Bengal Govt to use tech to standardise quality control of aromatic rice & pulses

To make determination of the quality of aromatic rice and pulse varieties the Bengal Government buys from farmers to be sold at the fair-price Bangla outlets across the state standardised and hence, foolproof, the Agricultural Marketing Department has decided to take the help of technology.

E-nose technology would be introduced at the government’s state-of-the-art quality control laboratory in Singur to ensure the quality of aromatic rice varieties. As an official of the department explained, different varieties of aromatic rice have different aromas – for example, Kalo Nunia has a mild smell while Gobindobhog is known for its strong smell. What was done till now by humans would, to ensure uniformity, soon be taken over by technology.

Another technology named Pulse View will be introduced at the Singur laboratory for assessing the quality of pulse. According to the Agriculture Department official, vegetables, rice and pulses will all be tested in the laboratory before being sent to the Sufal Bangla outlets in the city.

The aim is to ensure that only the best products are sold at these State Government outlets. In this connection, it needs to be mentioned that recently the number of Sufal Bangla outlets were increased – 22 mobile stalls were set up, adding to the existing 16 permanent and 29 mobile stalls.

The State Agriculture Department is encouraging farmers to cultivate forgotten varieties of aromatic rice like Radha Tilak, Kala Bhat, Dudheshwar, Hamai, Jhumpuri, Khara and Balam, to name a few, with technical support from the government’s agricultural training centre in Phulia in Nadia district, and is chalking out plans to create a market for them.

Natural methods are being encouraged to be used to grow these varieties as the use of chemicals to enhance production will, in the long run, badly affect the environment, including the quality of the soil.

 

সুগন্ধি চাল ও ডালের গুনমান বজায় রাখতে প্রযুক্তির ব্যবহার করবে রাজ্য সরকার

 

সুফল বাংলা স্টলগুলিতে যে সুগন্ধি চাল ও ডাল পাওয়া যায় তা রাজ্য সরকার সরাসরি চাষিদের থেকে কেনে। এবার সেই সুগন্ধি চাল ও ডালের গুনমান যাতে দীর্ঘদিন বজায় থাকে, তার জন্য আরও সচেষ্ট হল রাজ্য সরকার। এর জন্য প্রযুক্তির সাহায্য নেবে রাজ্য সরকার।

সুগন্ধি চালের গুনমানের জন্য অত্যাধুনিক ‘ই-নোস’ প্রযুক্তি ব্যবহার করা হবে সিঙ্গুরের কোয়ালিটি কন্ট্রোল গবেষণাগারে। দপ্তরের এক আধিকারিক জানান, বিভিন্ন সুগন্ধি চালে বিভিন্ন ধরনের গন্ধ থাকে। যেমন, কালো নুনিয়ার গন্ধ হালকা, গোবিন্দভোগের গন্ধ প্রবল।
চালের গুনমানের জন্য সিঙ্গুরের গবেষণাগারে ‘পালস ভিউ’ প্রযুক্তিও ব্যবহৃত হবে। এবার থেকে এই পরীক্ষার পরই সুফল বাংলার স্টলগুলিতে চাল, ডাল বা অন্যান্য আনাজ আসবে, যাতে সেরা মানের চাল, ডাল ও আনাজ পান ক্রেতারা।

উল্লেখ্য, বিভিন্ন বিরল প্রজাতির চালের চাষ বাড়াতে নানারকম উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নদীয়া জেলার ফুলিয়ায় সরকারের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের সবরকম প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। জৈবিক পদ্ধতিতে এই সব চালের উৎপাদন করতে বলা হচ্ছে তাদের।
Source: Millennium Post

Seven more youth hostels coming up by March 2018

The Bengal Government’s Youth Services and Sports Department has set a target of building seven new youth hostels by March 2018. In each of the youth hostels, there will be accommodation for at least 100 people.

