Ham Radio

Bengal Govt’s pilot project on fish farming in temporary water bodies in 5 districts

The State Government is starting a pilot project named Moyna Model on farming of fish in temporary water bodies, like water collected in farmlands during the rainy season, in five districts of Bengal.

It has been determined by experts that it is possible to produce commonly-consumed fish like rohu, catla amd mrigel, both of good quality and quantity, in such water bodies. The pilot is being carried out in the districts of North 24 Parganas, Nadia, Murshidabad, Cooch Behar and Dakshin Dinajpur.

Cultivation of fish in this manner has been successfully carried out at Moyna in Purba Medinipur, and hence the name of the project. There, rohu and catla weighing between 1 kg and 2 kg were cultivated within seven to eight months.

Unlike in permanent water bodies, it would be possible to scientifically care for the fish, provide them adequate food and keep a careful eye on all other aspects of their growth.

Another advantage of temporary water bodies is that food for the fishes would be naturally replenished, unlike the permanent bodies where food scarcity is often seen after a period of time.

The aim is to produce fish at the rate of 12 tonnes per hectare in the temporary water bodies, against 1 to 1.5 tonnes per hectare in the permanent ones.

A total of 75 hectares has been identified in the five districts. Since the water bodies identified are not of a permanent nature, they have been bounded by permanent barriers. The permanent barriers would also enable conservation of rainwater.

A single body of water should be at least 5 hectares. The cultivation would be carried out by local cooperative bodies or fishermen.

The cost has been determined at Rs 10 lakh per hectare, including the cost of hatchlings and fish food. The State Government would give discount to the tune of Rs 8.67 lakh. Hatchlings numbering 12,000, weighing 250 gram, would be released per hectare. The hatchlings would turn into adults weighing 2 kilogram on an average in about two years.

 

 

জলাজমিতে রুই, কাতলা, মৃগেল চাষে নামছে রাজ্য, পাইলট প্রোজেক্ট ৫ জেলায়

 

স্থায়ী জলাশয় নয়, চাষের জমি বা পতিত জমিতে জল জমে থাকলে সেখানেও রুই, কাতলা ও মৃগেলের চাষ করা সম্ভব, উচ্চ ফলনও সম্ভব। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায় এই নতুন পদ্ধতিতে মাছ চাষে নামছে রাজ্য মৎস্য দপ্তর। এই পাইলট প্রোজেক্টের নাম ‘ময়না মডেল’।
চাষের জমিতে জল জমা থাকাকালিন এই চাষ করে সফল হয়েছেন পূর্ব মেদিনীপুরের ময়নার কয়েকজন মৎস্যজীবী। সাত আট মাসেই তারা এক-দু কেজি ওজনের রুই কাতলা উৎপাদন করেছেন।
এই পাইলট প্রোজেক্টে পাঁচটি জেলায় মত ৭৫ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। এই জলাজমিগুলি যেহেতু স্থায়ী জলাশয় নয়, তাই চারপাশের পাড় বাঁধানো হয়েছে। এতে বৃষ্টির জল সংরক্ষণ করাও সম্ভব এবং জল বাইরে বেরিয়েও যাবে না।
স্থায়ী জলাশয়গুলিতে গড়ে হেক্টরপ্রতি ১ থেকে দেড় টন মাছ উৎপাদন হয়, সেখানে এই প্রোজেক্টে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে হেক্টর প্রতি ১২ টন।
এই পাইলট প্রোজেক্টে একসঙ্গে অন্তত পাঁচ হেক্টর জলাজমি থাকতে হবে, চাষ করবে স্থায়ী সমবায় বা মৎস্যজীবী। হেক্টর প্রতি খরচ ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। তাঁর মধ্যে মাছের চারা, খাবার সহ ৮লক্ষ ৬৭হাজার টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার। প্রতি হেক্টরে ২৫০ গ্রাম ওজনের ১২০০০ মাছের চারা ছাড়া হবে। এক বছরের মধ্যে এগুলির ওজন এক থেকে দু কেজি হবে। স্থায়ী জলাশয়ে সঠিক পরিচর্যা অনেক সময় হয় না। কিন্তু, এই প্রোজেক্টে বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক পরিচর্যা, মাছেদের জন্য উন্নতমানের খাবার সরবরাহ, সময়ে সময়ে নজরদারি সহ প্রতিটি দিকের ওপর গুরুত্ব দেওয়া হবে।
স্থায়ী জলাশয়গুলিতে মাছের প্রাকৃতিক খাবার অনেক সময় কমে যায়, কিন্তু, এই প্রোজেক্টে মাছের বিপুল প্রাকৃতিক খাবার থাকবে।

