Bike taxis to ply on Kolkata’s streets

After its immense success in New Town and Rajarhat, bike taxis are soon going to hit the streets of Kolkata. A notification in this regard will be issued shortly by the State Transport Department.

It may be recalled that a memorandum of understanding (MoU) was signed between the Transport Department and the private company that will operate the bike taxis during the Bengal Global Business Summit (BGBS) in January. Considering the potential, the

Department is confident that once the service starts in the city, more aggregators will show interest in entering into the business of plying bike taxis.

Like in New Town and Rajarhat, all sorts of safety measures will be in place. One would be able to book a bike taxi using a cell phone app as it is now done for booking app-based cabs.

An official of the Transport Department said that gradually bike taxis can be introduced in several other urban areas. They will thus create a new dimension in the public transport sector of the State.

কলকাতার রাস্তায় এবার বাইক-ট্যাক্সি

নিউ টাউন ও রাজারহাটে ব্যাপক সাফল্যের পর এবার কলকাতার রাস্তায় নামতে চলেছে বাইক-ট্যাক্সি। শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে পরিবহণ দপ্তর। ২০১৮ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে পরিবহণ দপ্তর এবং একটি বেসরকারি সংস্থার মধ্যে।

মোবাইল অ্যাপের মাধ্যমে যেমন ট্যাক্সি ডাকা যায়, ঠিক সেভাবেই বাইক ট্যাক্সিও বুকিং করা যাবে। নিউটাউন ও রাজারহাটের মত যাত্রী নিরাপত্তার সমস্ত ব্যবস্থা থাকবে এই বাইক ট্যাক্সিগুলোতে।

রাজারহাটে একটি বেসরকারি সংস্থা রাজ্য পরিবহন দপ্তরের সমস্ত নির্দেশিকা মেনে এই বাইক ট্যাক্সি পরিষেবা চালায়। সেই সংস্থাই সমস্ত বাইক কেনে এবং চালক নিযুক্ত করে।
তবে কলকাতায় এই সংস্থা কলকাতার বাইক মালিকদের সঙ্গে চুক্তি করে তাদের বাইক দিয়েই এই পরিষেবা চালাবে। ঠিক যেভাবে অ্যাপ নির্ভর ট্যাক্সি চলে।

Source: Millennium Post

Bengal Govt setting up new IT hub in New Town on the lines of Silicon Valley

The Bengal Government has decided to set up an information technology (IT) hub in New Town, near Kolkata on the lines of the famous Silicon Valley in USA. In fact, during a recent administrative meeting, Chief Minister Mamata Banerjee had termed the hub ‘Silicon Valley Asia’.

The hub will come up on 100 acres and will create many jobs and thus, bring a new wave of job opportunities to Bengal.

It may be mentioned that IT giant Infosys has already registered 50 acre of land in New Town and will start construction soon. Another IT firm – Wipro – has also taken 50 acres, according to the additional chief secretary, IT Department, at a recent administrative review meeting.

 

মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজারহাটে এবার সিলিকন ভ্যালি

বাংলায় গড়ে উঠবে সিলিকন ভ্যালি। রাজারহাটে ১০০ একর জমির ওপর গড়ে উঠবে ‘সিলিকন ভ্যালি এশিয়া’।

বীরভূমে জেলা প্রশাসনিক বৈঠকে এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিডকোর চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, ‘রাজারহাটে আমরা সিলিকন ভ্যালির একটি রেপ্লিকা করব বলে ঠিক করেছিলাম৷ পৌর ও নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে৷ ১০০ একর জমি আছে৷ এটা তৈরী হলে, লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে৷ তথ্যপ্রযুক্তিতে স্বর্ণযুগ আসবে৷ এই আইডিয়াটা নতুন, তাই সকলেই উৎসাহী হবেন৷ অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে ওটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দিন৷ আপনি, পৌর ও নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী এবং মুখ্যসচিব বসুন৷ খুব ভালো একটা ডিজাইন করতে হবে৷’

এর পরে পৌর ও নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রীকে বলেন, ‘এটা খুব তাড়াতাড়ি করতে হবে৷ সময় নষ্ট করা যাবে না৷’
বোলপুর আইটি পার্ক নিয়েও জানতে চান মুখ্যমন্ত্রী৷

