয়েছেন, তার মধ্যে ৯৬ শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

উৎপাদিত পণ্যের পরিমাণ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পরপর ছ’বার কৃষিকর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। ধান উৎপাদনে অগ্রণী ভূমিকায় রয়েছে এই রাজ্য। ডাল, ভুট্টা, তৈলবীজ উৎপাদনে অন্য রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ।

কৃষকদের আয় বাড়ানোর উদ্দেশ্যই হল, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করা। আর সে কারণেই গ্রামীণ পরিকাঠামোকে উন্নত করার জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। ১০০ দিনের কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলার গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তার হাল ভালো করা হয়েছে। জমিতে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কৃষিযন্ত্র কৃষকদের হাতে তুলে দেওয়ার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন (এফএসএসএম) প্রকল্প চালু হয়েছে। এমনকী কৃষি যন্ত্র ভাড়া দেওয়ার কেন্দ্র চালু হয়েছে। ওই কেন্দ্র চালুর জন্য কৃষি দপ্তরকে প্রকল্প ব্যয়ের ৪০ শতাংশ অনুদান দিচ্ছে রাজ্য সরকার।

Bengal Govt setting up system for alerts before lightning strikes

The State Government has decided to develop a state-of-the-art technology to predict lightning and to alert people at least one-and-a-half-hours ahead of its striking time at a particular location.

Bengal sees around 100 deaths per year due to lightning, and five to six people die on days when there is heavy lightning, according to a senior official at the state secretariat, Nabanna.

As per the planning, a network of eight gadgets will be installed in different parts of the state to collect information. Immediately after the prediction of lightning, the information will reach the central control room of the State Disaster Management Department at Nabanna.

The information will then be relayed to the concerned officials, starting from those in the districts to the top brass at the state secretariat and to the people’s representatives at the grassroots level.

The official gave an example: say, information is received about lightning occurring at a particular place; school children can then be asked to leave a bit early or to stay back to avoid accidents, and farmers can be asked to take shelter.

The entire project is expected to be completed before the monsoon sets in next year. The cost of running the system will be around Rs 45 lakh every year.

It may be mentioned that the State Government has taken several measures to ensure the safety of people during any natural calamity. Moreover, it is ensured that an affected person gets compensation within just seven days.

Source: Millennium Post

বাজ পড়ার আগেই সতর্কতা জারির ব্যবস্থা করছে রাজ্য সরকার

বাজ পড়ার আগেই সতর্কবার্তা জারি করার ব্যবস্থা চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বাজ পড়ার অন্তত এক থেকে দেড় ঘণ্টা আগে নির্দিষ্ট জায়গায় সতর্কতা জারি করতে পারবে সরকার।

এই প্রযুক্তিতে রাজ্যের আটটি জায়গায় গেজেট বসিয়ে তৈরী হবে একটি নেটওয়ার্ক, যা তথ্য সংগ্রহ করবে। বাজ পড়ার পূর্বাভাষের পরেই এই তথ্য পৌঁছবে রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের সেন্ট্রাল কন্ট্রোল রুমে। এরপর এই তথ্য বিভিন্ন স্তরের আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এই পদ্ধতিতে বাজ পড়ার পূর্বাভাষ পাওয়া গেলে নানা রকম সুবিধে হতে পারে। যেমন, স্কুলপড়ুয়াদের নির্দিষ্ট সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়া হবে কিংবা ছুটির পরও সুরক্ষার খাতিরে স্কুলে থাকতে বলা হতে পারে। পাশাপাশি, যে কৃষকরা খোলা আকাশের নীচে কাজ করেন, তাদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়া হতে পারে।

পুরো প্রকল্পটি আগামী বছর বর্ষার আগেই শেষ হয়ে যাওয়ার কথা। এই প্রকল্পটির রূপায়ণ করতে খরচ হবে আনুমানিক ৪৫ লক্ষ টাকা।

State Govt to make life jackets compulsory for passengers travelling on vessels

The State Government is soon going to make rules to ensure that wearing life jackets becomes compulsory for passengers on vessels criss-crossing the Hooghly.

Life-saving jackets have already been started to be handed to passengers at jetties. Another almost 5,000 life jackets are being bought by the State Government to implement the new rules.

The government has also banned the unstable small motor boats (called ‘bhutbhuti’ in Bengali) and is gradually bringing in launches. Twelve launches would be introduced by the first week of December.

