Bengal Govt forms committee to commemorate 100 years of Bengali cinema

The State Government has formed a committee for commemorating 100 years of Bengali cinema. Chief Minister Mamata Banerjee is the patron of the 18-member committee.

The committee is comprised of senior film personalities from the Bengali film industry, with Soumitra Chatterjee as the chief advisor and Goutam Ghose as the chairman.

The committee will chalk out a plan to organise various programmes to celebrate 100 years of Bengali cinema. The committee will prepare a calendar of events to gift a unique programme on the completion of a century of Bengali cinema.

It may be mentioned that the initiative of the Chief Minister has taken the Kolkata International Film Festival (KIFF) to new heights in the past six years. She has made it possible for people from all walks of life to witness the grandeur of the film festival, with steps taken to ensure that it doesn’t remain bound only within Nandan.

বাংলা সিনেমার ১০০ বছর উদযাপন করতে কমিটি গড়ল রাজ্য সরকার

বাংলা সিনেমার ১০০ বছর পূর্তি উদযাপন করতে কমিটি গঠন করল রাজ্য সরকার। এই ১৮ সদস্যের কমিটির মূল উদ্যোক্তা তথা পৃষ্ঠপোষক হলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
এই কমিটিতে আছেন বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম ব্যাক্তিত্বেরা। সৌমিত্র চট্টোপাধ্যায় যেমন এই কমিটির মুখ্য উপদেষ্টা, তেমন গৌতম ঘোষ হলেন কমিটির চেয়ারম্যান।
এই কমিটি বাংলা সিনেমার ১০০ বছর উদযাপনের উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করবে। তারা এই অনুষ্ঠানের একটি ক্যালেন্ডার তৈরী করবে।

প্রসঙ্গত, গত ছয় বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক সহযোগিতায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পেয়েছে এক নতুন মাত্রা। তাঁর উদ্যোগে সকল শ্রেণীর মানুষের কাছে আজ আপন হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। নন্দনের গণ্ডী পেরিয়ে চলচ্চিত্র উৎসব স্থান করে নিয়েছে জনমানসে।

Source: Millennium Post

8 new trauma centres for road accident victims

The Bengal Government is in the process of starting eight trauma care centres across the State. The locations would be on or near national and state highways, and other important roads.

Six of these centres will be located at SSKM Hospital, Bardhaman Medical College and Hospital (BMCH), North Bengal Medical College and Hospital (NBMCH), and in Kharagpur, Asansol and Islampur. The other two will be located in Singur and Amtala.

The trauma centre for BMCH has already been set up at the hospital’s Anamoy Physicians’ Clinic, about 8 km away. It has 25 beds – 10 general, 10 critical care and five step down or high-dependency unit (HDU) beds.

The trauma care centre at NBMCH will start in a few days, to be followed by the others. The one at SSKM will commence working in September.

According to State Health Department sources, the largest centre in terms of capacity will be at SSKM, and those at BMCH, NBMCH and Singur will be of level 2 category, while the ones at Kharagpur and Islampur will be of level 3 category.

As for the cost, the State Government is spending Rs 30 to 40 crore for the equipment and Rs 4 to 5 crore for building construction for the bigger trauma centres.

জাতীয় ও রাজ্য সড়কে ৮টি ট্রমা সেন্টার চালু করছেন মুখ্যমন্ত্রী

পথ দুর্ঘটনাগ্রস্তদের বাঁচাতে জাতীয়, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তার উপর আটটি ট্রমা সেন্টার চালু করছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছ’টি হবে পিজি, বর্ধমান মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, খড়গপুর, আসানসোল এবং ইসলামপুরে। পুরোপুরি রাজ্যের টাকায় ট্রমা সেন্টার হচ্ছে সিঙ্গুর ও আমতলায়।

বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে আট কিমি দূরে অনাময় হাসপাতালে চালু হয়েছে বর্ধমানের ট্রমা সেন্টারটির। এখানে আছে ২৫টি বেড। ১০টি জেনারেল, ১০টি ক্রিটিক্যাল কেয়ার এবং পাঁচটি স্টেপ ডাউন বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট বেড (এইচডিইউ)।

কদিনের মধ্যেই চালু হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারটির। পরপর পিজি, খড়গপুর, ইসলামপুর, আসানসোল হাসপাতালে চালু হবে ট্রমা সেন্ট্রারগুলি। পিজির সেন্টারটি চালু হবে আগামী সেপ্টেম্বরে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আটটির মধ্যে বর্ধমান, উত্তরবঙ্গ এবং সিঙ্গুর—এই তিনটি ট্রমা সেন্টার লেভেল ২ পর্যায়ের। বেশ বড়। অন্যদিকে, খড়গপুর ও ইসলামপুর হাসপাতালের ট্রমা সেন্টারটি লেভেল ৩ পর্যায়ের। সবচেয়ে বড় ট্রমা সেন্টারটি হবে পিজিতে।

এগুলির মধ্যে শুধুমাত্র যন্ত্রপাতি (তালিকাভুক্ত এবং তালিকার বাইরে থাকা) কিনতে সরকারের খরচ হবে অনুমানিক ৩০-৪০ কোটি টাকা। বড় ট্রমা সেন্টারগুলির শুধু বাড়িঘর বানাতে খরচ হবে চার থেকে পাঁচ কোটি টাকা করে।

 

Bengal Govt to train rural women towards sustainable self-employment

The Trinamool Congress Government has taken up the development of another avenue for mass employment. It would be training women and men to raise cows, goats, chickens and ducks and distributing poultry birds and animals as well.

At the same time, it would also build individual small farms for the members. The farms would be built alongside their homes so that they can look after the farms as well as carry out household chores.

The Government has instructed the block development officers (BDOs) to ensure that more women get the training and the other facilities. Women empowerment has always been one of the cornerstones of the Government’s developmental programmes ever since Chief Minister Mamata Banerjee came to power.

Along with these, the Government will also organise some women from the Self Help Groups into clusters and distribute incubators for producing birds from the chicken and duck eggs.

গ্রামীণ মহিলাদের স্বরোজগারে বিনামূল্যে গোরু, ছাগল, হাঁস-মুরগি দেবে সরকার

একের পর এক কর্মসংস্থানমুখী প্রকল্প হাতে নিচ্ছে তৃণমূলের রাজ্য সরকার। এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে গোরু, ছাগল, হাঁস, মুরগি বিলির পাশাপাশি পৃথক পৃথক সদস্যকে খামারও তৈরী করে দেওয়া হবে। একই সঙ্গে গোষ্ঠীর কয়েকজন সদস্যকে নিয়ে একটি ক্লাস্টার তৈরি করে মুরগী বা হাঁসের ডিম থেকে ছানা বের করার যন্ত্রও বিনামূল্যে দেওয়া হবে।

এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেক বেশি আর্থিকভাবে স্বনির্ভর হবেন বলেই স্বরোজগার নিগমের অফিসাররা মনে করছেন। এই প্রকল্পে হাজার হাজার মহিলা স্বনির্ভর হতে পারবেন। আর এর জন্য ওই মহিলাদের বাড়ির বাইরে কাজ করতে যেতে হবে না। তাঁদের বাড়ির পাশেই খামার করে দেওয়া হবে। ফলে ঘরের কাজের পাশাপাশি পশুপালন করে তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

প্রতিটি ব্লকেই স্বরোজগার নিগমের একজন সুপারভাইজার আছেন। তাঁদের কাছে গিয়ে আবেদন করলেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সুবিধা পাবেন। এই নতুন প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাতে শেখানো হবে কীভাবে মড়ক ঠেকাতে গোরু, ছাগল, হাঁস বা মুরগিকে ইনজেকশন দিতে হয়। প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে কী কী ব্যবস্থা নিতে হবে ইত্যাদি।

