Bengal has achieved a revenue surplus, despite GST: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee put out a post on Facebook today, mentioning the fact that the Central Government has congratulated the Bengal Government for not only bringing down rapidly the revenue gap with respect to the State GST, but in fact registering a revenue surplus in March 2018.

While in August 2017 Bengal had a revenue gap of 33.4 per cent, in March 2018, the State had registered a surplus of 3 per cent.

Another significant fact the Chief Minister mentioned is that Bengal’s performance is far better than that of the country as a whole. In March 2018, while Bengal achieved a surplus of 3 per cent, the country as a whole registered a revenue deficit of 17.9 per cent.

Mamata Banerjee congratulated everyone concerned for achieving this feat.

To read the Facebook post, click here: goo.gl/nZd2oL

 

 

জিএসটি সত্ত্বেও বাংলায় রাজস্ব উদ্বৃত্ত হয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি ফেসবুক পোস্ট করেন। জিএসটি থাকা সত্ত্বেও রাজ্য সরকার মার্চ ২০১৮ পর্যন্ত যেভাবে রাজ্যের রাজস্ব উদ্বৃত্ত করতে সমর্থ হয়েছে, তার জন্য কেন্দ্র প্রশংসা করে রাজ্যের। মুখ্যমন্ত্রী সেই ব্যাপারটিই তুলে ধরেন তার ফেসবুক পোস্টে।

আগস্ট ২০১৭ পর্যন্ত রাজ্যের রাজস্ব ঘাটতি ছিল ৩৩.৪ শতাংশ, সেখানে মার্চ ২০১৮ পর্যন্ত রাজ্যের রাজস্ব বেড়ে হয়েছে ১০৩ শতাংশ।

আরেকটি বিষয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, বাংলার কর্মক্ষমতা সারা দেশের থেকে অনেক ভালো। যেখানে মার্চ ২০১৮ তে শেষ হওয়া আর্থিক বর্ষে বাংলার রাজস্ব উদ্বৃত্ত হয়েছে ৩ শতাংশ, সেখানে সারা দেশের রাজস্ব ঘাটতি হয়েছে ১৭.৯ শতাংশ।

মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানান।

E-governance in agriculture through Matir Katha

Under the leadership of Chief Minister Mamata Banerjee, the Bengal Government has brought in a lot of positive changes in the lives of farmers. One of the ways has been through the application of information and communication technology (ICT).

All departmental offices at all levels – block, subdivision, district, range and state – have been adequately computerised.

The three primary aspects of the e-governance structure that the Bengal Government has put in place are the Matir Katha web portal, Matir Katha-Krishoker Katha app and Matir Katha Online Licensing System.

Matir Katha web portal

Matir Katha is an ICT-based farmer-centric agri-extension project of the Agriculture Department. It is implemented through a web portal (of the same name) that disseminates information and advisories to farmers. It was launched by the Agriculture Department during financial year (FY) 2014-15 and is being extensively implemented throughout the state from FY 2015-16.

Under the project, all field-level functionaries of all blocks have been provided with hand-held devices having built-in content. The content is of two broad categories – scientific packages of practice (POP), both in Bengali and in English, for 93 crops and interactive modules on crop-related questions and answers, farmers’ training, integrated nutrient management (INM), integrated pest management (IPT), fertilizer and pesticide calculators, and agricultural advisories and activities.

Farmers’ queries are getting answered in the shortest possible time. Answers and advisories are also being sent through SMS. Till date, 2.6 lakh queries have been handled through Matir Katha.

Other services being offered through the website are soil sample collection for issuing soil health cards to farmers, applications for financial assistance for farm mechanisation, automation of crop-cutting experiments, tracking of crop insurance applications and reporting of schemes.

Matir Katha-Krishoker Katha app

Through the Matir Katha-Krishoker Katha app for smartphones and tablets, launched through the Matir Katha portal, farmers post their queries directly to officials of the department, which whose answers are given promptly. There is also a toll-free phone number for the same purpose – 18001031100.  The Matir Katha Call Centre operates from Monday to Saturday from 7 am to 7 pm. All the services are free of cost.

Matir Katha Online Licensing System

The Matir Katha Online Licensing System facilitates ease-of-doing-business in the field of agriculture. Entrepreneurs interested in doing business in seed, fertilizers and chemicals can now just log in on the relevant page of the Matir Katha portal and apply for licenses, which is issued within 30 days of application. The process of issuing of licenses is automated. The applicant would just have to visit the relevant office of the department once for the verification of documents, the date being communicated through SMS.