Further, from January 1, 2018, every jetty along the Hooghly is going to have two certified and uniformed volunteers called ‘jalasathi’, armed with identity cards, to ensure that rules and regulations are being adhered to. They would be working in tandem with the local police stations.

In related developments, it needs mention that the State Transport Department is implementing a standard operating procedure (SOP) in 362 jetties across Bengal at a cost of Rs 36.2 crore. New RO-RO services are also being launched shortly between Kakdwip and Sagar Island, in time for the Sagar Mela this coming January.

Source: Bartaman

 

ভুটভুটি বা লঞ্চে গঙ্গা পারাপারে লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক হচ্ছে

এবার গঙ্গাবক্ষে ভুটভুটি বা লঞ্চে পারাপারের সময় লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সমস্ত ফেরিঘাটে লাইফ সেভিং জ্যাকেট দেওয়া হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার লাইফ সেভিং জ্যাকেট কেনা হচ্ছে। চলতি মাসের মধ্যেই সেগুলি সমস্ত ফেরিঘাটে দিয়ে দেওয়া হবে। তারপর লাইফ সেভিং জ্যাকেট ছাড়া কাউকে নদী পারাপার করতে দেওয়া হবে না। এছাড়াও ভুটভুটি বন্ধ করতে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার।

পরিবহণমন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে প্রতিটি ঘাটে দু’জন করে জলসাথি নিয়োগ করা হবে। তাঁদের পরিচয়পত্র থাকবে। তাঁরা নির্দিষ্ট পোশাক ও টুপি পরে থাকবেন। এই জলসাথিরা স্থানীয় থানার সঙ্গে সমন্বয় রেখে চলবেন। ঘাটের অপারেটররা অনেক সময় বিপদ সত্ত্বেও ফেরি সার্ভিস চালু রাখেন। এছাড়াও বেশি লোক চাপানো হয়। এতে বিপদের আশঙ্কা থাকে। এই জলসাথিরা সেই বিষয়টিতে নজরদারি চালাবেন।

মন্ত্রী আর বলেন, রাজ্যে ৩৬২টি জেটিতে ৩৬ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর শুরু হয়েছে। এতে যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়ানো যাবে। এছাড়াও জলপথে নিরাপত্তা বাড়াতে পুলিশও অনেকগুলি পদক্ষেপ নিয়েছে।

গঙ্গাসাগরে মেলার আগে সুন্দরবনের সমস্ত ঘাট পরিদর্শন করা হবে। সেই সময় ওই ঘাটগুলি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেগুলির মেরামতের জন্য টাকা বরাদ্দ হয়েছে। ওই কাজ কেমন হয়েছে, তা খতিয়ে দেখতেই সুন্দরবনের ঘাট দেখা হবে। এছাড়াও জলধারা প্রকল্পও জনপ্রিয় করে তুলতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

New Hill Area Development Committee constituted

The Home and Hill Affairs Department through a notification has constituted a “Hill Area Development Committee” for Darjeeling and Kalimpong districts.

The notification states that this supplementary development body will supervise progress work in specific sectors in Darjeeling and Kalimpong respectively. The committee will be headed by Mann Ghising as the Chairperson.

“The committee shall work in such areas/subjects as the state government may assign to them from time to time” stated the notification with immediate effect.
In the past, the government of Bengal had constituted 15 community-based cultural and development boards.

পাহাড়ের উন্নয়নের জন্য গঠিত হল ‘হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটি’

পাহাড়ের উন্নয়নে গঠিত হল আরও একটি সংস্থা। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংস্থার নাম ‘হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটি’। দার্জিলিং ও কালিম্পঙ পার্বত্য এলাকায় কাজ করবে এই কমিটি।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে সহায়ক উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করবে এই কমিটি। মন ঘিসিং এই কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।

প্রসঙ্গত, পাহাড়ের বিভিন্ন জনজাতির উন্নয়নের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ১৫টি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছে।

State Govt coming up with centre of excellence on cyber security

The Bengal Government will set up a centre of excellence on cyber security in order to successfully confront cyber crimes. The centre will be located either at Sector V in Salt Lake or in New Town.

The Information Technology Department will conduct a week-long workshop where talks will be held with Kolkata Police and some knowledge partners to imbibe the best practices of cyber security in the proposed centre of excellence. The nodal partner for the venture will be Indian Institute of Information Technology, Kalyani.