৬ মাসের এই প্রশিক্ষণ হয়ে গেলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে হাঁস, মুরগী, গোরু ও ছাগল বিতরণ করা হবে। যার যেমন প্রয়োজন, তিনি ততগুলি করেই পাবেন। এরপর স্বরোজগার নিগম ওই মহিলার বাড়ির কাছের কোনও জমিতে খামার তৈরি করে দেবে। প্রতিটি খামার তৈরির জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে।

গত বছর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও মালদহের কয়েকটি ব্লকে এই পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প চালু হয়েছিল। তাতে বহুজন প্রশিক্ষণ নিয়ে এই ব্যবসা শুরু করেছেন। ইতিমধ্যেই স্বরোজগার নিগম পাইলট প্রজেক্টেই ৫০০ খামার তৈরী করে দিয়েছে।

Image is representative

 

Bengal Govt to complete repair work of irrigation canals before rainy season

The Bengal Government has decided to repair and dredge all irrigation canals in the state before the start of the rainy season. The government has allotted Rs 1,008.5 lakh crore for the purpose. The Irrigation Department would undertake the entire work.

According to Irrigation Department officials, the state has been divided into five zones for the project, and money allocated accordingly.

The north-eastern zone consists of the districts of Cooch Behar, Alipurduar, Jalpaiguri and Darjeeling and has been allotted Rs 113 crore. The northern zone consists of Uttar Dinajpur, Dakshin Dinajpur, Malda, Murshidabad, Nadia and Birbhum, and for these, Rs 173.5 crore has been allotted.

The western zone consists of Purba Bardhaman, Paschim Bardhaman, Howrah and Hooghly district, and these together have got Rs 203 crore. For the districts of Bankura, Purulia, Purba Medinipur, Paschim Medinipur and Jhargram, Rs 296 crore has been allotted, and finally, for North 24 Parganas, South 24 Parganas and greater Kolkata, Rs 223 crore has been allotted.

Chief Minister Mamata Banerjee has always placed a lot of stress on developmental work, and ensures that people-centric projects are spread out evenly across the state and are not hampered in any way.

For this project too, and more so because of its being closely connected with the rural population, she has sent out explicit instructions to the concerned officials to ensure that work is not hampered in any way because of the panchayat election.

 

বর্ষার আগেই রাজ্যের সমস্ত মজে যাওয়া সেচ খাল, জমিনদারি বাঁধ মেরামত হবে

আগামী বর্ষার আগেই রাজ্যের সমস্ত মজে যাওয়া সেচ খাল, জমিনদারি বাঁধ, ক্ষুদ্র সেচ বাঁধ মেরামত করবে রাজ্য সরকার। আগামী বর্ষায় এইসব বাঁধ বা খাল ভেঙে যাতে বিপত্তি না হয়, তার জন্য দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৮-’১৯ আর্থিক বছরের বাজেটে বরাদ্দ অর্থ থেকেই এই কাজ হবে। এর জন্য ১ হাজার ৮ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই খালগুলি সংস্কার হলে, সেগুলিতে জলধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।

গঙ্গা-পদ্মা ভাঙন রোধ কেন্দ্রের করার কথা। কিন্তু, কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনও কাজ করছে না, অর্থও বরাদ্দ করছে না। কয়েকটি জায়গায় গঙ্গা-পদ্মা ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। সেই সব জায়গাতেও কাজ করবে সেচ দপ্তর।

এই কাজগুলি বর্ষার আগে শেষ হয়ে গেলে বর্ষায় বাঁধ ভাঙা থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনই সারা বছর ওই খাল দিয়ে সেচের জলও ভালোভাবে দেওয়া যাবে।

এই কাজের জন্য কয়েকটি জোনে গোটা রাজ্যকে ভাগ করা হয়েছে:

