In a bizarre practice, the procedures of performing autopsy were starkly different, till date, among different hospitals in Kolkata and that of districts. This system is set for a change as the State Health Department has come up with a set of ‘Standard Operating Procedures’ (SOP) for autopsies. A draft set of guidelines was prepared in 2015.
As per the new guidelines, the process of autopsy that has to be followed will be clearly mentioned. All hospitals – whether in the State capital or in districts – have to follow that. Additionally, the 5-page SOP lists the basic requirements for the morgues – their dimensions, internal environment etc.
Incidentally, for the last three months, autopsy reports in Kolkata are made available online by the Kolkata Police. An OTP is sent to the mobile number of a relative of the deceased, using which they can download it from the police’s website. Measures are being taken to launch this service across the State.
ময়নাতদন্তের অভিন্ন নিয়ম চালু হতে চলেছে রাজ্যে
একই রাজ্য৷ অথচ এতকাল অস্বাভাবিক প্রতিটি মৃত্যুর ঘটনায় বাধ্যতামূলক যে ময়নাতদন্ত , তা চলে আসছিল ভিন্ন ভিন্ন নিয়মে৷ শহরের মেডিক্যাল কলেজে এক রকম, জেলায় অন্য রকম৷ এহেন ব্যবস্থাটা বদলাতে চলেছে৷ গোটা রাজ্যে চালু হতে চলেছে ময়নাতদন্তের অভিন্ন নিয়ম, পদ্ধতি৷ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ২০১৫ সালে তৈরি হয় প্রথম খসড়া নিয়মাবলি৷
কী থাকবে নয়া নিয়মাবলিতে? প্রথমত, কোন পদ্ধতিতে ময়নাতদন্ত সম্পন্ন করবেন এক জন বিশেষজ্ঞ, সেটা চিহ্নিত করা রয়েছে৷ পাশাপাশি , মর্গের পরিবেশ কেমন হবে , আকার -আয়তন কেমন হবে , তা -ও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে ৫ পাতার ‘এসওপি ’তে৷ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও দিশা দেখাতে চলেছে নয়া নিয়মাবলি৷
মাস তিনেক হল , কলকাতার মর্গে হওয়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সরাসরি ডাউনলোডের পদ্ধতি চালু হয়েছে৷ মৃতের ঘনিষ্ঠ আত্মীয়ের মোবাইল নম্বরে পাঠানো হয় একটি ওটিপি৷ সেই ওটিপি -র সাহায্যে ময়নাতদন্তের রিপোর্ট এখন সরাসরি কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন নিকটজনেরা৷ এই পদ্ধতি যাতে গোটা রাজ্যেই চালু হয় , সেই ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর৷