E-governance implemented through Matir Katha has brought about a huge change in the way farmers in the state access information. This convenience has, in turn, resulted in much better outputs in all aspects of farming and has also made entrepreneurship in agriculture a bright avenue for livelihood.

 

মাটির কথা – কৃষিতে অনলাইন-ব্যবস্থা 

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করার জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য দিয়েছেন কৃষিতে ব্যাপক গুরুত্ব। অন্যান্য বিষয়ে উন্নয়নের পাশাপাশি কৃষিকেও ই-ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

এই মুহূর্তে রাজ্যের সমস্ত ব্লকের কৃষি দপ্তরে অন্তত তিনটি করে কম্প্যুটার আছে ইন্টারনেট পরিষেবা যুক্ত। এছাড়া ল্যাপটপ, প্রোজেক্টর ও ট্যাবলেট কম্প্যুটার আছে ই-গভর্নেন্স প্রকল্পের অধীনে। এছাড়া মহকুমা, জেলা, রেঞ্জ ও রাজ্য কৃষি দপ্তরগুলিও উপযুক্তভাবে কম্প্যুটার ও ইন্টারনেট পরিষেবা পাচ্ছে।

মাটির কথা

ইন্টারনেট নির্ভর চাষিদের জন্য এই প্রকল্পের সূচনা হয় ২০১৪-১৫ সালে, সারা রাজ্যে এই প্রকল্প শুরু হয় ২০১৫-১৬ সালে। এই পরিষেবা পেতে মোবাইল ফোনে ইন্টারনেট প্রয়োজন শুধু। এই অ্যাপ্লিকেশনে ৯৩টি শস্যের জন্য সমস্ত বিজ্ঞানসম্মত উপায় বাতলানো হয়। এখানে এই চাষ সংক্রান্ত নানারকম জিজ্ঞাসাও করা যায়, যেমন সার ও কীটনাশক কি ব্যবহার করা উচিত, সমস্ত তথ্য পাওয়া যাবে। সমস্ত উত্তর পাওয়া যাবে এসএমএস মারফত। এ পর্যন্ত ২৬০০০০ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ওয়েবসাইটটি হল, www.matirkatha.gov.in

২০১৭-১৮ সালে কৃষকদের অ্যাপ্লিকেশন ‘মাটির কথা কৃষকের কথা’ চালু হয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মাটির কথা পোর্টালের মাধ্যমে। একটি টোল ফ্রি ফোন নম্বর আছে, 18001031100, যা সোম থেকে শনি সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা।

সদ্য, ‘মাটির কথা অনলাইন লাইসেন্সিং’ সিস্টেম শুরু করেছে। উদ্যোগপতিরা বীজ, সার, রাসায়নিক নিয়ে ব্যবসায়ে আগ্রহী। পুরো লাইসেন্সিং প্রক্রিয়া হল স্বয়ংক্রিয়। আবেদনকারীকে শুধু ১বার যেতে হবে দপ্তরে নথী যাচাই এর জন্য। ১ মাসের মধ্যে লাইসেন্স পাওয়া যাবে।

২০১৬-১৭ সাল পর্যন্ত রাজ্য ১৯.৪০ কোটি টাকা ব্যয় করেছে কৃষিতে ই-ব্যবস্থার জন্য। ২০১৭-১৮ সালে আরও ৪.৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাবদ।

 

Agricultural Marketing Dept: Schemes for storage & transportation of harvest

The Trinamool Congress Government has two schemes for the storage and transportation of harvest – Amar Fasal Amar Gola and Amar Fasal Amar Gari, respectively.

Amar Fasal Amar Gola

Amar Fasal Amar Gola (‘gola’ meaning ‘silo’) was adopted to minimise the post-harvest losses of vegetables and fruits due to the lack of proper storage facilities. Under this scheme, financial assistance is provided to deserving farmers to construct both superior quality traditional structures as well as modern storage structures.

Rs 5,000 is provided for traditional storage structures, Rs 17,329 for permanent, sturdy storage structures and Rs 32,389 for storage structures for onions. From the current financial year, the government will start distributing portable polythene silos (‘dhan gola’) and drying platforms for cereals (‘chatal’).

Amar Fasal Amar Gari

Amar Fasal Amar Gari was initiated to ensure hassle-free transportation of agricultural produce to minimise post-harvest loss. This scheme too is implemented through the granting of financial assistance. A sum of Rs 10,000 is given for buying rickshaw vans. The financial assistance is credited to either the bank account or the Kisan Credit Card (KCC) account of the beneficiary.

