Holistic development of the youth – Key focus of Bengal Govt

The Department of Youth Services & Sports (Youth Wing) has undertaken many programmes regarding the education, health, employment, and holistic mental and physical development of the students and youth of Bengal.

The major achievements of the Youth Wing of the department are as follows:

  • Youth Hostel: 18 youth hostels renovated, 3 constructed and operational, another 23 being constructed. Online booking made possible at www.youthhostelbooking.wb.gov.in
  • Grants to 5,800 clubs and organisations for development of sports infrastructure
  • Financial assistance to 331 institutions and organisations for development of playgrounds
  • Financial assistance to 2,244 institutions and organisations for setting up multi-gyms
  • Financial assistance to 635 institutions and organisations for construction of mini indoor games facilities
  • Organisation of annual Youth Festivals, Rakhibandhan Utsav, Vivek Chetana Utsav, Subhas Utsav and Jangalmahal Cup, and the implementation of Safe Drive Save Life programme.
  • Initiative to help 1,000 poor but meritorious students preparing for various jobs (WBCS) and professional courses (medical & engineering)
  • Organisation of vocational training jointly with the Technical Education, Training and Skill Development
  • Department, under the guidelines of the National Council of Vocational Training (NCVT); so far, 40,00 youths have been given training
  • Under the auspices of the West Bengal Mountaineering and Adventure Sports Foundation (WBMASF), encouraging more youths to take up mountaineering and adventure sports activities; since independence, till May 2011, only four mountaineers from Bengal conquered Mt Everest whereas 18 did so in the last six years, till May 2017
  • Framing of stringent rules for the selection of climbers for Mt Everest and other 8,000 m-plus peaks and introduction of Radhanath Sikdar-Tenzing Norgay Adventure Award and Chhanda Gayen Bravery Award
  • Organising two annual events – Student’s Science Seminar and West Bengal State Student Youth Science Fair (with assistance from Birla Industrial & Technical Museum (BITM)) – to eradicate blind faith, superstitions and prejudices, and inculcate a scientific approach among the students and the youth
  • To create a healthy socio-cultural ambience, setting up a three-tier organisation styled as ‘Bangla Yuba Kendra’ set up to coordinate programmes in this regard, for which 462 volunteers at the block and municipal levels and 24 coordinators at the district-level work
  • Running about 1,000 Youth Computer Training Centres throughout the state for providing low-cost computer training to students and youths to make them employable; at these centres, online examinations and third party assessments have been introduced
  • The Plan expenditure under the head of Youth Wing rose to Rs 185.3 crore during financial year 2016-17, from only Rs 5.52 crore during 2010-11.

ছাত্র-যুব উন্নয়নের অঙ্গীকার মা, মাটি, মানুষের সরকারের

গত ৬ বছরে বাংলার ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদেরদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামগ্রিক মানসিক ও শারীরিক বিকাশের জন্য বেশ কিছু ইতিবাচক কর্মসূচী গ্রহণ করেছে মা, মাটি, মানুষের সরকার।

কিছু উল্লেখযোগ্য সাফল্য:

  • যুব হোস্টেল – ১৮টি পুরনো হোস্টেলকে সংস্কার করে চালু করা হয়েছে। ৩টি নতুন যুব হোস্টেলও চালু হয়েছে। আরও ২৩টি নতুন যুব হোস্টেলের নির্মাণকাজ চলছে এবং তা শীঘ্রই শেষ হবে। www.youthhostelbooking.wb.gov.in -এর মাধ্যমে অনলাইনে যুব হোস্টেল বুক করা যায়।
  • ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের জন্য ক্লাবগুলিতে আর্থিক সহায়তাঃ এই প্রকল্পের অধীনে ৫৮০০টি ক্লাব/সংস্থাকে অনুদান প্রদান করা হয়েছে।
  • খেলার মাঠের উন্নয়নঃ ৩৩১টি প্রতিষ্ঠান/সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান।
  • মাল্টিজিম প্রতিষ্ঠাঃ ২২৪৪টি প্রতিষ্ঠান/সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান।
  • মিনি ইনডোর গেমস নির্মাণঃ ৬৩৫টি প্রতিষ্ঠান/সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান।
  • আমাদের রাজ্যের ছাত্রছাত্রী ও যুবক যুবতীদের উন্নয়নে এই দপ্তর আয়োজন করছেঃ- ‘বার্ষিক যুব উৎসব, সাবধানে চালাও জীবন বাঁচাও, রাখিবন্ধন উৎসব, বিবেক চেতনা উৎসব, সুভাষ উৎসব, জঙ্গলমেলা কাপ’।
  • এই দপ্তর ১০০০ গরীব অথচ মেধাবী ছাত্রছাত্রীকে বিভিন্ন কর্মসংস্থান (ডবলুবিসিএস) এবং পেশাদার কোর্সের (মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং) জন্য প্রস্তুতির উদ্যোগ গ্রহণ করেছে।
  • স্বনিযুক্তির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই দপ্তর, ন্যাশানাল কাউন্সিল অব ভোকেশানাল ট্রেনিং গাইডলাইনের আওতায়, টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টসহ ভোকেশানাল ট্রেনিং-এর আয়োজন করছে। এ পর্যন্ত ৪০০০ যুবাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন-এর অধীনে এই দপ্তর বেশী সংখ্যক যুবাদের পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর মতো খেলাধুলোয় অংশগ্রহণের জন্য উৎসাহ জুগিয়ে চলেছে। রাধানাথ শিকদার-তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড এবং ছন্দা গায়েন সাহসিকতা পুরস্কার চালু করা হয়েছে এবং প্রতি বছর তা প্রদান করা হয়।
  • রাজ্যের ছাত্রছাত্রী এবং যুবাদের মধ্যে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করতে এবং তাদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জারিত করার লক্ষ্যে এই বিভাগ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিকাল মিউজিয়ামের সহায়তায় দুটি বার্ষিক কর্মসূচী চালু করেছে। ১. স্টুডেন্টস সায়েন্স সেমিনার এবং ২. ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টুডেন্ট ইয়ুথ সায়েন্স ফেয়ার।
  • এই দপ্তরের বিভিন্ন কর্মসূচীর সঙ্গে সাযুজ্য বিধানের জন্য সুস্থ সামাজিক সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ‘বঙ্গ যুব কেন্দ্র’ রূপে একটি ত্রিস্তরীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ব্লক/পৌরসভা পর্যায়ে ৪৬২জন স্বেচ্ছাসেবক এবং জেলা পর্যায়ে ২৪জন কোঅর্ডিনেটর এই উদ্দেশ্যে কাজ করছেন।
  • সারা রাজ্যে ছাত্রছাত্রী ও যুবাদের কাজের জন্য উপযুক্ত করে তোলার লক্ষ্যে প্রায় ১০০০ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কাজ করে চলেছে, তাদের কম মুল্যে কম্পিউটার প্রশিক্ষণ দানের জন্য। অনলাইন পরীক্ষা এবং থার্ড পার্টি অ্যাসেসমেন্ট চালু করা হয়েছে।
  • ২০১০-১১ সালে পরিকল্পনা খাতে ব্যয় হত মাত্র ৫.৫২ কোটি টাকা, যা ২০১৬-১৭ সালে বাড়িয়ে করা হয়েছে ১৮৫.৩ কোটি টাকা।

 

 

Seven more youth hostels coming up by March 2018

The Bengal Government’s Youth Services and Sports Department has set a target of building seven new youth hostels by March 2018. In each of the youth hostels, there will be accommodation for at least 100 people.

Two youth hostels in Jalpaiguri (in Metali) and Bishnupur are ready to become operational. One each is coming up in the Ayodhya Hills and the Jaichandi Hills in Purulia district. The four others are coming up in Cooch Behar, Nabadwip, Malda and Durgapur.

Regarding the ones in the Ayodhya and the Jaichandi Hills, it may be mentioned that the footfalls of visitors in these places have gone up as a result of the steps taken by the Trinamool Congress Government to improve the basic infrastructure of Purulia district. Moreover, the number of youths visiting the place for trekking and adventure sports has also gone up. As a result, the demand for better accommodation has also gone up. Plans are already afoot for enabling locals to open homestays.

It may be mentioned that at present, a total of 19 youth hostels of the State Government are functional, while the government has a plan to set up a total of 40. The construction of 21 youth hostels, including in Balurghat, Jayanti and Gajoldoba, has also begun.

With the setting up of the youth hostels, young single travellers will no longer face problems in getting quality accommodation when they visit any part of the state for excursion or activities like trekking and adventure sports.

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও নতুন ৭টি যুব হোস্টেল

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে আরও ৭টি যুব হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। প্রতিটি হোস্টেলে অন্তত ১০০ জন থাকতে পারবে।

জলপাইগুড়ির মেটেলিতে ও বিষ্ণুপুরের দুটি যুব হাসপাতাল তৈরী হয়ে গেছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ও জয়চন্ডী পাহাড়ে দুটি হোস্টেল তৈরী হচ্ছে। বাকি ৪টি হোস্টেল তৈরী হবে কোচবিহার, নবদ্বীপ, মালদা ও দুর্গাপুরে।

তৃণমূল সরকার পুরুলিয়া জেলার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, তার ফলে এই অঞ্চলে এখন পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া এই অঞ্চলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কমবয়সী যুবাদের আনাগোনা লেগেই আছে। এর ফলে ওখানে থাকার ভালো জায়গায় চাহিদা বেড়েছে। ওখানে হোম-স্টের ব্যবস্থাও করা হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ১৯টি যুব হোস্টেল আছে। রাজ্য সরকার এই সংখ্যা বাড়িয়ে ৪০ করতে চায়। বাকি ২১টি হোস্টেলের মধ্যে বালুরঘাট, জয়ন্তী, গাজলডোবা যুব হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

এই যুব হোস্টেলগুলি তৈরী হলে, যেসকল পর্যটক একা ওইসব অঞ্চলে যাবে, তাদের ভালো থাকার জায়গা খুঁজতে অসুবিধায় পড়তে হবে না।
Source: Millennium Post