Two youth hostels in Jalpaiguri (in Metali) and Bishnupur are ready to become operational. One each is coming up in the Ayodhya Hills and the Jaichandi Hills in Purulia district. The four others are coming up in Cooch Behar, Nabadwip, Malda and Durgapur.

Regarding the ones in the Ayodhya and the Jaichandi Hills, it may be mentioned that the footfalls of visitors in these places have gone up as a result of the steps taken by the Trinamool Congress Government to improve the basic infrastructure of Purulia district. Moreover, the number of youths visiting the place for trekking and adventure sports has also gone up. As a result, the demand for better accommodation has also gone up. Plans are already afoot for enabling locals to open homestays.

It may be mentioned that at present, a total of 19 youth hostels of the State Government are functional, while the government has a plan to set up a total of 40. The construction of 21 youth hostels, including in Balurghat, Jayanti and Gajoldoba, has also begun.

With the setting up of the youth hostels, young single travellers will no longer face problems in getting quality accommodation when they visit any part of the state for excursion or activities like trekking and adventure sports.

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও নতুন ৭টি যুব হোস্টেল

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে আরও ৭টি যুব হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। প্রতিটি হোস্টেলে অন্তত ১০০ জন থাকতে পারবে।

জলপাইগুড়ির মেটেলিতে ও বিষ্ণুপুরের দুটি যুব হাসপাতাল তৈরী হয়ে গেছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ও জয়চন্ডী পাহাড়ে দুটি হোস্টেল তৈরী হচ্ছে। বাকি ৪টি হোস্টেল তৈরী হবে কোচবিহার, নবদ্বীপ, মালদা ও দুর্গাপুরে।

তৃণমূল সরকার পুরুলিয়া জেলার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, তার ফলে এই অঞ্চলে এখন পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া এই অঞ্চলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কমবয়সী যুবাদের আনাগোনা লেগেই আছে। এর ফলে ওখানে থাকার ভালো জায়গায় চাহিদা বেড়েছে। ওখানে হোম-স্টের ব্যবস্থাও করা হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ১৯টি যুব হোস্টেল আছে। রাজ্য সরকার এই সংখ্যা বাড়িয়ে ৪০ করতে চায়। বাকি ২১টি হোস্টেলের মধ্যে বালুরঘাট, জয়ন্তী, গাজলডোবা যুব হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

এই যুব হোস্টেলগুলি তৈরী হলে, যেসকল পর্যটক একা ওইসব অঞ্চলে যাবে, তাদের ভালো থাকার জায়গা খুঁজতে অসুবিধায় পড়তে হবে না।
Source: Millennium Post

Bengal Govt to set up museum at Chandraketugarh

An archaeological museum is being be set up by the State Government at Berachanpa near Chandraketugarh in North 24 Parganas district.

Located beside the river, Bidyadhari, Chandraketuharh has been an ancient trading post, evidences of which are strewn across the place, from coins and seals to terracotta figures to remnants of brick houses. It is to preserve these artefacts that the museum is going to be set up.

The museum would be inaugurated in January. It will be housed inside the Pather Sathi motel that the government has constructed in Berachanpa.

This place was originally the capital of a certain King Chandraketu, and hence the name. Evidences from the Maurya, Sunga, Kushana and other periods have also been found there.

চন্দ্রকেতুগড়ে সংগ্রহশালা তৈরী করবে রাজ্য সরকার

উত্তর ২৪পরগনা জেলার বেড়াচাঁপার কাছে চন্দ্রকেতুগড়ে একটি প্রত্নতাত্বিক সংগ্রহশালা তৈরী করছে রাজ্য সরকার।

বিদ্যাধরী নদীর পাশে অবস্থিত চন্দ্রকেতুগড় এককালে বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র হসেবে প্রসিদ্ধ ছিল। এর প্রমাণ ছড়িয়ে আছে সারা অঞ্চলে। যেমন আছে তৎকালীন মুদ্রা, সিলমোহর বা ইটের তৈরী বাড়ির ধ্বংসাবশেষে পাওয়া টেরাকোটার মূর্তিতে। এই সবকিছুর সংরক্ষণের জন্যই এই সংগ্রহশালা তৈরী করা হচ্ছে।

