Bengal Govt to start karimeen fish cultivation in Haldia

Within eight to nine months, Bengalis in the state would be getting to enjoy a new tasty fish: karimeen. This favourite of Kerala is going to be cultivated in Haldia with the help of the Fisheries Department.

The fishes are going to be cultivated by fisherwomen of Haldia block, in Purba Medinipur district. The Fisheries Department has trained about 50 fisherwomen for one-and-a-half months at one of its farms.

Though cultivated in sweet water in Kerala, this fish can also thrive in brackish water. Hence these fishes would be cultivated in farms in the coastal regions of Haldia block.

 

হলদিয়ায় হচ্ছে কারিমীন মাছের চাষ

আগামী শারদ উৎসবে মৎস্য প্রিয় বাঙ্গালিকে উপহার হিসেবে নতুন মাছের স্বাদ দিতে উদ্যোগী হল রাজ্যের মৎস্য দপ্তর।

কেরলের অতি প্রিয় কারিমীন মাছ আগামী ৮/৯ মাসের মধ্যে আট থেকে আশি বছর বয়সের বাঙালির খাবার পাতে জায়গা করে নিতে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের মহিলা মৎস্যজীবীদের হাত ধরে প্রথম বাংলায় আগমন ঘটতে চলেছে এই রাজ্যে।

হলদিয়ার মৎস্য দপ্তরের ফিশারি ফার্মে দেড় মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পর ৫০ জন মৎস্যজীবীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় মাছের পোনা।

কেরলের কারিমীন একটি আদিবাসী পর্যায়ের মাছ। যা প্রধানত মহাদেশীয় উপদ্বীপের পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকুল ভাগ বরাবর পাওয়া যায়। এই মাছের বিজ্ঞানসম্মত নাম ইট্রোপ্লাস সুরেটেনসিস, ইংরিজিতে পার্ল স্পট ফিশ; সারা গা জুড়ে সাদা সাদা দাগ থাকে বলে এর নাম মুক্ত গোছা।

কেরলে শুধুমাত্র মিষ্টি জলে চাষ হলেও, এই মাছ ঈষৎ নোনা জলেও চাষ করা যায়। এর ফলে রাজ্যের মৎস্যজীবীরা বাড়তি উপার্জনের সুবিধা পাবে।

 

Source: Khabar 365 Din

The image is representative (source)

Silver pompano fish to soon add variety to the plates of Bengalis

The Bengal Government’s Fisheries Department, through its unit, State Fisheries Development Corporation Ltd. (SFDC) has started the large-scale culture of the silver pompano fish. This would make the fish, which normally sells at high prices, affordable for many.

Silver pompano looks and tastes just like the pomfret but costs Rs 100 more per kilogram; hence there is a high demand for it just as there is for pomfret.

A research institute in Kochi has supplied the initial group of 15,000 hatchlings to start the cultivation, to a State Government hatchery in Alampur in Purba Medinipur district. The fishes would achieve a weight of 500 to 600 grams in three months, after which they would be brought to the open market to be sold. The first batch is expected to arrive in the markets in November.

Initially, only the SFDC will sell the fishes. Later on, private hatchery owners would be given permission to rear and sell these fishes.

The cultivation of these fishes was started on an experimental scale a year back at the Alampur hatchery, whose success prompted the government to start cultivation on a large scale.

 

রাজ্যে শুরু সিলভার পমপ্যানো মাছের চাষ

মৎস্যপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য মৎস্য দপ্তর। ইচ্ছা থাকলেও চড়া দামের জন্য পমফ্রেট মাছ যাঁরা কিনতে পারছেন না, তাঁদের জন্য এগিয়ে এল রাজ্য মৎস্য দপ্তর। বাণিজ্যিকভাবে রাজ্যে এবার সিলভার পমপ্যানো মাছের চাষ শুরু করল তারা।

কোচির সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট থেকে রাজ্যে ঢুকেছে প্রায় ১৫,০০০সিলভার পমপ্যানো–র চারা। যা পাঠিয়ে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের আলমপুরে। যেখানে সরকারি জলাশয়ে বড় হয়ে উঠবে এই চারাগুলি। তিন মাসের মধ্যে চারাগুলির ওজনদাঁড়াবে ৫০০ থেকে ৬০০ গ্রাম। খোলাবাজারে এরপর এগুলিকে বিক্রির জন্য নিয়ে আসা হবে।

এই মাছের স্বাদ একেবারেই পমফ্রেট মাছের মতো। না বলে পাতে দিলে বোঝা খুবই শক্ত যে পমফ্রেট খাচ্ছি না সিলভার পমপ্যানো খাচ্ছি। অথচ দামের তফাত কেজি প্রতি প্রায় ১০০ টাকার মত।

হিসেব অনুযায়ী এই মাছ বাজারে আসতে আসতে নভেম্বর মাস হয়ে যাবে।

Source: Aajkal

 

Bengal Govt opens fair price fish shops

After the huge success of the fair price medicine stores, the Bengal Government has now opened fair price fish shops. With the eternal demand for fish among Bengalis and the fluctuating prices of the non-vegetarian staple, these outlets are expected to be another major success.Favourites like

Favourites like hilsa, bhetki, pabda, prawns, among other varieties, are available at the shops. The fish here are both fresh and reasonably priced. On an average, they are Rs 30 to 40 less per kg than the market prices.

The fair price stalls have been opened at Bidhannagar, Karunamayee, Captain Bheri, Chinar Park, AJ Block (Salt Lake), Entally and Jadavpur. Additionally, there are 21 mobile stalls. After Kolkata, such stalls have been opened in Shantiniketan, Siliguri, Digha, Memari and Frasergunj.

 

ন্যায্য মূল্যের মাছের দোকান – রাজ্য সরকারের নতুন উদ্যোগ

বাঙালির রসনাকে তৃপ্ত করতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘ন্যায্য মূল্যের মাছের দোকান’। ইতিমধ্যেই জীবনদায়ী ওষুধ সঠিক দামে কেনার জন্য রাজ্য সরকারের উদ্যোগে সরকারি হাসপাতালগুলিতে তৈরি করা হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখান থেকে বাজারের চেয়ে কম দামে ওষুধ কিনে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। এই সকল উদ্যোগগুলির বিপুল সাফল্য দেখে এবং সাধারণ মানুষকে নানা রকম মাছের আস্বাদ ফিরিয়ে দেওয়ার জন্যই এবার রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ।

শহরের জায়গায় থাকবে স্টল। সদ্য ধরা ইলিশ, পাব্দা, ভেটকি, চিংড়ি ইত্যাদি ঘুরবে ভ্রাম্যমাণ গাড়িতে। চলতি বাজার দরের চেয়ে কম দাম ও টাটকা।

রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে বাজারের চেয়ে কেজিতে অন্তত ৩০-৪০ টাকা কম দরে মাহ পাওয়া যাচ্ছে। বিধাননগর, করুণাময়ী, ক্যাপ্টেন ভেড়ি, চিনার পার্ক, এজে ব্লক, এনটালি বাজার, যাদবপুরেও এই মাছের স্টল খোলা হয়েছে। তাছাড়াও ২১ টি ভ্রাম্যমাণ স্টলেও থাকবে টাটকা মাছ। কলকাতা ছাড়াও শান্তিনিকেতন, দিঘা, শিলিগুড়ি, মেমারি ও ফ্রেজারগঞ্জেও শুরু হয়েছে এই রকম স্টল।

Source: Dainik Jugashankha