  • উত্তর-পূর্ব জোনে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ১১৩ কোটি টাকা।
  • উত্তর জোনে রয়েছে দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূম জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ১৭৩.৫ কোটি টাকা।
  • পশ্চিম জোনে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ২০৩ কোটি টাকা।
  • বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জন্য বরাদ্দ হয়েছে ২৯৬ কোটি টাকা, এবং
  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও বৃহত্তর কলকাতার জন্য বরাদ্দ হয়েছে ২২৩ কোটি টাকা

 

Source: Bartaman

Rural electrification to be completed in Bengal soon

A massive rural electrification scheme has been taken up by the Bengal Government. The Rs 192 crore scheme will connect 2.53 lakh homes to the grid.

The work for supplying electricity would begin in a few days; the work order has been issued. The government is expecting the work to be completed by December 31.

Most of the homes to be connected belong to people living below the poverty line in rural areas.

According to State Government data, the work for electrification in 19 districts is over. Some areas in Cooch Behar, some islands in the Sundarbans in South 24 Parganas, and a few remote areas in Darjeeling and Kalimpong districts are left to be electrified.

In remote areas in the Sundarbans, solar energy facilities are also being set up to overcome the difficulty of connecting them through electrical cables.

 

গ্রামীণ বিদ্যুতে ১৯২ কোটি বরাদ্দের পরিকল্পনা রাজ্যের

গরীব মানুষদের বাড়িতে নিখরচায় বিদ্যুৎ পৌঁছে দিতে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার৷ এই কাজে ১৯২ কোটি টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ এতে মোট ২ লক্ষ ৫৩ হাজার বাড়িতে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে৷ সেই লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে পড়েছে বিদ্যুৎ দপ্তর৷ ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে চাইছে রাজ্য বিদ্যুৎ দপ্তর৷

মূলত গ্রামাঞ্চলে দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতেই এই এই প্রকল্প চালু হয়েছে৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যের মোট ১৯ জেলায় গ্রামে বিদ্যুৎ পৌঁছনোর কাজ সম্পূর্ণ৷ এর মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা৷

বিদ্যুৎমন্ত্রীর দাবি, চলতি বছরের মধ্যেই কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কিছু দ্বীপ এবং দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাবে৷ সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সৌর বিদ্যুতের মতো বিকল্প শক্তির সন্ধান করা হচ্ছে ৷

Bengal Govt to cultivate hilsa in ponds and rivers

In a significant stride towards becoming self-reliant in the production of hilsa (ilish), the State Fisheries Department will now take up the cultivation of the fish in ponds and rivers.

The department has signed an agreement with a Norwegian company. The company has been successful in cultivating salmon in pond and river water, and is helping the State Government in replicating that success for hilsa, according to the Fisheries Minister.

The department gradually wants to stop importing the fish from Myanmar, which is much more than gastronomy for a Bengali. Ilish, as hilsa is called in Bengali, is about identity, history and nostalgia.

Hilsa is a significant component of open-water capture fishery in Bengal, contributing about 19 per cent of the total fish landing in the Hooghly-Matla estuarine system.

Over the years, due to wanton exploitation, pollution and habitat destruction, there has been a decline in the availability of hilsa.
One of the measures to combat this was the setting up, inspired by the vision of Chief Minister Mamata Banerjee with regard to self-reliance in hilsa, of the country’s first ever dedicated Hilsa Conservation and Research Centre (HCRC) at Sultanpur in Diamond Harbour in December 2013 by the Fisheries Department.

The department is in the process of setting up two similar HCRCs in Tribeni in Hooghly district, located on the bank of the Hooghly, and Farakka in Murshidabad district, on the bank of the Ganga.