Source: Sangbad Pratidin

Bengal Govt to build drinking water pipelines across three districts

The State Government is going to soon take up a major project to build drinking water supply pipelines across three districts of Bengal. The tendering process for selecting the constructors is complete.

Lakhs of people in the rural areas of the districts of Bankura, Purba Medinipur and North 24 Parganas will benefit from the project. In fact, after the project is fully implemented, every household in the three districts will have access to clean drinking water.

The Public Health Engineering Department is going to start work on the laying of the pipelines in early 2018. By 2020, the formidable issue of drinking water scarcity in the remote parts of these three districts will be a matter of the past. The approximately three-year time period is natural, being a project on such a large scale.

The Asian Development Bank is providing financial aid for the project.

 

 

তিন জেলায় পানীয় জলের পাইপলাইন বসাবে রাজ্য

 

রাজ্য সরকার একটি বড় প্রকল্প হাতে নিতে চলেছে যার ফলে রাজ্যের তিন জেলায় বসবে পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এই প্রকল্পের ফলে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার গ্রামীণ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। এই প্রকল্প সম্পন্ন হলে ওই তিন জেলার প্রতিটি মানুষ পরিশ্রুত পানীয় জল পাবেন।
জন স্বাস্থ্য কারিগরী দপ্তর ২০১৮ সালের প্রথম দিকেই পাইপলাইন বিছিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ করবে। ২০২০ সালের মধ্যে এই তিন জেলার জলের কষ্ট চিরতরে লাঘব হবে। এই ধরনের বড় প্রকল্পের জন্য ৩ বছর সময় লাগা খুব স্বাভাবিক।এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই প্রকল্পে আর্থিক সহায়তা করছে।

Source: Millennium Post

Bengal Govt institutes bravery award for girls in the memory of Sister Nivedita

The Bengal Government has instituted a bravery award for girls in the memory of the philanthropist and social reformer, and one of Swami Vivekananda’s foremost disciples, Sister Nivedita. The decision was taken recently by the committee formed by the government to commemorate the 150th birth anniversary of Nivedita.

The awards have been decided to be handed over on October 5 at Netaji Indoor Stadium, during the course of a programme on the social reformer.

Sister Nivedita, for her whole life, worked tirelessly for the education and all-round empowerment of women, hence the State Government decided to constitute the award in her memory.

The other decisions taken by the committee on that day include the distribution of a collected works of Sister Nivedita, to be compiled by Ramakrishna Math and Mission, among students from standards IX to XII in State Government-run schools and the renovation of the mausoleum of the Sister in Darjeeling.

Earlier decisions taken with regard to the sesquicentennial celebrations include converting the house of Sister Nivedita in Darjeeling into an educational centre of excellence and the granting of 5 acres in Rajarhat to Ramakrishna Mission for the setting up of a humanitarian centre of excellence.

Under the express instructions of Chief Minister Mamata Banerjee, the State Government has been extensively celebrating the 150th birth anniversary of Sister Nivedita, to inculcate in today’s youth the humane values she stood for, just as it had done for the 150th birth anniversary of her guru, Swami Vivekananda.