The cyber security centre will collect, analyse and disseminate information on cyber security incidents, execute emergency measures, co-ordinate response and issue guidelines, advisories and vulnerability notes.

It will act as a monitoring authority for the state, which would look at every single incident and incorporate the information for research and development.

Source: Millennium Post

সাইবার সিকিউরিটির উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার

আজকের যুগে এখন হাতের মুঠোয় পৃথিবী। মোবাইল ফোন ও সহজলভ্য ডেটা কানেকশনের ফলে ইন্টারনেট পরিষেবা এখন মানুষের নাগালের মধ্যে। এর সুফল যেমন আছে তেমনই বেড়ে চলেছে সাইবার ক্রাইম। এই অপরাধ দমনের জন্য নিউটাউনে কিংবা সল্টলেক সেক্টর ৫য়ে একটি উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার।

তথ্যপ্রযুক্তি দপ্তর একটি সপ্তাহ ব্যাপী কর্মশালা করযে যেখানে কলকাতা পুলিশ সহ সাইবার ক্রাইম দুনিয়ার বিশেষজ্ঞরা একত্রে এই উৎকর্ষ কেন্দ্রের ‘বেস্ট প্রাক্টিসেস’ সম্বন্ধে চিন্তাভাবনা করতে পারে। এই কেন্দ্রের নোডাল পার্টনার হিসেবে বাছা হয়েছে কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিকে।

এই কেন্দ্রে সাইবার ক্রাইম সম্বন্ধিত ঘটনার তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে। কোনো কোনো ক্ষেত্রে জরুরি ব্যবস্থা নিতে হলে সেটিও এখান থেকে করা হবে। সাইবার ক্রাইম সম্বন্ধে গাইডলাইনও তৈরী করবে এই কেন্দ্র। সাইবার ক্রাইম সম্বন্ধে গবেষণার কাজও হবে এখানে।

Bengal Govt to start providing more facilities at tea gardens

The Bengal Government will soon start providing more facilities to the tea garden workers, who have been facing a lot of hardship because of the forced closure of the tea gardens till a few months back.

The situation has been improving steadily, and now the government has decided to extend further help in the form of opening a health centre, a modified ration shop (MR shop), which is essentially a fair-price shop, and a labour office in each tea garden.

The three will be housed in a three-storey building, for constructing which the State Government will give Rs 8.77 lakh to each tea garden. Foodgrains which could not be distributed due to the 104-day closure of the gardens would be distributed at the earliest.

The government will also construct four warehouses to stock foodgrains in Darjeeling, Kurseong, Mirik and Kalimpong. In case foodgrains fail to arrive from the plains during emergencies like natural calamities, the public distribution system (PDS) will continue to operate with the help of the existing stock in these four storages.

Over the last year or so, following the special initiative of Chief Minister Mamata Banerjee, the State Government has provided a lot of help to the tea garden workers, including providing foodgrains at special prices, lesser than the normal prices at ration shops under the public distribution system (PDS).

Source: Millennium Post

 

চা বাগান কর্মীদের জন্য একগুচ্ছ উদ্যোগ রাজ্যের

রাজ্যের চা বাগান কর্মীদের জন্য একগুচ্ছ নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। চা বাগান বন্ধ থাকার দরুন কর্মীদের যে সমস্যা হয়েছে তারই নিরসন করতে উদ্যোগী সরকার।

গত কয়েক মাসে কিছুটা হলেও অবস্থার উন্নতি হয়েছে এই বাগানগুলিতে। এদের আরও সাহায্য করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাগানগুলিতে একটি করে স্বাস্থ্যকেন্দ্র, রেশনের দোকান, এবং লেবার অফিস খোলার।

এই তিনটি কেন্দ্রই খোলা হবে একটি ভবনে। এই ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার ৮.৭৭ লক্ষ টাকা করে দেবে প্রত্যেকটি চা বাগানকে।

অতি শীঘ্রই খাদ্যশস্যও বিতরণ করা হবে কর্মীদের মধ্যে। দার্জিলিং, কার্শিয়ং, মিরিক ও কালিম্পঙে খাদ্যশস্য যোগানের জন্য ৪টি গুদামও তৈরী করবে রাজ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চা বাগান কর্মীদের দুটাকা কেজি চাল দেওয়া হয় খাদ্য দপ্তরের তরফে।