Kamtapuri Academy gets an office in Jalpaiguri

An office of the Kamtapuri Bhasa Academy was opened in Jalpaiguri on February 22 to work for the conservation and development of the language.
“During the erstwhile Left rule, people had laid lives while organising a movement over the demand for recognition of Kamtapuri language. But it is chief minister Mamata Banerjee who has formed the academy to recognise the movement and the contribution of those people,” state tourism minister said after he inaugurated the office.
The government is moving towards introducing Kantapuri language at primary level in schools. The work for a grammar book for the language is in progress.

 

 

কামতাপুরি ভাষা আকাদেমির কার্যালয় উদ্বোধন

 

শুধু কামতাপুরি ভাষা আকাদেমি নয়, এবার প্রাথমিক স্তরে কামতাপুরি ভাষায় পঠনপাঠন শুরু করার জন্য সচেষ্ট হল রাজ্য সরকার।
জলপাইগুড়িতে কামতাপুরি ভাষা আকাদেমির কার্যালয় উদ্বোধন করে পর্যটনমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে এই ভাষার গুরুত্ব বঝাতে এই আকাদেমির মাধ্যমে কামতাপুরি ভাষা নিয়ে গবেষণা ও বই প্রকাশ হবে। রাজ্য সরকার চায় সব ভাষাভাষীর মানুষ নিজের ভাষা ব্যবহারের মৌলিক অধিকার পাক।
কামতাপুরি ভাষায় ব্যাকরণ তৈরীর কাজ আগেই শুরু হয়েছে। প্রাথমিক স্তরে কামতাপুরি ভাষায় পঠনপাঠন শুরু করার জন্য আরও সচেষ্ট ভূমিকা নিল সরকার।

Bengal Govt’s Patha Sathi motels in all 23 districts

Chief Minister Mamata Banerjee’s initiative to set up motels along the state and the national highways – named Patha Sathi – has now spread across the state. All the 23 districts of Bengal now have Patha Sathi motels.

Each of the motels have toilets and rooms where people can take rest and have their breakfast and dinner. The State Housing Department has set up the motels. There are plans to set up more such motels in the future.

The motels are run by women belonging to self-help groups (SHG). They have helped the women to become financially self-reliant. Breakfast and dinner are prepared and served by women looking after the place. The rooms are spacious and have attached toilets. There are both air-conditioned and non-air-conditioned rooms.

Ever since Mamata Banerjee started visiting the districts regularly as a leader of the Opposition, after founding Trinamool Congress in 1998, she found that because of lack of toilets, those who travelled along state and national highways, particularly women, faced problems. In those days, petrol pumps along the highways also did not have toilets. So, after coming to power in 2011, she sanctioned the project.

After the upgrading of the state and national highways, more and more people are visiting different places in cars. Resorts have come up in remote areas and during holidays, people visit them by road. As the number of people traveling along highways has gone up, the necessity of motels for brief stays, where food is available along with clean toilets, has gone up too.

Hence, the project has been a huge success. In many places, the motels are booked almost throughout the year

 

রাজ্য সরকারের ‘পথ সাথী’ মোটেল এবার ২৩ জেলাতেই

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সড়ক ও জাতীয় সড়কের ধারে মোটেল এবার সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। এই মোটেল গুলির পোশাকি নাম ‘পথ সাথী’। এখন রাজ্যের ২৩টি জেলাতেই পথ সাথী মোটেল আছে।

প্রতিটি মোটেলেই শৌচালয় ও থাকার ঘর আছে। বাতানুকূল ও সাধারন দুই ধরনের ঘরই আছে। এই মোটেলগুলিতে মানুষ বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রাতরাশ ও নৈশভোজও সারতে পারবেন। ভবিষ্যতে আরও মোটেল তৈরী হবে।

এই মোটেলগুলি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পরিচালনা করেন। এতে মহিলারাও স্বাবলম্বী হচ্ছেন। প্রাতরাশ ও নৈশভোজ তৈরী করা থেকে শুরু করে পরিবেশনও এই মহিলারাই করেন।

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জেলা সফর করেছেন ও দেখেছেন রাস্তাঘাটে শৌচালয়ের অভাবে খুব অসুবিধায় পড়তে হয় মহিলাদের। তাই তিনি ২০১১তে ক্ষমতায় আসার পর এই প্রকল্পের অনুমোদন দেন।