 

 

ভগিনী নিবেদিতার নামে সাহসিকতার পুরস্কার

 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষে মেয়েদের জন্য সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার। ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উদ্‌যাপন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।
এই বছরে ৫ অক্টোবর ভগিনী নিবেদিতাকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। এই অনুষ্ঠানে মেয়েদের বিভিন্ন সাহসিকতামূলক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হবে। নারী সমাজের উন্নয়ন, নারী শিক্ষা, নারীর অধিকার নিয়ে ‌ভগিনী নিবেদিতা সারা জীবন কাজ করেছেন। তাই তাঁর নামে এই সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার।
এছাড়াও ভগিনী নিবেদিতার বিভিন্ন লেখা নিয়ে একটি সঙ্কলন তৈরি করবে রামকৃষ্ণ মঠ ও মিশন। সেই সঙ্কলনটি রাজ্য সরকার স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবে। বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মধ্যে সঙ্কলনটি পড়ার জন্য দেওয়া হবে, যাতে ভগিনী নিবেদিতার চিন্তাধারায় তারাও উদ্বুদ্ধ হতে পারে।
মহারাজ এদিন বলেন, স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পালন করেছে, তা আর কোনও সরকার করেনি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকার ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষও উদযাপন করছে।
কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে দার্জিলিঙে ভগিনী নিবেদিতার সমাধিস্থল সংস্কার এবং সৌন্দর্যায়ন করা হবে। আগেই ঠিক হয়েছিল দার্জিলিঙে ভগিনী নিবেদিতার বাড়িতে শিক্ষার প্রসারে উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হবে।
এখানে রাজারহাটে পশ্চিমবঙ্গ সরকার ৫ একর জমি রামকৃষ্ণ মিশনকে দিয়েছে, ভগিনী নিবেদিতার নামে মানবিক উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য।‌‌

Source: Aajkaal

Ola, Uber announce partnership with WBTIDCL in BGBS

Uber, the world’s largest on-demand ride-sharing company and Ola, India’s most popular mobility platform, announced their partnership with West Bengal Transport Infrastructure Development Corporation Limited (WBTIDCL) at the Bengal Global Business Summit 2018 on Wednesday.

To create 100,000 micro entrepreneurship opportunities through the Uber app over the next five years and reinforcing its commitment to improving the urban mobility landscape in West Bengal, an MoU was signed between Uber and WBTIDCL.

In accordance with the MoU, Uber will create a portal to access the names and details of the eligible driver partners provided by WBTIDCL but also appoint district representatives to work in coordination with the Regional Transport Officers (RTO).

These representatives will facilitate licensed driver partners to register with Uber through its help-desks, maintained in RTO offices across the city. On its part, the government of West Bengal will set up motor training schools to train drivers and enable them to get driving licences.

WBTDCL will also maintain a database of trained and licensed drivers and share this information with Uber. Subject to its on-boarding criteria, Uber will on-board eligible driver partners and register them on Uber with a view to encourage micro-entrepreneurship and livelihood opportunities in the transportation sector.

Meanwhile, Ola has also signed an MoU with WBTIDCL to create 5,000 entrepreneurial opportunities in the state. The MoU was signed by Sandeep Divakaran, CFO of Ola Fleet Technologies (OFT), in the presence of Chief Minister Mamata Banerjee, state Finance minister Amit Mitra and other members of the Ministry, apart from many other eminent dignitaries at the Bengal Global Business Summit 2018, the annual two-day business summit that saw participation from over 30 countries.

Under the MoU, Ola will provide 5,000 new cabs to unemployed youth enrolled in the Employment Bank of Labour Department, Government of West Bengal (GoWB). The permits of these cabs and driver partners will be issued by the State Transport Authority, West Bengal, under the Fleet Taxi Operators Scheme, 2018. The cabs will be allotted in a phased manner within a year at an investment of Rs 300 crore.