The catching, marketing and transportation of fishes less than 23 cm in length is banned in the state. The Fisheries Department has put in place vigilante teams in all the concerned districts for keeping regular vigil on markets and landing centres. Special raids are conducted during the designated ban period between September 15 and October 24 each year. The department also maintains coordination and synergy with laboratories and institutes working on hilsa fishery.

The department also takes awareness campaigns for hilsa conservation, by distributing leaflets, putting up banners and posters, and conducting boat and road rallies in areas where the fish is netted by fishermen.

The fish is anadromous, that is, migrates up rivers from the sea to spawn, during the periods from June to September and from January to April.

 

 

এবার পুকুর ও নদীতে ইলিশ মাছ চাষ করবে রাজ্য

ইলিশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে এবার পুকুর ও নদীতে ইলিশ মাছ চাষ শুরু করবে রাজ্য সরকার। এই বিষয়ে নরওয়ের একটি সংস্থার সাথে চুক্তি করবে রাজ্য মৎস্য দপ্তর। এই সংস্থাটি তাদের দেশে পুকুর ও নদীতে স্যামন মাছ চাষে বিপুল সফলতা পেয়েছে।

ধীরে ধীরে মৎস্য দপ্তর মায়ানমার থেকে ইলিশ আমদানি বন্ধ করতে চায়। ইলিশ মাছ শুধুই বাঙালির রসনাতৃপ্তি করেনা, বাংলার সংস্কৃতি সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। তাই এই মাছ চাষে স্বনির্ভর হতে চায় রাজ্য।

সাধারনত ইলিশ মাছ চাষ হয় নোনা জলে, মোহনায়। এতদিন হুগলী-মাতলা নদীর মোহনায় যে মাছ চাষ হয়, তার ১৯ শতাংশই ইলিশ। কিন্তু, দূষণ ও অন্যান্য নানা কারণে দিনে দিনে এই পরিমাণ কমছে।

ইলিশ উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে, মুখ্যমন্ত্রীরঐকান্তিক প্রচেষ্টায় ২০১৩ সালের ডিসেম্বর মাসে ডায়মন্ড হারবারের সুলতানপুড়ে দেশের প্রথম হিলসা কঞ্জারভেসন অ্যান্ড রিসার্চ সেন্টার তৈরী করা হয়। এই ধরণের কেন্দ্র আরও দুটি জায়গাতে তৈরী হয়েছে: হুগলী জেলার ত্রিবেণীর ধারে এবং মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় গঙ্গার ধারে।

২৩ সেন্টিমিটারের চেয়ে কম লম্বা ইলিশ মাছ ধরা, বিপণন এরাজ্যে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা যথাযথ কার্যকর করতে বেশ কিছু আধিকারিকের অনেকগুলি দল রাজ্যজুড়ে পরিদর্শন করে। ১৫ই সেপ্টেম্বর থেকে ২৪শে অক্টোবর প্রচুর রেড করা হয় প্রতি বছর।

ইলিশ মাছ সংরক্ষণের ব্যাপারে মৎস্য দপ্তর সচেতনতা কর্মসূচীরও উদ্যোগ নিয়ে থাকে। লিফলেট বিলি থেকে শুরু করে ব্যানার ও পোস্টার লাগানো, সচেতনতা মিছিল করা এবং মৎস্যজীবীদের সচেতন করা হয় দপ্তরের উদ্যোগে।

জানুয়ারি থেকে এপ্রিল মাস এবং জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে যায় ডিম পাড়তে। এই সময় মাছ ধরা বারন।

Source: Millennium Post

Bengal Panchayat Dept sets target of creating 25 Cr man-days in 2018-19

The State Panchayats and Rural Development Department has set a target of creating 25 crore man-days for financial year (FY) 2018-19. The decision was taken at a recent high-level meeting attended by all senior officials of the department.

It was also decided that the state’s panchayats will have to ensure livelihood for 10 lakh families, mainly for the women associated with the self-help groups under the National Rural Employment Guarantee Act (NREGA) Scheme. Thus, every gram panchayat will have to make provision for livelihood of 300 families on an average.