These two schemes have been able to solve two major problems that farmers had been having. Every year, the money allocated for these schemes are being increased to gradually cover the whole of the state.

 

Agricultural marketing agencies of the Bengal Govt

There are three agencies under the State Agricultural Marketing Department, whose work it is to ensure that the agricultural produce of the state is marketed according to the rules and regulations. The three are Directorate of Agriculture Marketing, West Bengal State Agricultural Marketing Board and Paschimbanga Agri Marketing Corporation Limited. Their functions are described below.

Directorate of Agricultural Marketing

  • Principal state agency for execution of beneficiary-linked schemes
  • Collecting, through its state-wide network of offices, market prices of various commodities and uploading them on to the Agmarket website on a daily basis
  • Keeping a close watch on price trends
  • Licensing and supervising authority of cold storages

 

West Bengal State Agricultural Marketing Board (WBSAMB)

  • Coordinating, supervising, directing and regulating activities of Regulated Market Committees (RMC)
  • Giving technical approval to the schemes and projects undertaken by Regulated Market Committees in the interest of growers
  • Implementing construction of Krishak Bazaars
  • Constructing market-linking roads and other marketing infrastructure
  • After reorganization and amalgamation of the previous RMCs, 21 district-level RMCs and one subdivision-level RMC have been constituted. Through the implementation of the West Bengal Agricultural Produce Marketing (Regulation) (Amendment) Act, 2017, the State Government has enabled easier direct marketing between growers and producers.

 

Paschimbanga Agri Marketing Corporation Limited (PAMCL)

  • Implementing marketing campaign, in collaboration with Bidhan Chandra Krishi Viswavidyalaya and farmers’ groups, to popularise Gobindobhog and Tulaipanji varieties of rice in India and abroad under the brand, Bangakrishisree
  • Implementing promotional drive for marketing indigenous short-grained aromatic rice varieties like Gobindobhog, Tulaipanji, Kalonunia, Kataribhog, Radhatilak and Radhunipagal
  • Sufal Bangla scheme incorporated in PAMCL for administrative benefits and structural reorientation
  • From Kharif Marketing Season (KMS) 2016-17, collecting paddy from farmers against the mandated minimum support price (MSP) in Bankura and Hooghly districts, through the respective RMCs, acting as their procuring agents

 

রাজ্য সরকারের কৃষি বিপণন সংস্থা

 

রাজ্য কৃষি বিপণন বিভাগের অধীন তিনটি সংস্থা আছে, ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড ও পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড।

 

ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল মার্কেটিং

কৃষি বিপণনের অধিদপ্তর হল উপভোক্তাদের বিষয়ক সকল দপ্তরের কেন্দ্রীয় দপ্তর। পাশাপাশি বিপণনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এই সংস্থা দৈনিক বাজার দর সংগ্রহ করে এবং বাজার থেকে উৎপাদন জাত তথ্য সংগ্রহ করে। পাশাপাশি এই অধিদপ্তর নজর রাখে বাজারদরের গতিপ্রকৃতির ওপর এবং সেই তথ্য তারা AGMARKNET এ নিয়মিত আপলোড করে। এই অধিদপ্তর ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ (লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ১৯৬৬ র অধীনে রাজ্যের সমস্ত কোল্ড স্টোরেজের লাইসেন্সও প্রদান করে থাকে।

 

ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড

ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন) অ্যাক্ট, ১৯৭২ বিধির ৩৬ নম্বর ধারা মেনে রাজ্য কৃষি বিপণন বোর্ড গঠন হয়। এই বোর্ডের দায়িত্ব প্রবিধিত বাজার কমিটি গুলির কার্যকলাপের সমন্বয়, রক্ষণাবেক্ষণ, অভিমুখ, প্রবিধান করা

চাষিদের স্বার্থের কথা মাথায় রেখে বিভিন্ন প্রবিধিত বাজার কমিটি গুলির নানারকম প্রকল্পের কারিগরি অনুমোদন দিয়ে থাকে। এই বোর্ড কৃষক বাজার তৈরী করছে। এর পাশাপাশি বিভিন্ন বাজার সংযোগকারী রাস্তা ও বাজারের পরিকাঠামোর দিকেও নজর রাখে এই বোর্ড।