 

রাজ্যের সঙ্গে মউ স্বাক্ষর করলো ওলা-উবার

চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সঙ্গে মউ স্বাক্ষর করলো অ্যাপ নির্ভর ট্যাক্সি সংস্থা ওলা এবং উবার।

এই দুই সংস্থার মধ্যে উবার সামনের ৫ বছরের মধ্যে রাজ্যে ১ লক্ষ ক্ষুদ্র উদ্যোগপতি গঠনের পথ প্রশস্ত করবে। অন্যদিকে ওলা রাজ্য সরকারের শ্রম দপ্তরের তৈরী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে বেকার যুবকদের বেছে নিয়ে সংস্থার সহযোগী চালক হিসেবে কৰ্মসংস্থানের সুযোগ দেবে। রাজ্যে ৫০০০ নতুন ট্যাক্সি নামাবে ওলা.

চুক্তি অনুযায়ী, উবার একটি পোর্র্টাল তৈরী করবে। এই পোর্টাল থেকে ডব্লিউবিআইডিসিএল অনুমোদিত গাড়ি চালকদের পুরো তথ্য পাওয়া যাবে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসারদের থেকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই সংস্থার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আশা করছি এই দুই সংস্থার সদিচ্ছার ফলে এই রাজ্যে ১ লক্ষ ১০ হাজার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে।

Image is representative

Autism township, a first in India, to come up in Bengal

The State Urban Development and Municipal Affairs Minister has announced the setting up of a first-of-its-kind autism township project in Bengal.

At the press conference, he also said investment proposals worth Rs 39,000 crore have come in the urban development and infrastructure sector during the just-concluded Bengal Global Business Summit (BGBS).

According to the minister, the autism township will not only be the first such in India but in the entire world. There will be a hospital, a residential complex, a school, a day-care centre, a conference hall and training facilities, all pertaining to autism, under one roof.

The township will come up on 50 acres in Shirakole on Diamond Harbour Road, near Usthi in the South 24 Parganas district. It will be constructed by a private company at an investment of Rs 600 crore, and will be ready within four years.

The joint managing managing director of the company has said that it is also planning to set up a college which will churn out qualified professionals working in the area of autism.

 

অটিজম আক্রান্তদের জন্য টাউনশিপ চালু করছে রাজ্য সরকার

অটিজম আক্রান্তদের জন্য আলাদা টাউনশিপ চালু হচ্ছে রাজ্যে। চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সারা বিশ্বে জন্ম নেওয়া ৬৮টি শিশুর মধ্যে অন্তত একজন আক্রান্ত অটিজমে। আর এই মুহূর্তে দেশে অন্তত ১ কোটি মানুষ আক্রান্ত এই রোগে।

ডায়মন্ড হারবার রোডের ধারে শিরাকোলে ৫০ একর জমিতে ৬০০ কোটি তাকা ব্যয়ে গড়ে উঠবে এই টাউনশিপ। এখানে অটিজম আক্রান্তদের ডেভেলপমেন্টের ব্যবস্থা সব কিছুই থাকবে। পাশাপাশি অটিজম আক্রান্তদের জন্য বিশেষজ্ঞদের দিয়ে কলেজ চালুর পরিকল্পনাও রয়েছে।

এখানে হাসপাতাল, স্কুল, অটিজম সেন্টার সব কিছুই থাকবে। নিঃসন্দেহে এটি রাজ্য সরকারের সম্পূর্ণ এক অভিনব ভাবনা।

Source: Millennium Post

 

 

Bengal is the investment destination now: Mamata Banerjee at Bengal Global Business Summit 2018

Bengal Global Business Summit 2018 began today. Chief Minister Mamata Banerjee inaugurated the two-day business summit at Biswa Bangla Convention Centre.

Speaking on the occasion, the Chief Minister thanked the captains of the industry present there. She highlighted the advantages and opportunities for investing in Bengal.

The past editions of the Bengal Global Business Summit have proven to be milestones in terms of establishing Bengal as an ideal investment destination, and the 4th edition of Bengal Global Business Summit will project its business-readiness to the global investor community, spearheading the surge ahead.

Highlights of the CM’s speech:

Captains of industry are present here today and spoke from their heart. There is nothing much for me to say.

Bengal has a strategic location. It is the gateway for ASEAN countries, NE India. Bangladesh, Nepal, Bhutan are our bordering countries. There are a lot of opportunities.