Every panchayat will also have to take steps for the revival of rivers and underground reservoirs that have dried up. Stress will have to be laid on afforestation and maintenance of trees.

Since coming to power in 2011, Chief Minister Mamata Banerjee has given emphasis on rural development and in the past seven years, Bengal has made remarkable progress in the construction of rural roads and in 100 days’ work under NREGA.

Incidentally, Mamata Banerjee announced at an administrative review meeting on March 26 that South 24 Parganas has become the number one district in the country with regard to the implementation of 100 days’ work.

 

২০১৮-১৯ কর্মবর্ষে ২৫ কোটি কর্মদিবস তৈরী করবে পঞ্চায়েত দপ্তর

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮-১৯ সালের জন্য ২৫ কোটি কর্ম দিবস তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। জিটিএ, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং সমস্ত জেলাপরিষদকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে দপ্তর। এই উদ্যোগের মাধ্যমে ১০ লক্ষ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করবে পঞ্চায়েত। মূলত উপকৃত হবেন ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

প্রতিটি গ্রাম পঞ্চায়েতেকে অন্তত ৩০০ পরিবারের জন্য জীবিকা নির্ধারণ করতে হবে। এলাকায় যদি কোনও মৃত নদী থাকে, সেটার পুনরুজ্জীবন করতে হবে। বৃক্ষরোপণ ও গাছের রক্ষণাবেক্ষণে নজর দিতে হবে।

উল্লেখ্য, গত সাত বছরে ১০০ দিনের কাজে এবং গ্রামীণ সড়ক নির্মাণে বাংলা নজিরবিহীন কাজ করেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা ১০০ দিনের কাজে দেশের সেরা হয়েছে।

Source: Millennium Post

 

Soon, you can hire trams to set up restaurants, organise weddings

West Bengal Transport Corporation (WBTC) has now taken another initiative to popularise trams, a heritage transport system, to be found only in Kolkata in the country.

People would soon be able to take trams on lease to set up restaurants and organise weddings. WBTC expects the romantic charm of trams to make these ventures popular.

Expressions of interest have been invited by the corporation. Some basic rules have been framed. Non-AC trams would be given on lease. Fitting ACs and the cost thereof would have to be borne by the lessee. Also, no cooking would be allowed inside the trams.

Two similar projects by WBTC have already been successful, according to WBTC officials. A tram has been converted into a museum and kept at the Esplanade terminus. While one bogey houses the museum, depicting the storied history of trams in Kolkata, the other houses a cafeteria. It has become quite popular. Another AC trams is being given on lease for birthdays and other events.

WBTC, seeing the popularity of its AC buses, plans to introduce more and more AC trams in the city.

There are currently 269 trams with the WBTC. Of these, only 45 to 46 are being used daily because of route optimisation. Hence, these extra trams are now being used for non-transport purposes.

 

ট্রামেই খোলা যাবে রেস্তরাঁ, বসানো যাবে বিয়ের আসর

শহরে এবার চলন্ত রেস্তরাঁ। থাকবে আমেজ করে বসে খাওয়ার ব্যবস্থা। পছন্দসই খাবারের স্বাদ চাখতে চাখতেই শহর ভ্রমণ। না, সাধারণ কোনও গাড়িতে, ‘হেরিটেজ’ ট্রামেই গড়ে উঠবে সেই রেস্তরাঁ। তার জন্য এবার ট্রাম ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এইনিয়ে ইতিমধ্যেই আগ্রহপত্র চাওয়া হয়েছে বলে খবর। তবে শুধু রেস্তরাঁই নয়, নিগম অধিকর্তারা বলছেন, ভাড়া নিয়ে ঐতিহ্যের ওই ট্রামে কেউ বিয়ের আসরও বসাতে পারে। অনেকে বিয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আসর বসান জলযান, এমনকী বিমানেও। এবার পারবেন ট্রামেও।

