Bike taxis to ply on Kolkata’s streets

After its immense success in New Town and Rajarhat, bike taxis are soon going to hit the streets of Kolkata. A notification in this regard will be issued shortly by the State Transport Department.

It may be recalled that a memorandum of understanding (MoU) was signed between the Transport Department and the private company that will operate the bike taxis during the Bengal Global Business Summit (BGBS) in January. Considering the potential, the

Department is confident that once the service starts in the city, more aggregators will show interest in entering into the business of plying bike taxis.

Like in New Town and Rajarhat, all sorts of safety measures will be in place. One would be able to book a bike taxi using a cell phone app as it is now done for booking app-based cabs.

An official of the Transport Department said that gradually bike taxis can be introduced in several other urban areas. They will thus create a new dimension in the public transport sector of the State.

কলকাতার রাস্তায় এবার বাইক-ট্যাক্সি

নিউ টাউন ও রাজারহাটে ব্যাপক সাফল্যের পর এবার কলকাতার রাস্তায় নামতে চলেছে বাইক-ট্যাক্সি। শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে পরিবহণ দপ্তর। ২০১৮ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে পরিবহণ দপ্তর এবং একটি বেসরকারি সংস্থার মধ্যে।

মোবাইল অ্যাপের মাধ্যমে যেমন ট্যাক্সি ডাকা যায়, ঠিক সেভাবেই বাইক ট্যাক্সিও বুকিং করা যাবে। নিউটাউন ও রাজারহাটের মত যাত্রী নিরাপত্তার সমস্ত ব্যবস্থা থাকবে এই বাইক ট্যাক্সিগুলোতে।

রাজারহাটে একটি বেসরকারি সংস্থা রাজ্য পরিবহন দপ্তরের সমস্ত নির্দেশিকা মেনে এই বাইক ট্যাক্সি পরিষেবা চালায়। সেই সংস্থাই সমস্ত বাইক কেনে এবং চালক নিযুক্ত করে।
তবে কলকাতায় এই সংস্থা কলকাতার বাইক মালিকদের সঙ্গে চুক্তি করে তাদের বাইক দিয়েই এই পরিষেবা চালাবে। ঠিক যেভাবে অ্যাপ নির্ভর ট্যাক্সি চলে।

Source: Millennium Post

Key MoUs signed in education sector at BGBS 2018

The Bengal Global Business Summit (BGBS) 2018 witnessed some major MoUs in the Education sector on Wednesday, with Jadavpur University alone signing three MoUs with three leading foreign universities for collaborative research and education.

Three MoUs have been signed with Edinburgh University, University of Exeter in UK and Eötvös Loránd University of Hungary. It may be mentioned that JU has been doing joint research projects with Edinburgh University (EU) and the university’s School of Oceanography has been working in collaboration with EU.

Chief Minister Mamata Banerjee announced at the summit that her government is providing 5 acres of land each to both JU and Calcutta University at New Town. Presidency University also signed an MoU with Edinburgh University at the summit for collaboration in higher education and life sciences.

শিক্ষা ক্ষেত্রে একগুচ্ছ মৌ বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে

বিনিয়োগের মঞ্চে শিল্প-বাণিজ্যের সঙ্গে সমান গুরুত্ব পেল শিক্ষাও৷ দুদিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে রাজ্যের তিন শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জন্য একগুচ্ছ সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

প্লেনারি সেশনের শেষে ছিল মৌ স্বাক্ষর পর্ব৷ সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষকেন্দ্র গড়ার জন্য আরও পাঁচ একর করে জমি দেওয়া হবে৷ রাজারহাটে সেই জমিতে দুই বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস গড়ে উঠবে৷ এ দিনই বিভিন্ন বিষয়ে একাধিক মৌ স্বাক্ষর করে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও৷

এই মৌয়ের ফলে পড়ুয়া ও গবেষকদের মানোন্নয়নের জন্য বিদেশের নামজাদা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবে এখানকার বিশ্ববিদ্যালয়গুলি৷ কিছুদিন আগেই কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে একশো কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷

বাণিজ্য সম্মেলনের শেষ পর্বে রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, যাদবপুর ও প্রেসিডেন্সি, এই দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই মৌ স্বাক্ষরিত হয়েছে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের৷ জীবনবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের৷ এর পাশাপাশি হাঙ্গেরির লোরান্দ বিশ্ববিদ্যালয় এবং ব্রিটেনের এক্সিটার বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও মৌ স্বাক্ষর হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের৷ ডিজিট্যাল হিউম্যানিটি বিষয়ে এক্সিটার ও যাদবপুর একসঙ্গে কাজ করবে৷ এই বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসাবে আগেই যুক্ত রয়েছেন যাদবপুরের উপাচার্য৷

কলা বিভাগের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও গবেষণা ও উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য লোরান্দ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যাদবপুর৷ মূলত ইলেকট্রিক্যাল, মেটালার্জি ও মেকানিক্যাল শাখার পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই মৌ হয়েছে৷

এর ফলে এখানকার পড়ুয়ারা সুপারভাইজার হিসাবে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যেতে পারবে৷ পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের মিলিত উদ্যোগে গবেষকদের জন্য যৌথ কর্মশালা, সেমিনারেরও আয়োজন হবে৷

 

Bengal Govt to take help from marine scientists of Norway for growing hilsa

To improve the production of the ever-popular hilsa (ilish) in the state, the Bengal Government has decided to take help from marine scientists of Norway and experts specifically on hilsa.

For this, the government has signed a memorandum of understanding (MoU) with the Norwegian government. A delegation from the country has already visited the state.

Already, with the help of marine scientists of Jadavpur University, the government has started cultivation of the fish in five regions, comprising estuarine regions and regions in the Ganga basin.

As a result of these initiatives, not only would hilsa become more affordable, hilsa cultivators would also be able to earn a viable livelihood.

 

রাজ্যে ইলিশ মাছের ফলন বাড়াতে সাহায্য করবে নরওয়ে

বাংলায় ইলিশের উৎপাদন বাড়াতে নরওয়ের বিজ্ঞানী ও ইলিশ বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞানীদের সাহায্যে প্রাথমিক ভাবে সাগর মোহনায় এবং গঙ্গা নদীর অববাহিকায় ৫টি এলাকা চিহ্নিত করে, বিশেষ প্রকল্পে হাত দিয়েছে রাজ্য।

এ ব্যাপারে নরওয়ের সঙ্গে রাজ্যের মৌ স্বাক্ষরিত হয়েছে। তাদের একটি প্রতিনিধিদল ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গেছে, আবার আসবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞানের গবেষকরাও রাজ্য সরকারের কথায় আগেই একটি রিপোর্ট দিয়েছিলেন।

সেপ্টেম্বরের পূর্ণিমার ৫দিন আগে থেকে অক্টোবরের পূর্ণিমার ৫দিন পর পর্যন্ত নদীতে ইলিশ মাছ ধরা একেবারেই নিষিদ্ধ করা হবে। এজন্য ইলিশ ধরার ওপর নির্ভরশীল মৎস্যজীবী পরিবারকে বিকল্প আয়ের ব্যপারে মৎস্য দপ্তর সহযোগিতা করবে।

মূলত যে পাঁচটি জায়গায় ইলিশ ধরা ওই সময়ে নিষিদ্ধ করা হবে, সেগুলি হল:

১. সুন্দরবনে ঠাকুরানী, মাতলা ও রায়মঙ্গল নদীর অববাহিকায় পাঁচ বর্গ কিলোমিটার
২. ফারাক্কা বাঁধ এলাকা
৩. ফারাক্কা থেকে লালবাগ পর্যন্ত এলাকা
৪. ডায়মন্ড হারবার থেকে নিসচিন্দপুর, গোদাখালি
৫. বলাগড়, হুগলী ঘাট থেকে কাটোয়া।

এই উদ্যোগের ফলে ইলিশ মাছ শুধু যে সুলভ হবে তা নয়, পাশাপাশি বাংলার মৎস্যজীবীদের সুদিনও আসবে।