Nine major countries have become our partners for BGBS: Germany, UK, Italy, France, Poland, S Kora, Czech Republic and UAE. Large delegations are present from China (39), Poland (50), UK (25), Italy (40).

As Ambani ji said, in ease of doing business, Bengal is No. 1 State. Despite the legacy of 34 years, we are trying our best.

Our plan expenditure has increased by 3 times; capital expenditure has increased by 7 times in six years.

Our GDP has more than doubled in six years. We are among the top States in terms of GDP.

In Skill Development and MSME sectors, Bengal is No 1.We have received the highest award for e-governance. Our e-taxation system has received award.

We have created more than 81 lakh employment in six years. In creation of rural employment, Bengal is No 1 in India. We are proud of that.

Before we came to power, man days lost due to strike was more than 70 lakh. Now, it is zero.

We want both industry and agriculture to prosper. They are like two sisters.

We have surplus power, skilled power. We are a powerhouse of talent. We have created the requisite infrastructure for industry.

We have received UN recognition for our scheme to empower the girl child – Kanyashree.

FIFA was all praises for the arrangements made by Bengal for U-17 Football World Cup.

Accountability, credibility, transparency, sincerity and punctuality – these are our credentials.

Bengal has the potential in every sector. Bengal is the cultural capital of the world. Bengal is the investment destination now.

In Tagore’s words, “Esho amar ghore esho” (come to our home). Come and invest in Bengal.

 

বাংলাই শিল্পের আদর্শ গন্তব্য: মমতা বন্দ্যোপাধ্যায়

শুরু হল দুদিন ব্যাপী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৮। নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে এই সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই দুদিন ব্যাপী সম্মেলনে দেশ বিদেশ থেকে শিল্পপতি, কর্পোরেট লিডার, প্রতিনিধিরা এসেছেন। অতীতের তিনটি সম্মেলনে বাংলাকে শিল্পের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে অনেকটাই সক্ষম হয়েছে রাজ্য সরকার। সেই কাজটাই এগিয়ে নিয়ে যাওয়া হবে এই সম্মেলনে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

আজ এখানে অনেক শিল্পপতি উপস্থিত, তারা সকলে তাদের মনের কথা বলেছেন। আমার বেশি কিছু বলার নেই।

বাংলার ভৌগলিক অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলা উত্তর পূর্ব ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। বাংলাদেশ, নেপাল, ভুটান আমাদের প্রতিবেশী দেশ। বাংলায় অনেক সুযোগ রয়েছে।

৯ টি দেশ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমাদের পার্টনার: জার্মানি, ইউকে, ইতালি, ফ্রান্স, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চেক রিপাবলিক এবং ইউএই।

বিভিন্ন দেশ থেকে এসেছে বড় প্রতিনিধিদল – চীন (৩৯), পোল্যান্ড (৫০), ইউকে (২৫), ইতালি (৪০)।

আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা সব ধর্ম, জাতি, সকলের জন্য কাজ করি।

অর্থনৈতিক, ভৌগলিক অবস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা – সব দিক দিয়েই বাংলা আদর্শ গন্তব্য।

আম্বানি জি ঠিকই বলেছেন, শিল্প গড়ার সুবিধায় বাংলা ১ নম্বর। বাংলায় ৩৪ বছরের অপশাসন সত্ত্বেও আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি।

গত ৬ বছরে আমাদের পরিকল্পনা খাতে ব্যয় ৩ গুণ বেড়েছে এবং মূলধনী ব্যয় ৭ গুণ বৃদ্ধি পেয়েছে।

৬ বছরে আমাদের জিডিপি দ্বিগুন হয়েছে। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা জিডিপি বৃদ্ধির দিক দিয়ে এগিয়ে।

দক্ষতা বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে বাংলা ১ নম্বরে। ই-গভর্ন্যান্স, ই-ট্যাক্সেশানে আমরা পুরস্কার পেয়েছি।