পুরনো সমস্ত প্রবিধিত বাজার কমিটি গুলিকে পুনরায় সংগ্রহিত করে ও একত্রীকরণ করে ২১টি জেলা স্তরের প্রবিধিত বাজার কমিটি ও ১টি মহকুমা স্তরের প্রবিধিত বাজার কমিটি গঠন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন) (আমেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৭র প্রজ্ঞাপনের ফলে চাষি ও ক্রেতাদের মধ্যে বিপণন অনেক সহজ হয়েছে।

 

পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড

ইন্ডিয়ান কোম্পানিস অ্যাক্ট মেনে পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড গঠন করা হয়। এই সংস্থা বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও চাষি গোষ্ঠীদের সঙ্গে গোবিন্দভোগ ও তুলাইপঞ্জী চালকে ভারতে ও বিদেশে বঙ্গকৃষিশ্রী ব্র্যান্ড নামে জনপ্রিয় করে তুলতে বিপণনের কর্মসূচী শুরু করেছে। এছাড়াও সুগন্ধী চাল যেমন, গোবিন্দভোগ, তুলাইপঞ্জী, কালোনুনিয়া, কাতারিভোগ, রাধাতিলক, রাঁধুনিপাগল চালের প্রচারমূলক ড্রাইভ শুরু করেছে।

প্রশাসনিক সুবিধা ও কাঠামোগত পুনর্বিবেচনার জন্য সুফল বাংলা প্রকল্পও শুরু করেছে এই সংস্থা। ২০১৬-১৭ সালের খারিফ মরশুমে এই সংস্থা বাঁকুড়া ও হুগলী জেলা থেকে প্রবিধিত বাজার কমিটির মাধ্যমে ধান সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত ১১২৯জন চাষির থেকে ৫৯৪৫.৩১২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে যাদের সর্বনিম্ন সমর্থন মূল্য হিসেবে ক্যুইন্টাল পিছু ১৫৫০ টাকা প্রদান করেছে তাদের ব্যাঙ্কে।

 

 

Soil Health Card Scheme: Towards sustainable agriculture

The Soil Health Card (SHC) Scheme is designed to provide information to farmers on soil acidity/salinity/alkalinity and nutrient content, and provide recommendations for nutrient management and the use of fertilizers. The State Agriculture

Department has been successfully implementing the since financial year (FY) 2014-15.

The data on soils is obtained after the testing of samples in government and government-accredited laboratories. The government laboratories in the state are located in Bankura, Bardhaman, Cooch Behar, Kalimpong, Kolkata (Tollygunge), Malda, Medinipur, Berhampore, Kandi, Purulia and Raiganj.

As part of the scheme, farmers are issued soil health cards (SHC) containing all soil-related information and advisories on crop-specific doses for fertilizers and micro-nutrients. SHCs are issued every three years.

Another aim of the scheme is to build capacities of staff and progressive farmers for the promotion of nutrient management practices.

The scheme is implemented in cycles of two years. During the first two-year cycle from 2015 to 2017, 13 lakh soil samples were collected and tested, and about 42 lakh SHCs generated and distributed to farmers. During FY 2018-19, a target of collecting and analysing 6.5 lakh soil samples and distributing 25 lakh SHC has been envisaged.

By maintaining data of the tests, a record of soil health may be built thus facilitating the effect of management practices on soil health. Maintaining soil health will undoubtedly increase the sustainability of farming in the future.

 

সয়েল হেলথ কার্ড প্রকল্প

 

২০১১ সালে ক্ষমতায় আসা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করা। এর জন্য দিয়েছেন কৃষিতে ব্যাপক গুরুত্ব। চাষযোগ্য জমিতে চাষ বাড়ানোর পাশাপাশি পতিত জমিকে সেচ যোগ্য করে তোলার চেষ্টাও করা হচ্ছে। এর পাশাপাশি জমির স্বাস্থ্যের যত্নও নেওয়া হচ্ছে

সয়েল হেলথ কার্ড প্রকল্প

২০১৪-১৫ সালে সয়েল হেলথ কার্ড প্রকল্প চালু করা হয় নিম্নলিখিত বিষয়গুলির ওপর নজর রেখেঃ-

  • প্রতি তিন বছরে সমস্ত কৃষককে সয়েল হেলথ কার্ড প্রদান করা।
  • ক্ষমতা উন্নয়নের মাধ্যমে মাটি পরীক্ষা কেন্দ্রগুলি শক্তিশালী করা।
  • মাটির উর্বরতা বিচার করে সেইমতো সার ব্যবহার করতে নিদান দেওয়া।
  • মাটির পরীক্ষা নির্ভর পুষ্টির ব্যবস্থাপনার প্রক্রিয়া তৈরী করা।
  • পুষ্টির ব্যবস্থাপনার কাজে চাষিদের ও কর্মীদের তৈরী করা।