এই সংগ্রহশালার উদ্বোধন হবে ২০১৮ সালের জানুয়ারি মাসে। বেড়াচাঁপায় রাজ্য সরকারের তৈরী করা ‘পথের সাথী’ মোটেলের মধ্যেই এই সংগ্রহশালা নির্মিত হবে।

রাজা চন্দ্রকেতুর রাজধানী ছিল এই অঞ্চল, সেই থেকেই নাম হয়েছে চন্দ্রকেতুগড়। মৌর্য, শুঙ্গ, কুশানা যুগ ও অন্যান্য যুগের অনেক ঐতিহাসিক নমুনা এখানে মেলে।

Source: Bartaman

Bengal Govt comes up with an app to prevent child marriages

The Malda district administration, in collaboration with UNESCO and the Administrative Staff College of India, will launch a mobile phone app to monitor marriages of school girls. The State Education Department is also involved in the project. The Bengal Government has selected Malda as the district for the pilot project, before a statewide launch.

The app will be used to register attendance of girl students in schools. An absence of any girl for five consecutive days will alert the administration as well as the school authorities. According to officials concerned, the app will also serve many other purposes simultaneously.

Every school will be provided with the app, and a teacher of the school will register the attendance of the students through it every day. The absence of a girl will be noticed here, and then steps will be taken to address the situation.

It may be mentioned, the government’s Kanyashree Scheme has been successful in bringing down the social evil of child marriage. This app will help in further bringing down incidents further.

 

বাল্যবিবাহ রুখতে অ্যাপ আনছে রাজ্য সরকার

স্কুলছাত্রীদের বিবাহ রুখতে ইউনেস্কো এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে একটি অ্যাপ আনছে রাজ্য সরকার। মালদা জেলা প্রশাসন ও স্কুল শিক্ষা দপ্তর যুক্ত এই প্রকল্পে। সারা রাজ্যে এই অ্যাপ্লিকেশন চালু করার আগে মালদা জেলাকে বেছে নেওয়া হয়েছে পাইলট প্রোজেক্ট হিসেবে।

প্রত্যেকটি স্কুলের কর্তৃপক্ষকে এই অ্যাপটি দেওয়া হবে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে শিক্ষক/শিক্ষিকারা ছাত্রীদের উপস্থিতি নথিভুক্ত করবেন। কোনও ছাত্রী পরপর পাঁচদিন টানা অনুপস্থিত হলে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে তৎক্ষণাৎ জানানো হবে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সুবাদে রাজ্যে বাল্যবিবাহের সংখ্যা এমনিতেই এখন অনেক কমেছে। এই অ্যাপের মাধ্যমে এই সামাজিক ব্যাধি আরও কমবে বলেই মনে করা হচ্ছে।

Source: The Statesman

Bengal Govt to set up AYUSH hospital in Paschim Medinipur

A 50-bedded integrated hospital dedicated to AYUSH (ayurveda, yoga, unani, siddha and homeopathy) medications is going to be set up by the Bengal Government in Paschim Medinipur district.

Ever since coming to power, Chief Minister Mamata Banerjee has been laying emphasis on the building of infrastructure in AYUSH treatment methods. A separate department has been formed, headed by a minister, to accelerate various AYUSH projects.

The Chief Minister had inaugurated a similar facility in Alipurduar a few months ago.

The State Government’s stress on AYUSH stems from two facts: They comprise some of the oldest and traditional forms of treatment across Bengal and AYUSH treatments are cost-effective, hence advantageous to the economically challenged. As a result, the AYUSH system of medication has a significant role in delivering healthcare to the masses.

The government plans to make the hospital, to come up on a few acres, one of the finest AYUSH hospitals in the country. Doctors from both the state and outside the state will be invited to serve patients.