রাজ্য সড়ক ও জাতীয় সড়কের সংস্কারের পর এখন অনেকেই গাড়িতে করে দূর-দূরান্তে যাতায়াত করেন। প্রত্যন্ত পর্যটন অঞ্চলগুলিতেও রিসর্ট তৈরী হয়েছে। যেহেতু পর্যটকের সংখ্যা বাড়ছে, তাই, মোটেলের প্রয়োজনও বাড়ছে।

স্বাভাবিক ভাবেই, এই প্রকল্পের সাফল্য তুঙ্গে। কোনও কোনও মোটেল সারা বছর বুক করা থাকে।

Source: Millennium Post

Bengal Govt to open 10 more blood banks, 21 more component units

The Bengal Government is to open ten more blood banks in the state in 2018. With these, the total number in the state will increase to 84.

Not just that, with the increasing demand for blood components, the government is setting up blood component separation units (BCSU) in 21 existing blood banks. The work for these would be over before the panchayat elections. With these 21, the number of BCSUs would increase to 38.

The above information came from a senior official of the State Health Department.

The new blood banks would be located in Birpara, Tehatta, Dinhata, Nandigram, Metiabruz, Salboni, Debra, Mathabhanga, Falakata and Sagardighi. The new BCSU would be set up in the blood banks located in Chinsurah, Howrah, Bishnupur, Purulia, Darjeeling, Siliguri, Kalimpong, Jalpaiguri, Alipurduar, Raiganj, Balurghat, Barasat, Basirhat, Diamond Harbour, Siuri, Rampurhat, Jhargram and Tamluk.

 

রাজ্য সরকারের উদ্যোগে আরও ১০টি নতুন ব্লাড ব্যাঙ্ক, ২১ কম্পোনেন্ট ইউনিট

ঘটনা-দুর্ঘটনা, বিপদ-আপদ হোক বা জটিল অসুখ-বিসুখ— কারণ যাই হোক না কেন, রাজ্যজুড়ে রক্তের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হতে চলেছে আরও নতুন ১০টি ব্লাড ব্যাঙ্ক। ২০১৮ সালের মধ্যে এগুলি চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। ফলে রাজ্যে সরকারি ব্লাড ব্যাঙ্কের সংখ্যা শীঘ্রই বেড়ে হবে ৮৪।

এছাড়া ২১টি ব্লাড ব্যাঙ্ককে প্লাজমা, প্লেটলেট, প্যাকড সেল সহ রক্তের বিভিন্ন ধরনের উপাদান পৃথকীকরণ ইউনিটে (ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট) উন্নীত করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যভবন। তাতে এ ধরনের ইউনিটের সংখ্যা বেড়ে হবে ৩৮।

প্রস্তাবিত নতুন ব্লাড ব্যাঙ্কগুলি হবে বীরপাড়া, তেহট্ট, দিনহাটা, নন্দীগ্রাম, মেটিয়াবুরুজ, শালবনী, ডেবরা, মাথাভাঙা, ফালাকাটা এবং সাগরদিঘিতে। আর যেসব ব্লাড ব্যাঙ্ককে রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিটে পরিণত করা হবে, সেগুলি হল চুঁচুড়া, হাওড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, বারাসত, বসিরহাট, ডায়মন্ডহারবার, সিউড়ি, রামপুরহাট, ঝাড়গ্রাম ও তমলুক জেলা হাসপাতাল এবং ক্যানিং মহকুমা হাসপাতাল, নন্দীগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতাল ও সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল।

Source: Bartaman

Bengal Govt to set up in Kolkata its first crematorium for pets

The Bengal Government is planning to set up its first crematorium for pets near Armenian Ghat in Kolkata.

The Animal Resources Development Department is going to set it up at an approximate cost of Rs 25 lakh. Kolkata Municipal Corporation (KMC) will extend technical support to complete the project.

A small electrical furnace will be set up initially where dogs, cats and other small animals will be cremated. A second furnace will be set up later on.