কৃষি দপ্তর এই প্রকল্প সাফল্যের সঙ্গে বাস্তবায়িত করে চলেছে। এই প্রকল্প দুবছরের চক্রে হয়ে থাকে। ২০১৫-১৭ সালের প্রথম চক্রে আনুমানিক ১৩ লক্ষ মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। আনুমানিক ৪২ লক্ষ সয়েল হেলথ কার্ড, সঙ্গে শস্য বিশেষে পুষ্টি ও সার ও সঙ্গে অন্যান্য পরামর্শ সহ বিলি করা হয়ে গেছে। এর জন্য ব্যয় হয়েছে ২৮.১৯ কোটি টাকা, যার ৪০ শতাংশই দেবে রাজ্য সরকার। ২০১৮-১৯ সালে লক্ষ্য নেওয়া হয়েছে ৬.৫ লক্ষ মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার। পাশাপাশি আরও ২৫ লক্ষ কার্ড বিলির লক্ষ্য নেওয়া হয়েছে।

 

 

State Govt targets multi-cropping of rice fallow areas

To make effective use of rice fallow areas in the state, the Bengal Government has adopted a scheme to plant multiple crops in those areas all through the year. The scheme is expected to benefit around one lakh farmers.

Due to limited scope for irrigation, the areas remain fallow after harvesting of paddy during the rabi season. Bengal has about 8 lakh hectares (ha) of such areas.

The scheme, Targeting Rice Fallow Areas (TRFA) aims to gradually convert this area from mono-crop to multi-crop. Considering the scope of pulses and oilseeds, and considering the fact that the country is deficient in their production, TRFA was launched during financial year (FY) 2016-17 in the districts of Birbhum and Paschim Medinipur.

During FY 2017-18, the scheme was extended to 12 districts, which have considerable rice fallow areas. The target is to cover an area of 3.44 lakh hectares for the production of pulses and 0.85 lakh hectares for the production of oilseeds.

Part of the scheme are setting up centres for demonstrating the methods to plant the new crops and distributing assistance to the farmers for purchasing production inputs like seeds,, fertilizers, tools, etc.

 

কৃষি সম্প্রসারণ 

২০১১ সালে ক্ষমতায় আসা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন যাতে কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে বাংলা স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। চাষযোগ্য জমিতে চাষ বাড়ানোর পাশাপাশি পতিত জমিকে সেচ যোগ্য করে তোলার চেষ্টাও করা হচ্ছে।

ধানের জমিকে গুরুত্ব দেওয়া

রাজ্যে আনুমানিক ৮ লক্ষ হেক্টর জমি আছে যেখানে শুধুমাত্র ধান চাষ হয়। এইসব জমিতে শুধুমাত্র ধান চাষই সম্ভব কারণ এখানে সেচের অসুবিধা। তবে এই সব জমিতে ডাল ও তৈল বীজ উৎপাদন সম্ভব, এটাকে মাথায় রেখে টার্গেটিং রাইস ফ্যালো এরিয়া প্রকল্প শুরু করা হয় ২০১৬-১৭ সালে। প্রথমে এই প্রকল্প শুরু হয় বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

২০১৭-১৮ সালে এই প্রকল্প ১২টি জেলায় শুরু করা হয়। এই বছর ৩.৪৪ লক্ষ হেক্টর জমিতে ডাল ও ০.৮৫ লাখ হেক্টর জমিতে তৈল বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য চাষিদের জন্যও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উৎপাদনের প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে সহায়তা করা হবে। ৪৫.৭৬ কোটি টাকা ব্যয় করা হবে এই খাতে। এর ফলে উপকৃত হবে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক।

 

 

Tiger death: Union Minister has insulted Adivasis in Bengal, says Mamata Banerjee

Statement by Mamata Banerjee:

I am saddened that a Union Minister has made unwarranted comments about a community. She said that Adivasis are poachers and they torture animals. I feel she should apologise to the Adivasi community.

With people like them in the Cabinet, the government as well as the nation is in a precarious situation. I completely condemn the comment made by her. Adivasi brothers and sisters are our assets. Is she aware how many forests and deep forests we have in Bengal? Does she know how many tigers, elephants, rhinos, bisons or deer are there in Bengal?

From Jhargram to Bankura, Purulia to Alipurduar, Jalpaiguri to Birbhum – we have many forests in Bengal. People protect these forests with their lives. The administration is also active.

