Bike taxis to ply on Kolkata’s streets

After its immense success in New Town and Rajarhat, bike taxis are soon going to hit the streets of Kolkata. A notification in this regard will be issued shortly by the State Transport Department.

It may be recalled that a memorandum of understanding (MoU) was signed between the Transport Department and the private company that will operate the bike taxis during the Bengal Global Business Summit (BGBS) in January. Considering the potential, the

Department is confident that once the service starts in the city, more aggregators will show interest in entering into the business of plying bike taxis.

Like in New Town and Rajarhat, all sorts of safety measures will be in place. One would be able to book a bike taxi using a cell phone app as it is now done for booking app-based cabs.

An official of the Transport Department said that gradually bike taxis can be introduced in several other urban areas. They will thus create a new dimension in the public transport sector of the State.

কলকাতার রাস্তায় এবার বাইক-ট্যাক্সি

নিউ টাউন ও রাজারহাটে ব্যাপক সাফল্যের পর এবার কলকাতার রাস্তায় নামতে চলেছে বাইক-ট্যাক্সি। শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে পরিবহণ দপ্তর। ২০১৮ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে পরিবহণ দপ্তর এবং একটি বেসরকারি সংস্থার মধ্যে।

মোবাইল অ্যাপের মাধ্যমে যেমন ট্যাক্সি ডাকা যায়, ঠিক সেভাবেই বাইক ট্যাক্সিও বুকিং করা যাবে। নিউটাউন ও রাজারহাটের মত যাত্রী নিরাপত্তার সমস্ত ব্যবস্থা থাকবে এই বাইক ট্যাক্সিগুলোতে।

রাজারহাটে একটি বেসরকারি সংস্থা রাজ্য পরিবহন দপ্তরের সমস্ত নির্দেশিকা মেনে এই বাইক ট্যাক্সি পরিষেবা চালায়। সেই সংস্থাই সমস্ত বাইক কেনে এবং চালক নিযুক্ত করে।
তবে কলকাতায় এই সংস্থা কলকাতার বাইক মালিকদের সঙ্গে চুক্তি করে তাদের বাইক দিয়েই এই পরিষেবা চালাবে। ঠিক যেভাবে অ্যাপ নির্ভর ট্যাক্সি চলে।

Source: Millennium Post

Bengal Tourism Department launches mobile app for Durga Puja

The Bengal Tourism Department has brought out an app on the occasion of Durga Puja, named Sharadotsav. The app is available on Android devices.

The app has four primary sections – ‘Puja in Map’, ‘Nearby Pujas’, ‘Zone-wise Puja’ and ‘Emergency Contacts’.

The ‘Puja in Map’ section has the important well-known Durga Puja pandals marked on a map of Kolkata. The ‘Zone-wise Puja’ section has a list of the famous Durga Puja pandals in Bengal divided into seven groups – North Central Kolkata, Port Area, South Suburban and South West, South and South East, Heritage Puja, Siliguri and Other Puja – along with pictures.

The ‘Emergency Contacts’ section information on blood banks, fire stations, hospitals, the metro rail and police stations.

You can download the app from the Google Play store.

 

নতুন অ্যাপ আনছে পর্যটন দপ্তর – থাকছে দুর্গা পুজোর বিভিন্ন তথ্য

পুজোর ভিড়ে মানুষ যাতে হারিয়ে না যায় সেইজন্য এবার একটি নতুন মোবাইল অ্যাপ চালু করছে পর্যটন দপ্তর। শুধু রাজ্যের মানুষ নয়, শারদোৎসব দেখাতে আসা ভিন রাজ্য বা বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই অ্যাপ। অ্যাপটির নাম ‘SARADOTSAV’।

গুগল প্লে স্টোরে গিয়ে ‘SHARADOTSAV’ লিখলেই কলকাতার দুর্গাপুজো দেখার প্রয়োজনীয় সব তথ্যবাহী এই অ্যাপ পাওয়া যাবে। রাজ্যের অন্য শহরের পুজোর তথ্যও মিলবে এই অ্যাপে। এই অ্যাপে পুজোর নানা পাশাপাশি রাজ্যের নানা দ্রষ্টব্য স্থানের তথ্যও পাওয়া যাবে। পুজো দেখার ফাঁকে সেগুলিও দেখে নিতে পারবেন পর্যটকরা।