Source: Millennium Post

 

 

Organic ‘aabir’ to make this Dol even more colourful

Organic colours (aabir) made from natural materials, like flowers, have been known to be health-friendly compared to artificial colours, which can cause a lot of issues like rashes, itches and other harmful diseases of the skin and eyes.
In view of this, the Bengal Government’s Food Processing Industries and Horticulture Department has tied up with a self-help group (SHG) to sell this type of aabir from its Mayukh Bhawan headquarters. Outlets would soon be opened at the City Centre 1 and 2 malls, and mobile outlets (that is, vans) would travel the streets of Rajarhat, New Town and Salt Lake.
The 15 women of the SHG have been trained by Jadavpur University, which has done pioneering work in this field. The aabir has been branded ‘Krishnendu Bheshaj Aabir’ (‘Krishnendu Organic Colours’).
The colours are being made by processing the petals of primarily rose, flame of the forest (palash), butterfly pea (aparajita) and marigold (genda). Rose water is being used to provide the fragrance.
Since the SHG is buying the flowers directly from flower cultivators, both the cultivators as well as the women of the SHG are earning through the selling of the colours.

 

ভেষজ আবির বিক্রীতে সরকারি উদ্যোগ

 

বাজারে চলতি রাসায়নিক মিশ্রিত আবিরে চোখ ও চামড়ার নানা সমস্যা দেখা দেয়, তাই ভেষজ আবিরের চাহিদা গত কয়েক বছর ধরেই বেড়েছে। এবার একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে যৌথ প্রচেষ্টায় আসন্ন দোলে সেই আবির ক্রেতাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এবং উদ্যানপালন উন্নয়ন নিগম।
ময়ুখ ভবনে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর থেকে এই আবির বিক্রি করা হবে। ওই স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ১৫ জন মহিলা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে বৈদ্যবাটিতে তাদের কারখানায় তৈরী করছেন এই আবির। নাম দেওয়া হয়েছে, ‘কৃষ্ণেন্দু ভেষজ আবির’।
মূলত গোলাপ, পলাশ, অপরাজিতা ও গাঁদা এই চারটি ফুলের পাপড়ি থেকে তৈরী হচ্ছে এই আবির। রাসায়নিক নয়, আবিরে গন্ধ আনার জন্য ব্যবহার করা হচ্ছে আসল গোলাপ জল। কয়েক দিনের মধ্যেই দপ্তরের অফিস সহ সিটি সেন্টার ১ ও ২, রাজারহাট, নিউ টাউন ও সল্টলেকে মোবাইল ভ্যানে ভেষজ আবির বিক্রির পরিকল্পনা করা হয়েছে।
দপ্তরের তরফ থেকে দামের দিকটাও নজর রাখা হবে। চাষির ঘর থেকে সরাসরি ফুল কিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই আবির তৈরী করছেন, লাভবান হচ্ছে দু পক্ষই।

Source: Anandabazar Patrika

Bengal Govt institutes bravery award for girls in the memory of Sister Nivedita

The Bengal Government has instituted a bravery award for girls in the memory of the philanthropist and social reformer, and one of Swami Vivekananda’s foremost disciples, Sister Nivedita. The decision was taken recently by the committee formed by the government to commemorate the 150th birth anniversary of Nivedita.

The awards have been decided to be handed over on October 5 at Netaji Indoor Stadium, during the course of a programme on the social reformer.

Sister Nivedita, for her whole life, worked tirelessly for the education and all-round empowerment of women, hence the State Government decided to constitute the award in her memory.

The other decisions taken by the committee on that day include the distribution of a collected works of Sister Nivedita, to be compiled by Ramakrishna Math and Mission, among students from standards IX to XII in State Government-run schools and the renovation of the mausoleum of the Sister in Darjeeling.

Earlier decisions taken with regard to the sesquicentennial celebrations include converting the house of Sister Nivedita in Darjeeling into an educational centre of excellence and the granting of 5 acres in Rajarhat to Ramakrishna Mission for the setting up of a humanitarian centre of excellence.