A tiger has died. How did she know it was killed by the Adivasis. Many people have different theories about the death of the tiger. Police and forest department officials have used drones to spot this tiger over the last few weeks. Common people were living in fear. It even injured villagers who went to collect kendu leaves in the forest. Two people are in the hospital. The Union Minister is commenting without knowing anything about Bengal’s culture.

During elections they use Adivasis armed with bows and arrows. They hold Ram Navami rallies with arms. Don’t they feel ashamed then? Few days ago, they brought Adivasis from Jharkhand, armed with bows and arrows. That’s fine and now Adivasis are bad? At a time when Dalits are being persecuted across the country, her comments reflect the BJP’s stand on SC/STs, Dalits, Adivasis and common people.

She must apologise to the nation. Bengal has a rich culture and heritage. She has no right to insult Bengal and Adivasis. We will not tolerate it. People of Bengal will give a fitting reply.

How did she know that Shikar Utsav was held? Did she use a telescope? A tiger died and curious people came to see it. Even when people die, relatives and others come to pay their respects. How can she compare this with Shikar Utsav? She cannot ridicule a tradition of the Adivasi community?

In her bid to insult Bengal, she has insulted Adivasis. I am the last person to tolerate it. People of all communities, religions and cultural backgrounds live together in harminy in Bengal. She does not understand this culture. Their culture is creating divisions among people.

She has insulted people of Bengal, Adivasi brothers and sisters. They will have to repent for this act. People will judge them for their actions.

বাঘের মৃত্যু নিয়ে বাংলার আদিবাসীদের অপমান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অংশবিশেষ:

আমার সবচেয়ে খারাপ লাগছে, যে একজন কেন্দ্রীয় মন্ত্রী একটা কমিউনিটি নিয়ে তাঁর যে তীর্যক মন্তব্য, আদিবাসীরা চোরাকারবারি বা আদিবাসীরা শিকার করে বা আদিবাসীরা অত্যাচার করে লোকের ওপর, আমি মনে করি এর জন্য ওনার আদিবাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত।

এদের মতো লোক যদি মন্ত্রীসভায় থাকে, গভর্নমেন্টের বিপদ তো বটেই, ভারতবর্ষেরও আগামী দিনে খুব বিপদ। আমি ওনার এই মন্তব্যকে টোটাল খণ্ডন করছি, এবং আমি তীব্র ভাষায় নিন্দা করছি। আদিবাসী ভাই বোনেরা আমাদের সম্পদ।

আমাদের এখানে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বীরভূম থেকে শুরু করে প্রচুর জঙ্গল আছে, সেই জঙ্গলগুলোকে ফরেস্টের লোকেরা জীবন দিয়ে রক্ষা করে। আমাদের প্রশাসন রক্ষা করে।

একটা বাঘ মারার যে ঘটনা ঘটেছে, আপনারা তো এটাও জানেন উনি কি করে জানলেন যে আদিবাসীরা এটাকে মেরে ফেলেছে? অনেকে তো অনেক রকম বলছেন এটা নিয়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা, পুলিশ, আপনারা এমনকি জানেন যে আমাদের যে ড্রোন আছে, ওপরে  ড্রোন দিয়ে পর্যন্ত আমরা বাঘটাকে খুজেছি চারদিন, তাকে পাওয়া যায়নি খুঁজে, এবং ওখানকার আদিবাসী ভাইবোনেরা এবং স্থানীয় জনসাধারণ দেড় মাস ঘুমোতে পারিনি, ভয়ে ভয়ে বাড়ি ছেড়ে এখানে ওখানে ঘুরে বেড়িয়েছে, যারা কেন্দুপাতা তুলে জীবনধারন করে, তারা কেন্দুপাতা পর্যন্ত তুলতে পারেনি, তাদের ২জনকে খামচে, আঁচড়ে দিয়েছে বাঘ, তারা এখনও হাসপাতালে আছে। উনি এগুলো না জেনে যেভাবে বেঙ্গল সম্বন্ধে কমেন্ট করছেন, উনি বাংলার সংস্কৃতিটাই জানেন না।