 

রাজ্য সরকারের উদ্যোগে আর্মেনিয়ান ঘাটের কাছে রাজ্যের প্রথম পশু শ্মশান

আর্মেনিয়ান ঘাটের কাছে রাজ্য সরকারের উদ্যোগে তৈরী হতে চলেছে পশুদের শ্মশান।

প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এই শ্মশান তৈরী করবে আনুমানিক ২৫ লক্ষ টাকা ব্যয়ে। এই প্রকল্পে কারিগরি সহায়তা করবে কলকাতা পুরসভা।

একটি ইলেকট্রিক চুল্লি তৈরী করা হবে মৃত কুকুর, বেড়াল ও অন্যান্য পোষ্যদের অন্ত্যেষ্টি ক্রীয়ার জন্য। পরবর্তীকালে আরও একটি চুল্লি তৈরী করা হবে।

 

Source: Millennium Post

Major fish hub coming up in Tapandighi (Dakshin Dinajpur)

A major fishery project is coming up at Tapandighi in Dakshin Dinajpur district, at an investment of Rs 54 crore. It would cover an area of 108.52 acres, 85 acres of which would comprise of water bodies. The project is being undertaken by the Bengal Government’s Fisheries Department.

The project would be a fish hub, and would thus enable several activities under one roof – cultivating fish, selling to wholesalers, long-term storage in modern cold storages, processing and packaging of fish, making arrangements for transporting to various markets, etc. Fish sellers from other places would be able to sell their catch to wholesalers too, for which a building called Action House would be constructed.

The State Fisheries Development Corporation, which is under the Fisheries Department, is the agency overseeing the hands-on work. Being a project at such a large scale, it is expected to take three years for completion.

Besides the fishery project, there would also be an eco-park and a biodiversity park. These would attract tourists and would form a source of income for the hub. Infrastructure would be constructed for the boarding of 25 to 30 tourists at one go.

This project would establish the primacy of fish cultivators and sellers of Bengal in the fish trade in northern Bengal and north-eastern India. It would also ensure the employment of about 1,000 people.

তপনদিঘিতে ৫৪ কোটি টাকা ব্যয়ে বড় মৎস্য প্রকল্প গড়ছে রাজ্য

দক্ষিণ দিনাজপুরের তপনদিঘিতে প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে এবার বড়সড় মৎস্য প্রকল্প গড়তে চলেছে রাজ্য সরকার। জেলা পরিষদ এবং মৎস্য দপ্তর (রাজ্য মৎস্য উন্নয়ন নিগম) যৌথভাবে এই প্রকল্প রূপায়িত করতে চলেছে।

মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাছ উৎপাদন, নিলাম করা, মজুত করা, তা বিক্রির জন্য বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া ইত্যাদিকে একই ছাতার তলায় আনতে তপনদিঘিতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজ্যে আর কোথাও এমন প্রকল্প নেই।

মৎস্য দপ্তর সূত্রের দাবি, তপনদিঘিতে একটি ‘ফিশ-হাব’ তৈরীর পরিকল্পনা পুরোপুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। কীভাবে তা বাস্তবায়িত করা যায়, সেবিষয়ে পরিকল্পনা রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছিল মৎস্য দপ্তরকে। সেই মতো কাজ করছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম (এসএফডিসি)। ইতিমধ্যেই তারা ডিপিআর তৈরী করে ফেলেছে।

দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১০৮.৫২ একর জায়গা জুড়ে এই প্রকল্পটি তৈরি করা হচ্ছে। যার মধ্যে ৮৫ একর জলাশয়। সেখানে মাছ চাষ ছাড়াও দিঘির একপাশে কলকাতার আদলে একটি ইকো পার্ক ও জীব-বৈচিত্র্য পার্ক তৈরী করা হবে। সেইসঙ্গে যেহেতু এই এলাকায় প্রচুর পাখি আসে, তাই তাদের কথা মাথায় রেখে কয়েকটি বার্ড ওয়াচ টাওয়ারও তৈরি করা হচ্ছে।

পাশাপাশি একটি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র ও আলোচনা কেন্দ্রও তৈরি করা হবে। এছাড়াও ফুড কোর্ট এমনকী পর্যটকদের থাকার জন্য পরিকাঠামোও এখানে তৈরি করা হচ্ছে। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিশ-হাবের পাশাপাশি পর্যটক টানতে সৌন্দর্যায়নের কথা মাথায় রেখেই একাংশে কৃত্রিমভাবে প্রকৃতিতে ফুটিয়ে তোলা হবে। সেখানে একলপ্তে ২৫- ৩০ জন পর্যটক যাতে থাকতে পারেন, সেই পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