In another major development, the State Government has decided to open separate units of AYUSH in the subsidiary healthcare units in all the districts of the state. AYUSH units have already been set up in the districts of Darjeeling, Jalpaiguri, Birbhum, Paschim Medinipur, Nadia, North 24 Parganas and South 24 Parganas.

According to a senior official of the AYUSH Department, adequate number of medical officers will be recruited in all the subsidiary health centres and adequate medicines will be made available in all the units so that poor patients can avail them free of cost.

Mamata Banerjee has brought a sea change in the overall health infrastructure of Bengal through various new initiatives and revamping some of the old ones.

Source: Millennium Post

পশ্চিম মেদিনীপুরে আয়ুষ হাসপাতাল তৈরী করবে রাজ্য সরকার

রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরে একটি ৫০ শয্যা বিশিষ্ট আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, উনানি, হোমিওপাথি ও সিদ্ধা) চিকিৎসার হাসপাতাল তৈরী করবে। কয়েকমাস আগেই আলিপুরদুয়ারে একটি আয়ুষ হাসপাতালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে মুখ্যমন্ত্রী আয়ুষ চিকিৎসার পরিকাঠামো তৈরীতে জোর দিয়েছেন। এর জন্য একটি পৃথক দপ্তর তৈরী করা হয়েছে।

আয়ুষ চিকিৎসা খুবই প্রাচীন এক পদ্ধতি এবং এই চিকিৎসা খুব কম খরচে হয়। তাই, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই চিকিৎসা খুব উপযোগী। সেই কারণেই এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

এছাড়াও, সরকারি অনুদানপ্রাপ্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আয়ুষ কেন্দ্র তৈরী হয়েছে। এই কেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে এবং যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত রাখা হবে। গরীব মানুষদের বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছবছরে এনেছেন যুগান্তকারী পরিবর্তন। নতুন পরিকাঠামো তৈরী করার পাশাপাশি বর্তমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির আমূল সংস্কারও করেছেন তিনি।

Usharmukti Scheme to provide relief from drought

The Bengal Government has started a unique scheme to provide adequate water for irrigation and increase the level of underground water in six districts with acute water scarcity.

The scheme, Usharmukti is being implemented by the Panchayats and Rural Development Department in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The project has been taken up, as agriculture in these six districts is badly affected every summer due to severe drought. The project will change the agricultural scenario in these six drought-prone districts.

The scheme was first implemented in Bankura district, where several steps have been taken to provide more water for irrigation and improve the health of several rivers.

To make the project a success, the layer of underground water will be raised and the health of several rivers will be improved. A comprehensive watershed management has been taken up to convert barren land into fertile and make single-crop land into multi-crop ones.

The work will be carried out under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে সরকারের ঊষরমুক্তি প্রকল্প

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খরা রুখতে রাজ্য সরকার ‘ঊষরমুক্তি’ নামে এক অভিনব প্রকল্প শুরু করেছে। রাজ্যের এই ৬টি জেলায় জলকষ্ট সবথেকে বেশী প্রকট। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেলাগুলিতে সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হবে; বাড়ানো হবে ভূগর্ভস্থ জলের পরিমাণও।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লক, ৪৭২টি গ্রাম পঞ্চায়েত, ২০০০টি ওয়াটারশেড অঞ্চলে এই প্রকল্পের কাজ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এই অঞ্চলের আয়তন ১৪ লক্ষ হেক্টর। প্রতি বছর এই অঞ্চলে গ্রীষ্মকালে খরার জন্য কৃষির প্রচণ্ড ক্ষতি হয়। আশা করা যায়, এই প্রকল্প পাল্টে দেবে ওই অঞ্চলের কৃষির চিত্র।

এই প্রকল্প প্রথম শুরু হয় বীরভূম জেলায়। সেচে পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে অঞ্চলের নদীগুলোর সংস্কারও করা হয়েছে। এই সমস্ত কাজ করা হচ্ছে ১০০ দিনের কাজের আওতায়।