এছাড়া এই অ্যাপে থাকছে রাজ্যের বিখ্যাত পুজোগুলির তথ্য, পুজোর নির্ঘণ্ট, বনেদি বাড়ির পুজোর ইতিহাস। কোন পথে গেলে পছন্দের পুজো দেখা যাবে, তাও জানিয়ে দেওয়া হবে ম্যাপের মাধ্যমে। পুজোর মণ্ডপ লাগোয়া রেল, মেট্রো, বাসস্টপের দুরত্বও জানা যাবে। পাশাপাশি নিকটবর্তী রেস্তোরাঁ, পুলিশ সহায়তা কেন্দ্র, থানা, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের ঠিকানা, ব্যাঙ্কের এটিএম, পাবলিক টয়লেটের তথ্য মিলবে।

এখানেই শেষ নয়, কোন পুজোর উদ্বোধন কবে তাও জানা যাবে। অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে বিসর্জন দেখার জন্য লঞ্চের টিকিট। এছাড়াও এতে রয়েছে বারোয়ারির খুঁটি পুজো থেকে দুর্গা পুজোর মণ্ডপের নানা ছবি। রয়েছে বাংলা শিল্প সংস্কৃতির নানা তথ্য। এর মাধ্যমে ট্যুরিস্ট লজগুলিও বুকিং করা যাবে। তাঁর প্রয়োজনীয় লিঙ্কও দেওয়া রয়েছে এখানে।

অ্যাপ্ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

Haringhata Meat products can soon be ordered via mobile app

Products from the Bengal Government-owned brand Haringhata Meat, which sells raw, processed and cooked meat, meat products, eggs and other poultry items, can soon be ordered from the comfort of one’s home, courtesy a mobile app being developed under the aegis of the Animal Resources Development Department. The app is being developed by West Bengal Electronics Industry Development Corporation Limited (WEBEL), the government agency responsible for technology development in Bengal.

The app is being developed by West Bengal Electronics Industry Development Corporation Limited (WEBEL), the government agency responsible for technology development in Bengal.Till now, Haringhata Meat products could be ordered online via an e-commerce company. They are also sold in

Till now, Haringhata Meat products could be ordered online via an e-commerce company. They are also sold in Kolktata from branded mobile vans, which sell both raw and cooked meat and meat products.

Through the app, initially only raw meat can be ordered. Ready-to-eat stuff would be added to the list of products later on. Products sold under the brand are all sourced from the government farm in Haringhata in Nadia distirct.

হরিণঘাটা মাংস বিক্রির জন্য মোবাইল অ্যাপ চালু করছে দপ্তর

শীঘ্রই প্রানিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে একটি মোবাইল অ্যাপ আনা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা এবার বাড়ি বসেই হরিণঘাটা মিট ব্র্যান্ডের মাংস ও মাংসজাত সব পণ্য পেয়ে যাবেন। এজন্য কোন অতিরিক্ত টাকাও খরচ করতে হবে না গ্রাহকদের।

রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে এখন আর হরিণঘাটার চিকেন সসেজ কিংবা টার্কি রোস্ট কিংবা হ্যাম ফিলেট খাতে আর দোকানে ছুটতে হবে না। মোবাইলের মাধ্যমে অর্ডার দিলেই তা হাজির হবে দোরগোড়ায়।

এতদিন একটি ই-কমার্স সংস্থার অ্যাপের মাধ্যমে এই খাবার অর্ডার করা যেত। এখন সংস্থা নিজেদের অ্যাপ আনছে। রাজ্যের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেল এই অ্যাপ তৈরি করছে।

আপাতত এই অ্যাপের মাধ্যমে হরিণঘাটা ব্র্যান্ডের কাঁচা পণ্যই পাওয়া যাবে। পড়ে অবশ্য ‘রেডি টু ইট’ পণ্যও অনলাইনে বিক্রি করার উদ্যোগ করা হবে। ইতিমধ্যেই কলকাতা শহরে হরিণঘাটা ব্র্যান্ডের চলমান বিপণী খোলা হয়েছে, সেখানে কাঁচা মাংসের পাশাপ্সহি রান্না করা মাংসও পাওয়া যায়।

Source: Dainik Jugashankha

 

Soon, six more new Sufal Bangla stalls to come up

Besides setting up more stalls of Sufal Bangla in the districts, the state agriculture marketing department has taken measures to let more people in the city avail the facility with six more stalls coming up at Tollygunj, Shyambazar and Ultadanga respectively.