এই প্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী বলেছেন, শুধু বাজার ধরাই নয়, ছোট-বড় মাছ চাষের মাধ্যমে মৎস্যজীবীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করাই সরকারের লক্ষ্য। একারণে সেখানে মৎস্যজীবীদের আলাদা প্রশিক্ষণ ও কর্মশালা করারও ব্যবস্থা করা হবে।

Image is representative

Bengal Govt boosting library infrastructure

The State Government is taking a slew of measures to encourage the young generation to visit the libraries in the state. There are around 2,480 libraries in Bengal under the jurisdiction of the Mass Education and Library Department.

It is being ensured that facilities like adequate number of staff, and amenities like drinking water and toilet facilities are available at every library.

The government is turning 80 libraries into model libraries. They will receive Rs 3 lakh each for complete overhaul of infrastructure.

Funds are also being provided to non-government sponsored libraries for boosting infrastructure. There are 1,036 such libraries in the state and in the current fiscal (2017-18), a total fund of Rs 1.76 crore has been allocated to these libraries. In the next financial year, that is, 2018-19, this allocation will be raised to nearly Rs 3 crore.

 

গ্রন্থাগার পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী রাজ্য সরকারের

 

রাজ্য সরকার যুব সমাজকে গ্রন্থাগারমুখী করতে নানারকম উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকারের অধীনে এখন ২৪৮০টি গ্রন্থাগার আছে।
যথেষ্ট পরিমাণ গ্রন্থাগার কর্মী, পানীয় জল ও বাথরুমের সুবন্দোবস্ত নিশ্চিত করা হয়েছে রাজ্যের সমস্ত গ্রন্থাগারে।

৮০টি গ্রন্থাগারকে মডেল গ্রন্থাগার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই লাইব্রেরীগুলি ৩লক্ষ টাকা করে পাবে সমস্ত পরিকাঠামো তৈরী করতে।

বেসরকারি গ্রন্থাগারগুলিকেও টাকা দেওয়া হচ্ছে পরিকাঠামো তৈরীতে। এইরকম গ্রন্থাগার রাজ্যে আছে ১০৩৬টি; ২০১৭-১৮ অর্থবর্ষে মোট ১.৭৬ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে এদের। আগামী অর্থবর্ষে এই অনুদানের রাশি বেড়ে হবে ৩কোটি টাকা।

Source: Millennium Post

Bengal Govt to construct 13,000 km of rural roads

The Bengal Government has decided to construct 13,000 km of rural roads in order to improve the rural economy, said the State Panchayats and Rural Development Minister recently.

For this, the government will invest Rs 3,100 crore, which is part of a Rs 7,800 crore project. For building rural roads, the State Government pays 50 per cent of the cost of a project. The cost of laying 1 km is Rs 60 lakh. PSUs like NBCC and NPCC have been engaged to execute the projects.

The initial plan was to build 7,000 km of roads but, after seeing the superior performance of the Bengal Government, the Centre has provided sanction for 13,000 km.

The minister also informed that the State Government would provide Rs 2,700 crore to widen and renovate 3,000 km of rural roads.

 

১৩০০০ কিঃ মিঃ গ্রামীণ সড়ক নির্মাণ করবে রাজ্য সরকার

 

গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৩০০০ কিঃ মিঃ গ্রামীণ সড়ক নির্মাণ করার। একথা জানান রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।

এই প্রকল্পের জন্য সরকার ৩১০০ কোটি টাকা খরচা করবে। গ্রামীণ সড়ক নির্মাণে রাজ্য সরকার ৫০ শতাংশ টাকা দেয়। প্রতি কিঃ মিঃ রাস্তা নির্মাণে খরচ হয় ৬০ লক্ষ টাকা। এই প্রকল্প প্রণয়ন করবে এনবিসিসি ও এনপিসিসির মত রাষ্ট্রায়ত্ত সংস্থা।

প্রথমে ৭০০০ কিঃ মিঃ রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু, রাজ্য সরকারের কাজের মুন্সিয়ানা দেখে কেন্দ্র ১৩০০০ কিঃ মিঃ রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে।

মন্ত্রী বলেন, রাজ্য সরকার ৩০০০ কিঃ মিঃ গ্রামীণ রাস্তা চওড়া করতে ২৭০০ কোটি টাকা দেবে।

Source: The Statesman

Bengal is no. 1 in housing scheme: CM Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee handed over houses constructed as part of the Banglar Bari Scheme to occupants at Netaji Indoor Stadium today. These houses are meant to house the urban poor.