এই ওয়াটারশেড ব্যাবস্থার মাধ্যমে চাষের অযোগ্য জমিকে চাষের যোগ্য করে তোলা হবে এবং এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রুপান্তরিত করা হবে।

Bengal Govt to overhaul bus connectivity in Jangalmahal

The State Transport Department has decided to overhaul the bus connectivity in Jangalmahal. This is the latest of the many services that Chief Minister Mamata Banerjee has brought to the region, as a result of which the people of the region are in a much better state than during the Left Front years. She even created the district of Jhargram to better target developmental work.

Jhargram, Silda, Belpahari, Nayagram, Binpur, Jamboni, Jhalda, Baghmundi and Balarampur will be part of the new service structure. The first six places are in Jhargram district while the other three are in Purulia district. The Transport Department will spend Rs 12 crore to overhaul the structure.

New bus routes will be opened from Esplanade to Jamboni, Silda, Belpahari, Baghmundi, Jhalda and Balarampur.

A new bus terminus will come up near Jhargram town, and new bus services will be introduced between it and various places in the Jangalmahal region, and also Kolkata. A night shelter will also come up at this bus stand. After being made the district headquarters of Jhargram district, the place has become a very busy one. New bus terminuses will come up in Silda, Belpahari and Nayagram.

Besides for benefitting the regional populace, these new services are also aimed at enabling more tourist activities. In recent years, the State Government has been developing the region into a major tourist hub. The mostly forested Jangalmahal has a lot of tourist potential, and an effective transport system is a must for tourism to flourish. The government has constructed many guest houses and bungalows, and has modernised many of the guest houses belonging to the Forest Department. Home stay tourism is another area that the State Government has been laying a lot of stress on.

Source: The Statesman

জঙ্গলমহলে পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাবে রাজ্য

জঙ্গলমহলে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এই অঞ্চলের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে এই অঞ্চলের মানুষ বাম আমলের তুলনায় এখন অনেক ভালো আছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলা ঘোষণা করা হয়েছে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে।

ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রাম, বিনপুর, জাম্বনী, ঝালদা, বাঘমুন্ডি ও বলরামপুর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে পরিবহন দপ্তর। প্রথম ছটি জায়গা ঝাড়গ্রামে বাকি তিনটি জায়গা পুরুলিয়াতে। পরিকাঠামো তৈরীতে খরচ হবে ১২কোটি টাকা।
এসপ্ল্যানেড থেকে জাম্বনী, শিলদা, বেলপাহাড়ি, ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর অবধি নতুন বাস রুট শুরু হবে।

ঝাড়গ্রাম টাউনের কাছে তৈরী হবে নতুন বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকে জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায় বাস চালু করা হবে। এই টার্মিনাসে একটি নাইট শেল্টারও তৈরী করা হবে। শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রামেও নতুন বাস টার্মিনাস তৈরী হবে।

স্থানীয় মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এই নতুন সার্ভিসের ফলে এই অঞ্চলে পর্যটনেরও প্রসার হবে। গত কয়েক বছরে রাজ্য সরকার এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ পর্যটন হাব হিসেবে তৈরী করছে। ঘন জঙ্গলে ভরা জঙ্গলমহলে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে। এই নতুন বাস পরিষেবা নিঃসন্দেহে পর্যটন শিল্পকে আরও সাহায্য করবে।

Bengal CM conceives three-stage master plan for development projects

For large-scale development of Bengal, Chief Minister Mamata Banerjee has conceived a novel three-stage master plan, consisting of a five-year plan, a ten-year plan and a fifteen-year plan.

The details of each stage would be drawn up by a committee headed by the chief secretary, the highest administrative officer of the State Government.

Three stages, that is, five-year, ten-year and fifteen-year plans, have been designated as short term, medium term and long term.