Under the express instructions of Chief Minister Mamata Banerjee, the State Government has been extensively celebrating the 150th birth anniversary of Sister Nivedita, to inculcate in today’s youth the humane values she stood for, just as it had done for the 150th birth anniversary of her guru, Swami Vivekananda.

 

 

ভগিনী নিবেদিতার নামে সাহসিকতার পুরস্কার

 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষে মেয়েদের জন্য সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার। ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উদ্‌যাপন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।
এই বছরে ৫ অক্টোবর ভগিনী নিবেদিতাকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। এই অনুষ্ঠানে মেয়েদের বিভিন্ন সাহসিকতামূলক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হবে। নারী সমাজের উন্নয়ন, নারী শিক্ষা, নারীর অধিকার নিয়ে ‌ভগিনী নিবেদিতা সারা জীবন কাজ করেছেন। তাই তাঁর নামে এই সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার।
এছাড়াও ভগিনী নিবেদিতার বিভিন্ন লেখা নিয়ে একটি সঙ্কলন তৈরি করবে রামকৃষ্ণ মঠ ও মিশন। সেই সঙ্কলনটি রাজ্য সরকার স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবে। বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মধ্যে সঙ্কলনটি পড়ার জন্য দেওয়া হবে, যাতে ভগিনী নিবেদিতার চিন্তাধারায় তারাও উদ্বুদ্ধ হতে পারে।
মহারাজ এদিন বলেন, স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পালন করেছে, তা আর কোনও সরকার করেনি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকার ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষও উদযাপন করছে।
কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে দার্জিলিঙে ভগিনী নিবেদিতার সমাধিস্থল সংস্কার এবং সৌন্দর্যায়ন করা হবে। আগেই ঠিক হয়েছিল দার্জিলিঙে ভগিনী নিবেদিতার বাড়িতে শিক্ষার প্রসারে উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হবে।
এখানে রাজারহাটে পশ্চিমবঙ্গ সরকার ৫ একর জমি রামকৃষ্ণ মিশনকে দিয়েছে, ভগিনী নিবেদিতার নামে মানবিক উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য।‌‌

Source: Aajkaal

Crash course in ‘hotel management’ – MoU signed at BGBS 2018

Speciality Restaurants Group (which runs ‘Oh! Calcutta’ and ‘Mainland China’ restaurant chains) owner Anjan Chatterjee signed an MoU with Bengal Government for offering restaurant management and culinary training to youths of the state hailing from the lower strata of society.

The skill development institute will provide training in food, beverage and catering. Mr Chatterjee said most of these trained youths will be hired by his company; others will be provided employment in other restaurants.

The State Government will provide stipend to the students for the first three months and in the next three months, there will be paid internships. After the completion of the course, a group of 20 students out of the batch of 400 would be taken to Switzerland for upscaling.

 

কর্মসংস্থানে রেস্তোরাঁয় কাজের ‘ক্র্যাশ কোর্স’

দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ভাবে নামী রেস্তোরাঁ ও ফুড চেন গড়ে উঠছে, তাতে আরও কর্মসংস্থানের জন্য তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিতে নতুন উদ্যোগ শুরু করল ‘ওহ ! ক্যালকাটা ’, ‘মেনল্যান্ড চায়না ’র মতো রেস্তোরাঁ চেনের কর্ণধার স্পেশ্যালিটি রেস্টুর্যান্টস গোষ্ঠী৷

সংস্থার প্রতিষ্ঠাতা তথা কর্ণধার অঞ্জন চট্টোপাধ্যায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের শেষ দিন জানান, মূলত অষ্টম শ্রেণি উত্তীর্ণ পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা তাঁদের৷

যারা প্রচুর টাকা দিয়ে হোটেল ম্যানেজমেন্ট বা ক্যাটারিং ম্যানেজমেন্টের কোর্সে ভর্তি হতে পারবেন না, তাদের জন্যই ছ’মাসের ক্র্যাশ কোর্স চালু করছেন তাঁরা৷