যুব সমাজ আমাদের অনুপ্রেরণা। ওরাই আমাদের ভবিষ্যৎ। গত ৬ বছরে বাংলায় ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে।

গ্রামীণ কর্মসংস্থানে বাংলা ১ নম্বরে। এটা আমাদের গর্ব। আপনারা যত বিনিয়োগ করবেন কর্মসংস্থান তত বাড়বে।

আমরা ক্ষমতায় আসার আগে বনধের জন্য ৭০ লক্ষ শ্রমদিবস নষ্ট হয়েছিল। এখন সেই সংখ্যা শূন্য।

শিল্প বাড়লেই রাজ্য এগোবে। এ কথা শিরোধার্য। তা বলে কৃষি বঞ্চিত হবে না। শিল্প ও কৃষি দুই বোনের মতো বাড়বে রাজ্যে। বাংলাই পথ দেখাবে অন্যদের।

আমাদের উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে, দক্ষ শ্রমিকও আছে। বাংলার মেধা বিশ্ববিখ্যাত। বাংলায় শিল্পের পরিকাঠামো রয়েছে।

মেয়েদের ক্ষমতায়নের জন্য বাংলার কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘের পুরস্কার পেয়েছে।

বাংলায় ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ফিফা আমাদের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছে।

দায়বদ্ধতা, বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা, আন্তরিকতা এবং স্থিতিশীলতা – আমাদের মন্ত্র।

বাংলায় সব ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। বাংলা সংস্কৃতির পীঠস্থান। বাংলাই এখন বিনিয়োগের গন্তব্যস্থল।

রবি ঠাকুরের কথায় “এসো আমার ঘরে এসো”। বাংলায় আসুন, শিল্প গড়ুন।

Under Trinamool Congress, agri-business opportunities improving by leaps and bounds

Under the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, the agri-business sector is improving by leaps and bounds. Now that Bengal has been more than six years under the current dispensation, opportunities in this sector are more than ever.

A lot of opportunities exist in cold chain infrastructure and food processing laboratories. The State Government has already prepared an agri-horticulture blueprint and identified the areas, especially in infrastructure, which need to be addressed to tap the export potential of various produces. The government has plans to cater to demand-driven supply management for which it is inviting private investment in setting up food processing laboratories.

For the first time, the Agriculture Marketing Department has exported mangoes to Europe and litchis to the Middle-East. Now the department has plans to export fruits to New Zealand, Australia and some other countries.

In the current year, the Horticulture Department has exported to other states vegetables worth more than Rs 500 crore, and has produced about 3 crore tonnes of fruits and vegetables. Cultivation of 150 medicinal plant species has been started. During financial year 2015-16, 1.61 crore tonnes of rice were produced in Bengal.

A policy on design and packaging by the government is also on the anvil. A product sells only when it is packaged properly. Proper packaging also enhances the shelf-life of a product.

The state has exported one lakh metric tonnes of fish this year; the potential for export is three lakh metric tonnes. The production of fish in the state per year is 25,000 tonnes. In the last 3 years, a number of private players have come forward and some projects have already been grounded. The state has ideal conditions for poultry farming.

The Agriculture and Allied Sectors Advisor to the Chief Minister urged private players to contemplate using fish feed effectively in addressing environmental concerns.

 

তৃণমূল সরকারের আমলে কৃষি বিপণনের সুযোগ বেড়েছে উল্লেখযোগ্য ভাবে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ছবছরে এ রাজ্যে কৃষি বিপণন বেড়েছে বহুগুন। এই ছয় বছরে রাজ্যে এই ক্ষেত্রে সুযোগ বেড়েছে প্রচুর।

