With an aim to improve the environment, the State Government’s School Education Department has issued a notification to create a ‘green belt’ by planting trees in every Government and Government-aided school.
According to the notification, the project has to be implemented within 15 days, and an Action Taken Report (ATR) would have to be submitted to the Department within that period.
Private schools have also been asked to implement the project in all earnest as it would help everyone. It has been seen in recent times that many students suffer from asthma, common cold, stomach problems and other environment-related ailments. According to doctors, a lot of these are a result of the deteriorating environment.
The State Government’s new initiative is meant to address this issue. Schools are also being encouraged to give projects to students related to planting trees in pots and gardening.
পরিবেশ বাঁচাতে সব স্কুলে গাছ লাগানোর নির্দেশ
দূষণের থাবা থেকে কচিকাঁচাদের বাঁচাতে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে ‘গ্রিন বেল্ট’ তৈরির বিজ্ঞন্তি জারি করেছেন স্কুলশিক্ষা দপ্তরের কমিশনার৷ রাজ্যের সব স্কুল ক্যাম্পাসে ১৫ দিনের মধ্যে এই উদ্যোগ কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি৷ ওই সময়সীমার মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ও স্কুলশিক্ষা দপ্তরে জমা করতে হবে৷
সরকারি স্কুলের পাশাপাশি এ কাজের আওতায় রাখা হয়েছে বেসরকারি স্কুলগুলিকেও৷ পরিবেশবিদদের অনেকেই এই নির্দেশকে স্বাগত জানাচ্ছেন৷ বহু স্কুলে ‘নেচার্স ক্লাব’-এর সদস্য হয়ে স্কুল পড়ুয়ারা নিয়মিত বৃক্ষ রোপণ করে৷ শুধু স্কুল ক্যাম্পাসে নয়, আশপাশে গাছ লাগানোয় উৎসাহ দেওয়া হয় স্কুল পড়ুয়াদের৷ সেই গাছগাছালির যত্নও নেয় পড়ুয়ারা৷
বহু স্কুলে ‘প্রজেক্ট ’ হিসেবে বাগান করানো হয়৷ এই প্রকল্পে বাচ্চাদের বাড়িতে টবে বা ছাদে গাছ রোপণ করে তার যত্ন নিতে হয়৷ কিছু সময় অন্তর অন্তর এ সংক্রান্ত ‘স্টেটাস রির্পোট ’ও জমা দিতে হয় পড়ুয়াদের৷ ফুল, ফল, পাতাবাহারের গাছ যেমন আছে তেমনই লাগানো হয়েছে শাল, সেগুন, মেহগনির মতো বৃক্ষ৷ এই সব গাছ -গাছালির যত্ন মালিদের পাশাপাশি পড়ুয়ারাও নেয়৷
Source: Ei Samay