Every department will have to submit detailed plans, including the financial details, for each of the three stages to the chief secretary. The chief secretary would hand them over to the Chief Minister, only after whose approval would their implementations start.

Mamata Banerjee wants to take Bengal through more transformations. She led Trinamool Congress to power in 2011, vowing to bring ‘poriborton’. Bengal is progressing in every sector, be it agriculture, power, roads, drinking water supply, rural development, transport or any other.

Through this three-stage plan, Bengal would see further development, with the aim to become the best in India in every aspect, and be a name to contend with internationally too.

Source: Bartaman

সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তরীয় পরিকল্পনা রাজ্যের

রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তরীয় পরিকল্পনা করছে রাজ্য সরকার। পাঁচ বছর, ১০ বছর এবং ১৫ বছরের জন্য উন্নয়নের মেয়াদি পরিকল্পনা তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য মুখ্যসচিবকে দায়িত্ব দিয়েছেন তিনি। মুখ্যসচিব রাজ্যের অর্থসচিব এবং পরিকল্পনা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তিনটি পরিকল্পনা তৈরি করছেন। রাজ্যকে নতুন করে সাজিয়ে তোলার জন্য সেটাই মাস্টার প্ল্যান মমতার সরকারের।

এই পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তা হল, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম পরিকল্পনা। মিশন ২০২০ লক্ষ্য নিয়ে রাজ্যকে নতুন করে গড়ে তুলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই প্রতিটি দপ্তরকে ওই তিনটি টার্মের জন্য মাস্টার প্ল্যান জমা দিতে বলা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী কত টাকা খরচ হবে, তাও উল্লেখ করতে বলা হয়েছে। মুখ্যসচিব সেই প্ল্যান অনুমোদনের পরে মুখ্যমন্ত্রী তাতে সিলমোহর লাগাবেন। তার পরেই তা বাস্তবায়িত করার লক্ষ্যে এগোবে সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় চান, নতুন বাংলা গড়ে উঠুক। ২০১১ সালের আগে যে পরিবর্তনের স্লোগান তিনি দিয়েছিলেন, সেই স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগোতে চায় সরকার। ইতিমধ্যে রাজ্যের রাস্তার হাল বদলেছে, তা শহর হোক বা গ্রাম।

পরিকাঠামো উন্নয়ন সহ স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে এই মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। রাজ্য পরিকল্পনা দপ্তর তার রূপরেখা তৈরির কাজ শুরু করেছে।

E-office system for State Govt offices from January 2018

Bengal is a leading state in the country when it comes to e-governance, and has been recognised as such through various awards, both by the Central Government and private organisations. Various websites and other initiatives have been rewarded with the National Awards for e-Governance, SKOCH Award, Golden Peacock Award, etc.

To further this initiative, the Bengal Government has decided that from January 2018, government offices would be converted into e-offices.

All paper documents of all departments would be scanned in a step-by-step manner and stored online. Easy retrieval systems would be put in place and communicated to all concerned officials.

E-governance, initiated by the Trinamool Congress Government, has led to massive transparency in the running of the State Government, a far cry from the ways of the previous Left Front Government.

Another advantage is that there is no chance of the loss or misplacement of files. Also, one need not go from one table to another or from room to another to get hold of a file – everything is available at the end of a few clicks.

Among the many online systems implemented by the government are the Government Receipt Portal System (GRIPS) of Finance Department, e-tendering (now all tenders issued by the government are done so online), online single-window clearance system for large-scale industries, etc.