খাদ্য প্রক্রিয়াকরণ ল্যাবরেটরি ও কোল্ড চেন নির্মাণ পরিকাঠামোয় বিনিয়োগের অনেক সুযোগ আছে। রাজ্য সরকার ইতিমধ্যেই কৃষি-উদ্যানপালনের একটি ব্লুপ্রিন্ট তৈরী করেছে এবং সম্ভাবনার জায়গাগুলো চিহ্নিত করেছে। বিশেষ করে পরিকাঠামোতে জোর দিচ্ছে সরকার, যার ফলে বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগ আরও বাড়বে। রাজ্য সরকার চাহিদা অনুযায়ী খাদ্য দ্রব্য যোগান দেওয়ার জন্য খাদ্য প্রক্রিয়াকরণ ল্যাবরেটরিগুলিতে বেসরকারি বিনিয়োগ আহ্বান করার পরিকল্পনা করেছে।

এই প্রথম, কৃষি বিপণন দপ্তর ইউরোপে আম ও মধ্য-প্রাচ্যে লিচু রপ্তানি করছে। এবার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও অন্য কিছু দেশে ফল রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে এই দপ্তর।

এই বছর উদ্যানপালন দপ্তর অন্যান্য রাজ্যে ৫০০ কোটি টাকার আনাজ রপ্তানি করেছে। পাশাপাশি ৩ কোটি টন ফল ও আনাজ উৎপাদন করেছে। ১৫০টি ভেষজ উদ্ভিদের চাষ শুরু হয়েছে। ২০১৫-১৬ সালে ১.৬১ কোটি টন ধান উৎপাদন হয়েছে বাংলায়।
রাজ্য সরকার খুব শীঘ্রই একটি ডিজাইন ও প্যাকেজিং নীতি আনতে চলেছে। একটি দ্রব্য তখনই বিক্রি হয়, যখন সেটি ঠিক ভাবে প্যাকিং করা হয়। ভালো প্যাকেজিং করলে দ্রব্যটি অনেকদিন তাজাও থাকে। সেই কারণে এই নীতি খুবই গুরুত্বপূর্ণ।

এবছর ১ লক্ষ টন মাছ রপ্তানি করেছে রাজ্য। প্রতি বছর রাজ্যে মাছের উৎপাদন ২৫০০০ টন। গত তিন বছরে অনেক বেসরকারি উদ্যোগপতি এগিয়ে এসেছে, অনেক প্রকল্প শুরু হয়েছে। রাজ্যে পোলট্রি ফার্মিংএরও বিপুল সুযোগ আছে।

Source: Millennium Post

Vivek Utsav and Subhas Utsav to be celebrated in a big way

State Youth Affairs Department, in association with Kolkata Municipal Corporation (KMC), has decided to celebrate the birth anniversaries of Swami Vivekananda and Netaji Subhas Chandra Bose in a big way.
The anniversaries fall on January 12 and January 23, respectively. In the memory of Swami Vivekananda, January 12 is celebrated as Youth Day.

The celebrations would be named as Vivek Utsav and Subhas Utsav. KMC has decided to allot a total of Rs 50,000 for celebrating the two anniversaries through official functions – Rs 20,000 for Vivek Utsav and Rs 30,000 for Subhas Utsav.

The celebration would be taking place in all the 144 wards under the jurisdiction of the KMC.

রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ ও নেতাজী সুভাষ উৎসব পালন করবে প্রতি ওয়ার্ডে

জানুয়ারি মাসের ১২ তারিখ স্বামী বিবেকানন্দ ও ২৩ তারিখ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
রাজ্য সরকারের যুবকল্যাণ দপ্তরের খরচে কলকাতা পুরসভার সবকটি ওয়ার্ডেই ওই দুই মনিষীর জন্মদিন কেন্দ্রিক বিবেক উৎসব এবং সুভাষ উৎসব পালন করা হবে।
এর জন্য ১৪৪টি ওয়ার্ডের প্রতিটির জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর মোট ৫০হাজার টাকা করে দিচ্ছে। এর মধ্যে বিবেক উৎসবের জন্য ওয়ার্ড পিছু ২০ হাজার ও সুভাষ উৎসবে ওয়ার্ড পিছু ৩০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
Source: Bartaman

Bengal Education Dept to help teachers teach English better through mobile app

To help primary school teaches in government schools teach English better, the School Education Department is going to introduce a mobile phone app.