Five lakh people spread over 21 districts are going to be handed over certificates of occupancy.

Mamata Banerjee wants that every citizen of Bengal should have a roof over their heads, and Banglar Bari is a continuation towards that end.

Highlights of her speech:

5 lakh families who do not have pucca houses, have received money for building houses. They will receive Rs 1.2 lakh.

We are aware of the practical problems faced by people in receiving money in instalments. I will request my officials to clear the amount in two instalments only.

Prices of essentials are on the rise. Fuel prices are rising. People are facing a lot of hardship.

We are committed to the welfare of the downtrodden. We are committed to provide a ‘ceiling’ (chhad) on every head.

We have distributed 25 lakh houses under different schemes. We are No. 1 in housing scheme in the country.

Bengal is No. 1 among States in creating rural employment. This is a huge achievement.

We have created 23,000 km rural roads already. 8,000 km roads will be inaugurated on February 13 from Nadia.

Significance of grassroots workers in development work is paramount. Panchayats are our direct link to people.

We have abolished khajna tax on agricultural land. We have given compensation worth Rs 1,200 crore to 30 lakh families who suffered due to floods.

বাড়ি নির্মাণে এক নম্বরে বাংলাঃ মুখ্যমন্ত্রী

আজ রাজ্যজুড়ে গরিব মানুষের বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচীর পোশাকি নাম ‘বাংলার বাড়ি’। রাজ্যের ২১টি জেলার প্রায় পাঁচ লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনায় বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দেওয়া হল।

জঙ্গলমহলের পিছিয়ে পড়া মানুষ বাড়ি বানাতে পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। রাজ্যের অন্য অংশের মানুষ পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। কী ধরনের বাড়ি হবে, তার নকশা করে দেওয়া হচ্ছে সরকারের তরফে।

পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমান আর্থিক বছরে ৩ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তাকে ছাপিয়ে ৫ লক্ষ ৬৮ হাজার মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, সবার মাথায় যেন ছাদ থাকে। গরিব মানুষের আস্তানার অভাব না হয়।

মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কয়েক জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পর জেলায় জেলায় তা দেওয়া হবে। ৩১ মার্চের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করতে চায় রাজ্য সরকার।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ বাংলা আবাস যোজনা অনুষ্ঠানে ৫ লক্ষ পরিবারকে – যাদের মাটির বাড়ি অথবা বাড়ি নেই – বাড়ি দেওয়া হল। পাকা বাড়ি তৈরী করতে ১.২ লক্ষ টাকা দেওয়া হবে।

আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, বাস্তব কিছু সমস্যা আছে। আমি অফিসারদের অনুরোধ করব মানুষের সুবিধার জন্য এই টাকাটা ২ কিস্তিতে দেওয়ার জন্য।

প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেল সব কিছুর দাম বাড়ছে।

অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তার মাথার ওপর একটা ছাদ অর্থাৎ একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে যাতে সে সভ্য সমাজে মানবিকভাবে বাঁচতে পারে।

আমরা ৬ বছরে বিভিন্ন প্রকল্পের আওতায় ২৫ লক্ষ বাড়ি নির্মাণ করেছি গরীব মানুষদের দেওয়ার জন্য। বাড়ি তৈরির ক্ষেত্রে সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে।

১০০ দিনের কাজে সারা ভারতবর্ষের মধ্যে বাংলা ১ নম্বরে। এটা একটা বড় কাজ।

ইতিমধ্যেই গ্রামাঞ্চলে ২৩ হাজার কিমি রাস্তা করে দেওয়া হয়েছে। আগামী ১৩ তারিখ নদিয়া থেকে আরও ৮ হাজার কিমি রাস্তা-র উদ্বোধন করা হবে।

নিচু তলার মানুষের গুরুত্ব সবচেয়ে বেশি। গ্রামাঞ্চলে পঞ্চায়েতই হল জনসংযোগের সবচেয়ে বড় জায়গা।

আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ লক্ষ পরিবারকে ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার।

 

2D, 3D tech for Madhyamik schools

2D and 3D technology is soon going to be used to enhance the effectiveness of traditional classroom teaching in schools under the West Bengal Board of Secondary Education (WBBSE), or the Madhyamik Board.