রেস্তরাঁর জন্য ট্রাম ভাড়া দেওয়ার ব্যাপারে কয়েকদিন আগেই আগ্রহপত্র চাওয়া হয়েছে। আগ্রহপত্র জমা পড়ার পর তা পর্যালোচনা করে দেখা হবে, ইচ্ছুকরা ঠিক কী চাইছেন। আপাতত ঠিক হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য নন-এসি ট্রাম ভাড়ায় দেওয়া হবে। তাতে এসি বসানো সহ যাবতীয় পরিকাঠামো তৈরি করে নিতে হবে বরাতপ্রাপ্ত সংস্থাকে। তবে কোনওভাবেই ট্রামের মধ্যে রান্না করা যাবে না। খাবার অন্যত্র তৈরি করে ট্রামে তুলতে হবে।

শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। নিগমের হাতে ট্রাম রয়েছে কমবেশি ২৬৯টি। বর্তমানে দৈনিক গড়ে ৪৫ থেকে ৪৬টির বেশি ট্রামকে রাস্তায় নামে। তাই বাকি বহু ট্রামকে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে পরিকল্পনা চলছিল কিছুদিন ধরেই। সেই সূত্রেই রেস্তরাঁর জন্য ট্রাম ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

চলমান রেস্তরাঁর এই পরিকল্পনা সফল হবে বলেই আশায় রয়েছেন অধিকর্তারা। এর আগে শহরে ট্রাম-মিউজিয়ামের পরিকল্পনা ‘সফল’ হয়েছে। ধর্মতলা চত্বরে শহরের ঐতিহ্যবাহী ট্রামের ইতিহাস তুলে ধরতে একটি আস্ত ট্রামকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। তার একটি বগিতে রয়েছে ক্যাফেটেরিয়া। সেখানে থাকছে চা-কফির সঙ্গে বিস্কুট, স্ন্যাকসের মতো খাবার। নিত্যদিন অনেকেই সেখানেই ভিড় জমান। দ্বিতীয়ত, বর্তমানে এক বগির এসি ট্রাম প্রমোদ ভ্রমণের জন্য চালানো হচ্ছে। জন্মদিন সহ অন্যান্য ‘ইভেন্ট’-এ তা ভাড়া দেওয়া হয়। এই প্রকল্পও অনেকটা জনপ্রিয় হয়েছে যাত্রী মহলে। বর্তমানে যাত্রী মহলে এসি বাস বেশ জনপ্রিয় হয়েছে। এবার ট্রামকেও জনপ্রিয় করতে শহরে আরও বেশি করে এসি ট্রাম চালানোর পরিকল্পনা করা হয়েছে।

Source: Bartaman

 

Investment Bengal

Ease of doing business: Bengal now leader among peers

The third edition of the Central Government’s annual Ease of Doing Business ranking for states, modelled on the international one conducted by the World Bank, has seen West Bengal jumping 15 places to top of the list. West Bengal was in the 16th position last year.

Data collected till March 28 on an online dashboard maintained by the Department of Industrial Policy and Promotion, which conducts the ranking, suggests so. Last year, DIPP had finalised a total list of 372 reforms in regulatory processes, policies, practices or procedures as part of the Business Reforms Action Plan 2017. This is spread across 12 key reform areas. Reforms successfully undertaken by each state are updated on the dashboard, with the result that states with the highest implementation of reforms securing the highest ranks.

The rankings only reflect the changing face of Bengal over the last seven years, under Chief Minister Mamata Banerjee. Through a series of administrative reforms, e-governance measures, and three successful editions of Bengal Global Business Summit, she has turned the state into ‘Best Bengal’.