বর্তমানে এই গোষ্ঠীর বিভিন্ন রেস্তোরাঁয় সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মীর মধ্যে তিন হাজারই বাঙালি৷ অঞ্জন চট্টোপাধ্যায় বলেন, ‘বাঙালি ছেলেমেয়েদের একটু প্রশিক্ষণ দিলেই তাঁরা ভালো ভাবে কাজ করতে পারবেন৷ আমি নিজে এখানকার মানুষ৷ তাই এই রাজ্যের জন্য কিছু করতে চাই৷ সেটা মাথায় রেখেই আমাদের এই পরিকল্পনা৷’

ছ’মাসের ক্র্যাশ কোর্সের মধ্যে হেঁশেল থেকে শুরু করে হাউস কিপিং, ফ্রন্ট ডেস্ক, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট, ক্যাটারিং ম্যানেজমেন্ট -সব কিছুরই প্রশিক্ষণ দেওয়া হবে৷ দুটি ভাগে হবে এই প্রশিক্ষণ৷ প্রথম তিন মাসে রাজ্য সরকারের তরফ থেকে কিছু টাকা স্টাইপেন্ডও দেওয়া হবে৷ বাকি তিন মাস হাতেকলমে কাজ শেখার সময় সংস্থার তরফ থেকে ভাতা পাবেন আগ্রহী পড়ুয়ারা৷ প্রশিক্ষণ শেষে তাঁদের বেশির ভাগকেই নিজেদের সংস্থাতেই কাজ দেওয়ার চেষ্টা হবে বলে জানান তিনি৷ বাকিদের অন্য রেস্তোরাঁয় কাজের সুযোগ করে দেওয়া হবে৷

আরও ভালো ভাবে কাজ শেখার জন্য বছরে ১৫ -২০ জন পড়ুয়াকে সুইজারল্যান্ডেও নিয়ে যাওয়া হবে৷ সব মিলিয়ে তাঁরা বছরে ন ’শো থেকে বারোশো পড়ুয়াকে প্রশিক্ষণ দেবেন বলে জানান অঞ্জন চট্টোপাধ্যায়৷ মাস দুই -তিনের মধ্যে রাজারহাটে এই প্রশিক্ষণের কাজ শুরু হয়ে যাবে বলে তাঁর দাবি৷

 

Source: Millennium Post

Image is representative

State Govt to start operating 300 new buses

The Bengal Government has decided to put into service 300 new buses, including electric buses, from December 1.

The service will start in phases. Both AC and non-AC buses are among the 300. The buses will be operated by all the three government-run transport companies – West Bengal Transport Corporation, North Bengal State Transport Corporation and South Bengal State Transport Corporation.

In the first phase, electric buses in Rajarhat and New Town and 156 other buses – on 156 routes, in both rural and urban areas – will start operating.

Among the 156 routes are eight new routes formulated by the Transport Department between Darjeeling and Mirik. This would give a major push to the transport infrastructure in the Hills region. These routes have been created considering the demand and needs of people residing there, according to the State Transport Minister.

Another initiative is to run mini buses on the Bardhaman- Durgapur-Asansol route. Other routes have been conceived taking into consideration connecting tourist spots of the state, among them being Motijheel, Hazarduari and Darjeeling.

 

৩০০টি নতুন বাস চালাবে রাজ্য সরকার

আগামী পয়লা ডিসেম্বর থেকে নতুন ৩০০টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে থাকবে এসি, নন এসি, ইলেকট্রিক বাসও।এই পরিষেবা পর্যায়ক্রমে চালু হবে।

রাজ্য সরকারের তিনটি পরিবহণ সংস্থা – পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা – এই বাসগুলি চালাবে।

প্রথম পর্যায়ে রাজারহাট ও নিউটাউনে ইলেকট্রিক বাস পরিষেবা চালু হবে। সাথে শহরাঞ্চল ও গ্রামবাংলার ১৫৬ টি রুটে আরও ১৫৬ টি বাস চলবে।

এই ১৫৬ টি নতুন রুটে রয়েছে দার্জিলিং ও মিরিক-এর ৮ টি রুট যার ফলে পাহাড়ে পরিবহণ ব্যবস্থা উন্নত হবে। এই রুটগুলি ওখানকার স্থানীয় মানুষদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্ধমান-দুর্গাপুর-আসানসোল রুটে মিনি বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।অন্য রুটগুলি তৈরি করা হয়েছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির কথা মাথায় রেখে।

Source: The Statesman