According to a senior official of WBBSE, the introduction of the technologies is a step towards hands-on education, on which the Board is increasingly giving stress, as a way to a holistic environment of learning. According to another official, as students will be encouraged to do things according to their interests, the adoption of technologies will enable much better understanding of the subjects.

The syllabus committee of WBBSE has been entrusted with the responsibility of delving into the nitty-gritty of embracing this technology. The committee has already developed some e-materials for classes IX and X, which would be incorporated into 2D and 3D technology formats.

It may be mentioned that classrooms at the Madhyamik level which are involved in teaching the science subjects are being upgraded to smart classrooms, of which 2D and 3D technologies are an intrinsic part.

মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এবার 2D ও 3D প্রযুক্তি

 

রাজ্য সরকারের অন্তর্গত যত মাধ্যমিক বিদ্যালয় আছে, সেখানে চিরাচরিত ক্লাসরুম শিক্ষার মান আরও উন্নত করতে এবার ব্যবহার করা হবে 2D ও 3D প্রযুক্তি।

মধ্যশিক্ষা পর্ষদ পড়াশোনায় প্রযুক্তিকে কাজে লাগানোর ওপর খুব জোর দিচ্ছে যাতে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলা যায়। পাঠ্যবইয়ের বাইরে গিয়ে যাতে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী নানা বিষয় হাতেকলমে শিখতে পারে সেটাই উদ্দেশ্য। এর ফলে কোনও বিষয়ে জ্ঞান অর্জন করাটা হয়ে উঠবে আরও সহজ।

মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে সিলেবাসের সাথে প্রযুক্তির সংমিশ্রণ কিভাবে করা যায় সেটা নিশ্চিত করার। কমিটি ইতিমধ্যেই নবম ও দশম শ্রেণীর জন্য কিছু ই-মেটেরিয়াল তৈরী করেছে, যা 2D ও 3D প্রযুক্তিকে কাজে লাগাবে।

মাধ্যমিক স্তরের সমস্ত ক্লাসরুম, যেখানে বিজ্ঞান পড়ানো হয়, স্মার্ট ক্লাসরুমে উন্নীত করা হয়েছে। এর ফলে ওই ক্লাসরুমগুলিতে 2D ও 3D প্রযুক্তি ব্যবহার হবে সহজাত।

Source: Millennium Post

Bengal Govt to set up toll-free poison information helpline

The Bengal Government is going to set up a Poison Information Centre at RG Kar Medical College and Hospital. The 24-hour toll-free helpline would be served by a dedicated phone number.

Anyone can call up to get information on how to treat any infection caused by a poison.

The centre is being set up at a 1,500 square foot space on the second floor of the Academic Building. It would be run by two senior doctors and four to five junior doctors.

বিষের বিষয়ে তথ্য দিতে টোল ফ্রি হেল্প লাইন

 

রাজ্য সরকার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি বিষ সংক্রান্ত তথ্যকেন্দ্র তৈরি করতে চলেছে। একটি ২৪ ঘণ্টার হেল্পলাইনও খোলা হবে এই বিষয়ে।

বিষক্রিয়া থামাতে কি কি করণীয়, তার যাবতীয় তথ্য মিলবে এই হেল্পলাইনে।

হাসপাতালের আকাডেমিক বিল্ডিঙের তৃতীয় তলায় ১৫০০ বর্গ ফুটের ওপর তৈরি হবে এই কেন্দ্র। এই কেন্দ্রটি চালাবে ২ জন বর্ষীয়ান ডাক্তার ও ৪/৫জন জুনিয়র ডাক্তার।

Source: Sangbad Pratidin