 

Source: Anandabazar Patrika

 

 

২রা জানুয়ারী থেকে রাজ্য সরকার চালু করছে ই-অফিস ব্যবস্থা

২রা জানুয়ারী, ২০১৮ থেকে রাজ্যে ফাইলের জায়গা নেবে ই-অফিস। কর্মীদের টেবিলে থাকবে কম্পিউটার। সেখানেই তৈরি হবে ফাইল। মাউসের এক ক্লিকেই কম্পিউটারে ভেসে উঠবে ফাইলের একের পর এক পাতা।

টেন্ডার দেওয়া, কর ব্যবস্থার হিসেব, এমনকী ফাইল ট্র্যাকিংয়ের মতো বহু কাজ এখন ই-অফিসের মাধ্যমে হচ্ছে।

সরকারি আইন ও মামলা সংক্রান্ত ফাইল, কোনও তদন্তের ফাইল, সরকারের নীতি সংক্রান্ত ফাইল, বেশি দামে কেনাকাটার কোনও ফাইল— দৈনন্দিন প্রয়োজনে লাগা এই গুরুত্বপূর্ণ ফাইলগুলি অপরিবর্তিত অবস্থায় থাকবে। তবে এই ধরনের ফাইলের স্ক্যান করা প্রতিলিপি রাখা থাকবে ই-অফিসে। পরের ধাপে এর বাইরে থাকা ফাইলগুলি শুধু স্ক্যান করে ই-অফিসে রেখে দেওয়া হবে। এখন বিভিন্ন দপ্তর তাদের ফাইলের তালিকা তৈরি করছে।

সরকারি অধিকর্তাদের মতে, যে কাজ করতে দু’মাস লাগতো, ই-অফিসে সেটাই হতে পারে কয়েক দিনে। ই-অফিস থেকে ফাইল হারানোর সম্ভাবনা নেই। নিয়ম মেনে কাজ করলে ফাইল খুঁজে বের করতে বেশি সময় লাগার কথা নয়। আবার, ফাইলের রেকর্ড একবার সার্ভারে চলে গেলে তা নষ্ট করা কঠিন।

কম্পিউটারে ফাইলের তথ্য-ভাণ্ডার থাকলে দপ্তরের মন্ত্রী-সচিবরা সহজেই কাজের অগ্রগতি দেখে নিতে পারবেন। প্রতিটি দপ্তরের সব তথ্য মজুত থাকবে রাজ্য সরকারের কেন্দ্রীয় সার্ভারে।

 

 

Bengal to spend Rs 70 cr on safety infrastructure in schools

The Bengal Government will be spending Rs 70 crore to improve safety infrastructure in schools.

Developing sound infrastructure in schools with good hygiene and clean environment dominates the State Government’s agenda, said a senior official of the School Education Department at a recent gathering of more than 100 school teachers, including 45 principals, at the CII School Excellence Conclave in Kolkata.

The government is forming safety committees in schools. A total of 25 safety issues have been identified, which includes healthy food, nutrition, protection from outsiders, stopping use of tobacco and drugs in the campus and safeguarding against cyber threats.

The government is also committed to end the practice of bullying by a section of students, according to the official.

 

রাজ্যের স্কুলগুলিতে নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নে ৭০ কোটি রাজ্য সরকারের

রাজ্যের স্কুলগুলির নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার ব্যয় করবে ৭০ কোটি টাকা।

সদ্য অনুষ্ঠিত সিআইআই স্কুল এক্সসেলেন্স কনক্লেভে ১০০টিরও বেশী স্কুল শিক্ষক ও ৪৫টি স্কুল প্রিন্সিপালদের উপস্থিতিতে স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, প্রত্যেকটি স্কুলে পরিচ্ছন্ন পরিবেশ তৈরী করতে উদ্যোগী রাজ্য।

রাজ্য সরকার স্কুলে স্কুলে গড়ে তুলছে নিরাপত্তা কমিটি। মোট ২৫টি নিরাপত্তা-সম্বন্ধীয় বিষয় চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে যেমন আছে পরিষ্কার খাবার, পুষ্টিকর খাবার, তেমনই বহিরাগতদের থেকে সুরক্ষা, তামাক ও মাদক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা ও সাইবার থ্রেটের বিরুদ্ধে তৈরী থাকার বিষয়েও নজর রাখবে এই কমিটি।

 

Source: Asian Age