আদিবাসীদের ওনারা ইলেকশানের সময় তীরধনুক ইউজ করে, তখন লজ্জা করে না? রাম নবমীর মিছিলে ইউজ করে, তখন লজ্জা করে না? কদিন আগে মহম্মদবাজারে নমিনেশন দিতে গেছিল বিজেপি, ঝাড়খন্ড থেকে আদিবাসীদের নিয়ে, তীরধনুক নিয়ে, তখন, আদিবাসীরা শিকারি হয় না? আর যখন এরকম একটা ঘটনা ঘটে, তখন আদিবাসীদের উনি নিন্দা করেন, সারা ভারতবর্সে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে।ওনাদের কথাবার্তা থেকে প্রমাণ হয়ে যায়, যে ওনারা তপশিলি, আদিবাসীদের পক্ষে না, সাধারণ মানুষের পক্ষেও না।

আমার মনে হয়, ওনার দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত, আর বাংলা সুস্থ সংস্কৃতি জানে, সভ্যতা জানে। আদিবাসীকে ও বাংলাকে অপমান করার ওনার কোনও অধিকার নেই, বাংলার অসম্মান আমরা সহ্য করব না। বাংলার মানুষ এর বিরুদ্ধে জবাব দেবে।

উনি কি টেলেস্কোপ দিয়ে দেখেছেন, ওখানে শিকার উৎসব হয়েছে? কোত্থেকে হল? শিকার উৎসব তো ওখানে হয় নি, ওনার কথাটাই তো ভুল। একটা বাঘ মারা গেছে, দেখতে এসছে অনেক লোক, একটা মানুষ মারা গেলেও তো তাঁর পরিবার পরিজন ভিড় করে। আর একটা অতবড় বাঘ, লোকে তো বাঘকে ভালবাসে, উৎসাহী মানুষ তো থাকেই, তার মানে এটাকে শিকার উৎসবের সাথে তুলনা করে দিচ্ছে? আর শিকার উৎসব টাও মনে রাখবেন এটা আদিবাসীদের উৎসব, কটাক্ষ করা ওনাকে মানায় না।

বাংলাকে হেয় করতে গিয়ে উনি আদিবাসী ভাই বোনেদের হেয় করেছেন, I am the last person to tollerate it. পশ্চিম বাংলায় সব মানুষ একসঙ্গে বাস করে। হিন্দু ,মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন, আদিবাসী, তপশিলি, ওবিসি – আমরা একসাথে বাস করি, তার কারন, বাংলাই একমাত্র সংস্কৃতির প্রাণ কেন্দ্র। এটা ওনার জানা নেই, ওনার যেটা জানা আছে, সেটা হল মানুষে মানুষে ভাগাভাগি করা। তাই ওনাদের মুখে যেটা শোভা পায়, বাংলার মুখে সেটা শোভা পায় না।

বাংলাকে উনি অসম্মান, অপমান করেছেন, আমার দলিত, আদিবাসী ভাই বোনেদের অপমান করেছেন, এর জন্য ওনাদের পস্তাতে হবে, আগামী দিনে মানুষ এর বিচার করবে।

Nabanna issues instructions for combating storms

After the devastating storms of yesterday in Kolkata and across the southern region of Bengal, the state secretariat, Nabanna has issued instructions for effectively combatingstorms which have been predicted in the next few days.

Quick Response Teams (QRT) of the government have been activated across all needy areas. Government officials have been instructed to provide help wherever necessary.

Chief Minister Mamata Banerjee has asked for reports from the district magistrates of all the affected districts.

Kolkata Municipal Corporation (KMC) has announced ex gratia payments for the families of those killed in yesterday’s storm in Kolkata. It will also repair all the houses destroyed by the storm.

 

কালবৈশাখী দুর্যোগ: কুইক রেসপন্স টিম গঠন রাজ্যের

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের সদর দপ্তর থেকে রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দেওয়ার হয়েছে সরকারি কর্মীদের। নবান্নের কন্ট্রোল রুম থেকেও নজরদারির কথা জানানো হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির বর্তমান অবস্থা জানতে জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী।

নবান্নের তরফে কুইক রেসপন্স টিমগুলিকে সতর্ক করা হয়েছে। দুর্যোগের পর সেই সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় নেমে কাজ করার।

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও যেসব বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সারানোর কথা ঘোষণা করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে।

 

World Bank’s recognition for Bengal’s exemplary work in panchayats

A new feather has recently been added to Bengal’s cap. For the brilliant work that the Panchayat Department has done, the World Bank is giving an additional grant of Rs 426 crore to the State Government. Under the leadership and inspiration of Chief Minister Mamata Banerjee, the tide of development in rural Bengal is admirable.

The World Bank had undertaken a survey, based on 10 issues, across more than 2,000 panchayats of the State. It was as a result of that survey that the World Bank has recommended the reward. Every panchayat will get a reward of Rs 50 lakh or more.