The app would contain lessons and other help topics for teaching English in Bengali. This way, even those who are more comfortable in their mother tongue would be able to get immediate help while teaching by just consulting their mobile phones.

The app would contain extensive explanations of all topics in the subject of English language from classes I to V. Each lesson would be explained through a four-to-five-minute audio presentation.

Stress would also be given on spoken English.

 

প্রাথমিক স্তর থেকে ইংরেজির ভিত শক্ত করতে রাজ্য সরকার প্রযুক্তির ব্যবহার করবে

রাজ্যের ছেলেমেয়েদের ইংরেজির ভিত শক্ত করতে উদ্যোগ নিল শিক্ষা দপ্তর । প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের ইংরেজি শিক্ষায় নজর দেওয়া হবে।

শিক্ষকদের মোবাইলেই দেওয়া হবে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে ইংরেজির বিভিন্ন বিষয় বাংলায় অনুবাদ করে দেওয়া থাকবে। পড়ানোর সময় অসুবিধা হলে এই চিপ থেকেই বিষয়গুলি যাচাই করতে পারবেন শিক্ষকরা।

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে তৈরি হয়েছে প্রস্তাব। মার্চ মাস থেকেই শুরু হবে প্রক্রিয়া। শিক্ষকদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।

এই নতুন পদ্ধতির মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্র-ছাত্রীদের কাছে ইংরেজিকে আরও সহজ করে তোলা যাবে বলে মত আধিকারিকদের। আর তাই শিক্ষকদের প্রশিক্ষণের সময়ই এই পদ্ধতি কীভাবে অবলম্বন করা হবে তা শেখানো হবে।

Source: bengali.news18.com

Image is representative

KMC to set up more night shelters

To accommodate people who come to Kolkata for various purposes but are too poor to put up in hotels or hire a place to stay, many of whom come to earn a living, and some for purposes like medical treatment, etc., as well as vagabonds and pavement and slum dwellers, the State Government and the Kolkata Municipal Corporation (KMC) run night shelters.

Now, KMC has decided to build more such shelters. So the civic body is holding talks with various government organisations like Kolkata Metropolitan Development Authority (KMDA), Kolkata Improvement Trust (KIT), Hooghly River Bridge Commissioners (HRBC), Port Trust and the Railways to request them to hand over some of the extra vacant land plots they have. It is already preparing a detailed project report (DPR) to set up a night shelter on Mahatma Gandhi Road in ward 122

At present, Kolkata has 40 night shelters, of which 35 have been set up by the State Government and five by the KMC. These five are located in Chetla, Bhowanipore, Galiff Street, Gauribari Lane and Raja Manindra Road, and can accommodate around 2,500 people on a daily basis.

শহরে নাইট শেল্টারের জন্য জমির সন্ধান পুরসভার

 

রুটি-রুজির টানে রাতের শহরে থেকে যেতে হয় অনেককেই। এমন বহু মানুষ ফুটপাতে বা রাস্তার একধারে রাত কাটাতে বাধ্য হন। কলকাতায় এরকম মানুষজনের থাকার জন্য হিসেব অনুযায়ী প্রায় ৪৫টি নাইট শেল্টার থাকার কথা।

এখন শহরে রাজ্য সরকার ও পুরসভার ৪০টি নাইট শেল্টার রয়েছে। শহরে নাইট শেল্টারের জন্য জমির সন্ধান চালাচ্ছে পুরসভা। জমি দেখা চূড়ান্ত হয়ে গেলেই শুরু হবে কাজ।

শীঘ্রই কমপক্ষে আরও দু’টি নাইট শেল্টার তৈরির কাজে পুরসভা হাত দেবে বলে জানা গিয়েছে। বর্তমানে শহরে কলকাতা পুরসভার তৈরি পাঁচটি এবং রাজ্য সরকারের তৈরি প্রায় ৩৫টি নাইট শেল্টার রয়েছে।

Source: Millennium Post