100 Days’ Work: Bengal much ahead of the rest

Bengal is the best when it comes to the MGNREGA scheme, commonly known as the 100 Days’ Work Scheme, according to the latest official data of the Union Government.

In reply to a question asked in the Rajya Sabha, dated March 3, 2018, as on February 24, Bengal is the leading state in terms of the number of man-days generated and consequently, in terms of the total expenditure for the scheme.

Bengal generated a total of 2821.72 man-days, which is 13.94 per cent of the total number of man-days covering all the states. With respect to the expenditure incurred (as a result of the payments for the work done, mostly by people in the rural regions of the state), the amount is Rs 7,35,231.98 lakh, which is 13.06 per cent of the total expenditure of all the states.

 

১০০ দিনের কাজে দেশের সেরা বাংলাই

কেন্দ্রীয় রিপোর্টে ১০০ দিনের কাজে সেরার স্বীকৃতি মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। প্রশংসিত হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আজ রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত ভাবে জানিয়েছে, একশো দিনের কাজের প্রকল্পে গত আর্থিক বছরে বরাদ্দ টাকা সমস্ত রাজ্যের মধ্যে সবচেয়ে বেশী খরচ করতে পেরেছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের অধীনে সবচেয়ে বেশী শ্রমদিবস তৈরি করার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে রাজ্য।

একশো দিনের কাজের পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প, গ্রামীণ সড়ক, আবাসন, মহিলা স্বনির্ভর যোজনার মতো বিষয়গুলিতেও রাজ্য প্রশাসনের সাফল্যকে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, “শুধুমাত্র কেন্দ্র নয়, ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংগঠনগুলি থেকেও পশ্চিমবঙ্গের কাজ প্রশংসিত হচ্ছে। সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন, গ্রামীণ যোজনাগুলির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে। ধারে-কাছে কেউ নেই। সেটা শৌচাগার নির্মাণই হোক অথবা মহিলাদের স্বনির্ভর করা।”প্রসঙ্গত, ইউপিএ জমানাতেও তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী একাধিক চিঠিতে এই দপ্তরের কাজের প্রশংসা করেছিলেন।

তৃণমূল সাংসদ একটি লিখিত প্রশ্নে গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে জানতে চান, ‘মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প’(মনরেগা)-এ বরাদ্দ অর্থ কোন রাজ্য কতটা খরচ করতে পেরেছে? পশ্চিমবঙ্গের অবস্থান এ ক্ষেত্রে কোথায়? জবাবে মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রত্যেকটি রাজ্যের খরচের বিস্তারিত হিসাব দেন। ২০১৭ থেকে ২০১৮ (২৪ ফেব্রুয়ারি পর্যন্ত) সময়সীমায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ খরচ করেছে ৭ হাজার ৩৫২ কোটি ৩১ লক্ষ টাকা, যা দেশের সর্বোচ্চ।

Names of Trinamool RS candidates from Bengal announced

Chairperson Mamata Banerjee today announced the names of four Rajya Sabha candidates from Bengal at the extended core committee meeting of the party.

The candidates are: Nadimul Haque, Subhashish Chakraborty, Abir Ranjan Biswas and Dr Santanu Sen.

The party will support Congress candidate Abhishek Manu Singhvi for the fifth seat, Mamata Banerjee said, adding that the decision was taken keeping larger interests in mind.

 

তৃণমূলের রাজ্যসভা প্রার্থীদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নজরুল মঞ্চে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে বাংলা থেকে রাজ্যসভার চারটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দল যাদের মনোনয়ন দেবে তারা হলেন: নাদিমুল হক, শুভাশীষ চক্রবর্তী, আবির বিশ্বাস ও ডঃ শান্তনু সেন।

পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকেই সমর্থন করবে দল, ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, বলেন তিনি।

Trinamool MPs protest against FRDI Bill in Parliament

Trinamool MPs from both Houses today protested near the Gandhi statue inside Parliament complex against the proposed Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill.

The MPs were carrying placards against the proposed Bill that would endanger the savings of common people in banks. They also chanted slogans and demanded immediate withdrawal of the draconian Bill.

Last week, Bengal Chief Minister Mamata Banerjee had written to the Union Finance Minister regarding the FRDI Bill. She wrote that the proposed bill would take away the savings of common people entrusted to banks. The common people are anguished at what the bill could do to ruin their lives through the activities of the proposed Financial Resolution Corporation, she added.

 

এফআরডিআই বিলের বিরোধিতায় সংসদে ধর্ণা তৃণমূলের

আর্থিক ক্ষেত্রের খসড়া বিলের বিরোধিতায় আজ সংসদে ধর্ণা দেন তৃণমূলের। লোকসভা ও রাজ্যসভা – দুই কক্ষের অধিকাংশ সাংসদরাই ছিলেন এই ধর্নায়।

ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইনশিওরেন্স (এফআরডিআই) বিল শেষ পর্যন্ত আইন হলে, তা হবে গরিব ও মধ্যবিত্ত মানুষের আর্থিক সুরক্ষায় বড় ধাক্কা। এই মর্মেই স্লোগান তুলে এই বিল প্রত্যাহারের দাবি জানান সাংসদরা।

গত সপ্তাহেই এই বিলের বিরোধিতা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যুক্তি, এই বিলের ফলে ব্যাঙ্কিং পরিষেবার উপর আমজনতার বিশ্বাস ভেঙে চুরমার হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু লোকের স্বার্থরক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চিত অর্থ কাড়ার বন্দোবস্ত রয়েছে এই বিলে।

খসড়া বিলে প্রস্তাব, কোনও ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণার মুখে থাকলে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা হিসেবে গ্রাহকের আমানতের টাকা তাঁদের অনুমতি না-নিয়েই বাড়তি সময় আটকে রাখতে পারবে তারা। প্রয়োজনে তা বদলে দিতে পারবে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদিতে। এই বিষয়গুলি নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।