Previously too, the Bengal Government has won rewards for its performance in various areas of governance. For the Kanyashree Scheme, Bengal Government received the first prize in public service from the United Nations.

 

পঞ্চায়েতে ভাল কাজের জন্য পুরস্কার পাচ্ছে রাজ্য

আবারও পঞ্চায়েতে ভাল কাজের জন্য পুরস্কার পেল রাজ্য। বিশ্বব্যাংকের প্রায় ৪২৬ কোটি টাকার অনুদান পাচ্ছে রাজ্য।রাজ্য সরকারের মুকুটে এ যোগ হল আরো একটি নতুন পালক।

পঞ্চায়েতে কোন রাজ্য কেমন কাজ করছে তা নিয়ে একটি সমীক্ষার আয়োজন করে বিশ্বব্যাংক। প্রায় দশটি বিষয়ের উপর চোখ রেখে এই সমীক্ষা করা হয়। সেখানেই ভাল ফল রাজ্যের।

পঞ্চায়েত ব্যবস্থা আধুনিকীকরণ ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত দারুণ কাজ করেছে। দু-হাজারেরও বেশি পঞ্চায়েতের উপর এই সমীক্ষা চালানো হয়।প্রতিটি পঞ্চায়েতকে পঞ্চাশ লক্ষ টাকা বা তার বেশি অর্থমূল্যের অনুদান দেওয়া হবে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই পঞ্চায়েত পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এর আগে কৃষি ও অনলাইন ট্যাক্সিংয়ের ক্ষেত্রে রাজ্যের কাজ গোটা দেশের প্রশংসা আদায় করেছিল।

 

Bengal Govt to convert 2,600 cooperatives to banks

The Bengal Government has decided to give cooperative societies in villages where there are no banks all the facilities of banks. Through this move, 2,600 societies would be turned into banks.

Chief Minister Mamata Banerjee gave instructions in this regard on March 30. The State Cooperation Department has allotted Rs 396 crore for this purpose.

The cooperative society-turned-banks would have all the facilities of regular banks, including those related to loans and money transfer. For example, money can be transferred through NEFT and RTGS. The banks would have their own ATMs too. These banks would start operating from the next financial year.

According to the Cooperation Minister, who gave these details while announcing the formation of the banks, the 2,600 cooperative societies have been selected on the basis of better track records from among the approximately 6,000 cooperative societies in Bengal.

 

২৬০০ ঋণদানকারী সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে রাজ্য সরকার

রাজ্যের যে সমস্ত গ্রামে কোনও ব্যাঙ্কের শাখা নেই, সেখানে ঋণদানকারী সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে রাজ্য সমবায় দপ্তর। মোট ২৬০০টি সমিতি ব্যাঙ্কের মর্যাদা পাবে। ওই সমিতিগুলি থেকে ঋণের পাশাপাশি ব্যাঙ্কের যাবতীয় সুযোগ-সুবিধা মিলবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৩০শে মার্চেই এই নির্দেশিকা জারি হয়েছে। এজন্য রাজ্য সমবায় দপ্তর ৩৯৬ কোটি টাকা বরাদ্দ করেছে। সমবায় দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের মতো এখানেও এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে আরটিজিএস বা এনইএফটি করা যাবে। সমিতিগুলির নিজস্ব এটিএমও চালু হবে। আগামী আর্থিক বছরের প্রথম থেকেই এই ব্যবস্থা চালু হবে।

রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, রাজ্যের ২৫০টি গ্রাম পঞ্চায়েতে কোনও ব্যাঙ্কেরই শাখা নেই। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা। রাজ্যে প্রায় ৬০০০ সমবায় সমিতি আছে। তার মধ্যে থেকে আমরা ট্র্যাক রেকর্ড ভালো থাকা ২৬০০টি সমবায় সমিতি বাছাই করেছি। আমরা ২৫০টি জেলা সমবায় ব্যাঙ্কের শাখা করব বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তার কাজও চলছে।

দ্রুত বাছাই করা সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের পরিকাঠামো তৈরী করতে নির্দেশ দেওয়া হয়েছে। সমবায় দপ্তর সূত্রের খবর, প্রতিটি গ্রামে এটিএম কাউন্টার তৈরির পাশাপাশি এনইএফটি বা আরটিজিএস করার জন্য অনলাইন লিঙ্ক চালু করা থেকে শুরু করে প্রযুক্তিগত সমস্ত ব্যবস্থা দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও শহরের সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দেওয়া হচ্ছে না।