Tapan Dasgupta, the state Agriculture Marketing minister, said: “More Sufal Bangla stalls are coming up in the city. Some including the one in Alipore and Tollygunge has already started operations. Two more in Bankura and Bishnupur are ready to let the people in the area avail the facility.” In Kolkata, total four Sufal Bangla stalls will come up at Tollygunge and its adjoining areas. One each will be set up at Shyambazar and Ultadanga. It may be mentioned that already there is one stall at Salt Lake and another one at Alipore. The Alipore stall is the first one where the facility of home delivery has been initiated.

The state Agriculture Marketing department has also introduced the service in Sufal Bangla stall at Santiniketan. The work to make the facility available in other places soon has also started. At present, one needs to call at a phone number to place the order after going through rates of different vegetables provided in the website of Sufal Bangla. In a bid to make the process easier, the state Agriculture Marketing department has taken an initiative to launch a cell phone app using the one that can easily locate a Sufal Bangla shop and place orders for home delivery. The department is having plans to set up Sufal Bangla stalls in all districts and letters were also being written to District Magistrates seeking assistance to identify lands where such stalls can be set up.

At present there are total 33 Sufal Bangla stalls including 14 mobile ones which move around in different places to let people buy fresh vegetables at the right price. With setting up of more stalls in Kolkata, the urban populace can easily buy fresh vegetables at the right price. Moreover, the home delivery system would be immensely beneficial for the urban populace as they do not have to go to market places to buy the vegetables and at present fish, eggs and different varieties of rice are also made available in Sufal Bangla stalls.

 

আরও ৬ টি সুফল বাংলা স্টল চালু করছে রাজ্য কৃষি দপ্তর

জেলায় জেলায় সুফল বাংলা স্টল তৈরীর পাশাপাশি শহরেও আরও সুফল বাংলা স্টল চালু করবে রাজ্য কৃষি দপ্তর। এই জায়গাগুলি হল কলকাতার টালিগঞ্জ, শ্যামবাজার, উল্টোডাঙ্গা। বাঁকুড়া ও বিষ্ণুপুর জেলায় ২ টি স্টল তৈরী হয়ে গেছে, সেগুলিও শীঘ্রই চালু হবে।

এর আগে আলিপুর ও সল্টলেকে সুফল বাংলা স্টল চালু হয়ে গেছে। আলিপুর স্টলটিতে প্রথম হোম ডেলিভারির সুবিধা চালু করা হয়েছে।রাজ্য কৃষি বিপণন দপ্তর শান্তিনিকেতনেও সুফল বাংলা স্টল চালু করেছে।

সুফল বাংলার ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন শাক সবজির মুল্য দেখে মানুষ একটি নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারবেন। প্রক্রিয়াটি সহজ করার জন্য রাজ্য কৃষি বিপণন বিভাগ একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে কোথায় কোথায় স্টল আছে এবং সেখান থেকে কততা দুরত্ব পর্যন্ত হোম ডেলিভারি পাওয়া যাবে সেই সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। বর্তমানে রাজ্যের প্রায় ৩৩ টি সুফল বাংলা স্টল রয়েছে।

এই স্টল গুলিতে শাক সবজি ছাড়াও মাছ, ডিম ও বিভিন্ন রকমের চাল পাওয়া যায়। বাজারে না গিয়ে বাড়িতে বসে মানুষ যাতে সহজেই টাটকা মাছ, ডিম শাকসবজি কিনতে পারে সেইজন্যই এই উদ্যোগ।