 

 

শিল্পের পথ সহজ করার মার্কশিটে বাংলাকে ১০০-তে ১০০ দিল কেন্দ্র

শিল্পের গা থেকে লালফিতের ফাঁস আলগা করার বিশ্বব্যাঙ্কের দেওয়া ৩৬৯টি নির্দেশিকার সবকটি সঠিকভাবে লাগু করে কেন্দ্রীয় সরকারের মার্কশিটে ১০০-তে ১০০ পেল পশ্চিমবঙ্গ। তাই সঙ্গত কারণেই বাংলার স্থান প্রথমে। হিসেব মতে, কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো তথ্যের ভিত্তিতেই ওই নম্বর পেয়েছে রাজ্য সরকার।

শিল্প গড়তে কোন রাজ্য কতটা আগ্রহী, তা জানতে প্রতিবারই সমীক্ষা করে কেন্দ্রীয় সরকার। ব্যবসা করার ক্ষেত্রে প্রশাসনিক জট কাটাতে রাজ্যগুলি কী কী পদক্ষেপ করল, তার জন্য র্যা ঙ্কিং হয় প্রতি বছর। এবার রাজ্যগুলির মূল্যায়ন চলাকালীন বাংলা ছিল একেবারে প্রথম সারিতে।

এদিকে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন, ব্যবসা বা শিল্পের পথ সহজ করার কাজে দেশের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গ। অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, দেশের সেরা স্থানে রয়েছে রাজ্য। জানুয়ারির মাঝামাঝি সময়ে এ রাজ্যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়েছিল। সেই সময় রাজ্য ছিল এক নম্বরে। বাংলা এক নম্বর স্থান ধরে রাখায়, দিন কয়েক আগে ফের তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিবঙ্গকে যে প্রথম স্থান থেকে সরানো কার্যত সম্ভব নয়, তা মনে করছেন শিল্প দপ্তরের কর্তারা।

Bengal Govt’s fresh initiative for the employment of urban youth

After its huge success in rural Bengal, the State Government is going to introduce the benefits of self-help groups (SHGs) in urban areas.

The Self-Help Group and Self-Employment Department, through urban cooperative banks and urban credit societies, has decided to form SHGs of seven youths each in urban areas and give them loans to start business ventures at low interest rates. A few thousand youths would benefit from this scheme.

Loans would be given at 9 per cent rate of interest. Not just that, after the entire loan is repaid to the bank, the person would be given back 7 per cent of the amount of interest paid. Hence, the effective rate of interest would be just 2 per cent.

 

 

বেকার যুবকদের ব্যবসার জন্যে লোন দেবে রাজ্য সরকার

 

এবার শহরের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আরও এক নতুন প্রকল্প হাতে নিল রাজ্য সরকার। শহর এলাকার সাতজন করে যুবককে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরী করে তাঁদের ব্যবসার জন্য খুব অল্প সুদে ঋণ দেবে সমবায় ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট সোসাইটি। এর জন্য প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

চলতি আর্থিক বছর থেকেই এই প্রকল্পের কাজ শুরু করবে বলে ইতিমধ্যে সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া এই প্রকল্পের ফলে রাজ্যে কয়েক হাজার বেকার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, গোটা রাজ্যে আরবান সমবায় ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট সোসাইটি থেকে খুব অল্প সুদে ঋণ দেওয়া হবে। প্রথমে তাঁরা যখন ঋণ নেবেন, তখন তাঁদের ৯ শতাংশ হারে সুদ দিতে হবে। তাঁরা সম্পূর্ণ ঋণ ফেরত দেওয়ার পর তাঁদের ৭ শতাংশ সুদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাঁদের মাত্র ২ শতাংশ হারে সুদ দিতে হচ্ছে।

এতদিন শহরাঞ্চলে বেকার যুবকরা সেভাবে স্বনির্ভর গোষ্ঠী করতেন না। কিন্তু, এবার তাঁদের উৎসাহিত করে সমবায় ব্যাঙ্কের মাধ্যমে ঋণ দিয়ে ব্যবসার সুযোগ করে দেব। এতে প্রচুর বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।